মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ ভূগোল ও পরিবেশ বিষয় জলবায়ু পরিবর্তন 313209 রকেট স্পেশাল সাজেশন

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত)
১। পূর্ণরূপ লেখ : ICZM, BCCSAP, CDMP, UNFCCC.
উঃ ICZM = Integrated Coanstul Zone Management.
BCCSAP = Bangladesh Climate Change Strategy and Action plan.
CDMP = Comprehensive Disaster Management Programmer.
UNFCCC = United Nation Framework Convention on Climate Change.
২। SDGS কী?
উঃ SDGs হচ্ছে ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত।একগুচ্ছ লক্ষ্যমাত্রা। এর পূর্ণরূপ হচ্ছে Sustainable Development Goals.
৩। জলবায়ু বলতে কী বুঝ?
উঃ আবহাওয়ার দীর্ঘ দিনের অর্থাৎ ৩০ থেকে ৩৫ বছরের গড় অবস্থাকে জলবায়ু বলা হয়।
৪। বৈশ্বিক উষ্ণায়ন কী?
উঃ বৈশ্বিক তাপমাত্রার ক্রম বৃদ্ধিকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।
৫। প্রশমন কাকে বলে?
উঃ প্রশমন হলো নতুন প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার।করে পুরানো সরঞ্জাম অপেক্ষা আরো দক্ষ উপার্জন বা ব্যবস্থাপনাকে চর্চা বা ভোক্তা আচরণ পরিবর্তন বুঝায়।
৬। অভিযোজন কী?
উঃ পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন।
৭। বিশ্বে কার্বন নির্গমনে শীর্ষদেশ কোনটি?
উঃ চীন।
৮। দুটি নবায়নযোগ্য শক্তির নাম লেখ।
উঃ সূর্য ও বায়ুশক্তি।
৯। COP-27 কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ COP-27 তম অধিবেশনটি মিশরের শাম এল শেখে অনুষ্ঠিত হয়।
১০। এল-নিনো কী?
উঃ সমুদ্রের পানিতে গরম পানির অনুপ্রবেশে জলবায়ু পরিবর্তন হওয়াকে এল-নিনো বলে।
অথবা, লা-নিনো কি?
উঃ প্রশান্ত মহাসাগরে পানির শীতলতম অবস্থাকে লা নিনো বলে।
১১। বায়োডিজেল কী?
উঃ বায়োডিজেল হলো উদ্ভিজ্জ তেল থেকে তৈরি এক ধরনের বিকল্প জ্বালানি।
১২। বাস্তুতন্ত্র কী?
উঃ যে প্রক্রিয়ায় জীবজ ও অজীব উপাদানগুলো মিথষ্ক্রিয়া করে পরিবেশ গঠন করে তাকে বাস্তুতন্ত্র বলে।
১৩। ধরিত্রী সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে ব্রাজিলের রিওভি জেনিরোতে।
১৪। ‘আইলা’ বাংলাদেশে কখন আঘাত হানে?
উঃ ২৫ মে ২০০৯।
১৫। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কখন গঠিত হয়?
উঃ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠিত হয় ২০১০ সালে।
১৬। বিশ্ব পরিবেশ দিবস কবে?
উঃ ৫ জুন।
১৭। CRI তালিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
উঃ বাংলাদেশ।
১৮। কোয়াটারনারী বরফ যুগের সূচনা হয়েছিল কবে?
উঃ ২৫ লক্ষ ৮০ হাজার বছর আগে।
১৮। সবুজ শক্তি কি?
উঃ বায়ু ও সৌরশক্তিকে সবুজ শক্তি বলা হয়। পরিবেশ দূষণ হয় না বলে এ জাতীয় শক্তি হচ্ছে সবুজ শক্তি।
১৯। প্রধান দু’টি গ্রীনহাউজ গ্যাসের নাম লিখ।
উঃ কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড।
২০। IPCC কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮৮ সালে।
২১। ওজোন কী?
উঃ ওজোন হচ্ছে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ একটি গ্যাস যা অক্সিজেনের তিনটি পরমাণু (O3) দ্বারা গঠিত।
২২। টেকসই উন্নয়নের সংজ্ঞা দাও।
উঃ টেকসই উন্নয়ন বলতে সেই উন্নয়ন বুঝায় যা দীর্ঘস্থায়ী সম্পদ ও প্রতিপত্তি সৃষ্টি এবং উন্নতির জন্য সব রকম প্রাকৃতিক, সামাজিক ও মানবীয় সম্পদগুলোকে সঠিকভাবে পরিচালনা করা।
২৩। জলবায়ু পরিবর্তন প্রশমন কী?
উঃ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো বা দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার জন্য গৃহীত পদক্ষেপসমূহকে জলবায়ু পরিবর্তন প্রশমন বলে।
২৪। টাইডাল এনার্জি কী?
উঃ যেসব নদী বা মোহনা বা খাঁড়িতে জোয়ার-ভাটার প্রকোপ বেশি সেখানে পানির নিচে রাখা টারবাইনের চাকা ঘুরিয়ে জোয়ার-ভাটার শক্তির সাহায্যে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তাকে টাইডাল এলাকা বলে।
২৫। কাঠামোগত অভিযোজন কী?
উঃ যে প্রক্রিয়ায় বর্তমানে প্রচলিত প্রযুক্তিগুলোর কিছুটা উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে খাপ খাওয়ানো যায় তাকে কাঠামোগত অভিযোজন বলে।
২৬। হিট স্ট্রোক কাকে বলে?
