মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগসমাজকর্ম বিষয় সমাজকর্মের নির্দেশনা ও কাউন্সেলিং ৩১২১১৩ রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-DASIE, SWAC, APGA, AHCD, HOUND, NASW, ACA.
২। কাউন্সেলিং কী?
উত্তর : কাউন্সেলিং হলো নির্দেশনা কর্মসূচির এমন একটি ২। প্রক্রিয়া যা ব্যক্তিকে সমস্যামূলক পরিস্থিতিতে সংগতি বিধানে এবং সমস্যা সমাধানে সাহায্য করে।
৩। সহানুভূতি কী?
উত্তর : নিজের অনুভূতিকে অন্যের অনুভূতির সাথে মিলিয়ে নেওয়াকে সহানুভূতি বা সমানুভূতি বলে।
৪। কে সর্বপ্রথম ‘Rapport’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: সর্বপ্রথম Miss Virginia Robinson ব্যবহার করেন।
৫। কাউন্সেলিং-এর ধাপ কয়টি?
উত্তর: কাউন্সেলিং এর ৮টি ধাপ রয়েছে।
৬। রেটিং কী?
উত্তর: রেটিং কাউন্সেলিং প্রক্রিয়ার একটি অযান্ত্রিক কৌশল।
৭। চিরায়ত সাপেক্ষীকরণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: রাশিয়ার শরীরবিদ প্যাভলভ।
৮। কত সালে American Conselling Association (ACA) গঠিত হয়?
উত্তর : ১৯৫২ সালে American Conselling Association (ACA) গঠিত হয়।
৯। Counselling: Theory and Practice গ্রন্থটি কার লেখা?
উত্তর: Counselling: Theory and Practice গ্রন্থটি J.F. Perez-এর লেখা।
১০। ব্যক্তিকেন্দ্রিক কাউন্সেলিং এর জনক কে?
উত্তর: ব্যক্তিকেন্দ্রিক কাউন্সেলিং এর জনক হলেন- Carl Rogers I
১১। অভিযোজন কী?
উত্তর: জলবায়ু পরিবর্তনের সাথে সাথে প্রতিকূল পরিবেশের সাথে সকল উদ্ভিদ ও প্রাণীর খাপ খাইপে চলার নাম অভিযোজন।
১২। শিশুদের সাথে কাউন্সেলিং এর লক্ষ্য কী?
উত্তর : শিশুদের সাথে কাউন্সেলিং এর লক্ষ্য হলো শিশুর আবেগীয় সমস্যা দূর করা।
১৩। প্রতিবন্ধিতা কী?
উত্তর : প্রতিবন্ধিতা বা অক্ষমতা হচ্ছে একজন স্বাভাবিক সুস্থ মানুষের কার্যশীলতার যে সীমানা রয়েছে তা সম্পাদন করতে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত বা দুর্বলতার কারণে বাঁধাগ্রস্ত বা অসমর্থ হওয়া।
১৪। Remedy কী?
উত্তর : ব্যক্তির মধ্যে যে ত্রুটি আছে তা সংশোধন করাকেই Remedy বলে।
১৫। “Family and Social life of Children” কার লেখা?
উত্তর: বশিরা মান্নান।
১৬। কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ কী?
উত্তর : কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ বলতে পর্যবেক্ষণীয় ঘটনা, তথ্য নির্বাচন ও শ্রেণিকরণকে বুঝায়।
১৭। দক্ষতা কী?
উত্তর: সাধারণভাবে দক্ষতা বলতে কোনো কাজ সফলভাবে সম্পাদন করার অভিজ্ঞতাকে বুঝানো হয়।
১৮। শ্রবণ দক্ষতা কী?
উত্তর: একজন কাউন্সিলর সমস্যাগ্রস্ত ব্যক্তির মনোভাব উদ্দেশ্যপূর্ণভাবে শোনার দক্ষতা অর্জন করাকে শ্রবণ দক্ষতা বলে।
১৯। বৃত্তিমূলক বা পেশাগত কাউন্সেলিং কী?
