মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ সমাজকর্ম বিষয় নারী ও পরিবার কল্যাণ ৩১২১০৯ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-CSW, WID, GAD, OCC, PRSP, UNIFEM, MDG, SDGS.
২। জেন্ডার সমতা কী?
উঃ জেন্ডার সমতা হচ্ছে সমাজে নারী পুরুষের সম অবস্থান।
৩। জাতিসংঘ ঘোষিত নারী দশক কোনটি?
উঃ ১৯৭৬-১৯৮৫ সাল।
৪। দারিদ্র্য সীমা-১ কী?
উঃ যারা দৈনিক ন্যূনতম ২১২২ কিলোক্যালরি খাদ্য গ্রহণ করে তারা দারিদ্রসীমা-১ শ্রেণীর অন্তর্ভুক্ত।
৫। নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের নাম কী?
উঃ নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের নাম হলো- ক্যাটালিস্ট।
৬। দেনমোহর কী?
উঃ মুসলিম সমাজের ধর্মীয় বিধান অনুযায়ী বৈবাহিক সম্পর্ক স্থাপনের সময় বর বা ছেলে কর্তৃক কন্যা বা মেয়েকে প্রদত্ত নগদ অর্থ, অলংকার বা অন্য কোনো সম্পত্তি দেওয়াকে মোহর বা দেনমোহর বলে।
৭। কর্মজীবী নারীর দু’টি সমস্যা উল্লেখ কর।
উঃ কর্মজীবি নারীর দু’টি সমস্যা হলো- ১. সহায়ক সেবা না পাওয়া ও ২. সহিংসতা এবং হয়রানিকে মেনে নেওয়া।
৮। একক বিবাহ বলতে কী বোঝায়?
উঃ একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে চুক্তির মাধ্যমে যে বিবাহ বন্ধন হয় তাকে একক বিবাহ বলে।
৯। পালক পিতা-মাতা কারা?
উঃ পালক পিতা-মাতা হলেন এমন ব্যক্তি যারা আনুষ্ঠানিকভাবে সন্তানের আইনি পিতা-মাতা না হয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি শিশুকে তাদের পরিবারে নিয়ে লালন-পালন করেন।
১০। Marriage and the Family’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘Marriage and the Family’ গ্রন্থটির রচয়িতা Edited by H. Elizabeth peters and Claire M. Kamp Dush.
১১। প্রথম বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কী ছিল?
উঃ প্রথম বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান ছিল- সমতা, উন্নয়ন ও শান্তি।
১২। অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
উঃ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশে নারীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৫ বছর।
১৩। নারী কল্যাণ কি?
উঃ একজন মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তার সার্বিক কল্যাণ সাধনের নাম নারী কল্যাণ
১৪। মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন কত সালে প্রণীত হয়?
উঃ ১৯৭৪ সালে।
১৫। কে সর্বপ্রথম নারীবাদ (Feminisme) শব্দটি ব্যবহার করেন?
উঃ ফ্রেঞ্চ দার্শনিক চার্লস ফুরিয়ের। ১৮৩৭ সালে সর্বপ্রথম নারীবাদ শব্দটি ব্যবহার করেন।
১৬। লিঙ্গ বৈষম্য কি?
উঃ লিঙ্গ বৈষম্য বলতে নারী- পুরুষের সামাজিক ভাবে নির্ধারিত পরিচয়, ভূমিকা, মর্যাদা ও সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বৈসাদৃশ্য বা পার্থক্য কে বুঝায়।
১৭। আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করা হয়?
উঃ আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে ১৯৭৫ সালকে ঘোষণা করা হয়।
১৮। নারীর ক্ষমতায়ন দ্বারা কি বোঝানো হয়?
উঃ নারীর ক্ষমতায়ন বলতে নারীর বস্তুগত সম্পদ অর্জন, পুরুষতন্ত্র এবং সমাজের সকল কাঠামোয় নারীর বিরুদ্ধে জেন্ডার বৈষম্য চ্যালেঞ্জ করার দক্ষতা অর্জন করার সামর্থ্যকে বুঝায়।
১৯। ধর্ম কাকে বলে?
উঃ পরকালীন জীবন ও স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন, স্রষ্টার জ্ঞান অর্জন এবং ইহকালীন ও পারলৌকিক শান্তি ও কল্যাণের জন্য কতিপয় বিধিনিষেধ মেনে চলা এবং আচার অনুষ্ঠান পালন করাকে ধর্ম বলে।
২০। নারীর ক্ষমতায়নের দু’টি মানদন্ড লেখ।
উঃ ১. নারীদের জীবিকা অর্জনের সামর্থ ও ২. নারীদের পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের সামর্থ।
২১। ধর্মের মূল ভিত্তি কী?
