মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ প্রাণীবিজ্ঞান বিষয় মৎস্য বংশ গতিবিদ্যা এবং মাছের রোগতত্ত্ব ও পরজীবীবিদ্যা 313125 রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। লিথাল জিন কী?
উঃ কোনো জিনের মিউটেশন ঘটার পর এটা হতে সংশ্লেষিত প্রোটিন (এনজাইম) যদি নিষ্ক্রিয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারণের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। এরূপ যেসব জিন বা অ্যালিলের কারণে জীবের মৃত্যু ঘটে তাদের “মারণ জিন” বা ঘাতক জিন” Lethal gene বলে।
২। জিনের আন্তঃক্রিয়া কি?
উঃ একাধিক জিনের পারস্পরিক ক্রিয়ার ফলে মেন্ডেলীয় সূত্রের ব্যতিক্রমী ফেনোটাইপ সৃষ্টি হলে তাকে জিনের আন্তঃক্রিয়া বলে।
৩। পিদ-সীমিত বৈশিষ্ট্য কী?
উঃ যে সকল ফিনোটাইপগত বৈশিষ্ট্য একটি লিঙ্গে প্রকাশিত হয় তাকে লিঙ্গ-সীমিত বৈশিষ্ট্য বলে। এক্ষেত্রে হরমোন ভূমিকা রাখে।
৪। লিঙ্গ নির্ধারণ (Sex Determination) কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় কোনো জীব Male Sex বা Female Sex এর অধিকারী হয় সেই প্রক্রিয়াকে লিঙ্গ নির্ধারণ
৫। প্লয়ডি (Pioidy) কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উঃ প্রয়ডিকে দু’ভাগে ভাগ করা হয়। যথা অ্যানইউপ্লয়ডি (Aneuploidy) এবং ইউপ্লয়ডি (Euploidy)।
৬। পলিপ্লয়ডি (Polyploidy) কাকে বলে?
উঃ যখন কোনো জীবে বা জীবকোষে তিন বা ততোধিক সেট জিনোম থাকে তখন তাকে পলিপ্লয়ছি (Polyploidy) বলে।
৭। আন্ত ঃপ্রজনন সমস্যা কাকে বলে?
উঃ নিকট সম্পর্কিত দুটি প্রাণীর মধ্যে প্রজনন করা হয় বলে নতুন কোনো জাতি সৃষ্টি হয় না তাকে আন্ত প্রজনন সমস্যা বলে।
৮। হাইব্রিড ভিগার কী?
উঃ দুটি সংকর মাছের মধ্যে ক্রসের ফলে নতুন সংকর প্রজাতি উদ্ভাবনের প্রক্রিয়াকে হেটারোসিস বলে।
৯। ইনব্রিডিং (Inbreeding) বলতে কি বুঝ?
উঃ নিকট সম্পর্কিত স্ত্রী-পুরুষের মধ্যে ক্রস ঘটানো হলে তাকে ইনব্রিডিং বলে। জেনেটিক্সের ভাষায় কোন পপুলেশনে সদস্যগুলোর মধ্যে বিদ্যমান গড় জেনেটিকসম্পর্কের তুলনায় অধিকতর জেনেটিক মিল সম্পন্ন সদস্যদের মধ্যে সংঘটিত ক্রসকে আন্তঃপ্রজনন বা ইনব্রিডিং বলা হয়।
১০। ক্রস ব্রিডিং কী?
উঃ একই প্রজাতির কিছু সম্পূর্ণরূপে ভিন্নজাত (race), এমনকি ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে সংঘটিত ক্রসকে ক্রসব্রিডিং বলা হয়। এটি আউটব্রিডিং এর চূড়ান্ত পর্যায়।
১১। সেক্স ক্রোমোজোম (Sex chromosome) কী?
উঃ যেসব ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণের সাথে জড়িত তাদের সেক্স ক্রোমোজোম বলে।
১২। প্রোটোকল কাকে বলে?
উঃ মাছের শুক্রাণুকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করার পদ্ধতিকে প্রোটোকল বলে।
১৩। মিল্ট কি?
উঃ পুরুষ মাছের বীর্যরসকে মিল্ট বলা হয়।
১৪। মাছের আঁইশ বিন্যাস কি?
উঃ মাছের আঁইশের সজ্জারীতিকে মাছের আঁইশ বিন্যাস বলে।
১৫। Gynogenesis কী?
উঃ যে সকল মাছের মাথার নিকট থেকে ক্রোমোজোম সেট প্রাপ্ত হয় তাকে গাইনোজেন মাছ বলে। এ পদ্ধতিকে গাইনোজেনেসিস বলে।
১৬। ট্রান্সজেনিক মাছ বলতে কী বুঝ?
উঃ জিন প্রকৌশলের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন মাছে রপান্তরিত হলে তাকে ট্রান্সজেনিক মাছ বলে।
১৭। মাছের উত্তরাধিকার কাকে বলে?