উত্তর : পেশাগত কাউন্সেলিং বলতে এমন একজন পেশাদার ব্যক্তিকে বুঝায় যিনি কাউন্সেলিং বিষয়ে দক্ষ্য অভিজ্ঞ এবং উচ্চতর ডিগ্রি প্রাপ্ত।
২০। অতি অহম কী?
উত্তর : অতি অহম বলতে মানুষের জন্মগত জৈবিক সত্তাকে বুঝায়।
২১। কার্ল রজার্সের মতে আত্মা (Self) কী ?
উত্তর: আত্মা হলো একটি স্বাভাবিক বিকাশ যা ব্যক্তি অর্জন করে।
২২। মনোচিকিৎসা কী?
উত্তর: মানসিকভাবে অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে মনোচিকিৎসা বলা হয়।
২৩। কাউলেলিং এর দুটি মডেলের নাম লিখ।
উত্তর : কাউন্সেলিং এর দুটি মডেলের নাম জৈবিক, পরিবেশবাদী।
২৪। Bio শব্দের অর্থ কী?
উত্তর: Bio শব্দের অর্থ জৈব।
২৫। গোপনীয়তার নীতি কী?
উত্তর: গোপনীয়তার নীতি হলো যোগ্যতার সম্পর্কের ভিত্তিতে ক্লায়েন্ট সম্পর্কে যেসব গোপন তথ্য কাউন্সেলরের কাছে প্রকাশ করা হয়েছে সেগুলো সংরক্ষণ করা।
২৬। কোন নীতির অভাবে ‘Rapport’ ভেঙে যেতে পারে?
উত্তর: গোপনীয়তার নীতি।
২৭। সাহায্যার্থী কল্যাণ কি?
উত্তর : সমাজকর্মীর নিকট যেসব সাহায্যার্থী আসে তাদের কল্যাণকেই সাহায্যার্থী কল্যাণ বলে।
২৮। কৌশল কী?
উত্তর: কৌশল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সাহায্যর্থীর সমস্যা সমাধানে সাহায্য করা হয়।
২৯। Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা Prof. Ali Akbar.
৩০। কাউন্সেলিং-এর শেষ ধাপ কোনটি?
উত্তর: সেশন সমাপ্ত করা।
৩১। ইদ কি?
উত্তর: মানুষের সহজাত প্রবৃত্তি।
৩২। Guidance শব্দটি কোন শব্দ থেকে এলেছে?
উত্তর: Guide থেকে।
৩৩। কাউন্সিলরের প্রাথমিক দায়িত্ব কি?
উত্তর: ক্লায়েন্টর কথা শোনার ফাঁকে ফাঁকে তাকে যথাযথ প্রশ্ন করাও কাউন্সিলরের প্রাথমিক দায়িত্ব।
৩৪। বাংলাদেশ শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।
৩৫। মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তির জন্য তুমি কোন থেরাপী প্রয়োগ করবে?
উত্তর : মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তির জন্য প্রতিকারমূলক, প্রতিরোধমূলক ও পূনর্বাসনমূলক থেরাপী প্রয়োগ করতে হবে।
৩৬। অটিজম কি?
উত্তর: অটিজম একটি মানসিক রোগ এবং এর ফলে মস্তিস্কের বিকাশ ব্যাহত হয়।
৩৭। ভবঘুরে আইন, প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৪৩ সালে।
৩৮। সমাজকর্ম পেশায় কাউন্সেলর কে?
উত্তর: যিনি কাউন্সেলিং বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী, দক্ষ, অভিজ্ঞ ও উচ্চতর ডিগ্রিধারী তিনিই সমাজকর্ম পেশার কাউন্সেলর।
৩৯। ‘Counseling and Psychotherapy’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল?
উত্তর: ১৯৪২ সালে।
৪০। গেস্টাল্ট কাউন্সেলিং-এর জনক কে?
উত্তর: গেস্টাল্ট কাউন্সেলিং-এর জনক Frederick Perls.
৪১। DASIE মডেলের প্রবক্তা কে?
উত্তর: Nelson Johns.
৪২। কাউন্সেলিং এর লক্ষ্য কী?
