মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৭৬৫-১৯৭১) ৩১১৬১৩ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সাইমন কমিশন কত সালে গঠিত হয়েছিল?
উঃ ১৯২৭ সালে।
২। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানী লাভ করেন?
উঃ ১৭৬৫ সালে।
৩। খেলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উঃ মওলানা মোহাম্মদ আলী, মওলানা শওকত আলী ও মওলানা আব্দুল কালাম আজাদ।
৪। কলিকাতা আলিয়া মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
৫। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?।
উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে
৬। সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়?
উঃ ঢাকায়।
৭। মোহামেডান লিটারেরী সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উঃ নওয়াব আব্দুল লতিফ।
৮। ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?
উঃ অপারেশন সার্চলাইট।
৯। লক্ষ্ণৌ চুক্তি কত খ্রিস্টাব্দে হয়?
উঃ ১৯১৬ খ্রিস্টাব্দে।
১০। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ শেরে বাংলা এ.কে. ফজলুল হক।
১১। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্ট ব্যাটেন।
১২। মালদ্বীপ কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
উঃ ব্রিটেনের কাছ থেকে।
১৩। সিংহলের নাম কত সালে শ্রীলংকা রাখা হয়?
উঃ ১৯৭২ সালে।
১৪। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলে?
উঃ নবাব সিরাজউদ্দৌলা।
১৫। মীর কাসিম কে ছিলেন?
উঃ মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা।
১৬। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
উঃ ১৭৬৪ সালের ২২ অক্টোবর।
১৭। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানী হস্তান্তর করেন কে?
উঃ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানী হস্তান্তর করেন।
১৮। দেওয়ানি কি?
উঃ রাজস্ব আদায়ের অধিকার ও রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা লাভ করাকে দেওয়ানি বলা হয়।
১৯। দিওয়ানি শব্দের অর্থ কি?
উঃ রাজস্ব শাসন।
২০। কত সালে আমিনী কমিশন গঠন করা হয়?
উঃ ১৭৭৬ সালে।
২১। চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন?
উঃ লর্ড কর্নওয়ালিস।
২২। সূর্যাস্ত আইন কি?
উঃ চিরস্থায়ী বন্দোবস্তের সংবিধান অনুযায়ী জমিদারকে তার রাজস্ব দেওয়ার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে কোম্পানির কাছে রাজস্ব জমা দিতে হবে। এ আইনই ‘সূর্যাস্ত আইন’ নামে পরিচিত।
২৩। ভাস্কো-দা-গামা কত সালে এদেশে আগমন করেন?
উঃ ১৪৯৮ সালের ২২ মে।
২৪। কলিকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৭৮১ সাল।
২৫। কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার উইলিয়াম জোনস্।
২৬। কৃষক বিদ্রোহ কি?
উঃ কোম্পানির অযাচিত ভূমি রাজস্ব বৃদ্ধির প্রবণতা এবং ভূম্যধিকারী শ্রেণির অত্যাচারে জর্জরিত কৃষককুল তাদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বাংলার বিভিন্ন অংশে যে সংগঠিত আন্দোলন গড়ে তোলে তা সাধারণভাবে কৃষক বিদ্রোহ নামে পরিচিত।
২৭। ফকির-সন্ন্যাসী বিদ্রোহের শ্রেষ্ঠ নেতা ছিলেন কে?
উঃ ফকির মজনু শাহ।
২৮। তিতুমীর কোথায় বাশের কেল্লা নির্মাণ করেন?
উঃ নারিকেল বাড়িয়ায়।
২৯। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন কে কে?
উঃ সিধু ও কানু।
৩০। ওহাবি শব্দের অর্থ কি?
উঃ নবজাগরণ।
৩১। ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কে?
উঃ হাজি শরিয়তুল্লাহ।
৩২। দুদু মিয়ার প্রকৃত নাম কি?
