মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস ৩১১৬১১ রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-Aramco, U AR, PLO, PFLP, UAR.
২। সৌদি আরব কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩২ সালে।
৩। উর্বর অর্ধচন্দ্র এলাকা কোনটি?
উঃ ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী বিস্তৃত এলাকা উর্বর অর্ধচন্দ্র নামে পরিচিত।
৪। আল-ফাতাহ কী?
উঃ ফিলিস্তিনের রাজনৈতিক দল।
৫। ব্যালফোর ঘোষণা কত সালে হয়?
উঃ ১৯১৭ সালে।
৬। Wailing wall কোথায় অবস্থিত?
উঃ জেরুজালেমে অবস্থিত।
৭। ইরাক কখন কুয়েত দখল করে?
উঃ ১৯৯০ সালে।
৮। হামাস শব্দের অর্থ কী?
উঃ সজীবতা ও উদ্দীপনা।
৯। The Jewish State’ গ্রন্থের লেখক কে?
উঃ থিওডর হার্জেল।
১০। দ্রুজ কারা?
উঃ লেবাননে বসবাসকারী একটি মুসলিম সম্প্রদায়।
১১। লিভান্ট কী?
উত্তর : পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সিরিয়ার অন্তর্ভুক্ত অঞ্চলসমূহ লিভান্ট নামে পরিচিত ছিল।
১২। জর্ডানের সেনাবাহিনীর নাম কী?
উঃ আরব আর্মি।
১৩। ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে সম্পাদিত হয়?
উঃ ১৯৭৮ সালে।
১৪। সৌদি আরবের রাষ্ট্রীয় নাম কি?
উঃ Kingdom of Saudi Arabia.
১৫। সৌদি আরবের বর্তমান বাদশাহ কে?
উঃ সালমান বিন আব্দুল আজিজ।
১৬। ইবনে সউদ কে ছিলেন?
উঃ ইবনে সউদ আধুনিক সৌদি আরবের জনক ছিলেন।
১৭। ‘ইখওয়ান’ কারা?
উঃ ইবনে সউদ রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করার জন্য যাদের নিয়ে আন্দোলন আরম্ভ করেন তাদেরকে ইখওয়ান বলা হয়।
১৮। বর্তমানে সৌদি আরবের বাদশা কে?
উঃ সালমান বিন আব্দুল আজিজ ইবনে সউদ।
১৯। তায়েফ চুক্তি কোন কোন দেশের মধ্যে সম্পাদিত হয়?
উঃ সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে।
২০। ইরাকের পূর্ব নাম কি ছিল?
উঃ মেসোপটেমিয়া।
২১। ইরাকে হাশেমী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শরীফ হোসেন।
২২। রিপাবলিকান গার্ড’ কোন দেশের সুসজ্জিত বাহিনী?
উঃ ‘রিপাবলিকান গার্ড’ ইরাকের সুসজ্জিত বাহিনী।
২৩। ইঈ-ইরাকি চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উঃ নুরি আবু সাইদ ও স্যার ফ্রান্সিস হামফ্রিস।
২৪।
২৫। কোন সালে ইরাকের রাজতন্ত্র উচ্ছেদ হয়?
উঃ ১৯৫৮ সালে।
২৬। কত সালে ইরাক ইরান যুদ্ধ সংঘটিত হয়?
উঃ ১৯৮০-৮৮ সাল পর্যন্ত।
২৭। ইরাক কখন কুয়েত দখল করে?
উঃ ১৯৯০ সালে।
২৮। জর্দানের রাজধানীর নাম কি?
উঃ আম্মান।
২৯। কোন সালে জর্দান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৬ সালে।
৩০। জর্দানের সরকার পদ্ধতিকে কি বলা হয়?
উঃ সাংবিধানিক রাজতন্ত্র।
৩১। ট্রান্স জর্দানের নামকরণ ‘জর্দান’ হয় কত সালে?
উঃ ১৯৪৯ সালে।
৩২। জর্দান ও ইসরাইলের মধ্যে শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৯৪ সালে।
৩৩। ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম কি?
উঃ State of Palestine.
৩৪। ইসমাইল হানিয়া কে?
উঃ ফিলিস্থিনের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ।
৩৫। আলিয়া কি?
উত্তর : প্যালেস্টাইনে ইহদিদের সংঘবদ্ধ আগমনকে আলিয়া। বলা হয়।
৩৬। টি.এ লরেন্স কে ছিলেন?
উঃ টি.এ লরেন্স টি.এ লরেন্স একজন ব্রিটিশ প্রত্মতত্ত্ব বিশারদ, সামরিক বাহিনীর কর্মকর্তা এবং লেখক ছিলেন।
৩৭। কোন সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৮ সালে।
৩৮। ইসরাইল এর রাজধানীর নাম কী?