উত্তর: কাউন্সিলিং এর মূল লক্ষ্য হচ্ছে সাহায্যার্থীকে তার সমস্যা সমাধানের জন্য সহায়তা প্রদান করা।
৪৩। নির্দেশনার দু’টি নীতি উল্লেখ কর।
উত্তর: নির্দেশনার দু’টি নীতি হলো ব্যক্তি স্বাতন্ত্রীকরণ ও সার্বিক কল্যাণ।
৪৪। Client Centered Therapy-এর জনক কে?
উত্তর: Client Centered Therapy-এর জনক C Rogers.
৪৫। নির্দেশনা কী?
উত্তর: একজন পেশাদার সমাজকর্মী, মনোবিজ্ঞানী বা আচরণ বিজ্ঞানী সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তিকে তার আচরণ সংশোধন, জীবনযাপন, মিথস্ক্রিয়া ইত্যাদি কেন্দ্র যে নির্দেশনামূলক সেবা প্রদান করেন তাই হচ্ছে নির্দেশনা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। নির্দেশনা কী? নির্দেশনা ও কাউন্সেলিং এর মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। কাউন্সেলিং এ মক্কেল-কাউন্সেলর সম্পর্কের তাৎপর্য লেখ। ১০০%
৩। গেস্টান্ট কাউন্সেলিং কী? কাউন্সেলিং-এর ধাপসমূহ লেখ। ১০০%
৪। কাউন্সেলিং প্রক্রিয়া কী? কাউন্সেলিং-এ পেশাগত নৈতিক মানদণ্ড লিখ। ১০০%
৫। কাউন্সেলিং বা পরামর্শের সংজ্ঞা দাও। কাউন্সেলিং এর লক্ষ্যসমূহ লিখ। ১০০%
৬। শিক্ষার্থীদের সাথে কাউন্সেলিং বলতে কী বুঝায়? ১০০%
৭। অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলতে কী বুঝ? ১০০%
৮। কাউন্সেলিং-এর কগনেটিভ তত্ত্বের উপকারিতা উল্লেখ কর। ১০০%
৯। স্বাস্থ্য সেবায় কাউন্সেলিং এর গুরুত্ব লেখ। ৯৯%
১০। জ্ঞানীয় কাউন্সেলিং কাকে বলে? ৯৯%
১১। ক্লায়েন্টের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১২। ফ্রয়েডের প্রতিরক্ষা কৌশলসমূহ লিখ। ৯৯%
১৩। সমাজকর্ম অনুশীলনে কাউন্সেলিং এর গুরুত্ব লেখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। নির্দেশনা কী? নির্দেশনার কার্যাবলী আলোচনা কর। ১০০%
২। আচরণগত কাউন্সেলিং এর কৌশলগুলো আলোচনা কর। ১০০%
৩। শিশু কিশোরদের সামাজিকীকরণে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৪। র‍্যাপো কি? র‍্যাপো প্রতিষ্ঠায় অনুসৃত নীতিমালা বর্ণনা কর। ১০০%
৫। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাউন্সেলিং এর গুরুত্ব লেখ। ১০০%
৬। যোগাযোগ কী? যোগাযোগের নীতিমালা আলোচনা কর। ১০০%
৭। পরিবেশবাদী মডেল কী? কাউন্সেলিং এর তৃতীয় ধাপ মডেলটি বর্ণনা কর। ১০০%
৮। শিক্ষার্থীদের সাথে কাউন্সেলিং এর উদ্দেশ্যবলি আলোচনা কর। ১০০%
৯। কাউন্সেলিং এর নীতিমালা কী প্রবীণদের কাউন্সেলিং এর উদ্দেশ্য লিখ। ৯৯%
১০। মনোঃসমীক্ষণ তত্ত্ব কী? আচরণগত কাউন্সেলিং-এর মূল বক্তব্য ব্যাখ্যা কর। ৯৯%
১১। ‘কাউন্সেলিং একটি সাহায্যকারী পেশা’- বিবৃতিটির যথার্থতা নিরূপণ কর। ৯৯%
১২। সমাজকর্ম অনুশীলনে একজন আদর্শ কাউন্সেলর এর ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৩। একজন কাউন্সিলরের সমস্যা সমাধানের দক্ষতাসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। র‍্যাপোর উদ্দেশ্যগুলো কী? কাউন্সেলিং এ র‍্যাপোর গুরুত্ব আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*