মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ বাংলা বিষয় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য 311013 রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থে কয়জন বীরাঙ্গনার কথা বর্ণিত হয়েছে?
উঃ সাতজন বীরাঙ্গনা নারীর কথা বর্ণিত হয়েছে।
২। ‘আজকাল সেই মুখ বন্ধই থাকে’- কার মুখ?
‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে প্রৌঢ় শিক্ষকের নাম কী?
উঃ গাজী রহমান।
৩। ‘একাত্তরে চিঠি’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?
উঃ ‘একাত্তরে চিঠি’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন রশীদ হায়দার।
৪। ‘হাঙ্গর নদী গ্রেনেড’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাট্যটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
৫। ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থটি শুরু হয়েছে কোন তারিখ থেকে?
উঃ একাত্তরের ডায়েরী শুরু হয়েছে ১ জানুয়ারি ১৯৭১ সালে।
৬। রুমী তাঁর মাকে কোন ভাষায় চিঠি লিখেছিলেন?
উঃ রুমী তাঁর মাকে ইংরেজি ভাষায় চিঠি লিখেছিলেন।
৭। আবদুল হকের জাতীয়তাবাদ চিন্তার মূল অবলম্বন কী?
উঃ ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী স্বাধিকার আন্দোলন।
৮। ‘একাত্তরের চিঠি’র প্রথম চিঠিটার লেখক কে?
উঃ ‘একাত্তরের চিঠি’ গ্রন্থের প্রথম চিঠিটি শহিদ কাজী নুরুন্নবীর লেখা।
৯। কোন গ্রামের পটভূমিতে ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে?
উঃ মুক্তিযুদ্ধের সময় যশোরের কালিগঞ্জ গ্রামের পটভূমিতে এর কাহিনি গড়ে উঠেছে।
১০। ‘একাত্তরের ডায়েরী’র শুরু ও শেষ কত তারিখে?
উঃ ‘একাত্তরের ডায়েরী’র শুরু ও শেষ ৩০ ডিসেম্বর ১৯৭০ সাল এবং শেষ ৩১ ডিসেম্বর ১৯৭১ সাল।
১১। ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ‘জাহান্নাম হইতে বিদায়’ দেশ পত্রিকায় শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়।
১২। আবদুল হকের জন্ম ও মৃত্যু কত সালে?
উঃ আবদুল হকের জন্ম-মৃত্যু- ১৯১৮-১৯৯৭ সাল।
১৩। ব্রিটিশ-মেরিনের সেপাইরা কোথায় ছাউনি ফেলেছিলো?
উঃ বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকা শহরের আন্ডারগোরা ময়দান ছাউনি ফেলেছিল।
১৪। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে বর্ণিত ঘটনার স্থাল কোথায়?
উঃ ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে বর্ণিত ঘটনার স্থাল হচ্ছে ঢাকা বিশ্ববদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের এলাকা ঢাকা।
১৫। পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে মোট কতটি চরিত্র রয়েছে?
উঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে নানামুখী চরিত্র রয়েছে। তবে এতে যেসব চরিত্র আছে সেগুলো হলো- মাতব্বর, পীর সাহের, মাতব্বরের মেয়ে, পাইক, গ্রামবাসী, তরুণদল ও মুক্তিযোদ্ধাগণ।
১৬। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে গ্রামবাসীর কাছে মাতবরের শেষ অনুরোধ কী?
উঃ পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে গ্রামবাসীর কাছে মাতবরের শেষ অনুরোধ- তার কবর যেন সত্যেরো গ্রামের মাটিতেই হয়।
১৭। ‘মুর্দা’ কিসের প্রতীক?
উঃ সাধারণ জনগণের প্রতীক।
১৮। ‘আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা না, গর্ব’। -কার উক্তি?
উঃ ‘আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা না, গর্ব।” এটা বীরাঙ্গনা রীনার উক্তি।
১৯। “আম্মা তাঁর নামটি ধরে একবারও ডাকবে না তবে আর?”-পংক্তিটির কবি কে?
উঃ অমর একুশে হাসান হাফিজুর রহমান।
২০। ‘আমার বক্তৃতা আমাকে শোনাবেন না, কবর’ নাটকে কে, কাকে বলেছেন?
উঃ ‘আমার বক্তৃতা আমাকে শোনাবেন না, ‘কবর’ নাটকে নেতা ইন্সপেক্টর হাফিজকে বলেছেন।
২১। ‘আজন্ম আমার সাথী তুমি’-কবি কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন?
উঃ কবি বর্ণমালাকে উদ্দেশ্য করে একথা বলেছেন।
২২। ‘কোন এক মাকে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?
উঃ কোন এক মাকে’ কবিতাটি ‘সাতনরী হার’ কাব্যের অন্তর্গত।
২৩। ‘হাজার লোকের অস্তিত্ব’ কী?
উঃ অমর একুশে ফেব্রুয়ারি।
২৪। কবির নাম উল্লেখ করে একুশের প্রথম কবিতার নাম লেখ।
উঃ একুশের প্রথম কবিতার নাম ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, কবি মাহবুব উল আলম চৌধুরী।
২৫। আজিমগঞ্জের যুদ্ধে পনেরোজন হানাদারকে মারাতে গ্রামবাসীর কী ক্ষতি হয়েছিল?
