মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় তুলনামূলক সমাজকাঠামো ৩১২০১৩ রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BARD, AMP, CPSU, BRDB, NGO, IRDP, BRAC,
২। ‘Oriental Despotism’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘Oriental Despotism’ গ্রন্থটির রচয়িতা Karl Wittfogel.
৩। সমাজ কাঠামো বিশ্লেষণের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কয়টি?
উঃ সমাজ কাঠামো বিশ্লেষণে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দুটি। যথা- মার্কসীয় বা অজৈবিক এবং অমার্কসীয় বা জৈবিক।
৪। Slavery as an industrial system’-উক্তিটি কার?
উঃ নিবয়ের (Nieboer) |
৫। সামন্তবাদী সমাজে প্রাধান্য বিস্তারকারী শ্রেণি কোনটি?
উঃ সামন্তবাদী সমাজে প্রাধান্য বিস্তারকারী শ্রেণি হলো পুঁজিবাদী শ্রেণি।
৬। এলিট শ্রেণি কী?
উঃ সমাজের অভিজাত শ্রেণিকে এলিট বলা হয়, যারা দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত থাকে।
৭। গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি কী?
উঃ গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি ভূমি মালিকানা।
৮। ভ্যাসাল কারা?
উঃ সামন্ত প্রথার Lord কর্তৃক যারা জমি দান গ্রহণ করতো তারাই ভ্যাসাল।
৯। গ্রামীণ সমাজের এলিট কারা?
উঃ গ্রামীণ মোড়ল, মাতব্বর এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হলো গ্রামীণ এলিট।
১০। শ্রেণি কাঠামো কী?
উঃ শ্রেণি কাঠামো হচ্ছে যেকোনো আর্থসামাজিক ব্যবস্থায় বিদ্যমান শ্রেণিসমূহের সমন্বয়।
১১। ভূমি সংস্কার কী?
উঃ ভূমিতে কৃষক শ্রেণির মালিকানা ও অধিকার নিশ্চিত করার জন্য যে সংস্কার করা হয় তাই ভূমি সংস্কার।
১২। সমাজকাঠামো শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ সমাজকাঠামো শব্দটি প্রথম ব্যবহার করেন দ্য টকভিল ১৮৩৫ সালে।
১৩। ‘On Social Structure’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ গ্রন্থটির লেখক Radcliffe Brown (র‍্যাডক্লিফ ব্রাউন)।
১৪। Reason and Unreason in Society’ গ্রন্থটির লেখক কে?
উঃ ‘Reason and Unreason in Society’ গ্রন্থটির লেখক হলেন মরিস গিন্সবার্গ (Morris Ginsberg) |
১৫। মৌলকাঠামো কি?
উঃ উৎপাদনের সকল সম্পর্ক মিলেই সমাজের অর্থনৈতিক কাঠামোর সৃষ্টি যা হলো সমাজের ভিত্তি এবং এটিই হলো মৌলকাঠামো।
১৬। ‘Village Communities in the East and West’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Village Communities in the East and West’ গ্রন্থটির রচয়িতা Henry James Summer Main.
১৭। Political Elites in Bangladesh বইটির রচয়িতা কে?
উঃ ড. রঙ্গলাল সেন (Dr. Rangalal Sen.)।
১৮। গ্রামীণ এলিটের প্রধান ভিত্তি কি?
উঃ গ্রামীণ এলিটের প্রধান ভিত্তি হচ্ছে ভূমির মালিকানা ক্ষমতা।
১৯। দাস প্রথায় উৎপাদনের মূল উপকরণ কী?
উঃ দাস প্রথায় উৎপাদনের মূল উপকরণ দাস।
২০। “Slavery as an industrial system” -উক্তিটি কার?
উঃ নিবয়ের (Nieboer)।
২১। ‘Feud’ শব্দের অর্থ কী?
উঃ ‘Feud’ শব্দের অর্থ হলো- সামন্ত।
২২। লুমপেন বুর্জোয়া প্রত্যয়টি কে প্রবর্তন করেছেন?
উঃ লুমপেন বুর্জোয়া প্রত্যয়টি কার্ল মার্কস প্রবর্তন করেছেন।
২৩। বার্গার শ্রেণি’ কী?
উঃ সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থায় পরিবর্তিত আর্থসামাজিক প্রেক্ষাপটে যে উদীয়মান বুর্জোয়া শ্রেণির উদয় হয় তারা ‘বার্গার শ্রেণি’ হিসেবে পরিচিতি।
২৪। ‘Fief’ কি?
