মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ ইতিহাস বিষয় আন্তর্জাতিক আইন ৩১১৫১৩ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NATO, U.C.C
২। আন্তর্জাতিক আইনের মূল বিষয় কী?
উত্তর: রাষ্ট্র।
৩। আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: জেরেমী বেন্থাম।
৪। Law of War and Peace’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: হুগো গ্রোসিয়াস।
৫। স্বীকৃতি কোন ধরনের অধিকার?
উত্তর: রাজনৈতিক।
৬। Vassal State’ কী?
উত্তর: যে সকল রাষ্ট্র আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অন্য কোনো রাষ্ট্রের কর্তৃত্বাধীন অবস্থায় থাকে তাকে Vassal State বা সামন্ত রাজ্য বলা হয়।
৭। পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক নদীর নাম কী?
উত্তর: নীলনদ।
৮। ‘The Prince’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ম্যাকিয়াভেলি।
৯। আন্তর্জাতিক আইনে ‘অর্পণ’ বলতে কী বুঝ?
উত্তর: অর্পণ হলো আন্তর্জাতিক আইন বিষয়ক মতবাদ। এ মতবাদ অনুযায়ী আন্তর্জাতিক চুক্তিকে কার্যকর করার জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
১০। হস্তক্ষেপ কখন গ্রহণযোগ্য?
উত্তর : আত্মরক্ষার উদ্দেশ্য, মানবতার সাথে চুক্তির শর্তপূরণে বেআইনী হস্তক্ষেপ প্রতিহত করতে।
১১। Hot pursuit’ অর্থ কী?
উত্তর: দ্রুত পশ্চাদ্ধাবন।
১২। অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তর: ২০০ নটিক্যাল মাইল।
১৩। হুগো গ্রোসিয়াসের বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তর: De jure Belli ac Pacis (যুদ্ধ ও শান্তির আইন)।
১৪। Globalization এর অর্থ কি?
উত্তর: বিশ্বায়ন।
১৫। হুগো গ্রোসিয়াসের ডিজুরে বেলি এক্স্যাসিস কখন প্রকাশিত হয়?
উত্তর: ১৬২৫ সালে।
১৬। Mare Liberum বা উন্মুক্ত সমুদ্র নামক পুস্তকটি কার এক রচিত?
উত্তর: হুগো গ্রোসিয়াস।
১৭। চুক্তি কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
১৮। আন্তর্জাতিক আইনের প্রধান উৎস কোনটি?
উত্তর: আন্তর্জাতিক চুক্তি।
১৯। Mare Liberum গ্রন্থের বাংলা নাম কি?
উত্তর: উন্মুক্ত সমুদ্র।
২০। “An Introduction of International Law” গ্রন্থটির লেখক কে?
উত্তর: মার্ক ডব্লিউ জেনিস।
২১। কোন আইনকে জুরিসডেন্সের মাতৃভাষা বলা হয়?
উত্তর: রোমার আইনকে।
২২। দ্বৈতবাদের প্রধান প্রবক্তা কে কে?
উত্তর: ট্রাইপল ও আনজিলতি।
২৩। রাষ্ট্রীয় আইনের প্রণেতা কে?
উত্তর: সংসদ।
২৪। আন্তর্জাতিক আইনে ‘অর্পণ’ বলতে কি বুঝ?
উত্তর: অর্পণ হলো আন্তর্জাতিক আইন বিষয়ক মতবাদ। এ মতবাদ অনুযায়ী আন্তর্জাতিক চুক্তিকে কার্যকর করার জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
২৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন কে?
উত্তর: রুজভেল্ট (৩২তম) ও ট্রুম্যান (৩৩তম)।
২৬। রাষ্ট্রের প্রধান উপাদান কয়টি?
উত্তর: ৪টি।
২৭। সর্বপ্রথম কে রাষ্ট্র কথাটির উল্লেখ করেছেন?
উত্তর: ম্যাকিয়াভেলি।
২৮। কী কী শর্ত পূরণ হলে একটি রাষ্ট্র জন্ম নেয়?
উত্তর: যথা- ১. নির্দিষ্ট ভূখণ্ড, ২. জনসমষ্টি, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।
২৯। নিরপেক্ষ রাষ্ট্রের একটি উদাহরণ দাও।
উত্তর: সুইজারল্যান্ড।
৩০। আমিই রাষ্ট্র”-এ কথাটি বলেছেন কে?
উত্তর: চতুর্দশ লুই।
৩১। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে কী বলে?
উত্তর: সার্বভৌমত্ব।
৩২। স্বীকৃতি কী?
উত্তর: কোন প্রতিষ্ঠিত সার্বভৌম রাষ্ট্র কর্তৃক কোন নতুন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া।
৩৩। স্বীকৃতি কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
৩৪। বিদেশে অবস্থিত প্রবাসী সরকারকে তার মিত্র রাষ্ট্র কি ধরণের স্বীকৃতি প্রদান করতে পারে?
উত্তর: অব্যক্ত স্বীকৃতি।
৩৫। হস্তক্ষেপ কত প্রকার?
উত্তর : ৩ প্রকার।
৩৬। রাষ্ট্রীয় দায় কী?
উত্তর: যখন কোন রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অপর কোন রাষ্ট্রের দ্বারস্থ হয় এবং চুক্তির ভিত্তিতে ঋণ গ্রহণ করে তাকেই রাষ্ট্রীয় দায় বলা হয়।
৩৭। বিভক্তনীতির মাধ্যমে কোন কোন রাষ্ট্রের সৃষ্টি হয়?
উত্তর: ভারত ও পাকিস্তান।
৩৮। কোন হস্তক্ষেপের পদ্ধতি পুরাতন?
উত্তর: কূটনৈতিক।
৩৯। ১৯৪৫-৭০ সালের মধ্যে বিশ্বে কতটি দেশে গৃহযুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ৬৭টি।
৪০। রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কোনটি?
উত্তর: রাষ্ট্রীয় ভূ-খণ্ড।
৪১। নদী প্রধানত কত প্রকার?
উত্তর: ২ প্রকার।
৪২। দানিউব নদী ইউরোপের কয়টি রাষ্ট্রের উপর দিয়ে প্রবাহমান?
উত্তর: ৮টি।
৪৩। কোন সীমান্ত নদী বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক এরাও করেছে?
উত্তর: নাফ নদী।
৪৪। দু’টি আন্তর্জাতিক নদীর নাম লিখ।
উত্তর: ১. পদ্মা ও ২. রাইন।
৪৫। আঞ্চলিক সমুদ্রের সীমা কত নটিক্যাল মাইল?
উত্তর: ১২ নটিক্যাল মাইল।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*