মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিরাপত্তা অধ্যায়ন ৩১১৯০৯ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-CTBT, IAEA, SALT, ICAN, ISO, BSTI, IPCC, FAO, SDG, AIDS, BELA, HIV, WHO.
২। Security Studies’ অর্থ কী?
উঃ নিরাপত্তা অধ্যয়ন।
৩। Preventive diplomacy এর অর্থ কী?
উঃ নিরোধক কূটনীতি।
৪। বিশ্ব খাদ্য দিবস কোনটি?
উঃ ১৬ অক্টোবর।
৫। Understanding Power’ গ্রন্থটির লেখক কে?
উঃ Noam Chomsky।
৬। কোন দেশগুলোকে সুপার পাওয়ার বলা হয়?
উঃ অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিক শক্তিতে, বলীয়ান ১ রাষ্ট্রসমূহকে সুপার পাওয়ার বলা হয়। যেমন- মার্কিন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
৭। কে প্রথম স্নায়ুযুদ্ধ প্রত্যয়টি ব্যবহার করেন?
উঃ রুশ সাহিত্যিক জর্জ অরওয়েল।
৮। ASEAN কোন সালে গঠিত হয়?
উঃ আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
৯। ANZUS এর সদস্য দেশগুলোর নাম লেখ।
উঃ ANZUS-এর সদস্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।
১০। সার্কের সদস্য রাষ্ট্র কয়টি?
উঃ ৮টি।
১১। জার্মানি কত সালে বিভাজন হয়?
উঃ ১৯৪৫ সালে।
১২। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল স্লোগান কী?
উঃ “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়”।
১৩। Security Studies এর প্রধান উদ্দেশ্য কি?
উঃ সমাজের কোথায়, কিভাবে নিরাপত্তাহীনতা বিদ্যমান তা নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ করা।
১৪। নিরাপত্তায়ন কী?
উঃ প্রচলিত নিরাপত্তা ধারণার পরিবর্তে সময়োপযোগী একটি সামষ্টিক নিরাপত্তার ব্যবস্থাকরনই হলো নিরাপত্তায়ন।
১৫। সুরক্ষাকরণের প্রধান দিক কোনটি?
উঃ প্রচলিত নিরাপত্তা ধারণার জায়গায় উপযোগী একটি সামষ্টিক নিরাপত্তা ধারণা সৃষ্টি করা হয়।
১৬। নিরাপত্তা গবেষণার প্রধান ক্ষেত্র কোনটি?
উঃ মানব নিরাপত্তা।
১৭। নিরাপত্তা কথাটির অর্থ কী?
উঃ সুরক্ষা।
১৮। জাতীয় নিরাপত্তা কী?
উঃ জাতীয় নিরাপত্তা বলতে রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বুঝানো হয়ে থাকে। যেখানে সরকার তার সংসদীয় পার্লামেন্টের মাধ্যমে দেশের সার্বিক সংকটকাল মোকাবিলা করে জনগণের নিরাপত্তা প্রদান করে।
১৯। অসনাতন নিরাপত্তা বলতে কি বুঝ?
উঃ সনাতন নিরাপত্তা ধারণা হতে বেরিয়ে সামগ্রিকভাবে মানব নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে মানবজীবন পূর্ণাঙ্গভাবে নিরাপদ করার যে প্রয়াস তাই অসনাতনী নিরাপত্তা।
২০। ‘Power Politics’ গ্রন্থের লেখক কে?
উঃ জর্জ সোয়ারজেন বার্গার।
২১। IAEA কী কী?
উঃ বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে -এর ব্যবহার রোধকল্পে গঠিত আন্ত জাতিক পরমাণু শক্তি সংস্থা।
২২। IAEA কত সালে শান্তিতে নোবেল পায়?
উঃ ২০০৫ সালে।
২৩। নিরস্ত্রীকরণ কী?
উঃ যুদ্ধ বা সমস্ত সংঘর্ষের উদ্দেশ্যে যে সকল যন্ত্রপাতি বা উপকরণ ব্যবহৃত হয় সেগুলোকে হ্রাস করাই হলো নিরস্ত্রীকরণ।
২৪। Peace-making অর্থ কি?
উঃ শান্তি স্থাপন।
২৫। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?
উঃ ১৯৩টি।
২৬। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
উঃ ৫টি।
২৭। কবে জাতিসংঘ সার্বজনীন মানবাধিকারের ঘোষণা গ্রহণ করে?
উঃ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর।
২৮। “Environmental Politics” গ্রন্থটির লেখক কে?
উঃ ওয়াল্টার এ. রোজেনবাম Walter. A. Rosenboum.
২৯। কয়টি দেশ নিয়ে নিরস্ত্রীকরণ কমিশন গঠিত হয়?
উঃ ৫টি দেশ নিয়ে।
৩০। Just War অর্থ কি?
উঃ ন্যায় যুদ্ধ।
৩১। কত সালে মানব নিরাপত্তার ওপর স্বাধীন কমিশন গঠিত হয়?
