মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ অর্থনীতি বিষয় গ্রামীণ অর্থনীতি 312213 রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১।পুর্নরুপ লিখ-BADC, BARD, IRDP, BRAC, NGO, CEDAW.
উঃ BADC’ এর পূর্ণরূপ হলো Bangladesh Agricultural Development Corporation.
BARD-এর পূর্ণরূপ হলো- Bangladesh Academy for Rural Development.
IRDP-এর পূর্ণরূপ হলো- Integrated Rural Development Programme.
BRAC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Advancement Committee.
NGO= Governmental Organization.
CEDAW-এর পূর্ণরূপ হলো- The Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
২। গ্রামীণ অর্থনীতি কাকে বলে?
উঃ যে শাস্ত্র গ্রামীণ সমাজের অর্থনৈতিক কার্যাবলির বিশ্লেষণ, পর্যালোচনা ও নীতি নির্ধারণ প্রণয়ন করে তাকে গ্রামীণ অর্থনীতি বলে।
৩। গ্রামীণ উন্নয়ন কি?
উঃ গ্রামীণ অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনব্যাপী জনসাধারণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধির প্রক্রিয়াকে গ্রামীণ উন্নয়ন বলে।
৪। দ্বৈত অর্থনীতি বলতে কী বুঝ?
উঃ যে অর্থনীতিতে পরস্পর বিপরীত বৈশিষ্ট্যবিশিষ্ট দুটি খাত কৃষি ও শিল্প বিদ্যমান থাকে সে অর্থনীতিকে দ্বৈত অর্থনীতি বলে।
৫।গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা কি?
উঃ গ্রামীণ সম্পদের কাম্য ব্যবহারের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় তাকে গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বলে।
৬।অর্থকরী ফসল কি?
উঃ যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে।
৭। কৃষি কাঠামো কি?
উঃ কোনো দেশের অর্থনীতিতে কৃষিখাতের অবস্থান, খামারের আয়তন, চাষাবাদের ধরন, ভূমিস্বত্ব ব্যবস্থা ইত্যাদি একত্রে সমাবেশের মাধ্যমে কৃষিখাতের যে অবস্থান সৃষ্টি হয় তাকে কৃষি কাঠামো বলে।
৮। গ্রামীণ অর্থনৈতিক কাঠামো কী?
উঃ গ্রামীণ অর্থনৈতিক কাঠামো বলতে গ্রামীণ সমাজ ব্যবস্থার উৎপাদনী খাত, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যবেসা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, রাস্তাঘাট, সড়ক ও যোগাযোগের মাধ্যম, সেতু, কালভার্ট, পরিবহন ব্যবস্থা, নদী-নালা, খাল-বিল, হাওড় ইত্যাদির একটি সমন্বিত রূপকে বোঝায়।
৯। গ্রামীণ সেবাখাত বলতে কী বোঝায়?
উঃ গ্রামীণ সেবা খাত বলতে গ্রামের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শিল্প, স্বাস্থ্য, রাস্তাঘাট, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার সুবিধা বা সেবাকে বুঝায়।
১০। কৃষি জোত কী?
উঃ কৃষি খামার বা জোত বলতে এমন ভূখণ্ডকে বুঝায় যেখানে কোনো ব্যক্তি তার নিজের শ্রম বা পরিবারের সদস্যদের সহায়তায় অথবা ভাড়া করা শ্রমের সাহায্যে উৎপাদন কাজে লিপ্ত রয়েছে।
১১। কৃষি সংস্কার কি?
উঃ কৃষি সংস্কার বলতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণ সরবরাহ, দামনীতি প্রণয়ন, বাজারজাতকরণ, গুদামজাতকরণ, ঋণদান গবেষণা, কৃষি বিষয়ক যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি বুঝায়।
১২। ভূমি সংস্কার কী?
উঃউপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে দেশের প্রচলিত ভূমিস্বত্ব ব্যবস্থার সংস্কার সাধনকে ভূমিসংস্কার বলা হয়ে থাকে।
১৩। বাংলাদেশের কৃষির উপখাতসমূহ কি?
উঃ বাংলাদেশের কৃষির উপখাতসমূহ হলো মৎস্য খাত, বনজ সম্পদ খাত, পশুসম্পদ খাত এবং মৎস্য সম্পদ উপখাত ইত্যাদি।
১৪। নিবিড় চাষ পদ্ধতি বলতে কী বুঝ?
