মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ উদ্ভিদবিজ্ঞান বিষয় অগ্রসর শৈবালবিজ্ঞান ৩১৩০১৩ রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কার্পোস্পোরোফাইট কী?
উঃ সিস্টোকার্পের অভ্যন্তরে অবস্থিত গোনিমোব্লাস্ট ফিলামেন্টকে কার্পোস্পোরোফাইট বলে।
২। ওয়াটার ব্লুম কী?
উঃ জলাশয়ের পানিতে ফসফরাস, নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হলে Phytoplankton এর আধিক্যের কারণে পানির উপর বিভিন্ন বর্ণের যে আস্তরণ পড়ে তাকে ওয়াটার ব্লুম বলে।
৩। সিনোবিয়াম কী?
উঃ কতগুলো কোষ একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র একক হিসেবে বা কলোনি হিসেবে বাস করাকে সিনোবিয়াম বলে।
৪। এডভান্সড ফাইকোলজি বলতে কী বুঝ?
উঃ শৈবাল সম্পর্কে যে বিশেষ শাখায় বিস্তারিত আলোচনা করা হয় সেই শাখাকে এডভান্সড ফাইকোলজি বা অগ্রসর শৈবাল বিদ্যা বলা হয়।
৫। সিস্টোকার্পের সংজ্ঞা দাও।
উঃ কার্পোস্পোর, বন্ধ্যা সূত্র সমষ্টি এবং কার্পোগোনিয়াম এর অবশিষ্ট অংশকে নিয়ে মিলিতভাবে যে গঠন দেখা যায় তাকে সিস্টোকার্প বলা হয়।
৬। ডেনড্রয়েড দশা কী?
উঃ কিছু কিছু সূত্রবৎ বা শাখান্বিত শৈবালের পাদদেশে মিউসিলেজ জমা হবার কারণে পাদদেশের কোষগুলো পরস্পর জোড়া লেগে ক্ষুদ্র বৃক্ষ-সদৃশ্য আকার ধারণ করে তাকে ডেনড্রয়েড দশা বলে।
৭। হিপোনোস্পোর কী?
উঃ পুরু প্রাচীরযুক্ত অ্যাপ্লানোস্পোরকে হিপনোস্পোর বলে।
৮। ডায়াটমীয় মৃত্তিকা কী?
উঃ মৃত ডায়াটমের কোষপ্রাচীর জমা হয়ে উৎপন্ন সিলিসিয়াস পদার্থ।
৯। বেনথোফাইটিক শৈবাল কী?
উঃ যেসব শৈবাল সমুদ্র, নদ-নদী, হ্রদ, পুকুর ইত্যাদির একেবারে তলদেশে মাটির প্রায় কাছাকাছি কোন শক্ত অবলম্বনের সাথে সংলগ্ন অবস্থায় বসবাস করে সেগুলোকে বেনথোফাইটিক (Benthophytic) শৈবাল বলা হয়। যথা- Chara, Nitella Laminaria ইত্যাদি।
১০। রিসেপট্যাকল কী?
উঃ Sargassum এর থ্যালাসের গোড়া থেকে উৎপন্ন উর্বর শাখাগুলোর নাম রিসেপ্টাকল।
১১। একটি পরজীবী শৈবালের নাম লেখ।
উঃ Cephaleuros sp.
১২। হোল্ডফাস্ট কী?
উঃ Sargassum-এর থ্যালাস গঠনের তিনটি অংশের মধ্যে একটি হলো হোল্ড ফাস্ট।
১৩। পাইরিনয়েড কী?
উঃ শৈবালের ক্রোমাটোফোরের মধ্যে প্রোটিন নির্মিত থলে আকৃতির গঠনকে পাইরিনয়েড বলা হয়।
১৪। বাংলাদেশে প্রাপ্ত একটি নীলাভ সবুজ শৈবালের নাম লিখ।
উঃ বাংলাদেশে প্রাপ্য দুটি সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সজুব শৈবালের নাম হলো- Nostoc, Anabaena.
