মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ আন্তর্জাতিক অর্থনীতি 312211 রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১।পুর্নরুপ লিখ-( NAFTA,EEC,SAPTA,WTO,ASEAN)
উঃ NAFTA এর পূর্ণরূপ হলো- North American Free Trade Agreement.
EEC এর পূর্ণরূপ হলো- European Economic Community.
SAPTA এর পূর্ণ অভিব্যক্তি হলো- South Asian Preferential Trade Agreement.
WTO এর পূর্ণ অভিব্যক্তি হলো World Trade Organization.
ASEAN এর পূর্ণরূপ হলো: Association of South East Asian Nation.
২। আন্তর্জাতিক অর্থনীতি বলতে কি বুঝায়?
উঃ অর্থনীতির যে শাখা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন নিয়ে আলোচনা করে তাকে আন্তর্জাতিক অর্থনীতি বলে।
৩। এডাম স্মিথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যে তত্ত্ব দেন তার নাম কি?
উঃ পরম সুবিধা (Absolute Advantage) তত্ত্বের প্রবক্তা Adam Smith (এডাম স্মিথ)।
৪। আন্তর্জাতিক অর্থনীতিতে পরম সুবিধা কি?
উঃ একটি দেশ যদি কোনো একটি দ্রব্য কম উপাদান ব্যয়ে কিংবা কম খরচে উৎপাদন করতে পারে তাহলে দ্রব্যটি উৎপাদনে দেশটির পরম ব্যয় সুবিধা আছে বলা যায়।
৫। উৎপন্ন চক্র কি?
উঃ পণ্যের উৎপাদন কৌশল অনুকরণ করে বিভিন্ন দেশ বিভিন্ন পণ্য উৎপাদনের দক্ষতা অর্জনের চেষ্টা করে বা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে বিভিন্ন দেশে রপ্তানি এবং আমদানিযোগ্য পণ্যের উৎপাদনের যে উঠানামা হয় তাকে উৎপাদন বা উৎপন্ন চক্র বলে।
৬। ক্রমবর্ধমান সুযোগ ব্যয় চিত্রে দেখাও।
উঃ গনিত নং ১৩ পৃ নং ১৯৬
৭। লিওনটিক প্যারাডক্স কি?
উঃ হেকসার-ওলিন তত্ত্বে বলা হয়, যে দেশ যে উপাদানে সমৃদ্ধ, সেই দেশ উক্ত উপাদান নিবিড় পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। কিন্তু লিওনটিফ তার গবেষণার মাধ্যমে দেখাতে চেয়েছেন মূলধন সমৃদ্ধ দেশও মূলধন নিবিড় দ্রব্য উৎপাদন না করে শ্রম নিবিড় দ্রব্য ০০ ২- রপ্তানিতে উৎসাহী হতে পারে। হেকসার-ওলিন তত্ত্বের সাথে এ অসামঞ্জস্যকে লিওনটিফ প্যারাডক্স বলে।
৮। অর্পিত উপাদান তত্ত্বের মূল বক্তব্য কি?
উঃকোনো দেশ সে পণ্য উৎপাদন এবং রপ্তানি ২১ করবে, যা তৈরি করতে আপেক্ষিকভাবে প্রাচুর্য উপাদান বেশি দরকার হয় এই প্রাচুর্য উপাদানই অর্পিত উপাদান।
৯। আন্তর্জাতিক বিশেষীকরণ কী?
উঃ আন্তর্জাতিক বিশেষীকরণ হলো আঞ্চলিক বিশেষীকরণের প্রসারিত রূপ।
১০। অলিগোপলি বাজার কাঠামো কাকে বলে?
উঃ বাজারের কাঠামোতে স্বল্পসংখ্যক ফার্ম কোনো দ্রব্যের উৎপাদন বা বিক্রয় পরিচালনা করে তাকে অলিগোপলি বাজার কাঠামো বলে।
১১। রুলস অব অরজিন কী?
উঃ আমদানিকারক দেশ কর্তৃক উৎপাদক দেশকে প্রদত্ত কিছু শর্তাবলি বা দিক নির্দেশনাকে রুলস অব অরজিন বলে।
১২। পারস্পরিক চাহিদা কি?
