মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ ইতিহাস বিষয় দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৯৪৭ সাল থেকে (বাংলাদেশ ব্যতীত) ৩১১৫১১ রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-ULFA, I.S.R.O., SAARC
২। দক্ষিণ এশিয়া কয়টি দেশ নিয়ে গঠিত?
উঃ ৮টি।
৩। পৃথিবীর জনসংখ্যার কত ভাগ লোক দক্ষিণ এশিয়ায় বাস করে?
উঃ ২৩ ভাগ।
৪। দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রধান উৎস কী?
উঃ কৃষি।
৫। চীন ও ভারতের মধ্যকার সীমারেখা কী নামে পরিচিত?
উঃ ম্যাকমোহন লাইন নামে পরিচিত।
৬। দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উঃ মালদ্বীপ।
৭। সার্কের প্রথম মহাসচিব কে?
উঃ আবুল আহসান।
৮। শ্রীলংকার অর্থনীতির মূল উৎস কী?
উঃ পর্যটন শিল্প।
৯। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ পণ্ডিত জওহরলাল নেহেরু।
১০। BIMSTEC কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯৭ সালের ৬ জুন।
১১। নেপাল কত সালে ব্রিটিশদের নিকট থেকে স্বাধীনতা লাভ করে?
উঃ ১৯৪৭ সালে।
১২। শ্রীলংকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ উইলিয়াম গোপালাওয়া।
১৩। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?
উঃ এশিয়া।
১৪। এশিয়ার মূলভাগ থেকে কোন পর্বতমালা ভারত উপমহাদেশকে বিচ্ছিন্ন করেছে?
উঃ হিমালয় পর্বতমালা।
১৫। কোন রেখা ভারতকে দুভাগে বিভক্ত করেছে?
উঃ র‍্যাডক্লিফ রেখা।
১৬। হিমালয়ের কন্যা বলা হয় কোন দেশকে?
উঃ হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে।
১৭। মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
উঃ শ্রীলঙ্কায়।
১৮। দক্ষিণ এশিয়ার কোন দেশে সমুদ্রবন্দর নেই?
উঃ আফগানিস্তানে।
১৯। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রধানত কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত আছে?
উঃ সংসদীয় সরকার।
২০। শ্রীলংকা স্বাধীন হয় কত সালে?
উঃ ১৯৪৮ সালে।
২১। দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
উঃ বেনজির ভুট্টো।
২২। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ প্রতিভা পাতিল।
২৩। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উঃ ভারত।
২৪। ভারত ও পাকিস্তান কখন স্বাধীন হয়?
উঃ ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়।
২৫। নেপালের রাজতন্ত্রের পতন হয় কত সালে?
উঃ ২০০৮ সালের ২৮ মে।
২৬। ভুটানের রাজার নাম কি?
উঃ জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক।
২৭। জাতীয় সংহতি শব্দের অর্থ কী?
উঃ জাতীয় ঐক্য প্রচেষ্টা।
২৮। কত সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়?
উঃ ৬ ডিসেম্বর , ১৯৯২ সালে।
২৯। মানবজাতির অমূল্যবান সম্পদ কোনটি?
উঃ শিক্ষা।
৩০। দক্ষিণ এশিয়ার কোন দেশে শিক্ষার হার সবচেয়ে বেশি?
উঃ মালদ্বীপ।
৩১। আলবিরুনী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উঃ আফগানিস্তানে।
৩২। পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উঃ ভারত।
৩৩। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনীতিতে দুর্বল দেশ কোনটি?
উঃ নেপাল।
৩৪। মালদ্বীপের আয়ের প্রধান উৎস কি?
উঃ পর্যটন শিল্প।
৩৫। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?
উঃ I.S.R.O.
৩৬। ‘In the Line of Fire’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘In the Line of Fire’ গ্রন্থের রচয়িতা পারভেজ মোশাররফ (পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট)।
৩৭। কাশ্মীরের রাজধানী কয়টি?
উঃ ২টি।
৩৮। দক্ষিণ এশিয়ার কোন কোন দেশ পারমানবিক অস্ত্রের অধিকারী?
উত্তর : ভারত ও পাকিস্তান।
৩৯। Good governance অর্থ কী?
উঃ সুশাসন।
৪০। দক্ষিণ এশিয়ার কোন দেশে বেশি দিন ধরে সামরিক শাসন ছিল?
উঃ পাকিস্তানে।
৪১। BIMSTEC -এর সদর দপ্তর কোথায়?
উঃ ঢাকা, বাংলাদেশ।
৪২। ‘BIMSTEC’ এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ‘BIMSTEC’ এর পূর্ণরূপ হলো Bay of Bengal Initiative for Multi sectoral Technical & Economic Co-operation.
৪৩। SAPTA চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উঃ ১৯৯৩ সালের ১১ এপ্রিল।
৪৪। সার্কের প্রথম নারী মহাসচিব কে?
উঃ ফাতিমা দিয়ানা সাঈদ।
৪৫। সার্ক প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ৮ ডিসেম্বর, ১৯৮৫।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*