উঃ উচ্চ ফলনশীল বীজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সার ব্যবহার করে জমিতে বছরে তিন, চার ধরনের ফসল ফলানোর পদ্ধতিকে নিবিড় চাষাবাদ পদ্ধতি বলে।
১৫। আত্মপোষণ কৃষি কাকে বলে?
উঃ যে স্তরে পণ্য উৎপাদন শুধু পরিবারের ভোগের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে আত্মপোষণ কৃষি বলে।
১৬। সনাতনী কৃষি কি?
উঃ প্রকৃতি নির্ভর যন্ত্রবিহীন, গরু, লাঙ্গল দিয়ে চাষাবাদ, প্রতিরোধক ঔষধবিহীন কৃষি উৎপাদন ব্যবস্থাকে সনাতনী কৃষি বলে।
১৭। বর্গাচাষ উৎপাদন কি?
উঃ ভূমির মালিক ও বর্গাচাষী এদের মধ্যে উৎপন্ন ফসলের অংশ ভাগাভাগি পদ্ধতিতে উৎপাদন করাকে বর্গাচাষ উৎপাদন ব্যবস্থা বলে। এই ভাগাভাগি পদ্ধতি ৫০% বা ৬০% বা ৪০% ইত্যাদি হতে পারে। চাষ শুরু করার আগেই এদের মধ্যে চুক্তি হয়।
১৮। উফসী পদ্ধতি কি?
উঃ উচ্চ ফলনশীল জাতের বীজ ও অন্যান্য আধুনিক কৃষি উপকরণের সাহায্যে কৃষি কার্য পরিচালনা করাকে উচ্চ ফলনশীল প্রযুক্তি বা সংক্ষেপে উফশী (HYV) বলে।
১৯। কৃষি কাঠামো কাকে বলে?
উঃ অর্থনীতিতে কৃষি খাতের অবস্থান, চাষাবাদের ধরন, খামারের আয়তন, ভূমিস্বত্ব ব্যবস্থা ইত্যাদির সমন্বিত ব্যবস্থাকে কৃষি কাঠামো বলে।
২০। কৃষি উদ্বৃত্ত কি?
উঃ কৃষি উৎপাদিত পণ্য যা সমাজের জন্য প্রয়োজন এর বেশি উৎপন্ন হলে সময় মেয়াদের জন্য গুদামজাতকরণ করতে হয়। এই অতিরিক্ত কৃষি পণ্যকে কৃষি উদ্বৃত্ত বলে।
২১। অর্থনৈতিক উন্নয়নে কৃষির দ্রব্য অবদান বলতে কি বুঝায়?
উঃ কৃষি যখন নিজের উৎপাদন বাড়িয়ে জাতীয় উৎপাদন বাড়াতে অবদান রাখে তখন ঐ অবস্থাকে কৃষির দ্রব্য অবদান বলে।
২২। কুটির শিল্প কি?
উঃ শ্রমিক সংখ্যা ১০ জনের কম এবং স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয়সহ (জমি এবং কারখানা ভবন ছাড়া) ৫ লক্ষ টাকার নিচে পারিবারিকভাবে পরিচালিত শিল্পকে কুটির শিল্প বলে।
২৩। ক্ষুদ্র শিল্প কি?
উঃ যেসব প্রতিষ্ঠানে শ্রমিকের সংখ্যা ২৫ থেকে ৯৯ জন এবং স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা সে সকল প্রতিষ্ঠানের সমন্বিত রূপকে ক্ষুদ্র বা মাইক্রো শিল্প বলে।
২৪। নিম্ন কর্মসংস্থান কি?
উঃ যে সকল প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখে তাকে নিম্ন কর্মসংস্থান, বলে।
২৫। গ্রামীণ বিনিয়োগ কি?
উঃ গ্রামীণ কৃষি, কুটির শিল্প ও হস্তচালিত শিল্প প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগ করাকে গ্রামীণ বিনিয়োগ বলে।
২৬। উৎপাদন অপেক্ষক কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রযুক্তির ভিত্তিতে নিয়োগকৃত উপাদানের উপর উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।
২৭। “কবওয়েব” মডেল কী?
উঃ যে বাজার মডেলে কোনো একটি সময়ে একটি দ্রব্যের চাহিদা ঐ সময়ের বাজার দামের উপর নির্ভরশীল এবং দ্রব্যটির যোগান পূর্ববর্তী দামের উপর নির্ভরশীল হয়, তাকে বলা হয় কবওয়েব মডেল।
২৮।গ্রামীণ ঋণ কি?
