মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ বাংলা বিষয় বাংলাদেশের সাহিত্য 311011 রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দরবেশ বলে পরিচিত লোকটির নাম কী?
‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে ‘দরবেশ’ কে?
উঃ কাদের।
২। নয়নচারা গ্রামের নদীটির নাম কী?
উঃ আমুদের গ্রামের নদীটির নাম- ‘ময়ূরাক্ষী’।
৩। ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে?
উঃ লেখকের শ্রদ্ধাভাজন অগ্রজ কবি মোহাম্মদ মাহফুজউল্লাহকে উৎসর্গ করা হয়েছে।
৪। ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের জামান কোন বিভাগের শিক্ষক?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।
৫। প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনাম কী?
উঃ প্রাবন্ধিক আবদুল হক চারটি ছন্দনামে লিখতেন তার দুটি হলো- আবুল আহসান ও আবু রাহয়ান।
৬। ‘আধুনিক কবি ও কবিতা’ গ্রন্থের লেখক কে?
‘যখন উদ্যত সঙ্গীন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ হাসান হাফিজুর রহমান।
৭। ‘শুভবুদ্ধি’ গ্রন্থের প্রবন্ধ সংখ্যা কত?
উঃ ‘শুভবুদ্ধি’ গ্রন্থের প্রবন্ধ সংখ্যা ৩৫টি।
৮। ‘মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ‘মুসলিম সাহিত্য সমাজ’ ঢাকায় ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
৯। ‘সংস্কৃতি কথা’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কবে?
উঃ ‘সংস্কৃতি-কথা’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৮ সালে।
১০। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের প্রকাশকাল কত?
উঃ ‘চাঁদের অমাবস্যা’ ১৯৬৪ সালে প্রকাশিত হয়।
১১। ‘পতঙ্গ পিঞ্জর’ কী ধরনের উপন্যাস?
উঃ পতঙ্গ পিঞ্জর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
১২। চন্দ্রালোকে যুবক শিক্ষক বাঁশ ঝাড়ে কী দেখেছিল?
উঃ চন্দ্রালোকে যুবক শিক্ষক বাঁশ ঝাড়ে দেখতে পায় একটি যুবতী স্ত্রীর মৃত দেহ।
১৩। ‘অসুখ-বিসুখ’ গল্প কোন সিনেমা হলের নাম রয়েছে?
উঃ ‘অসুখ-বিসুখ’ গল্পে রূপমহল সিনেমা হলের নাম রয়েছে।
১৪। সবলসিংহপুর গ্রাম কোন জেলায় অবস্থিত?
উঃ পশ্চিম বঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত সবলসিংহপুর গ্রাম। এই গ্রামে কথা শিল্পী শওকত ওসমানের জন্ম।
১৫। ‘সোনালী কাবিন’ কবিতায় কবি কাদের কাছে ক্ষমা চেয়েছেন?
উঃ অবলাদের কাছে।
১৬। মাহমুদুল হকের প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা কত?
উঃ দুইটি।
১৭। হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উঃ হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘বিমুখ প্রান্তর’।
১৮। সমর জিৎ— এর পিতার নাম কী?
উঃ সমর জিৎ- এর পিতার নাম অমৃতলাল।
১৯। ‘নয়নচারা’ গল্প সংকলন প্রথম কোথা থেকে প্রকাশ পায়?
উঃ ‘নয়ন চারা’ গল্প সংকলন প্রথম ১৯৪৪ সালে সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত ‘পূর্বাশা’ পত্রিকায় প্রকাশ পায়।
২০। কৃবির সেলামগুলো কে চুরি করেছেন?
উঃ একজন সমরবিদ।
২১। ‘বখতিয়ারের ঘোড়া’ কার লেখা?
উঃ ‘বখতিয়ারের ঘোড়া’ আল মাহমুদের লেখা।
২২। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উঃ শিখা পত্রিকা।
২৩। ‘ক্রান্তিকাল’ প্রবন্ধ সংকলনটি প্রথম কত সালে প্রকাশিত হয়?
উঃ ‘ক্রান্তিকাল’ প্রবন্ধটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
২৪। জীবনের দাবি এবং মনুষ্যত্বের দাবি আসলে কিসের দাবি?