উঃ মাছের যে সকল বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তান- সন্ততিতে বাহিত হয় তাকে মাছের উত্তরাধিকার বলে।
১৮। ক্রায়োপ্রিজারভেশন কি?
উঃ খুব কম তাপমাত্রায় যেকোনো কোষ বা অঙ্গ সংরক্ষণ করার কৌশলকে ক্রায়োপ্রিজারভেশন বা ক্রায়োসংরক্ষণ বলে।
১৯। Additive প্রভাব বলতে কি বুঝ?
উঃ কোনো বস্তুর গুণাগুণ বা স্বভাব পরিবর্তন করার জন্য Additive দিয়ে যে জিন হয় তাকে Additive প্রভাব বলে।
২০। সংকরায়ন বলতে কী বোঝায়?
উঃ দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে ক্রস করানোর ফলে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীব উৎপাদিত হলে তাকে Hybridization বা সংকরায়ন বলে।
২১। সেক্স রিভার্সাল কী?
উঃ যে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন মিশ্রণের ফলে কোনো একক জীবের যৌন পরিচিতির পরিবর্তন ঘটে লিঙ্গের পরিবর্তন ঘটে তাকে সেক্স রিভার্সাল বা লিঙ্গ পরিবর্তন বলে।
২২। সিমবায়োসিস কী?
উঃ যখন দুটি ভিন্ন প্রজাতির জীব বিভিন্ন প্রয়োজনে পরস্পরের সাথে সহাবস্থান করে তখন এ ধরনের সম্পর্ককে সিমবায়োসিস বলা হয়।
২৩। ফিশ প্যাথোলজি কী?
উঃ মৎস্যবিদ্যার যে শাখায়, মাছের রোগের কারণ, লক্ষণ, ক্ষতিকর প্রভাব এবং নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় সে শাখাকে মৎস্য রোগবিজ্ঞান বা ফিশ প্যাথোলজি বলে।
২৪। মাছের একটি Cestod পরজীবীর নাম লিখ।
উঃ ডিফাইলোবোথ্রিয়াম ল্যাটাম।
২৫। প্যাথজেনিক পরজীবী বলতে কী বুঝ?
উঃ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিতে যে সকল প্যাথোজেন দায়ী তাদের প্যাথোজেনিক পরজীবী বলে।
২৬। অসংক্রামক রোগ কাকে বলে?
উঃ যে রোগসমূহ এক মাছ থেকে অন্য মাছে সংক্রমণ করেনা তাকে অসংক্রামক রোগ বলে।
২৭। সিসজেনেসিস কী?
উঃ সিসজেনেসিস হলো মাছের একটি প্রোটোজোয়া জনিত রোগ।
২৮। মাছের লেজ ও পাখনা পচা রোগের প্যাথোজেনের নাম দিন।
উঃ Aeromonas fungatum নামক প্যাথোজেন।
২৯। সাদা দাগ রোগ কী?
উঃ Ichthyophthiriasis নামক প্রোটোজোয়া ঘটিত রোগটি white spot disease নাম পরিচিতি।
৩০। মাছের ফুলকায় ফ্লুক কী?
উঃ এক ধরনের ট্রিমাটোডা দ্বারা মাছের ফুলকা আক্রান্ত হলে তাকে মাছের ফুলকায় ফ্লুক বলে।
৩১। CO, বিষক্রিয়া কি?
উঃ জলাশয়ে অত্যধিক মাত্রায় CO₂ জমা হয়ে মাছের জন্য ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করলে তাকে CO₂ বিষক্রিয়া বলে।
৩২। ফিশ কোয়ারেন্টাইন কী?
উঃ মাছ রপ্তানি বা আমদানির পূর্বে পরীক্ষ-নিরীক্ষা করে আলাদা রাখাকে ফিশ বা মৎস্য কোয়ারেন্টাইন বলে।
৩৩। মাছের সার্টিফিকেশন বা প্রত্যয়ন কী?
উঃ কোনো মাছকে বা মৎস্যজাত দ্রব্যকে তার গুণগত মান, স্বাস্থ্যগত গ্রহণযোগ্যতা এবং রোগজীবাণু মুক্ত কিনা তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রত্যয়নপত্র প্রদান করাকে মাছের সার্টিফিকেশন বা প্রত্যয়ন বলে।
৩৪। ড্রপসি কী?
উঃ কার্প জাতীয় মাছ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে পেট ফুলে গেলে তাকে ড্রপসি বলে।
৩৫। গাইরোডাকটাইলোসিস কী?
উঃ Gyrodoctylus sp নামক ট্রিমাটোড পরজীবী দ্বারা মাছের সৃষ্ট রোগকে গাইরোডাকটাইলোসিস বলে।
৩৬। Exotic Fish কাকে বলে?
উঃ যে সকল মাছ বাণিজ্যিক লাভের আশায় একদেশ থেকে অন্য দেশে চাষ করা হয় তাদের Exotic Fish বলে।
৩৭। মিউটাজেন্ট কী?