উঃ জেরুজালেম।
৩৯। ইহুদি সমাজকে কি বলে?
উঃ কিবুজ।
৪০। ইন্তেফাদার’ অর্থ কি?
উঃ গণঅভ্যুত্থান।
৪১। ভৌগোলিক সিরিয়া বলতে কি বুঝ?
উঃ ভৌগোলিক সিরিয়া বলতে সিরিয়ার অবস্থানকে বুঝায়। সিরিয়া দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। আরব উপদ্বীপের উত্তরে ও ভূমধ্যসাগরের পূর্ব সীমানায় দেশটির অবস্থান।
৪২। সিরিয়ার মুদ্রার নাম কি?
উঃ পাউন্ড।
৪৩। সিরিয়া ও লেবাননের ফরাসি ম্যান্ডেটরি প্রশাসনের প্রথম হাইকমিশনার কে ছিলেন?
উঃ জেনারেল গোরেদ (Gouraud)।
৪৪। ফরাসি ম্যান্ডেটরি শাসনামলে সিরিয়ার একটি আদর্শবাদী রাজনৈতিক দলের নাম লিখ।
উঃ বা, আস পাটি।
৪৫। পিএলও এর সদর দপ্তর কোথায়?
উঃ ফিলিস্তিনের রামাল্লায়।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ওয়াহাবীদের পরিচয় দাও। ১০০%
২। ম্যান্ডেট ব্যবস্থা বলতে কী বুঝ? ১০০%
৩। ফিলিস্তিন সমস্যার বিবরণ দাও। ১০০%
৪। কুর্দী সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৫। আরব জাতীয়তাবাদের উপর একটি টীকা লেখ। ১০০%
৬। ১৯৬১ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র বিলুপ্ত হলো কেন? ১০০%
৭। দামেস্কে ফয়সল সরকারের অভ্যন্তরীণ সমস্যাবলি লেখ। ১০০%
৮। ১৯৩৬ সালে ফ্রাঙ্কো-সিরিয়া খসড়া চুক্তির শর্তাবলি বর্ণনা কর। ১০০%
৯। ‘ব্যালফোর ঘোষণা কী? ১০০%
অথবা, ক্যাম্প ডেভিড চুক্তি কি?
১০। ‘হিযবুল্লাহ’ সম্পর্কে টীকা লিখ। ১০০%
১১। জর্দানে বাদশা হোসেনের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি ব্যাখ্যা কর। ৯৯%
১২। বৃহত্তর লেবানন রাজ্য কীভাবে গঠিত হয়? ৯৯%
১৩। ইরাকের রাজতন্ত্র উচ্ছেদের কারণগুলো বর্ণনা কর। ৯৮%
১৪। বৃহত্তর সিরিয়া পরিকল্পনা ব্যাখ্যা কর। ৯৮%
১৫। লেবাননের ১৯৪৩ সালের জাতীয় চুক্তির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৫%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। রাষ্ট্র হিসেবে সৌদি আরবের উত্থানের একটি ধারাবাহিক বিবরণ দাও। ১০০%
২। ইরান-ইরাক যুদ্ধের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৩। প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে ইয়াসির আরাফাতের ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৪। সিরিয়া ও লেবাননের উপর ফরাসি ম্যান্ডেটরী শাসনের প্রধান বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
৫। ট্রান্স জর্দান আমিরাতের উৎপত্তি আলোচনা কর। ১০০%
৬। আরব বা’আস সমাজতান্ত্রিক দলের উদ্ভব আলোচনা কর। ১০০%
৭। ১৯৪৮ সালের আরব-ইহুদি যুদ্ধে আরবদের পরাজয়ের কারণগুলো কী? ১০০%
৮। কোন অবস্থায় প্রথম বিশ্বযুদ্ধ শেষে দামেস্কে ফয়সল সরকারের উত্থান ঘটে? ১০০%
৯। ১৯৩৯ সাল পর্যন্ত ফিলিস্তিন সমস্যার উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ১০০%
১০। যেসব অবস্থার পরিপ্রেক্ষিতে আরব বিশ্বে ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তা বিশ্লেষণ কর। ১০০%
১১। ১৯৫৮ সালে লেবাননের গৃহযুদ্ধের বর্ণনা দাও। ৯৯%
১২। ইয়েমেনে ইমামের শাসনের অবসানের কারণসমূহ লিখ। ৯৯%
১৩। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জর্ডানের উত্থানের ধারাবাহিক বিবরণ দাও। ৯৮%
১৪। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের কারণ আলোচনা কর। তোমার দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের বৈধতা কতটুকু? বিশ্লেষণ কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*