উঃ ধর্মের মূল ভিত্তি হলো অতিপ্রাকৃতে বিশ্বাস।
২২। পৃথিবীর প্রধান ধর্ম কয়টি ও কী কী?
উঃ পৃথিবীর প্রধান ধর্ম ৪টি। যথা- ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু (সনাতন) ধর্ম ও বৌদ্ধধর্ম।
২৩। মর্যাদা বলতে কী বুঝ?
উঃ সমাজে কোন ব্যক্তির অবস্থান বা পরিচিতিই হলো তার মর্যাদা।
২৪। বাংলাদেশে নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
উঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
২৫। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কয় বছরের জন্য প্রণীত হয়?
উঃ পাঁচ বছরের জন্য।
২৬। সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি কোনটি?
উঃ বাংলাদেশের সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয় ২০১১ সালে।
২৭। বাংলাদেশে নারীকল্যাণে নিয়োজিত একটি NGO-এর নাম লিখ।
উঃ বাংলাদেশে নারীকল্যাণে নিয়োজিত একটি NGO-এর নাম হলো- গ্রামীণ ব্যাংক।
২৮। নারী উন্নয়ন কী?
উঃ একজন মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীকে রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমন্ডলের সকল ক্ষেত্রে কল্যাণকর কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে সম অধিকার প্রদান করা হলো নারী উন্নয়ন।
২৯। নারী নীতি প্রণয়ন করে কোন মন্ত্রণালয়?
উঃ নারী নীতি প্রণয়ন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৩০। জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয় কোন তারিখে?
উঃ ৩০ সেপ্টেম্বর।
৩১। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়?
উঃ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন চীনের বেইজিংয়ে ১৯৯৫ সালে অনুষ্ঠিত হয়।
৩২। বেইজিং সম্মেলনের প্রধান ঘোষণা কী?
উঃ ১৯৯৫ সালে চীনের রাজধানী বেইজিং সম্মেলনে অংশগ্রহণকারী সরকারসমূহ দ্বারা বিশ্ব মানবতার স্বার্থে সকল স্থানের সকল নারীর সমতা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যসমূহ এগিয়ে নেওয়ার জন্য যে ঘোষণা দেওয়া হয় সেটিই বেইজিং ঘোষণা হিসেবে পরিচিতি লাভ করে।
৩৩। জাতিসংঘ কর্তৃক কত সালে সিডো সনদ গৃহীত হয়?
উঃ জাতিসংঘ কর্তৃক ১৯৭৯ সালের ডিসেম্বর সিডো সনদ গৃহীত হয়।
৩৪। বাংলাদেশ কত সালে সিডো অনুমোদন লাভ করে?
উঃ ১৯৮৪ সালে।
৩৫। কায়রো সম্মেলন কোথায়, কত সালে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯৪ সালের ৫-১৩ সেপ্টেম্বর পর্যন্ত মিশরের রাজধানী কায়রোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩৬। ব্র্যাক (BRAC)-এর প্রতিষ্ঠাতা কে?
উঃ ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে হাসান আবেদ।
৩৭। বাংলাদেশের বিবাহের ন্যূনতম বয়স কত?
উঃ বাংলাদেশের বিবাহের ন্যূনতম বয়স হলো পুরুষ ২১ এবং নারী ১৮ বছর।
৩৮। প্রবীণ কারা?
উঃ ৬০ বা তদূর্ধ্ব বয়সের মানুষই প্রবীণ।
৩৯। পরিবার কল্যাণ কী?
উঃ পরিবার কল্যাণ বলতে পরিবারের সদস্যদের জন্য পরিচালিত সেবামূলক কার্যক্রমকে বুঝায়।
৪০। দারিদ্র্যের দুষ্টচক্র লিখ।
উঃ অনুন্নত অর্থনীতির সকল দিকেই উন্নয়নের প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলো একদিকে যেমন দারিদ্র্যের কারণ, অন্যদিকে আবার দারিদ্র্যের ফলশ্রুতি। চক্রাকারে ক্রিয়াশীল এই প্রতিনিধিগুলোকেই মার্কস দারিদ্র্যের দুষ্টচক্র নামে অভিহিত করেন।
৪১। টেকসই উন্নয়ন কি?