উঃ গ্রামবাসীর মধ্যে পঁয়ষট্রিজন গ্রামবাসী শহিদ হয় এবং দুশো জন আহত হয়।
২৬। জহির রায়হানের প্রকৃত নাম কি?
উঃ মোহাম্মদ জহিরুল্লাহ।
২৭। “ওদের না বাঁচালে আমাদের জন্য লড়বে কে?”-উক্তিটি কার?
উঃ হাঙর নদী গ্রেনেড উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র বুড়ি এই উক্তিটি করেছে।
২৮। ‘এই বীরাঙ্গনা তুই আমার মা’- তারাকে এ কথা কে বলেছিলেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৯। কর্ণেল আবু তাহের ১৯৭১ সালে কোথা থেকে চিঠিটি লিখেছিলেন?
উঃ ঈশ্বরগঞ্জ থেকে চিঠিটি লিখেছিলো।
৩০। ‘সারারাত এক লহমার জন্য ঘুমালো না ওরা’- ওরা কারা?
উঃ একুশের ভাষা আন্দোলনকারীরা।
৩১। ‘একাত্তরের চিঠি’ সংকলনের কতটি চিঠি ইংরেজিতে লেখা?
উঃ ‘একাত্তরের চিঠি’ সংকলনের ২টি চিঠি ইংরেজিতে লেখা।
৩২। সুফিয়া কামালের প্রথম গ্রন্থ কোনটি?
উঃ সুফিয়া কামালের প্রথম গ্রন্থ ‘সাঁঝের মায়া’।
৩৩। ‘একাত্তরের ডায়েরীর’ তথ্যমতে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কি ছিল?
উঃ ঘোড়দৌড় বা রেসকোর্স ময়দান।
৩৪। ‘পূর্ব পাকিস্তান : বাংলাদেশ’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত?
উঃ ‘পূর্ব পাকিস্তান : বাংলাদেশ’ প্রবন্ধটি ১৯৬৪ সালে প্রকাশিত।
৩৫। ‘বাঙালীর ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘বাঙালীর ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা নীহারঞ্জন রায়।
৩৬। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে কোন কোন প্রতিষ্ঠানের মেয়েরা প্রভাত ফেরিতে নগ্ন পায়ে এসেছিল?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, কামরুন্নেসা কলেজ থেকে মেয়েরা নগ্নপায়ে প্রভাত ফেরিতে এসেছিল।
৩৭। ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটি বাংলাদেশের কোন এলাকার পটভূমিতে রচিত?
উঃ ঢাকা ডেমরা, নরসিংদী, কুমিল্লা ও মেঘনার তীরবর্তী গ্রাম।
৩৮। মুর্দা ফকির গোরস্থান থেকে নড়ে না কেন?
উঃ তেতাল্লিশের দুর্ভিক্ষে মরা আত্মীয়রা কেউ কবর পায়নি, সে যদি কবর না পায় সেজন্য সে গোরস্থান থেকে নড়ে না।
৩৯। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যে কাদের পায়ের শব্দ টের পাওয়া যায়?
উঃ মুক্তিযোদ্ধাদের পায়ের শব্দটের পাওয়া যায়।
৪০। কবি শামসুর রাহমানের জন্ম ও মৃত্যু কত সালে?
উঃ জন্ম সাল ১৯২৯ এবং মৃত্যু সাল ২০০৬।
৪১। ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থে বর্ণিত নারীদের মর্মদ্ভদ ঘটনার সংগ্রাহক কে?
উঃ নীলিমা ইব্রাহীম।
৪২। “ঈগল হত্যাবার্ষিকী, একুশে’ কবিতায় কবি আতর ও লোবানে কিসের গন্ধ পেয়েছেন?
উঃ কবি আতর ও লোবান রক্তের গন্ধ পেয়েছেন।
৪৩। “মার বুক খালি, মার কেমন লাগে, তুই দস্যু ছেলে বুঝবি না।” —উক্তিটি কার?
উঃ উক্তিটি মুনীর চৌধুরীর ভাষা আন্দোলনের উপর রচিত কবর নাটকের ইন্সপেক্টর হাফিজের।
৪৪। একুশের প্রথম সংকলনের নাম কি?