উঃ বাণিজ্যে লিপ্ত বিভিন্ন দেশের মধ্যে এক দেশের পণ্যের প্রতি অপর দেশের চাহিদাকে পারস্পরিক চাহিদা বলা যায়।
১৩। কার্যকরী সংরক্ষণ হারের সূত্রটি লিখ।
উঃ গনিত নং ০৬ পৃ নং ১৯৮
১৪। অন্তঃশিল্প বাণিজ্য কি?
উঃ রপ্তানি ও আমদানি পণ্যের অভিন্নতা থাকলে পরিচালিত বাণিজ্যকে অন্তঃশিল্প বাণিজ্য বলা হয়। যেমন- যুক্তরাষ্ট্র নিজে মটরগাড়ি রপ্তানি করে, আবার জার্মানি থেকে মটরগাড়ি আমদানিও করে।
১৫। উপযোগ বাণিজ্য শর্ত কি?
উঃ প্রকৃত ব্যয় বাণিজ্য শর্তের দ্বিতীয় ত্রুটি দূর করার জন্য যে বাণিজ্য শর্ত উদ্ভাবন করা হয় তাকে উপযোগ বাণিজ্য শর্ত বলে।
১৬। প্রেবিশ-সিঙ্গার অনুসিদ্ধান্ত কি?
উঃ বৃটেনের উপর পরিচালিত উনবিংশ ও বিংশ শতাব্দীর তথ্যভিত্তিক সমীক্ষা থেকে প্রেবিশ-সিঙ্গার দীর্ঘকালীন বাণিজ্য হারের অবনতি (Secular deterioration hypothesis) সম্পর্কে যে অনুসিদ্ধান্ত প্রণয়ন করেন, তাকে প্রেবিশ-সিঙ্গার অনুসিদ্ধান্ত বলে।
১৭। মুদ্রার অপচয় কী?
উঃ যখন দেশীয় মুদ্রার ভিত্তিতে বৈদেশিক মুদ্রার দাম বাড়ে, তখন সেই পরিস্থিতিকে দেশীয় মুদ্রার অপচয় বলে।
১৮। বাণিজ্য ভারসাম্যের সূত্রটি লিখ।
উঃ বাণিজ্য ভারসাম্যের সূত্রটি হলো B₁ = X – M.
যেখানে, B, = বাণিজ্য ভারসাম্য, X = রপ্তানি, M = আমদানি।
১৯। কাঠামোগত ভারসাম্যহীনতা কি?
উঃকাঠামোগত তত্ত্বসমূহের ক্ষেত্রে যখন অর্থনীতির আর্থিক ও রাজস্ব খাতের উপযুক্ত সমন্বয় প্রক্রিয়ার ক্ষেত্রে বিচ্যুতি দেখা দেয়, তাকে কাঠামোগত ভারসাম্যহীনতা বলে।
২০। ক্রয় ক্ষমতার সমতা (PPP) কি?
উঃ দুটি দেশের মুদ্রার বিনিময় হার দুটি দেশের দামের অনুপাতের সমান হলে তাকে ক্রয়ক্ষমতার সমতা বলা হয়।
২১। যৌগিক বিনিময় হার কী?
উঃ সকল দ্রব্যের জন্য একই বিনিময় হার নির্ধারণ না করে বিভিন্ন বিনিময় হার নিরূপণ করাকে যৌগিক বিনিময় হার বলে।
২২। মার্শাল-লার্নার শর্ত কি?
উঃ কি শর্তে অবমূল্যায়ন একটি দেশের লেনদেনে ভারসাম্য আনতে পারে। এই সমস্যার সমাধান দিতে গিয়ে মার্শাল-লার্নার বলেন, একটি দেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার সমষ্টি যদি এক (১) এর চেয়ে বেশি হয় তবে অবমূল্যায়ন দেশটির জন্য মঙ্গলজনক হবে।
২৩। সোয়ান মডেলের মূল বক্তব্য কী?
উঃ সোয়ান মডেলের মূল বক্তব্য হলো অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে অভারসাম্য থাকলে তা ব্যয় সরানো ও ব্যয় কমানো নীতি প্রয়োগ করে ভারসাম্যে ফিরিয়ে আনা যায়।
২৪। মুদ্রার অবমূল্যায়ন কি?