উঃ যে জমি Lord কর্তৃক Vassal-কে দেয়া হতো তাকে Fief বা Fund বলে।
২৫। পাওয়েল Prebent ব্যবস্থাকে কয়ভাগে ভাগ করেছেন?
উঃ দুভাগে। যথা: (i) Temple Prebend & (ii) Dignitary prebend.
২৬। ভারতীয় সামন্ত প্রথায় কয় ধরনের ভূমিস্বত্ব ব্যবস্থা ছিল?
উঃ ভারতীয় সামন্ত প্রথায় তিন ধরনের ভূমি স্বত্ব ব্যবস্থা ছিল। যথা: (ক) খালিশা জমি, (খ) ইজারাদারি জমি ও (গ) জায়গীর ও তনায়ম ভূমি।
২৭। সাম্যবাদের মূল বক্তব্য কী?
উঃ সাম্যবাদের মূল বক্তব্য হলো শোষণহীন সমাজব্যবস্থা।
২৮। ‘Syndicate’ শব্দের অর্থ কী?
উঃ সিন্ডিকেট একটি ইংরেজি শব্দ। যখন কয়েকজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যৌথভাবে ও গোষ্ঠীবদ্ধভাবে কোনো বিশেষ কর্ম বা কর্মসূচির রূপায়ন করেন, সেই গোষ্ঠীকেই সিন্ডিকেট বলা হয়। এটাই এর আভিধানিক অর্থ।
২৯। ‘Crown Land’ বলতে কি বোঝ?
উঃ সামন্তবাদের রাজা বা সম্রাটের অধীনে যে জমি থাকতো তাকে Crown Land বলা হতো।
৩০। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ১৭৯৩ সালে।
৩১। সামাজিক স্তরবিন্যাসের আধুনিক রূপটি লেখ।
উঃ সামাজিক স্তরবিন্যাসের আধুনিক রূপটি হলো শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী।
৩২। নেতৃত্ব কী?
উঃ নেতৃত্ব হলো গোষ্ঠীর অভ্যন্তরস্থ আন্তঃব্যক্তিক সম্পর্কের মধ্যে উদ্ভূত একটি দ্বিমুখী সম্বন্ধ।
৩৩। গ্রাম্য মহাজন গণ চিহ্নিতকরণের প্রধান উপায় কী?
উঃ গ্রাম্য মহাজন শ্রেণি চিহ্নিতকরণের প্রধান উপায় যারা চড়া সুদে গ্রামীণ জনসাধারণকে ঋণ দেয়।
৩৪। কৃষি কাঠামো কী?
উঃ যে সব প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য হতে কৃষিজাত দ্রব্যসামগ্রীর উৎপাদন কার্য সম্পন্ন হয় তাকে কৃষি কাঠামো বলে।
৩৫। Historical Materialism শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ কার্ল মার্কস।
৩৬। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক Karl Marx.
৩৭। ‘টাইথ’ কী?
উঃ টাইথ হলো এক ধরনের করব্যবস্থা যা গির্জাকে দিতে হতো।
৩৮। সমাজকাঠামোর দুটো পূর্বশর্ত উল্লেখ কর।
উঃ সমাজকাঠামোর দুটো পূর্বশর্ত হলো- ১. অর্থনৈতিক ব্যবস্থা ও ২. যোগাযোগ ব্যবস্থা।
৩৯। সমাজকাঠামোর চারটি উপাদানের নাম লিখ।
উঃ সমাজকাঠামোর চারটি উপাদানের নাম হলো-১ পরিবার ও বিবাহ প্রথা, ২. ভাষা, ৩. অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং ৪. ধর্ম।
৪০। কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উঃ কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা টমাস ম্যুর।
৪১। কার্ল মার্কস এর মতে সমাজকাঠামোর দিক কয়টি ও কি কি?
উঃ কার্ল মার্কস এর মতে সমাজকাঠামোর দিক দুটি। যথা: ১. মৌলকাঠামো-ও ২. উপরিকাঠামো।
৪২। হেনসিয়াটিক লীগ’ ‘কী?
উঃ খ্রিস্টীয় তেরো শতকের দিকে উত্তর জার্মানিতে। ব্যবসায়ীদের যে বৃহৎ সংগঠন গড়ে ওঠে তার নাম হেনসিয়াটিক লীগ।
৪৩। ফেবিয়ান সমাজতন্ত্রের অন্যতম একজন প্রবক্তার নাম উল্লেখ কর।
উঃ ফেবিয়ান সমাজতন্ত্রের অন্যতম একজন প্রবক্তার নাম হলো- সমাজবিজ্ঞানী গ্রাহাম ওয়ালস।
৪৪। কখন সমাজতান্ত্রিক সরকার প্রথম গঠিত হয়?