উঃ পল্লি অঞ্চলে বিভিন্ন অর্থনৈতিক কাজের জন্য বিভিন্ন শ্রেণি এবং পেশার লোক যে ঋণ চাহিদা সৃষ্টি করে তাকে গ্রামীণ/পল্লি ঋণ বলে।
২৯। ক্ষুদ্রঋণ কি?
উঃ ভূমিহীন এবং দরিদ্র মানুষদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য বিনা জামানতে ঋণপ্রদান কার্যক্রমই হলো ক্ষুদ্র ঋণ।
৩০। গ্রামীণ অর্থবাজার কি?
উঃ গ্রামীণ জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎসে ঋণের যে আদান-প্রদান হয় তাকে গ্রামীণ অর্থবাজার বলে।
৩১। ক্ষুদ্র অর্থায়নের সংজ্ঞা দাও।
উঃ কোনো ব্যক্তি বা উৎপাদক স্বল্প পরিসরে বিভিন্ন উৎস থেকে যখন অর্থ সংগ্রহ করে তখন তাকে ক্ষুদ্র অর্থায়ন বলে।
৩২। গণ দারিদ্র্য কি?
উঃ যে দেশের জনগণ পরিবর্তিত পার্শ্বপরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে অক্ষমতা রাখে, প্রতিকূল প্রকৃতি যেমন- বন্যা, খরার মতো আবহাওয়া, সম্পদে অপ্রতুলতা এবং সম্পদের অসম বণ্টন ও অসম উপার্জনের সুযোগ-সুবিধা এরূপ অবস্থাকে গণ দারিদ্র্য বলে।
৩৩। দারিদ্র্যসীমা বলতে কি বোঝায়?
উঃ দারিদ্র্যের যে স্তরে বসবাস করলে মানুষ তাদের মৌলিক চাহিদাসমূহ সম্পূর্ণরূপে পূরণ করতে পারে না তাকে দারিদ্র্যসীমা বলে।
৩৪। এনজিও বলতে কি বুঝ?
উঃ দেশের বিভিন্ন প্রাকৃতিক পরিস্থিতি যেমন- বন্যা, খরা, অপুষ্টি, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি ক্ষেত্রে দ্রুত আর্থিক সহায়তায় যেসব প্রতিষ্ঠান সরকারের বাইরে কাজ করে তাদেরকে এনজিও বলে।
৩৫। ছদ্ম বেকারদের প্রান্তিক উৎপাদনশীলতার মান কত?
উঃ ছদ্ম বেকারদের প্রান্তিক উৎপাদনশীলতার মান শূন্য (০)।
৩৬। প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে?
উঃ গ্রামাঞ্চলে বিশেষ করে কৃষিক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক কৃষি কাজে নিয়োজিত থাকে আপাতদৃষ্টিতে তারা কাজ করলেও প্রকৃতপক্ষে তারা বেকার এদেরকে প্রচ্ছন্ন বেকারত্ব বলে।
৩৭। মৌসুমী বেকারত্ব কি?
উঃ কৃষি খাতে যে মৌসুমভিত্তিক বেকারত্ব পরিলক্ষিত হয় তাকে মৌসুমী বেকারত্ব বলে।
৩৮।নারীর ক্ষমতায়ন কী?
উঃ বস্তুগত ও অবস্তুগত সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণ আনার পাশাপাশি নিজেদের শক্তি বৃদ্ধি করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাই হলো নারীর ক্ষমতায়ন।
৩৯।উপকরণ ভর্তুকি কি?
উঃ উৎপাদন বাড়ানোর জন্য সরকার যখন বাজার মূল্যের চেয়ে কম মূল্যে কোনো উপাদান সরবরাহ করে তখন তাকে উপাদান বা উপকরণ ভর্তুকি বলে।
৪০। শস্য বহুমুখীকরণ কি?
