মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় জনসংখ্যা, রাজনীতি ও উন্নয়ন ৩১২০০৯ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BPFA, GNP, NGO, BARD, BRDB, IPCC, BRAC, CBR, NRR, HDI, HIV, AIDS, BPFA, CEDAW
২। জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ জনসংখ্যার অতিক্রমণ তত্ত্বটি T.S Thomson-এর।
৩। জাতিসংঘ কত তারিখে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ ঘোষণা করে?
উঃ জাতিসংঘ ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ ঘোষণা করে।
৪। আদমশুমারি কী?
উঃ আদমশুমারি বলতে বুঝায় কোনো দেশের বা এলাকার জনগণের অবস্থার সামগ্রিক গণনা করা।
৫। প্রজননশীলতা কী?
উঃ কোনো নারীর জীবিত সন্তান জন্মদানের ক্ষমতাকে প্রজননশীলতা বলে।
৬। জনসংখ্যার ভৌগোলিক পুনর্বণ্টন কী?
উঃ জনসংখ্যা বণ্টন বলতে কোন নির্দিষ্ট এলাকার মধ্যে জনসংখ্যার বসতি এবং ঘনত্ব বুঝায়। এই বসতি এবং ঘনত্বের পরিবর্তন হলে ঐ অবস্থাকে জনসংখ্যার পুনর্বণ্টন বলা যায়।
৭। নবপ্রযুক্তি কী?
উঃ নবপ্রযুক্তি হলো প্রযুক্তির যেকোনো রূপ, যা একটি প্রদত্ত সামাজিক প্রেক্ষাপটে এটির আগের তুলনায় আরো উন্নত বা স্বয়ংক্রিয়।
৮। বুখারেস্ট জনসংখ্যা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উঃ বুখারেস্ট জনসংখ্যা সম্মেলন ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়।
৯। জনসংখ্যা নীতি কী?
উঃ জনসংখ্যা নীতি বলতে বুঝায় জনসংখ্যার উন্নয়ন, নিয়ন্ত্রণ, পরিবর্তন প্রভৃতি সম্পর্কিত নীতি।
১০। জনসংখ্যা অভিক্ষেপ কী?
উঃ কোনো দেশ বা অঞ্চলে নির্দিষ্ট সময়ের ব্যবধানের জনসংখ্যার আকার ও তার গঠন বিন্যাসে কি ধরনের পরিবর্তন ঘটতে পারে তার আগাম পূর্বাভাসই জনসংখ্যা অভিক্ষেপ বা Population projection বলে।
১১। Black death কি?
উঃ প্লেগ নামক ব্যাকটেরিয়াঘটিত সংক্রামক ব্যাধির কারণে সৃষ্ট মহামারি ব্লাকডেথ নামে পরিচিত, যার ফলে চতুর্দশ শতকে ইউরোপের এক-চতুর্থাংশ লোক মারা গিয়েছিল।
১২। ‘An Essay on the principle of Population’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাসের।
১৩। টেকসই উন্নয়ন কি?
উঃ টেকসই উন্নয়ন বলতে বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষা করাকে বুঝায়।
১৪। উন্নয়নের দুটি সামাজিক সূচক লিখ।
উঃ ১. সম্পদের অসম বণ্টন ও ২. মাথাপিছু আয়।
১৫। উন্নয়নের দুটি অর্থনৈতিক সূচক উল্লেখ কর।
উঃ উন্নয়নের দুটি অর্থনৈতিক সূচক হলো ১. মাথাপিছু আয় বৃদ্ধি ও ২. মোট জাতীয় উৎপাদন।
১৬। মানব উন্নয়নের পাঁচটি নির্ঘণ্ট লিখ।
উঃ মানব উন্নয়নের পাঁচটি নির্ঘণ্ট হলো-১. জীবনযাত্রার মান, ২. দীর্ঘ জীবন, ৩. শিক্ষাগত যোগ্যতা অর্জন, ৪. গড় আয়ুষ্কাল ও ৫. স্বাধিকার।
১৭। ইউজেনিক আন্দোলন’ কী?
উঃ ‘ইউজেনিক আন্দোলন’ একটি সামাজিক আন্দোলন যা এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে মানব জাতির জিনগত গুণমানটি নির্বাচনী প্রজনন ব্যবহারের মাধ্যমে উন্নত করা যেতে পারে।
১৮। ম্যালথাস লিখিত জনসংখ্যা সম্পর্কিত বইটির নাম কী?