১৫। Fritsch-এর শৈবাল শ্রেণিবিন্যাসের ভিত্তি কি?
উঃ রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য ও ফ্ল্যাজেলার ভিত্তিতে।
১৬। ফ্রুভিয়াটাইল শৈবাল কি?
উঃ নদী, গতিসম্পন্ন ঝরণা এবং খরস্রোত বিশিষ্ট পানিতে বসবাসকারি শৈবালসমূহকে ফুভিয়াটাইল শৈবাল বলে।
১৭। একটি মিথোজীবী শৈবালের নাম লিখ।
উঃ যে সকল শৈবাল পারস্পরিক লাভের উদ্দেশ্যে অন্য একটি জীবের সাথে একত্রে অবস্থান করে তখন তাদের সহাবস্থানকে মিথোজীবি শৈবাল বলে। যেমন- Cycas এর মূলে Nostoc |
১৮। রোডোকাইসির প্রধান সঞ্চিত খাদ্য কি?
উঃ ফ্লোরোডিয়ান স্টার্চ।
১৯। অ্যাগার-অ্যাগার কি?
উঃ অণুজীব এর পুষ্টি- মাধ্যম তৈরির অপরিহার্য উপাদান।
২০। N₂ সংবন্ধন কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় বায়বীয় নাইট্রোজেন উদ্ভিদের গ্রহণ উপযোগী নাইট্রোজেনের যৌগে পরিণত হয় তাকে নাইট্রোজেন সংবন্ধন বলে।
২১। তারকাকৃতির ক্লোরোপ্লাস্ট কোন শৈবালে পাওয়া যায়?
উঃ Zygnema নামক শৈবালে।
২২। অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয় এমন একটি শৈবালের নাম লিখ।
উঃ Nitzschia pala নামক ডায়াটম জাতীয় শৈবাল।
২৩। বাংলাদেশের একজন প্রখ্যাত শৈবালবিদের নাম লিখ।
উঃ ড. এ. কে. এম নূরুল ইসলাম
২৪। বেনথোফাইটিক শৈবাল কী?
উঃ যেসব শৈবাল সমুদ্র, নদ-নদী, হ্রদ, পুকুর ইত্যাদির একেবারে তলদেশে মাটির প্রায় কাছাকাছি কোন শক্ত অবলম্বনের সাথে সংলগ্ন অবস্থায় বসবাস করে সেগুলোকে বেনথোফাইটিক (Benthophytic) শৈবাল বলা হয়। যথা Chara, Nitella, Laminaria ইত্যাদি।
২৫। এন্ডোফাইটিক শৈবাল কী?
উঃ যেসব শৈবাল অন্য উদ্ভিদের কোষের ভেতরে অবস্থান করে তাদেরকে এন্ডোফাইটিক শৈবাল বলে।
২৬। সাব-লিটোরাল অঞ্চল কী?
উঃ সমুদ্রে ভাটার সময় পানি যতদূর নেমে যায়, সেখান থেকে শুরু করে পানির ১০০ মিটার গভীরতা পর্যন্ত অঞ্চলকে সাব-লিটোরাল অঞ্চল বলে।
২৭। দুটি প্রবাহমান শৈবালের নাম লিখ।
উঃ (i) Cladophora (ii) Ulothrix
২৮। তাপমাত্রার স্তরীভূতকরণ বলতে কী বুঝ?
উঃ গভীর হ্রদের বিভিন্ন গভীরতায় পানির তাপের যে তারতম্য পরিলক্ষিত হয়, তাকে তাপমাত্রার স্তরীভূতকরণ বলে।
২৯। ডিপ্লোবায়োন্টিক জীবন চক্র কী?