উঃ যদি কোন কৃষি খামারে নির্দিষ্ট কৃষি পণ্য উৎপাদনে নিয়োজিত না থেকে একাধিক পণ্য উৎপাদনে নিয়োজিত থাকে, তবে তাকে শস্য বহুমুখীকরণ বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সমবায় খামার ও যৌথ খামারের তুলনা কর। ১০০%
২। কৃষি উৎপাদন ও প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে সম্পর্ক দেখাও। ১০০%
৩। গ্রামীণ উন্নয়নে নারীর ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
৪। গ্রামীণ অর্থবাজারের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৫। গ্রামীণ শিল্পের সমস্যাগুলো লেখ। ১০০%
৬। জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্যসমূহ কী? ১০০%
৭। স্বনির্ভর আন্দোলন বলতে কী বুঝ?বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যাবলি লেখ। ১০০%
৮। গ্রামীণ উন্নয়নের প্রধান সূচকসমূহ লেখ। ১০০%
৯। ক্ষুদ্র ও কুটিরশিল্পের মধ্যে পার্থক্য কী কী?১০০%
১০। গ্রামীণ উন্নয়নের সমস্যা উল্লেখ কর। ১০০%
১১। আধুনিক কৃষির বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১২। কৃষি ঋণের উৎসসমূহ লিখ। ৯৯%
১৩।কৃষি প্রবৃদ্ধিই জাতীয় প্রবৃদ্ধির মূল শক্তি-ব্যাখ্যা কর। ৯৯%
১৪। দারিদ্র্য বলতে কি বুঝ? কৃষিতে ছদ্মবেশী বেকারত্বের ধারণাটি ব্যাখ্যা কর। ৯৯%
১৫। নারীর ক্ষমতায়নের গুরুত্ব লেখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) বাংলাদেশের অর্থনীতির কি? বাংলাদেশের গ্রামীণ খাতের প্রধান অর্থনৈতিক কার্যাবলি বর্ণনা কর। ১০০%
(খ) “বৃহদায়তন খামারের তুলনায় ক্ষুদ্রায়তন খামার অধিক দক্ষ”-ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) কৃষির সাথে অর্থনীতির অন্যান্য খাতের সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
(খ) বাংলাদেশের গ্রামীণ সেবাখাতের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ১০০%
৩। (ক) বেকারত্ব, দারিদ্র্য এবং আয়বণ্টনের মধ্যে সম্পর্ক নির্দেশ কর। ১০০%
(খ) দারিদ্র্য পরিমাপের উপায়সমূহ উল্লেখ কর।১০০%
৪। (ক) নারী ক্ষমতায়নের পরিমাপক কী কী? ১০০%
(খ) বাংলাদেশ সরকারের গৃহীত নারী উন্নয়ন কর্মসূচির বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৫। (ক) গ্রামীণ বেকারত্বের বিভিন্ন ধরন উল্লেখ কর। ১০০%
(খ) গ্রামীণ বেকারত্ব দূরীকরণের উপায় ব্যাখ্যা কর। ১০০%
৬। (ক) বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে NGO এর ভূমিকা আলোচনা কর। ১০০%
(খ) গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচিগুলো মূল্যায়ন কর। ১০০%
৭। (ক) কৃষি কী? বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষিনীতির গুরুত্ব আলোচনা কর। ১০০%
(খ) গ্রামীণ ঋণ সমস্যা সমাধানে গ্রামীণ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৮। (ক) সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশের অভিজ্ঞতা বর্ণনা কর। ১০০%
(খ) অর্থনৈতিক উন্নয়নে কৃষিখাতের উদ্বৃত্ত শ্রম কিভাবে এবং কতটুকু ব্যবহার করা যায়? ১০০%
৯। (ক) বাংলাদেশের গ্রামীণ শিল্পের সমস্যা ও সম্ভাবনাসমূহ আলোচনা কর। ১০০%
(খ) গ্রামীণ শিল্প কী?একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ শিল্পের গুরুত্ব আলোচনা কর। ১০০%
১০। (ক) বাংলাদেশের কৃষির সমস্যাগুলো লিখ। ৯৯%
(খ) বাংলাদেশের কৃষির উৎপাদন বৃদ্ধিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? ১০০%
১১। (ক) গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
(খ) গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১২। (ক) অর্থনৈতিক উন্নয়নে কৃষির দ্রব্যের অবদান ব্যাখ্যা কর। ৯৯%
(খ)গ্রামীণ ঋণের সমস্যা সমাধানে সরকার কী কী উদ্যোগ নিতে পারে? আলোচনা কর। ৯৯%
১৩। (ক) একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে
কৃষির দ্রব্য অবদান ও বাজার অবদানের একটি তুলনামূলক বিবরণ দাও। ৯৯%
(খ) কৃষি সংস্কার ও ভূমি সংস্কারের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৪। (ক) সনাতন কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্তর প্রয়োজন কেন? ৯৯%
(খ) কৃষির আধুনিকীকরণে সেচ ব্যবস্থার গুরুত্ব লেখ। ৯৯%
১৫। (ক) জীবননির্বাহী কৃষকের ঋণ সমস্যাবলি লিখ। ৯৯%
(খ) কেন অ-প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুদের হার বেশি হয়? ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*