উঃ ম্যালথাস লিখিত জনসংখ্যা সম্পর্কিত বইটির নাম হলো- An Essay on the principle of population |
১৯। The Politics of Population’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘The Politics of Populations’ গ্রন্থটির রচয়িতা হলেন- W. Petersen.
২০। সমাজ ও জনসংখ্যা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘সমাজ ও জনসংখ্যা’ গ্রন্থের রচয়িতা হাসানুজ্জামান চৌধুরী।
২১। Population, Politics and Development’ গ্রন্থটির লেখক কে?
উঃ ‘Population, Politics and Development’ গ্রন্থটির লেখক হচ্ছেন Lisa Ann Richey.
২২। একজন কাম্য জনসংখ্যা তাত্ত্বিকের নাম লিখ।
উঃ কাম্য জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা অধ্যাপক রবিন্স।
২৩। নেতৃত্ব কি?
উঃ নেতৃত্ব হলো ব্যক্তির অর্জিত বা আরোপিত গুণাবলির মাধ্যমে অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা।
২৪। BRAC এর প্রতিষ্ঠাতা কে?
উঃ স্যার ফজলে হাসান আবেদ।
২৫। শিল্প বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উঃ ১৭৬০ সালে।
২৬। বতি কি?
উঃ বস্তি হলো শহরের মলিন, নোংরা ও ঘিঞ্জিপূর্ণ এলাকা।
২৭। উন্নয়নশীল দেশ কি?
উঃ দেশের সম্পদের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে ক্রমশ উন্নতির পথে ধাবিত হচ্ছে যার ফলে ভবিষ্যতে সমস্ত দেশের উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।
২৮। অতি-নগরায়ণ কি?
উঃ একটি দেশের একটি নির্দিষ্ট শহরাঞ্চলে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ যত লোক বসবাস করার প্রয়োজন তার চেয়ে বেশি লোকের স্থায়ীভাবে বসবাস করাকেই অতি নগরায়ণ বলে।
২৯। স্থানান্তর কী?
উঃ স্থায়ী ভাবে বসবাসের উদ্দেশে একস্থান থেরে অন্যস্থানে গমনা গমন কে স্থানান্তর বলে।
৩০। স্থানান্তরের বিকর্ষণজনিত উপাদানসমূহের নাম কি?
উঃ স্থানান্তরের বিকর্ষণজনিত দুটি উপাদানের নাম হলো ১. প্রাকৃতিক দুর্যোগ, ২. বেকারত্ব।
৩১। জলবায়ু কি?
উঃ কোনো এলাকার তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির কমপক্ষে ৩০-৪০ বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে।
৩২। জনসংখ্যা পিরামিড কী?
উঃ জনসংখ্যার বয়স, লিঙ্গ, সংযুক্তি তথা জনসংখ্যা কাঠামোর যুগপৎ চিত্রকর উপস্থাপনাকে জনসংখ্যা পিরামিড বলে।
৩৩। পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়।
৩৪। প্রজনন চক্রের সময়কাল কত?
উঃ ১৫ থেকে ৪৯ বছর পর্যন্ত।
৩৫। বন্ধ্যাত্ব কী?
উঃ যারা সন্তান জন্ম দিতে সক্ষম নয় তাদেরকেই বন্ধ্যাত্ব (বন্ধ্যা) বলে।
৩৬। জীবন-সারণি কি?
উঃ কোন নির্দিষ্ট সময়ে এবং বয়সের ব্যবধানে বয়ঃনির্দিষ্ট মৃত্যুহারের ভিত্তিতে কোনো অঞ্চলের জনসংখ্যার প্রত্যাশিত জীবনকালকে যে ছকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে জীবন-সারণি বলে।
৩৭। জৈবিক বৈষম্য কি?
উঃ সামাজিকভাবে নারী পুরুষের কাজ, ক্ষমতা, শক্তি, আর্থিক ক্ষমতা ইত্যাদির যে পার্থক্য ঠিক করে দেওয়া হয় তাই জেন্ডার বৈষম্য বা জৈবিক বৈষম্য।
৩৮। ‘আকর্ষণ-বিকর্ষণ’ প্রত্যয়টি জনবিজ্ঞানে সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ জনবিজ্ঞানী S. E. Lee.
৩৯। যৌনবাহিত রোগ বলতে কি বুঝায়?