উঃ যেসব ভৌত বা রাসায়নিক দ্রব্য কৃত্রিমভাবে জিনের পরিবর্তন ঘটায় তাকে মিউটোজেন্ট বলে। এ প্রক্রিয়াকে মিউটোজেনেসিস বলে।
৩৮। EUS-বলতে কী বুঝ?
উঃ EUS হলো- Epizotic Ulcerative Syndraom.
৩৯। মাছের রোগ সৃষ্টিকারী একটি ব্যাকটেরিয়া নাম লিখ।
উঃ ফুলকা পচ রোগ- Branchiomyces sanguinis.
৪০। Argulus কোন পর্বের প্রাণী?
উঃ আর্থোপোডা পর্বের প্রাণী।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মাছের রং ও পাখনার আকৃতির উপর ক্রোমোজোমের প্রভাব লেখ। ১০০%
২। স্পার্ম ব্যাংক কী? এর উপকারিতা কী? ১০০%
৩। মাছের অপুষ্টিজনিত রোগের লক্ষণসমূহ লিখ। ১০০%
৪। মাছের ফুলকা পঁচা রোগ বর্ণনা কর। ১০০%
৫। সৃষ্ট রোগের নামসহ মাছের চারটি প্রোটোজোয়ান পরজীবীর নাম লেখ। ১০০%
৬। জেনেটিক ড্রিফট কী? এর সুবিধা ও অসুবিধা লিখ। ১০০%
৭। XY পদ্ধতিতে মাছের লিঙ্গ নির্ধারণ কৌশল ব্যাখ্যা কর। ১০০%
৮। মাছের দুটি সাধারণ মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ব্যাখ্যা কর। ১০০%
৯। এপিস্টাসিস কী? মৎস্য বংশগতিতে এর প্রভাব উল্লেখপূর্বক প্রকট ও প্রচ্ছন্ন এপিস্টাসিসের বর্ণনা দাও। ১০০%
১০। লিঙ্গ রূপান্তর কী? মাছ চাষে এর গুরুত্ব লিখ। ১০০%
১১। মৎস্য রোগের উৎসসমূহ লিখ। ৯৯%
১২। FAO প্রস্তাবিত মাৎস্য কোয়ারেন্টাইন-এর নীতিমালাসমূহ লিখ। ৯৯%
১৩।”মাছের জীনাত পরিবর্তনের রোগ-বালাই হওয়ার ঝুঁকি বেশি।”-ব্যাখ্যা কর। ৯৯%
১৪। সংক্রামক ও অসংক্রামক রোগের পার্থক্য লেখ। ৯৯%
১৫। মাছের রোগবিদ্যা ও পরজীবীবিদ্যার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মাছের লিঙ্গ নির্ধারণ কৌশল বর্ণনা কর। ১০০%
২। কৃত্রিম প্রজনন কী? কৃত্রিম প্রজননের পূর্ব ও পরবর্তী সতর্কতা উল্লেখসহ ব্যবস্থাপনা আলোচনা কর। ১০০%
৩। মাছের জীবনচক্রে পোষক-পরজীবী সম্পর্কে বর্ণনা কর। ১০০%
৪। মাছের দুটি ব্যাকটেরিয়াজনিত রোগের নাম, লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা কর। ১০০%
৫। মাছসহ তিনটি পোষকের জীবনচক্র সম্পন্নকারী সিস্টোড পরজীবীর জীবনচক্র বর্ণনা কর। ১০০%
৬। কার্প মাছের ক্ষতরোগের লক্ষণ, কারণ ও প্রতিকার লিখ। ১০০%
৭। প্যাথোজেনের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক মাছের তিনটি হেলমিস্থঘটিত রোগের লক্ষণ ও দমন/নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর। ১০০%
৮। সুবিধা ও অসুবিধাসহ মাছের সংকরায়ণ বর্ণনা কর। ১০০%
৯। মাছের আঁইশের বিন্যাসের উপর জিনতাত্ত্বিক প্রভাব বর্ণনা কর। ১০০%
১০। উন্নত শংকর বলতে কী বুঝায়? মাছের ইনব্রিডিং সমস্যাগুলো কী কী? ব্যাখ্যা কর। ১০০%
১১। সুবিধা ও অসুবিধা উল্লেখসহ ট্রান্সজেনিক মাছ উৎপাদন কৌশল লিখ। ৯৯%
১২। মাছের কত প্রকারের নিষেক ক্রিয়া সম্পন্ন হয় বর্ণনা কর। ৯৯%
১৩। ক্রায়োপ্রিজারভেশন কী? ক্রায়োপ্রিজারভেশন সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৪। মাছের দুটি ছত্রাক জনিত রোগের নাম, লক্ষণ ও নিয়ন্ত্রণ/দমন ব্যবস্থা বর্ণনা কর। ৯৯%
১৫। মাছের বিভিন্ন ধরনের খাদ্য ও এদের অভাবে রোগসমূহের বর্ণনা দাও। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*