উঃ ‘একুশে ফেব্রুয়ারি’।
৪৫। ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ কবিতায় চল্লিশটি প্রাণকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উঃ কৃষ্ণচূড়ার অসংখ্য পাপড়ির সাথে তুলনা করা হয়েছে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “ঈগল হত্যা বার্ষিকী, একুশে’ কবিতার মূলভাব লেখ। ১০০%
২। ‘একাত্তরের চিঠি’ গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশ্বস্ত দলিল-ব্যাখ্যা কর। ১০০%
৩। ‘কবর’ নাটকের পটভূমি লেখ। ১০০%
অথবা, ‘কবর’ নাটকের হাফিজ চরিত্রটি বিশ্লেষণ কর।
৪। বীরাঙ্গনা ফাতেমার সংক্ষিপ্ত পরিচয় দাও। ১০০%
৫। মাতবরের মেয়ের জীবনে কী ঘটেছিল? সংক্ষেপে বর্ণনা দাও। ১০০%
৬। “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।” বলতে কী বুঝানো হয়েছে? ১০০%
৭। ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাস এদেশকে জাহান্নাম বলা হয়েছে কেন? ১০০%
৮। বুড়ি নিজের সন্তান রইসকে পাকবাহিনীর হাতে তুলে দেয় কেন? ১০০%
৯। ‘একাত্তরের ডায়েরী’ অবলম্বনে ২৬ মার্চ ১৯৭১-এর ঢাকা শহরর বর্ণনা দাও। ১০০%
১০। “হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক শপথের ভাস্কর।” বলতে কী বুঝানো হয়েছে? ১০০%
১১। ‘মানুষের প্রয়োজনে সীমানা অনেক খাটো করা যায়’- ব্যাখ্যা কর। ৯৯%
১২। একাত্তরের চিঠিগুলো কীভাবে ছাপানো হয়েছে? সংক্ষেপে লিখ। ৯৯%
১৩। “দেশকে সমৃদ্ধ করতে পারে তারাই, যারা দেশের মাটির সঙ্গে একাত্ম।”-ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসের উকিল রেজা আলি মফস্সল শহরে মিলিটারিদের যে তাণ্ডবলীলা দেখেছেন তার স্বরূপ তুলে ধর। ৯৮%
১৫। ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থে মেহেরজানকে কিভাবে মিলিটারি তুলে নিয়ে যায়? সংক্ষেপে লেখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতায় কবির বাংলা ভাষার প্রীতি এবং ভাষা আন্দোলনের যে প্রতিকী রূপ ফুটে উঠেছে তার বিবরণ দাও। ১০০%
২। ‘বাংলাদেশের একুশের কবিতায় উদ্ভাসিত হয়েছে একুশে ফেব্রুয়ারির কালজয়ী তাৎপর্য, সমবায়ী জাগর, উজ্জ্বল ভবিষ্যতের অভ্রান্ত ইঙ্গিত আর
অত্যাচারীর বিরুদ্ধে সংঘশক্তির প্রতিবাদের উত্তাপ’। —মন্তব্যটির যথার্থতা বিচার কর। ১০০%
৩। একাঙ্কিকা হিসেবে ‘কবর’ নাটকের সার্থকতা বিচার কর। ১০০%
৪। ‘একাত্তরের চিঠি’ গ্রন্থে ‘মা’ ও ‘স্বদেশ’ যেন সমার্থক হয়ে ওঠেছে— মা’কে লেখা চিঠি অবলম্বনে মন্তব্যটি বিচার কর। ১০০%
৫। ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থ অনুসরণে স্বাধীনতার পরে বীরাঙ্গনাদের সামাজিক অবস্থান বর্ণনা কর। ১০০%
৬। ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের শিল্প সার্থকতা বিচার কর। ১০০%
অথবা, ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে বুড়ির চেতনার ক্রম রূপান্তর এবং আত্মত্যাগের স্বরূপ বিশ্লেষণ কর।
৭। ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটি যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বের একটি সচিত্র বয়ান-ব্যাখ্যা কর। ১০০%
৮। আবদুল হকের ‘বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ’ প্রবন্ধ গ্রন্থে প্রতিফলিত বাঙালির জাতীয়তাবাদ প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। ১০০%
৯। “একাত্তরের চিঠি’ গ্রন্থের প্রাসঙ্গিক চিঠির আলোকে মুক্তিযোদ্ধাদের দৃঢ় সংকষ্টের স্বরূপ ব্যাখ্যা কর। ১০০%
১০। আবদুল হকের ‘বাঙ্গালী জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ’ গ্রন্থ অবলম্বনে বাঙালি জাতীয়তাবাদের স্বরূপ বিচার কর। ১০০%
১১। । ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যে একদিকে ব্যক্তি মানুষের সংকট এবং অন্যদিকে মুক্তিযুদ্ধের সামষ্টিক চৈতন্য প্রতিফলিত হয়েছে -ব্যাখ্যা কর। ৯৯%
১২। একাত্তরের চিঠি’ সংকলনের মুক্তিযোদ্ধাদের মন-মননে স্বাধীনতার ভাবনা- চেতনা কীভাবে উন্মানিত হয়েছে তা উপস্থাপন কর। ৯৯%
১৩। ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থে প্রতিফলিত লেখিকার প্রগতিশীল ধ্যান-ধারণা ও মানবিক বোধের পরিচয় দাও। ৯৯%
১৪। সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েরী’ অনুসারে মুক্তিযুদ্ধকালে পাকবাহিনীর বর্বরতার স্বরূপ তুলে ধর। ৯৮%
১৫। ‘বাঙালী জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ’ প্রবন্ধ গ্রন্থের আলোকে প্রাবন্ধিক আবদুল হকের স্বদেশ চিন্তার স্বরূপ বিচার কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*