উঃ যে জীবনচক্রে ডিপ্লয়েড থ্যালাসটি স্পোরোফাইটিক জনুর প্রতিনিধি আর হ্যাপ্লয়েড সংক্ষিপ্ত, তাকে ডিপ্লেন্টিক জীবনচক্র বলে।
৩০। সায়ানোফাইসির প্রধান সঞ্চিত খাদ কী?
উঃ গ্লাইকোজেন।
৩১। মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবালের নাম কী?
উঃ Chlorella sp. নামক শৈবাল ব্যবহৃত হয়।
৩২। দুটি বিষাক্ত সামুদ্রিক শৈবালের নাম লিখ।
উঃ (i) Prymnesium, (ii) Chrysochhromulina
৩৩। থালা আকৃতির ক্লোরোপ্লাস্ট কোন শৈবালে পাওয়া যায়?
উঃ Charales বর্গ, Dinophyceae ও Bryopsidophyceae গোত্র এবং বিভিন্ন Diatom-এ থালা আকৃতির ক্রোমাটোফোর দেখা যায়।
৩৪। একটি প্রোক্যারিওটিক শৈবালের নাম লেখ।
উঃ একটি প্রোক্যারিত্রটিক শৈবালের নাম Nostoc।
৩৫। অসিলেটিং চলন কী?
উঃ ঘড়ির দোলকের মত একবার ডানে পরের বার বামে চলাকে Oscillating চলন বলা হয়।
৩৬। একটি এন্টিবায়টিক উৎপন্ন শৈবালের নাম লেখ।
উঃ Chorella নামক শৈবাল থেকে।
৩৭। হেটারোসিস্ট কাকে বলে?
উঃ যে শাখান্বিত শৈবালের শাখাগুলোর ব্যাস বিভিন্ন আকারের তারা Heterotrichous শৈবাল নামে পরিচিত। এ ধরনের শৈবালে শায়িত ও উৎক্ষিপ্ত শাখা থাকে।
৩৮। জালিকাকার ক্লোরোপ্লাস্ট কোন শৈবালে পাওয়া যায়?
উঃ Oedogonium নামক শৈবাল।
৩৯। Phaeophyceae শ্রেণির শৈবালের সঞ্চিত খাদ্য কী?
৪০। উঃ ল্যামিনারিন ও ম্যানিটল
৪১। বাংলাদেশের শৈবালবিজ্ঞানের জনক কে?
উঃ ড. এ. কে. এম নূরুল ইসলাম।
৪২। Fritsch এর ফসিল শৈবাল শ্রেণিটির নাম লিখ।
উঃ Fritsch এর ফসিল শৈবাল শ্রেণিটির নাম Nematophyceae।
৪৩। Salt out কাকে বলে?
উঃ মোহনা অঞ্চলে নদীবাহিত ক্ষুদ্রকণা ও দ্রবীভূত জৈববস্তু মিলিত হয়ে যে “ফেনার” সৃষ্টি করে তাকে Salt-out বলে।
৪৪। ট্রাইফেসিক জীবনচক্র কাকে বলে?
