মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় ভূ রাজনীতি ও বাংলাদেশ ৩১১৯১৩ রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-SEATO, GSP, UNFCCC, BCCRF, IPCC, SOFA, SEATO, BIMSTEC, AFTA, ASEAN, GSP, BGB, RAW, BFLI, JRC, TIFA, TICFA
২। ভূ-রাজনীতি তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ভূ-রাজনীতির জনক অধ্যাপক রুডলফ কিয়েলেন।
৩। কয়টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ ৫৪টি।
৪। অভিবাসন কাকে বলে?
উঃ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষের স্থানান্তরকে অভিবাসন বলে।
৫। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উঃ ৪,১৫৬ কিলোমিটার (২৫৮২ মাইল)।
৬। কোন নদীটি বাংলাদেশকে মায়ানমার থেকে পৃথক করেছে?
উঃ নাফ নদী।
৭। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
উঃ নিউমুর বা পূর্বাশা দ্বীপ।
৮। পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
উঃ পটুয়াখালীতে অবস্থিত।
৯। রোহিঙ্গা জাতির আদি বাসস্থান কোথায়?
উঃ আরাকান স্টেট (বর্তমান রাখাইন রাজ্য)।
১০। “পার্বত্য শান্তিচুক্তি” কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
১১। The geography of peace বইটি কার লেখা?
উঃ M. J. Spykman।
১২। Karl Haushofer কোন দেশের ভূ-রাজনীতিবিদ ছিলেন?
উঃ জার্মানির ভূ-রাজনীতিবিদ ছিলেন।
১৩। Geo-politics’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
উঃ ‘Geo-politics’ শব্দটি জার্মান শব্দ ‘Geo-politik’ থেকে এসেছে।
১৪। Karl Haushofer কোন দেশের ভূ-রাজনীতিবিদ ছিলেন?
উঃ জার্মানির ভূ-রাজনীতিবিদ ছিলেন।
১৫। আলফ্রেড ম্যাহান কোন দেশের ভূ-রাজনীতিবিদ ছিলেন।
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনীতিবিদ ছিলেন।
১৬।ছিটমহল শব্দের অর্থ কী?
উঃ বিচ্ছিন্ন ভূ-খণ্ড।
১৭। Organic State Theory’-এর প্রবক্তা কে?
উঃ ফ্রেডরিক রাজেল (Friedrich Ratzel)।
১৮। Sea Power’ তত্ত্বের জনক কে?
উঃ ‘Sea Power’ তত্ত্বের জনক হলো- Alfred Thayer Mahan।
ভূ-রাজনীতির দুটি উপাদান উল্লেখ কর।
উঃ (ক) ভৌগোলিক ও আঞ্চলিক অবস্থান এবং(খ) অভ্যন্তরীণ কাঠামো।
১৯। Geo-strategy-এর বাংলা প্রতিশব্দ কি?
উঃ ভূ-কৌশল।
২০। কে কবে ‘Geo-strategy শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন?
উঃ ফেডরিক এল, স্যম্যান, ১৯৪২ সালে Geo-Strategy শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।
২১। Clash of Civilizations” গ্রন্থের লেখক কে?
উঃ স্যামুয়েল পি. হান্টিংটন।
২২। কোন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে পারে?
উঃ সুপেয় পানির ইস্যুতে তৃতীয় বিশ্ব যুদ্ধ ঘটতে পারে।
২৩। Art of War’- বইটির লেখক কে?
উঃ The Art of War’- বইটির লেখক হলো-Sun Tzu।
২৪। বিশ্বের অন্যতম বৃহত্তম ব-দ্বীপ রাষ্ট্র কোনটি?
উঃ বাংলাদেশ।
২৫। বাংলাদেশের দক্ষিণে কি অবস্থিত?
উঃ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
২৬। Swatch of No Ground কি?
উঃ ‘Swatch of No Ground’ হলো- বঙ্গোপসাগরের একটি গভীর খাদ/অংশ।
২৭। বাংলাদেশের প্রধান দুটি নদী বন্দরের নাম কি?
উঃ ঢাকা নৌবন্দর ও নারায়ণগঞ্জ নৌবন্দর।
২৮। বাংলাদেশের প্রধান স্থলবন্দর কোনটি?
উঃ বেনাপোল।
২৯। বাংলাদেশের পণ্য রফতানির সর্ববৃহৎ বাজার কোন দেশ?
উঃ যুক্তরাষ্ট্র।
৩০। ব্লু ইকোনমি’ কি?
উঃ সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি (Blue Economy) হলো অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে পর্যালোচনা করা হয়।
৩১। শিলিগুড়ি করিডোর কোথায়?
উঃ ভারতের পশ্চিমবঙ্গে।
৩২। Sir Cyril Radcliffe কে ছিলেন?
উঃ ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী ভারত-পাকিস্তান সীমানা নির্ধারণ কমিটির চেয়ারম্যান ছিলেন।
৩৩। Heartland Theory-এর জনক কে?