উঃ ২০০১ সালে।
৩২। মানব নিরাপত্তার তিনটি উপাদান লিখ।
উঃ (ক) অর্থনৈতিক নিরাপত্তা, (খ) পরিবেশগত নিরাপত্তা ও (গ) খাদ্য নিরাপত্তা।
৩৩। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উঃ ৫ জুন।
৩৪। খাদ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থা কোনটি?
উঃ ISO (International Standard Organization)
৩৫। বিশ্ব স্বাস্থ্য দিবস’ কবে পালিত হয়?
উঃ ৭ এপ্রিল।
৩৬। অর্থনৈতিক নিরাপত্তা কাকে বলে?
উঃ অর্থনৈতিক নিরাপত্তা বলতে এমন এক অবস্থা বিদ্যমান থাকাকে বোঝায়, যে অবস্থায় মানুষের চলমান যুতসই জীবনযাপন ও নিকট ভবিষ্যতের জন্য আর্থিক আয়-রোজগারের উৎসের নিশ্চয়তা ও সামর্থ্য থাকে।
৩৭। বর্তমান বিশ্বের দুটি সন্ত্রাসবাদী সংগঠনের নাম লিখ।
উঃ ইসলামিক স্টেট (আই.এস.) ও আল কায়েদা।
৩৮। দুটি সন্ত্রাসবিরোধী অপারেশনের নাম লিখ।
উঃ সন্ত্রাসবিরোধী দুটি অপারেশন হলো-
১. অপারেশন নোবেল এগল এবং
২. অপারেশন একটিভ এনডেভার।
৩৯। সন্ত্রাসবাদ কী?
উঃ সন্ত্রাসবাদ হলো সন্ত্রাসের পদ্ধতিগত ব্যবহার যা প্রায় ধ্বাংসাত্মক এবং বল প্রয়োগের মাধ্যমে অপরাধ ঘটায়।
৪০। কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়?
উঃ ১৯৯১ সালে।
৪১। কখন বার্লিন দেওয়ালের পতন হয়?
উঃ নভেম্বর, ১৯৮৯ সালে।
৪২। বিশ্বায়ন কী?
উঃ পণ্য পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয়সাধনই হলো বিশ্বয়ন।
৪৩। ক্যান্সারের কয়েকটি কারণ উল্লেখ কর।
উঃ বয়স, খাবার, জীবনধারা, পারিবারিক ইতিহাস, পরিবেশ, পেশাগত কারণ ইত্যাদি।
৪৪। বিশ্ব খাদ্য নিয়ে গঠিত সংস্থার নাম কি?
উঃ Food and Agricultural Organization. (FAO).
৪৫। খাদ্য নিরাপত্তা কী?
উঃ খাদ্য নিরাপত্তা বলতে অবাধ খাদ্য প্রবাহ এবং পুষ্টিকর খাদ্যের পর্যাপ্ত সরবরাহকে বোঝায়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। যুদ্ধ আইন ও সন্ত্রাসবাদ কী? ১০০%
২। স্নায়ুযুদ্ধ ও ন্যায়যুদ্ধ বলতে কী বুঝ? ১০০%
২। নিরাপত্তা ও সুরক্ষাকরণ বলতে কী বুঝ? ১০০%
৩। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা কাকে বলে? ১০০%
৪। মানব সৃষ্ট বিপর্যয় কাকে বলে? ১০০%
৫। আঞ্চলিক সহযোগিতা বলতে কী বুঝ? ১০০%
৬। আসিয়ানের সফলতা/ব্যর্থতা বর্ণনা কর। ১০০%
৭। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিবরণ দাও। ১০০%
৮। বিশ্বায়ন বলতে কি বুঝ? ১০০%
৯। নিরাপত্তা ও যৌথ নিরাপত্তা বলতে কি বুঝ? ১০০%
১০। মানব নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১১। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১২। পরিবেশ নিরাপত্তা বলতে কি বুঝ? ৯৯%
১৩। নিরাপত্তা নিশ্চিতকরণ বলতে কি বুঝ? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। নিরাপত্তা অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
২। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা পর্যালোচনা কর। ১০০%
৩। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৪। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষার কৌশল আলোচনা কর। ১০০%
৫। সার্কের সফলতা ও ব্যর্থতা পর্যালোচনা কর। ১০০%
৬। যৌথ নিরাপত্তা বলতে কী বুঝ? যৌথ নিরাপত্তায় ‘সফলতার শর্তাবলি’ আলোচনা কর। ১০০%
৭। অর্থনৈতিক নিরাপত্তা অর্জনে বাংলাদেশের করণীয়সমূহ আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশে স্বাস্থ্যহীনতার কারণ ও প্রতিকারসমূহ আলোচনা কর। ১০০%
৯। বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকিগুলোর এক‌টি বিবরণ দাও। ১০০%
১০। রোহিঙ্গা শরণার্থী সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে লিখ। ৯৯%
১১। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের করণীয়সমুহ আলোচনা কর। ৯৯%
১২। খাদ্য নিরাপত্তা কী? বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতির ধারণা দাও। ৯৮%
১৩। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণের সার্কের ভূমিকা মূল্যায়ন কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*