উঃ সাধারণভাবে যৌনতার মধ্য দিয়ে যে সকল রোগ ছড়ায় তাকে যৌনবাহিত রোগ বলে।
৪০। কায়রো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯৪ সালের ৫-১৩ সেপ্টেম্বর কায়রো সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪১। বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
উঃ বেইজিং প্লাস ফাইভ সম্মেলন ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
৪২। চীনে কখন এক সন্তান নীতি চালু হয়?
উঃ ১৯৭৯ সালে চীনে এক সন্তান নীতি চালু হয় ।
৪৩। জেভায়ের দুটি উপাদান উল্লেখ কর।
উঃ জেন্ডারের দুটি উপাদান হলো ১. সামাজিক উপাদান ও সাংস্কৃতিক উপাদান।
৪৪। জেভার অসমতা কি?
উঃ নারী ও পুরুষভেদে যখন মানুষের অধিকার লঙ্ঘিত হয় তাকে জেন্ডার অসমতা বা বৈষম্য বলে।
৪৫। মার্কসীয় নারীবাদ কী?
উঃ কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস-এর মতবাদের অনুসারীরা নারী সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা অনুসরণ করেছেন তাই মার্কসীয় নারীবাদ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রজননক্ষমতা ও প্রজননশীলতার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
২। কাম্য জনসংখ্যা বলতে কী বুঝ? ১০০%
৩। খাদ্য নিরাপত্তাহীনতা বলতে কী বুঝ? ১০০%
৪। জনসংখ্যা এবং রাজনীতির মধ্যকার সম্পর্ক সংক্ষেপে লেখ। ১০০%
৫। নারীর ক্ষমতায়নের উপাদানসমূহ কী? জনসংখ্যা প্রত্যয়টি ব্যাখ্যা কর। ১০০%
৬। কায়রো জনসংখ্যা সম্মেলনের কর্ম পরিকল্পনা সংক্ষেপে লিখ। ১০০%
৭। জনসংখ্যা ও উন্নয়নের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর। ১০০%
৮। জনসংখ্যার উপর স্থানান্তর গমনের প্রভাব আলোচনা কর। ১০০%
৯। খাদ্য নিরাপত্তাহীনতার কারণসমূহ সংক্ষেপে লিখ। ৯৯%
১০। জনসংখ্যা ও পরিবেশের উপর নবপ্রযুক্তির প্রভাব আলোচনা কর। ৯৯%
১১। উন্নয়নের সাথে স্থানান্তর কীভাবে সম্পর্কিত? ৯৯%
১২। যৌনবাহিত রোগের কারণসমূহ সংক্ষেপে লিখ। ৯৯%
১৩। অতি নগরায়ণ কী? পরিবেশের উপর নব প্রযুক্তির প্রভাব আলোচনা কর। ৯৯%
১৪। মেক্সিকো সম্মেলনে গৃহীত পাঁচটি সুপারিশ উল্লেখ কর। ৯৯%
১৫। বাংলাদেশের জনসংখ্যানীতির প্রধান বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মানব উন্নয়ন কী? উন্নয়নশীল দেশে মরণশীলতার ধারা আলোচনা কর। ১০০%
২। উন্নয়নশীল দেশে প্রজননশীলতার নির্ধারকসমূহ আলোচনা কর। ১০০%
৩। প্রজনন স্বাস্থ্য কী? প্রজননশীলতা সম্পর্কিত ডেভিস-ব্লাক মডেল বিশ্লেষণ কর। ১০০%
৪। পরিবেশ ও উন্নয়নের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর। ১০০%
উন্নয়নশীল দেশসমূহে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের জনসংখ্যা নীতির বাস্তবায়ন কৌশল আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের প্রেক্ষিতে আন্তর্জাতিক স্থানান্তর গমণের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর। ১০০%
৭। লিঙ্গ অসমতার কারণগুলো কী? উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%
৮। জনসংখ্যা ও পরিবেশের সম্পর্ক কী? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি পর্যালোচনা কর। ১০০%
৯। জনসংখ্যা নীতি কী? জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%
১০। প্রজননের উপর প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১১। ‘জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশ সমস্যা নিবিড়ভাবে সম্পর্কিত’-বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর। ৯৯%
১২। মরণশীলতার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। জেন্ডার, জনসংখ্যা এবং রাজনীতির মধ্যকার আন্তঃসম্পর্ক আলোচনা কর। ৯৯%
১৪। বাংলাদেশে সরকারের পরিবার পরিকল্পনা নীতির সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন কর। ৯৯%
১৫। বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*