উঃ জীবনের দাবি ও মনুষ্যত্বের দাবি মূলত ভাষার দাবি।
২৫। ‘সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গ’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত
উঃ ‘শুভ বুদ্ধি’ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত।
২৬। শওকত আলীর জন্ম কত সালে?
উঃ ১৯৩৬ সালে।
২৭। ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে ‘৪২ নম্বর গোপীদত্ত লেন’ কার ঠিকানা?
উঃ শওকত আলীর দক্ষিণায়নের দিন উপন্যাসে ৪২ নম্বর গোপীদত্তলেন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী জেল ফেরত সেজানের ঠিকানা।
২৮। ‘প্রকৃতি’ কবিতায় সারাদিন জলধারা কার মত টিপটিপ শব্দ করে?
উঃ খনার মন্ত্রের মতো।
২৯। ‘চাঁদের অমাবস্যা’ পরম সত্যে বিশ্বাসী কে?
উঃ দাদা সাহেব পরম সত্যে বিশ্বাসী I
৩০। কোথাও কোনো ক্রন্দন নেই’ গ্রন্থের লেখক কে?
উঃ শহীদ কাদরী।
৩১। ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে মাঠের সাথে কার গাঁটছড়া বাঁধা?
উঃ পতঙ্গ পিঞ্জর উপন্যাসে মাঠের সাথে ঈশ্বর পণ্ডিতের গাঁটছড়া বাঁধা।
৩২। জীবন আমার বোন’ কার লেখা?
উঃ মাহমুদুল হক এর লেখা।
৩৩। ‘খেয়ারি’ শব্দের অর্থ কী?
উঃ মদের নেশা কাটাবার পর অবসাদ বা গ্লানি।
৩৪। ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পের সবুজ কোথায় চাকরি করে?
উঃ ইছাপুরে চাকরি করে।
৩৫। ‘হলধর নিকারীর একদিন’ গল্পে শেষরাতে ওঠা কার চিরকেলে অভ্যেস?
উঃ চৈতন্যদাসের চিরকেলে অভ্যেস।
৩৬। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের আরেফ আলী কোন বিষয়ের শিক্ষক?
উঃ ভূগোলের শিক্ষক ।
৩৭। ‘খুনী’ গল্পের রাজ্জাক সোনাডাঙ্গা গ্রামের কোন বাড়ির ছেলে?
উঃ মৌলবি বাড়ির ছেলে।
৩৮। ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম কী?
উঃ ‘আদিম অক্ষররাশি’।
৩৯। ‘কোনো কোনো সকালবেলায়’ কবিতায় যে কখনো কবিতা লিখবে না তাকে কী আখ্যা দেওয়া হয়েছে?
উঃ শহীদ কাদরীর কোনো কোনো সকালবেলায় কবিতায় যে কখনো কবিতা লিখবে না তাকে কবি সম্রাট আখ্যা দেওয়া হয়েছে।
৪০। কবি শহীদ কাদরীর মৃত্যু কত সালে?
উঃ কবি শহীদ কাদরী মৃত্যু বরণ করেন ২০১৬ সাল।
৪১। ‘সাহসের সমাচার’ কবিতাটি কাকে উদ্দেশ্য করে রচিত?
উঃ কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে রচিত।
৪২। ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উঃ ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি “সংস্কৃতি-কথা” প্রবন্ধ গ্রন্থ ‘থেকে সংকলিত।
৪৩। ‘আদিম অক্ষর রাশি’ কবিতায় কী না শিখলে চেতনায় একটিও ফুল ফোটে না?
উঃ বাংলা বর্ণমালা না শিখলে চেতনায় একটিও ফুল ফোটে না।
৪৪। ‘ক্রান্তিকাল’ প্রবন্ধ গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেন?
উঃ রওশন জাহান ও আখতার জাহানকে।
৪৫। ‘পতঙ্গপিঞ্জর’ উপন্যাসটিতে ঈশ্বর পণ্ডিত কীভাবে মারা যায়?