উঃ মুদ্রার অবমূল্যায়ন বলতে এমন এক অবস্থা বুঝায় যখন কোন সরকার এস. ডি. আর বা কোন বিদেশি মুদ্রার প্রেক্ষিতে দেশিয় মুদ্রার ক্রয়ক্ষমতা কমায়।
২৫। রপ্তানি বাণিজ্য গুণক কি?
উঃ বাণিজ্যের পরিবর্তন হলে জাতীয় আয়ের পরিবর্তন হয়। রপ্তানির পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে রপ্তানি গুণক বা রপ্তানি বাণিজ্য গুণক বলে।
২৬। রপ্তানি গুণকের মান বের কর, যখন MPC = 0.5 এবং MPM = 0.3।
উঃ গনিত নং০৫ পৃ নং ২০৩
২৭। ট্রেড ব্লক কী?
উঃ ট্রেড ব্লক হলো এক ধরনের আন্তঃসরকারি চুক্তি, যা প্রায়শই একটি আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থার অংশ, যেখানে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যের প্রতিবন্ধকতা হ্রাস বা নির্মূল করা হয়।
২৮। কাম্য শুল্ক কি?
উঃ কাম্য শুল্ক হলো শুল্কের এমন একটি হার যা একটি দেশের বাণিজ্য হারকে সর্বোচ্চ অনুকূল অবস্থায় ৩০ নিয়ে যাবে এবং তার দ্বারা লাভ লোকসান হিসাবের মাধ্যমে নিট বাণিজ্যিক লাভও সর্বাধিক হবে।
২৯। শিশু শিল্প কি?
উঃ যে সব শিল্প নতুন প্রতিষ্ঠিত হয়েছে এবং দক্ষতার দিক থেকে প্রতিষ্ঠিত শিল্পের চেয়ে পিছিয়ে রয়েছে তাকে শিশু শিল্প বলে।
৩০। ডাম্পিং বলতে কি বুঝায়?
উঃ যখন কোন দেশ নিজের পণ্য বিদেশি বাজারে কম দামে এবং দেশীয় বাজারে বেশি দামে বিক্রি করে তখন এই নীতিকে ডাম্পিং বলা হয়।
৩১। লুন্ঠনমূলক ডাম্পিং কী?
উঃ বিদেশি বাজারে দেশীয় পণ্য লোকসান দিয়ে হলেও বিক্রির প্রচেষ্টাকে লুন্ঠনমূলক ডাম্পিং বলে।
৩২। আমদানি শুল্ক কাকে বলে?
উঃ বিদেশ থেকে দ্রব্য দেশে প্রবেশের সময় কোন দেশ যে কর আরোপ করে তাকে আমদানি শুল্ক বলে।
৩৩। লাইসেন্স কোটা কী?
উঃ কোটা বণ্টনের রাষ্ট্রীয় অসুবিধা দূর করার লক্ষ্যে কোনো প্রতিষ্ঠান অতীত অভিজ্ঞতা বিবেচনা করে আমদানির পরিমাণের লাইসেন্স প্রদান করা হলে তাকে লাইসেন্স কোটা বলে।
৩৪। বৈদেশিক বাণিজ্য গুণক কি?
উঃ আমদানি ও রপ্তানির পরিমাণের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন তাই বাণিজ্য গুণক।
৩৫। স্বর্ণমান বা স্বর্ণ মান প্রথা কি?
উঃ স্বর্ণভিত্তিক প্রচলিত মুদ্রামানকে স্বর্ণমান প্রথা বলে।
৩৬। SDR কি?
উঃ এস.ডি.আর (SDR) হলো কতিপয় দেশের মুদ্রার একটি গুরুত্বসূচক মান যা আন্তর্জাতিক অর্থ তহবিল সত্তর দশকের শেষ দিকে চালু করে। এস.ডি.আর (SDR) কে প্রথমে কাগজি স্বর্ণ (Paper gold) নাম দেওয়া হয়।
৩৭। স্বল্পকালীন মূলধন প্রবাহ কী?