উঃ হ্যালফোর্ড জন ম্যাকিনডার (Sir Halford Mackinder)।
৩৪। ভোমরা স্থল বন্দরটি কোন জেলায় অবস্থিত?
উঃ সাতক্ষীরা।
৩৫। বাংলাদেশের ভূ-প্রকৃতিকে কয়ভাগে ভাগ করা যায়?
উঃ ৩ ভাগে।
৩৬। কে, কাকে ‘A man of vast conception’ হিসেবে অভিহিত করেন?
উঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ১৯৭৪ সালের অক্টোবর মাসে ঢাকা সফর কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে’A man of vast conception’ হিসেবে অভিহিত করেন।
৩৭। ভারত কত সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উঃ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।
৩৮। “ভূ-রাজনীতি হলো ভৌগলিক উপাদানের ভিত্তিতে একটি দেশের নিরাপত্তা নীতির পরিকল্পনা।”-উক্তিটি কার?
উঃ নিকোলাস জে স্পাইকম্যান-এর।
৩৯। ভূ-রাজনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
উঃ Geo-politics।
৪০। সর্বশেষ জলবায়ু বিষয়ক ‘কপ-২৩’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উঃ বন, জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল।
৪১। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ মনিপুর রাজ্যে অবস্থিত।
৪২। ট্রানজিট কী?
উঃ ট্রানজিট বলতে একটি ভূমি বা জলপথ দিয়ে সুনির্দিষ্ট চুক্তি ও নিয়মনীতির ভিত্তিতে আন্তরাষ্ট্রীয় যাত্রা এবং মালপত্র পরিবহন বোঝায়।
৪৩। ফারাক্কা বাঁধের’ দৈর্ঘ্য কত?
উঃ ফারাক্কা বাঁধ ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট)।
৪৪। রোহিঙ্গারা মায়ানমারের কোন এলাকার জনগোষ্ঠী?
উঃ রোহিঙ্গারা পশ্চিম মায়ানমারের রাখাইন স্টেটের উত্তরাংশে বসবাসকারী একটি জনগোষ্ঠী।
৪৫। কয়টি নদী মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ ৩টি নদী মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সমুদ্র নিরাপত্তা কী? ১০০%
২। ভূ-অর্থনীতি বলতে কী বুঝ? ১০০%
অথবা, ভূ-রাজনীতিক কৌশল কাকে বলে?
৩। এশিয়ান হাইওয়ে কি? এর উদ্দেশ্য লেখ। ১০০%
৪। জাতীয় স্বার্থরক্ষার উপাদানসমূহ কী? ১০০%
৫। ভূ-রাজনীতির চারটি উপাদানের নাম লেখ। ১০০%
৬। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মধ্যেকার পার্থক্য কী? ১০০%
৭। উপ – আঞ্চলিক নিরাপত্তা কাকে বলে? ১০০%
৮। সীমান্ত চোরাচালান বলতে কি বুঝ? ১০০%
৯। বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
১০। সাম্রাজ্যবাদ ও কূটনীতির কী? ৯৯%
১১। মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও। ৯৯%
১২। আঞ্চলিকবাদ ও জলবায়ু পরিবর্তন কী? ৯৯%
১৩। রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ লিখ। ৯৮%
১৪। রোহিঙ্গা সমস্যা ও সাতবোন কী? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ভূ-রাজনীতি কি? ভূ-রাজনীতি অধ্যয়নের তত্ত্বসমূহ বর্ণনা কর। ১০০%
২। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক আলোচনা কর। ১০০%
৩। সামরিক নীতি নির্ধারণে ভূ-রাজনীতির ভূমিকা আলোচনা কর। ১০০%
৪। বর্তমানে সারা বিশ্বব্যাপী শরণার্থী সংকটের মূল কারণগুলো কী কী? আলোচনা কর। ১০০%
৫। সীমান্ত সমস্যা বা ব্যবস্থা ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার বিবরণ দাও। ১০০%
৭। একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে ভূ-রাজনীতির ভূমিকা আলোচনা কর। ১০০%
৮। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে সৃষ্ট প্রভাব সম্পর্কে আলোচনা কর। ১০০%
৯। পররাষ্ট্রনীতি কাকে বলে? পররাষ্ট্রনীতির প্রধান উপাদানগুলো আলোচনা কর। ১০০%
১০। বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিকসমূহ নিয়ে আলোচনা কর। ৯৯%
১১। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের ভূ-কৌশলগত গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১২। “বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থই মূল উপাদান” –বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাখ্যা কর। ৯৯%
১৩। একটি দেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদ জাতীয় শক্তি নির্ধারণে ভূমিকা পালন করে আলোচনা কর। ৯৮%
১৪। মায়ানমারের সাথে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত সমস্যার কারণ এবং এই সমস্যা দূর করার উপায় বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*