উঃ মুহাম্মদ মুহসীন উদ্দিন।
৩৩। “জমি আল্লাহর দান, সুতরাং জমিদারদের উপর কর ধার্যের কোনো অধিকার নেই” -উক্তিটি কার?
উঃ দুদু মিয়ার।
৩৪। সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কখন?
উঃ ১৮৫৭ সালের ২৯ মার্চ।
৩৫। কে সর্বপ্রথম মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের সূচনা করেন?
উঃ মঙ্গলপাণ্ডে নামক এক ব্রাহ্মণ সর্বপ্রথম মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের সূচনা করেন।
৩৬। ভারতে আলীগড় আন্দোলনের জনক কে ছিলেন?
উঃ স্যার সৈয়দ আহমেদ খান।
৩৭। The Sprit of Islam গ্রন্থটি কে রচনা করেন?
উঃ সৈয়দ আমীর আলী।
৩৮। সেন্ট্রাীদ ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সৈয়দ আমীর আলী।
৩৯। সর্বভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর।
৪০। ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।
৪১। কত খ্রিস্টাব্দে রাজধানী কলিকাতা হতে দিল্লিতে যদি রিত হয়।
উঃ ১৯১১ সালে।
৪২। কে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?
উঃ রাজা পঞ্চম জর্জ।
৪৩। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২১ সালে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘দ্বি-জাতি তত্ত্ব’ সম্পর্কে লেখ। ১০০%
২। সূর্যাস্ত আইন সম্পর্কে সংক্ষেপে লেখ। ১০০%
৩। ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়? ১০০%
৪। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কেন? ১০০%
৫। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি লেখ। ১০০%
৬। কাশশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা কর। ১০০%
৭। শ্রীলংকায় ইসলাম বিস্তারের ইতিহাস সংক্ষেপে লেখ। ১০০%
৮। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লিখ। ১০০%
৯। ‘কর্নওয়ালিশ কোড’ সম্বন্ধে কী জান? ১০০%
১০। ফকির মজনু শাহের পরিচয় দাও। ১০০%
১১। পাঁচসালা বন্দোবস্ত বলতে কী বুঝায়? ৯৯%
১২। স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলো উল্লেখ কর। ৯৮%
১৪। বাঙালি জাতীয়তাবাদ কি?

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। হাজী শরীয়তুল্লাহর ফরায়েজী আন্দোলনের প্রকৃতি ও শিক্ষাসমূহ ব্যাখ্যা কর। ১০০%
২। বাংলার মুসলমানদের রাজনীতি ও পুনর্জাগরণে সৈয়দ আমীর আলীর অবদান মূল্যায়ন কর। ১০০%
৩। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ধারাসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৪। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা কর। ১০০%
৫। মালদ্বীপের স্বাধীনতা লাভের ইতিহাস আলোচনা কর। ১০০%
৬। বাংলার জমিদার ও নীলকরদের বিরুদ্ধে ফকির সন্নাসীদের বিদ্রোহের প্রকৃতি পর্যালোচনা কর। ১০০%
৭। কোন অবস্থায় ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্যাবলি কী ছিল? ১০০%
৮। ১৯০৫ সালের বঙ্গবঙ্গের পটভূমি আলোচনা কর। ইহা রদ হয়েছিল কেন? ১০০%
৯। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের প্রেক্ষাপট বর্ণনা কর। ১০০%
১০। পূর্ব পাকিস্তানীদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতিসমূহ পর্যালোচনা কর। ১০০%
১১। “পলাশী নহে, বরং বক্সারের যুদ্ধই নিঃসন্দেহে ইংরেজ কোম্পানির সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।” -ব্যাখ্যা কর। ৯৯%
১২। খিলাফত আন্দোলনের রূপরেখা বর্ণনা কর। এ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? ৯৯%
১৩। বাংলার মুসলমানদের পুনর্জাগরণে নবাব আব্দুল লতিফের অবদান মূল্যায়ন কর। ৯৮%
১৪। মুসলিম লীগ কেন গঠিত হয়েছিল? এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*