উঃ ১৯১৭ সমাজতান্ত্রিক সরকার প্রথম গঠিত হয়।
৪৫। সমাজতন্ত্র বলতে তুমি কী বোঝ?
উঃ সাম্যবাদ বা সমতাভিত্তিক অর্থব্যবস্থার লক্ষ্যে। প্রচলিত অর্থ ব্যবস্থার তুলনায় অধিকতর সুষ্ঠু উৎপাদন ও বণ্টন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোনো কেন্দ্রীয় গণতান্ত্রিক কর্তৃপক্ষ জনগণের যথাযথ আনুগত্যের উপর ভিত্তিশীল। যে নীতি প্রণয়ন করে তাই হলো সমাজতন্ত্র।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মৌল কাঠামো এবং উপরি কাঠামো বলতে কী বোঝায়? ১০০%
২। ‘মধ্যবিত্ত শ্রেণি’ চিহ্নিতকরণের উপায়গুলো কী? ১০০%
৩। বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কী বুঝ? ১০০%
৪। ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কী বোঝায়? ১০০%
৫। পাশ্চাত্য সামন্তবাদের প্রধান বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। ১০০%
৬। সমাজকাঠামোর কার্যনির্বাহী পূর্বশর্তগুলো উল্লেখ কর। ১০০%
৭। বাংলাদেশের গ্রামীণ এবং শহুরে সমাজ কাঠামোর তুলনামূলক পার্থক্য লেখ। ১০০%
৮। কৃষক গতিশীলতা কী? এশীয় উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখ। ১০০%
৯। সমাজ কাঠামো কেন সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে বিবেচনা করা হয়? ৯৯%
১০। প্রাচ্য সমাজের দাস প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১১। সুশীল সমাজের ভূমিকা উল্লেখ কর। ৯৯%
১২। সমাজ কাঠামোর মার্কসীয় ধারণা আলোচনা কর। ৯৯%
১৩। সাম্যবাদ কী? ভারতীয় দাস প্রথার বৈশিষ্ট্যগুলো লেখ। ৯৯%
১৪। “সমাজকাঠামো একটি সামগ্রিক প্রত্যয় (রেডফিল্ড)” —উক্তিটি বিশ্লেষণ কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। মধ্যযুগে ভারতের ভূমি মালিকানার প্রকৃতি ব্যাখ্যা কর। ১০০%
২। সমাজ কাঠামো সম্পর্কিত জৈবিক তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৩। উন্নয়নশীল দেশে মধ্যবিত্ত শ্রেণির ভূমিকা বিশ্লেষণ কর। ১০০%
৪। “ভূমিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতিই হলো প্রাচ্যের সকল প্রপঞ্চের মৌলরূপ (কার্ল মার্কস)” —উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৫। ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর। ১০০%
৬। প্রাচ্য ও পাশ্চাত্যের দাস প্রথার মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজের শ্রেণি কাঠামোর পরিবর্তিত রূপ আলোচনা কর। ১০০%
৮। Karl Wittfogel এর ‘প্রাচ্যের স্বৈরতন্ত্র’ ব্যাখ্যা কর। ১০০%
৯। বাংলাদেশের কৃষি কাঠামোতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো বিশ্লেষণ কর। ৯৯%
১০। ভারতীয় সামন্তবাদ ও ইউরোপীয় সামন্তবাদের পার্থক্য আলোচনা কর। ৯৯%
১১। প্রাচ্যের উৎপাদন পদ্ধতির স্বৈরতান্ত্রিক দিকগুলো বিশ্লেষণ কর। ৯৯%
১২। পুঁজিবাদের সংজ্ঞা দাও। প্রাচ্য সমাজে পুঁজিবাদ বিকাশের প্রতিবন্ধকতাসমূহ পর্যালোচনা কর। ৯৯%
১৩। সমাজতন্ত্র কী? সমাজতন্ত্রের উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। সমাজ কাঠামো হচ্ছে সমাজের প্রধান প্রধান গোষ্ঠী ও প্রতিষ্ঠানসমূহের যৌগিকরূপ।” (মরিস জিলবাগ) – উক্তিটি ব্যাখ্যা কর। ৯৯%
১৫। কৃষি কাঠামো বলতে কী বোঝ? বাংলাদেশের কৃষি কাঠামোতে পুঁজিবাদের বিকাশ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*