উঃ আন্তর্জাতিক অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক ঋণ, বৈদেশিক লেনদেন ও বিনিয়োগ, ফটকা কারবারসহ বিভিন্ন প্রয়োজনে স্বল্পকালে এক দেশ থেকে অন্য দেশে মূলধনের প্রবাহ পরিলক্ষিত হয়। এক দেশ থেকে অন্য দেশে স্বল্পকালে মূলধনের এরূপ স্থানান্তরকে বলা হয় স্বল্পকালীন মূলধন প্রবাহ বা স্থানান্তর।
৩৮। পরোক্ষ মূলধন স্থানান্তর কী?
উঃ পরোক্ষ মূলধন স্থানান্তর হলো সিকিউরিটিজ, শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় করে অন্য দেশে বিনিয়োগ।
৩৯। এল ডি সি (LDC) কী?
উঃ যেসব দেশের মাথাপিছু আয় কম, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামোতে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারেনি, অর্থনীতির কয়েকটি খাত উন্নত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে, সেগুলোকে এল ডি সি (LDC) বা স্বল্পোন্নত দেশ বলে।
৪০। অর্থনৈতিক সংহতি কি?
উঃ বাণিজ্য, উপকরণের চলাচল এবং আর্থিক ও রাজস্ব নীতি ইত্যাদি ক্ষেত্রে যখন সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন দেশ ঐকমত্যে পৌঁছে একটি বৃহত্তর সংস্থা বা সংগঠন গঠন করে তখন তাকে অর্থনৈতিক সংহতি বলে।
৪১। শুল্ক ইউনিয়ন/সংঘ বলতে কি বুঝায়?
উঃ কতিপয় দেশ যখন নিজেদের দ্রব্যের উপর থেকে সব ধরনের শুল্ক বাধা অপসারণ করে এবং অপরাপর দেশ থেকে দ্রব্য আমদানির উপর একটি সাধারণ শুল্ক হার আরোপ করে তখন তাকে শুল্ক সংঘ বলা হয়।
৪২। অশুল্ক বাঁধা কি?
উঃ শুল্ক ব্যতিরেকে বাণিজ্য সংক্রান্ত নানাবিধ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে অ-শুল্ক বাধা বলে।
৪৩। দুর্দশাপন্ন প্রবৃদ্ধি কি?
উঃ যখন সময়ের প্রেক্ষিতে একটি দেশের প্রবৃদ্ধির হার নেমে যায় বা ঋণাত্মক প্রবৃদ্ধি অর্জিত হয়, তখন প্রবৃদ্ধির সেই অবস্থাকে দুর্দশাপন্ন প্রবৃদ্ধি বলে।
৪৪। ধনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উঃ অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে যদি অর্থনৈতিক উপাদানগুলোর সামগ্রিক বৃদ্ধি ঘটে তাকে ধনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
৪৫। বাণিজ্য নিরপেক্ষ প্রবৃদ্ধি কী?
উঃ একই সাথে রপ্তানিমুখী ও আমদানি বিকল্প পণ্যের
উৎপাদন বৃদ্ধির কৌশল গ্রহণ করলে তাকে বাণিজ্য নিরপেক্ষ প্রবৃদ্ধি বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। শিশু শিল্প সংরক্ষণের যুক্তিসমূহ কী কী? ১০০%
২। অবাধ বাণিজ্য এলাকা ও শুল্ক সংঘের পার্থক্য লিখ। ১০০%
৩। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আঞ্চলিক সহযোগিতা সম্ভাবনাসমূহ আলোচনা কর। ১০০%
৪। চিত্রের সাহায্যে মার্শাল-লার্নারের শর্ত ব্যাখ্যা কর। ১০০%
৫। কোটা এবং ভর্তুকির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৬। রপ্তানি-চালিত ও আমদানি বিকল্প প্রবৃদ্ধি কৌশলের মধ্যে পার্থক্য কী? ১০০%
৭। বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সমস্যাসমূহ কী?১০০%
৮। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ বিশ্লেষণ কর। ১০০%
৯। অফার রেখার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
১০। কোন অবস্থায় বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব অর্থনৈতিক কল্যাণ হ্রাস করে? ১০০%
১১। কেইন্স-ওলিন মত বিরোধ আলোচনা কর। ৯৯%
১২। মিলের পারস্পরিক চাহিদা তত্ত্বের মূল বক্তব্য কী?৯৯%