উঃ পতঙ্গপালের আক্রমণে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কবি শহীদ কাদরীর অসাম্প্রদায়িক মননের পরিচয় দাও। ১০০%
২। ‘পরাজয়’ গল্পে কার, কীভাবে পরাজয় ঘটেছে? ১০০%
৩। ‘খোঁয়ারি’ গল্পের সমরজিতের পরিচয় দাও। ১০০%
৪। ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে কারা, কীভাবে পঙ্গপাল প্রতিরোধ করে? ১০০%
৫। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের দাদাসাহেব চরিত্রের পরিচয় দাও। ১০০%
অথবা, ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের প্রবাহ অন্তর্মুখী বলা হয় কেন?
৬। ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের আলোকে রাখী বা রোকেয়া চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। ১০০%
অথবা, ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে রাখীকে লেখা চিঠিতে রাখী সম্পর্কে মাজহারের কোন উপলব্ধি প্রকাশ পেয়েছে?
৭। “মুক্তিই হয়ে দাঁড়িয়েছে তার জীবনের বন্ধন”। —প্রাবন্ধিক আবুল ফজল কোন প্রসঙ্গে এবং কেন একথা বলেছেন? ১০০%
৮। হাসান হাফিজুর রহামানের কবিতায় ব্যবহৃত চিত্রকল্পের উদাহরণ দাও। ১০০%
৯। মূলভাব লেখ : একুশের উত্তরাধিকার, মনুষ্যত্ব, খন্ডচাঁদের বক্রতা, নয়নচারা। ১০০%
১০। ‘গেরিলা’ কবিতায় মূলভাব সংক্ষেপে লেখ। ১০০%
অথবা, ‘খড়ের গম্বুজ’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ।
১১। আবদুল হক কোন অর্থে ‘ক্রান্তিকাল’ শব্দটি ব্যবহার করেছেন? ৯৯%
১২। ‘জীবন কী জীবন্ত কবর’— ব্যাখ্যা কর। ৯৯%
১৩। ‘ছলনা জানি না বলে আর কোন ব্যবসা শিখিনি’- ব্যাখ্যা কর। ৯৯%
১৪। লেখক কেন জ্ঞান বিজ্ঞানের ঊর্ধ্বে প্রেম প্রয়োজনের কথা বলেছেন? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। শহিদ কাদরীর ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ কাব্যে নাগরিক জীবনের যে নেতিবাচক রূপ উপস্থাপিত হয়েছে তা বিশ্লেষণ কর। ১০০%
২। “নয়নচারা’ গল্পটি ছিন্নমূল অসহায় আমুর জীবনচিত্র”।-এ উক্তির আলোকে ‘আমু’ চরিত্র বিশ্লেষণ কর। ১০০%
৩। ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থের একাধিক গল্প আলোচনায় করে বাংলাদেশের ছোটগল্পে মাহমুদুল হকের বিশিষ্টতা নির্দেশ করে। ১০০%
৪। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে চেতনাপ্রবাহরীতি কীভাবে এসেছে? আলোচনা কর। ১০০%
৫। ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস অবলম্বনে রাখীর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৬। মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতির কথা’ প্রবন্ধের অনুসরণে সংস্কৃতির স্বরূপ বিশ্লেষণ কর। ১০০%
৭। ‘লেখকের স্বাধীনতা’ প্রবন্ধের মূলবক্তব্য আলোচনা কর। ১০০%
৮। ‘সোনালী কাবিন’ বাংলার লোকজীবন ও ঐতিহ্যের শিল্পিত ভাষ্য। -মন্তব্যের যথার্থতা বিচার কর। ১০০%
৯। সাতচল্লিশোত্তর বাংলা কবিতার বিষয়ভাবনা প্রসঙ্গে আলোচনা কর। ১০০%
১০। “ধর্ম সাধারণ লোকের কালচার, কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” -উক্তিটির আলোকে ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ। ৯৯%
১১। ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের শিল্পমূল্য বিচার কর। ৯৯%
১২। “শহীদ কাদরী নাগরিক কবি হিসেবে বিশিষ্ট।”-‘কোথাও কোন ক্ৰন্দন নেই’ কাব্য অনুসরণে মন্তব্যটি পরীক্ষা কর। ৯৯%
১৩। অবক্ষয়বাদী সমাজ-উদ্ভুত দুই যুবকের মানসিক অন্তর্দ্বন্দ্বের পরিচয় তুরে ধর। ৯৮%
১৪। ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যে প্রতিফলিত কবির দেশাত্মবোধের পরিচয় দাও। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*