উঃ মানুষের আর্থ সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।
৪২। প্রবীণ নারীদের ৫টি সমস্যা উল্লেখ কর।
উঃ প্রবীণ নারীদের ৫টি সমস্যা হলো- ১. কর্মসংস্থানের অভাব; ২. স্বাস্থহীনতা; ৩. পুষ্টিহীনতা; ৪.পারিবারিক অবহেলা ও ৫. সামাজিক অবহেলা।
৪৩। বাংলাদেশে নারী উন্নয়নের দুটি সমস্যা লিখ।
উঃ বাংলাদেশে নারী উন্নয়নের দুটি সমস্যা হলো- ১. সুষ্ঠু নীতি ও পরিকল্পনার অভাব, ২. নারী সমাজের অসচেতনতা।
৪৪। সামাজিক উন্নয়নের প্রধান নির্দেশকগুলো কি?
উঃ সামাজিক উন্নয়নের প্রধান নির্দেশকগুলো হলো- রাস্তাঘাট, বিদ্যালয়, ঘরবাড়ি এবং খেলার মাঠ।
৪৫। নারীর প্রতি সহিংসতা বলতে কি বুঝ?
উঃ নারীর প্রতি সহিংসতা বলতে সাধারণত নারীর দৈহিক নিপীড়নকে না বুঝিয়ে, বরং যেকোনো ধরনের শোষণকে বুঝায়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘নারীর ক্ষমতায়ন’ ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
২। প্রতিবন্ধিতার ধরনগুলো উল্লেখ কর। ১০০%
৩। কায়রো সম্মেলন কী? কায়রো সম্মেলনের নীতি উল্লেখ কর। ১০০%
৪। তালাক বলতে কি বুঝায়? নারী উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
৫। বাংলাদেশে নারী কল্যাণ কর্মসূচিসমূহ উল্লেখ কর। ১০০%
৬। নারী উন্নয়ন নীতি ২০১১-এর লক্ষ্যসমূহ কী? পরিবারের প্রকারভেদ লিখ। ১০০%
৭। উচ্চ শিক্ষায় নারীর বর্তমান অবস্থা ব্যাখ্যা কর। ১০০%
৮। জেন্ডার ও সেক্স এর মধ্যকার পার্থক্য লিখ। ১০০%
৯। বাংলাদেশে নারীর সাংবিধানিক মর্যাদা উপস্থাপন কর। ৯৯%
১০। নারী উন্নয়নের প্রতিবন্ধকতাগুলো উল্লেখ কর। ৯৯%
১১। জেন্ডার ও সেক্স এর মধ্যকার পার্থক্য লেখ। ৯৯%
১২। বেইজিং প্ল্যাটফরম ফর অ্যাকশন সম্পর্কে কী জান? ৯৯%
১৩। পারিবারিক বিশৃঙ্খলার কারণ কী কী? ৯৯%
১৪। জেন্ডার বৈষম্যের প্রভাব লিখ। ৯৯%
১৫। বিবাহের পাঁচটি কার্যাবলি উল্লেখ কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ইসলাম ধর্মে বর্ণিত নারীর মর্যাদা ও অধিকার আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের চিত্র তুলে ধর। ১০০%
৩। নারীকল্যাণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৪। নারী উন্নয়নে শিক্ষার গুরুত্ব কী? নারী উন্নয়নে এনজিও’র ভূমিকা আলোচনা কর। ১০০%
৫। বেইজিং সম্মেলন কী? বেইজিং পাটফর্ম ফর অ্যাকশন সম্পর্কে অলোচনা কর। ১০০%
৬। নারী উন্নয়নের উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৭। নারীর ক্ষমতায়ন কী? বাংলাদেশে নারীর ক্ষমতায়নের সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। ১০০%
৮। সিডো কী? বাংলাদেশের নারী অধিকার সংরক্ষণে সিডোর গুরুত্ব আলোচনা কর। ১০০%
৯। সিডো সনদের প্রধান প্রধান ধারা উল্লেখ কর এবং বাংলাদেশের নারী অধিকার সংরক্ষণে এর গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১০। প্রবীণ হিতৈষী সংঘ কী? প্রবীণদের কল্যাণে প্রবীণ হিতৈষী সংঘের ভূমিকা বর্ণনা কর। ৯৯%
১১। বিবাহ বিচ্ছেদের সংজ্ঞা দাও। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণ আলোচনা কর। ৯৯%
১২। বিবাহ কী? মানব জীবনে বিবাহের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৩। পরিবার কল্যাণ বলতে কি বোঝ? বাংলাদেশে পরিবার কল্যাণ কর্মসূচিসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। সিডো সনদের বৈশিষ্ট্যসমূহ কী? ‘সিডো’ সনদের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৫। পরিকল্পনা কী? বাংলাদেশে নারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমস্যাগুলো কী? ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*