উঃ যে জীবনচক্রে তিনটি পৃথক অবস্থায় সৃষ্টি হয় সেই জীবন চক্রকে ট্রাইফেসিক জীবনচক্র বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। স্বাধু পানির ও লবণাক্ত পানির দুটি করে শৈবালের গণ নাম লিখ। ১০০%
২। বিভিন্ন শ্রেণির শৈবালের সঞ্চিত খাদ্যদ্রব্যের নাম লেখ। ১০০%
৩। উদাহরণসহ শৈবালের মিথোজীবিতা বর্ণনা কর। ১০০%
৪। শৈবাল পরজীবিতা আলোচনা কর। ১০০%
৫। শৈবাল বিজ্ঞানের পরিসর সম্পর্কে আলোচনা কর। ১০০%
৬। ফাইটোপ্লাংকটন ভেসে থাকার কৌশল ব্যাখ্যা কর। ১০০%
৭। শৈবাল শনাক্তকরণে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৮। নাইট্রোজেন সংবন্ধনকারী কয়েকটি নীলাভ সবুজ শৈবালের নাম লিখ। ১০০%
৯। পিনেট ও সেন্ট্রিক ডায়াটামের মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
১০। নীলাভ সবুজ শৈবালের নাইট্রোজেন সংবন্ধন বর্ণনা কর। ৯৯%
১১। ওয়াটার ব্লুম কী? উদাহরণ ও বৈশিষ্ট্যসহ Chlorophyceae শ্রেণির বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। ৯৯%
১২। BOD ও COD কী? পানির গুণাগুণের উপর এদের প্রভাব লিখ। ৯৯%
১৩। Batrachospermam এর প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর। ৯৯%
১৪। Polysiphonia-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ৯৯%
১৫। চারটি আদিকোষী শৈবালের নাম লেখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বিষাক্ত শৈবাল কি? শৈবাল বিজ্ঞান গবেষণায় প্রফেসর এ. কে. এম নুরুল ইসলামের অবদান। ১০০%
২। শৈবালের এন্ডেমিক (Endemic) ও কসমোপলিটন (Regional) বিস্তার উদাহরণসহ বর্ণনা কর।১০০%
৩। বাংলাদেশের স্বাদু পানির শৈবালের ইকোলজি বর্ণনা কর। বাংলাদেশে শৈবালের বিস্তৃতি সম্পর্কে আলোচনা কর। ১০০%
৪। উপযুক্ত উদাহরণ ও চিত্রসহ শৈবালের কোষ প্রাচীরের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৫। শৈবাল আবাদের গুরুত্ব কী? সংক্ষেপে কৃত্রিম উপায়ে শৈবাল আবাদের পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০%
৬। জৈব প্রযুক্তিতে শৈবালের ভূমিকা সম্পর্কে কী? পরিবেশ সংরক্ষণে শৈবালের গুরুত্ব লেখ। ১০০%
৭। Extra cellular metabolite কি? শৈবালে Extra cellular metabolites হিসেবে যেসব নাইট্রোজেনঘটিত পদার্থ এবং ভিটামিন উৎপাদিত হয়, বর্ণনা কর। ১০০%
৮। সবুজ শৈবালের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কী? Oedogonium-এর ম্যাক্রান্ড্রাস ও ন্যানান্ড্রাস প্রজাতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। Oedogonium-এর ন্যানাড্রাস প্রজাতির যৌনজনন পদ্ধতি বর্ণনা কর। শৈবালের প্রধান বিভাগসমূহের রঞ্জক পদার্থ ও সঞ্চিত খাদ্য বর্ণনা দাও। ৯৯%
১০। Laminaria-তে ক্রস-কানেকশন তৈরির প্রক্রিয়া কী? সিউয়েজ প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
১১। Water bloom সৃষ্টির কারণগুলো কী? চিহ্নিত চিত্র ও উদাহরণসহ শৈবালের বহুকোষী থ্যালাসের বর্ণনা দাও। ৯৯%
১২। চিত্রসহ Euglena-এর দৈহিক গঠন লিখ। Ectocarpus-এর স্পোরাঞ্জিয়ামের গঠন ও বিকাশ বর্ণনা কর। ৯৯%
১৩। নাইট্রোজেন সংবন্ধনে নীলাভ সবুজ শৈবালে ভূমিকা কী? নীলাভ সবুজ শৈবাল বা Cyanophyta-র অর্থনৈতিক গুরুত্ব লিখ। ৯৯%
১৪। ডায়াটমের অর্থনৈতিক গুরুত্ব কী? ডায়াটমের অক্সোম্পোর তৈরির প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১৫। Bold and wynne (1978) এর শ্রেণিবিন্যাস কিভাবে Lee (1999) এর শ্রেণিবিন্যাস থেকে ভিন্নতর তার একটি তুলনামূলক আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*