১৩।রপ্তানি বাণিজ্য গুণক ও আমদানি বাণিজ্য গুণকের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৪। শুল্ক সংঘের উৎপাদন প্রভাব ব্যাখ্যা কর। ৯৯%
১৫। IMF-এর উদ্দেশ্যসমূহ লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১।(ক) মূলধন নিবিড় ও শ্রম নিবিড় প্রযুক্তিগত প্রবৃদ্ধি বলতে কী?১০০%
(খ) বাণিজ্য ও প্রবৃদ্ধি সংক্রান্ত রিবজিনস্কি তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) আমদানি কোটার প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর ১০০%
(খ) অনুকূল বাণিজ্য শর্ত সর্বদা অর্থনীতির জন্য মঙ্গলজনক” -ব্যাখ্যা কর। ১০০%
৩। (ক) হেকসার-ওলিন তত্ত্ব সংক্ষেপে আলোচনা কর। ১০০%
(খ) এই তত্ত্বের ত্রুটি বিচ্যুতি উল্লেখ কর। ১০০%
৪।(ক) হেবারলার প্রদত্ত আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ ব্যয় তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
(খ) কোন অর্থে সুযোগ ব্যয় তত্ত্বটি তুলনামূলক সুবিধা তত্ত্বের চেয়ে উন্নত? ১০০%
৫। (ক) রপ্তানি বাণিজ্য গুণক কী? “আমদানির পরিমাণ বৃদ্ধি পেলে জাতীয় আয়হ্রাস পায়”- ব্যাখ্যা কর। ১০০%
(খ) রপ্তানি বাণিজ্য গুণকের কার্যক্রম চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৬। ক) লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতার কারণগুলো কী কী? ১০০%
খ) লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা দূরীকরণে তুমি কী কী পরামর্শ করবে? ১০০%
৭।(ক) স্থির বিনিময় হারের অধীনে বৈদেশিক বিনিময় বাজারে কীভাবে ভারসাম্যহীনতা দূর করবে? ১০০%
(খ) প্রকৃত সম্পদের স্থানান্তরের মাধ্যমের ক্রয় ক্ষমতা স্থানান্তরের প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৮।(ক) অফার রেখার সাহায্যে কীভাবে বাণিজ্য শর্ত পরিমাপ করবে? ১০০%
(খ) “বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভাল”-উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৯। (ক) অফার রেখা বলতে কী বুঝ? বাণিজ্য শর্তের নির্ধারকগুলো ব্যাখ্যা কর। ১০০%
(খ) মার্শাল-এজওয়ার্থ অফার রেখার সাহায্যে কিভাবে ভারসাম্য বাণিজ্য হার নির্ধারিত হয়? ১০০%
১০। (ক) প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রয়োজনীয়তা কী? প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের আত্ম-সামর্থ্য তত্ত্বটি আলোচনা কর। ১০০%
(খ) বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সমস্যাসমূহ কি? ১০০%
১১। (ক) লিওনটিফ প্যারাডক্স কী হেকসার-গুলিন তত্ত্বকে বাতিল করতে পেরেছে? ৯৯%
(খ) অ্যাডাম স্মিথের পরম সুবিধা তত্ত্ব এবং রিকোর্ডোর তুলনামূলক সুবিধাতত্ত্বের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১২। (ক) একটি দেশে আমদানি বিকল্প প্রবৃদ্ধি কৌশল গ্রহণের প্রভাব আলোচনা কর। ৯৯%
(খ) নিরপেক্ষ প্রবৃদ্ধির ক্ষেত্রে বাণিজ্য শর্ত ও জাতীয় আয়ের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%
১৩।(ক) শুল্ক সংঘের “বাণিজ্য সৃষ্টিকারী” এবং “বাণিজ্য ভিন্নমুখী” প্রভাব আলোচনা কর। ৯৯%
(খ) অর্থনৈতিক কল্যাণের উপর শুল্ক সংঘের প্রভাব আলোচনা কর। ৯৯%
১৪। (ক) শুল্ক আরোপের কারণ কী? ৯৯%
(খ) একটি বড় দেশের উপর শুল্কের প্রভাব চিত্রসহ ব্যাখ্যা কর।৯৯%
১৫।ক) SDR-এর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ৯৯%
(খ) আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানে SDR-এর সাফল্যসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*