উঃ হিট স্ট্রোক হচ্ছে দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে সৃষ্টি হওয়া এক প্রকার জটিলতা।
২৭। সবুজ জলবায়ু তহবিল বলতে কী বুঝায়?
উঃ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে তহবিল গঠরের প্রস্তাব হয় তা হলো সবুজ জলবায়ু তহবিল।
২৮। ক্লিন পাওয়ার প্ল্যান কে ঘোষণা করেন?
উঃ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
২৯। ‘গ্রীন হাউস প্রভাব’ ধারণাটি প্রথম কে প্রদান করেন?
উঃ ফরাসি গণিত শাস্ত্রবিদ জোসেফ ফুরিয়ার (Joseph Fourier)।
৩০। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড কবে গঠিত হয়?
উঃ ২০১০ সালে।
৩১। গ্রিন হাউজ প্রতিক্রিয়া কী?
উঃ গ্রিনহাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ ভূ-পৃষ্ঠে ও বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়।
৩২। অভিযোজন চক্র কী?
উঃ অভিযোজন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবর্তিত পরিবেশ ও পরিস্থিতির সাথে জীবন ও জীবিকাকে খাপ খাইয়ে।বা মানিয়ে নেয়ার কৌশল।
৩৩। রেইন ওয়াটার হারভেস্টিং কাকে বলে?
উঃ বর্ষাকালে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ এবং সে পানি রান্না ও খাওয়াসহ সকল কাজে ব্যবহার করাকে রেইন ওয়াটার হার্ভেস্টিং বলে।
৩৪। বায়োম কী?
উঃ জীবমণ্ডলের উদ্ভিদ ও প্রাণিজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে একে বায়োম বলে।
৩৫। জলবায়ু পরিবর্তন অভিযোজন বলতে কী বুঝায়?
উঃ পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন।
৩৬। কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে বিশ্বে ভারত ও বাংলাদেশের অবস্থান কততম?
উঃ কার্ব ডাই-অক্সাইড উৎপাদনের বিশ্বের ভারতের অবস্থান তৃতীয়।
৩৭। প্রতিক্রিয়ামূলক অভিযোজন কী?
উঃ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবসমূহ পরিলক্ষিত হওয়ার পর যে অভিযোজন প্রক্রিয়া গ্রহণ করা হয় তাকে প্রতিক্রিয়ামূলক অভিযোজন বলে।
৩৮। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্যমাত্রা ও উদ্দেশ্য কতটি?
উঃ ১৭টি।
৩৯। বায়ুশক্তি উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উঃ চীন।
৪০। মন্ট্রিল প্রটোকলের প্রধান লক্ষ্য কী ছিল?
উঃ ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
৪১। জৈব জ্বালানি কী?
উঃ জৈব জ্বালানি বা বায়োফুয়েল হলো সাধারণত সাম্প্রতিক কালে মৃত জৈবিক পদার্থ, মূলত গাছপালা থেকে উৎপাদিত কঠিন, তরল অথবা বায়বীয় জ্বালানি।
৪২। এজেন্ডা-২১ কী?
উঃ পরিবেশবিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ১৯৯২ সালে যে র্জাতিক সম্মেলন হয় তাকে বসুন্ধরা সম্মেলন বলা হয়। এই সম্মেলনে একবিংশ শতাব্দীর পরিবেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও তাদের স্থিতিশীল উন্নয়ন সংক্রান্ত যে ২১ দফা কর্মসূচি গ্রহণ করা হয় তাকে এজেন্ডা-২১ বলে।
৪৩। প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা বলতে কী বুঝায়?
উঃ প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা বলতে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিপূর্ণ এলাকাকে বোঝায়। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সালের অন্তর্গত আইনের মাধ্যমে ঘোষিত হয় প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। রেইন ওয়াটার হার্ভেস্টিং কী? ১০০%
২। ওজোন স্তর ক্ষয়ের কারণগুলো লেখ। ১০০%
৩। পরিবেশবান্ধব জ্বালানির গুরুত্ব লেখ। ১০০%
৪। জলবায়ু পরিবর্তন প্রশমন ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৫। জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর। ১০০%
৬ কৃষির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা কর। ১০০%
৭। সীমিত কার্বন উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
৮। কিয়োটা প্রটোকল কী? সংক্ষেপে লিখ। ১০০%
৯। জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্যের গুরুত্ব লিখ। ১০০%
১০। বিভিন্ন প্রকার অভিযোজন বর্ণনা কর। ১০০%
১১। জলবায়ু পরিবর্তনে গ্রীণ হাউস গ্যাসসমূহের ভূমিকা লেখ। ৯৯%
অথবা, গ্রীনহাউজ প্রতিক্রিয়া কি? ব্যাখ্যা কর।
১২। কার্বন নিঃসরণ কমানোর ‘contraction and convergence মডেলটি বর্ণনা কর। ৯৯%
১৩। পরিবহন খাতে জৈব জ্বালানির ব্যবহারের গুরুত্ব উল্লেখ কর। ৯৮%
১৪। জলবায়ু পরিবর্তনে প্রশমন ও অভিযোজনের পার্থক্য লিখ। ৯৫%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। জলবায়ু পরিবর্তনের ঐতিহাসিক ধারাবাহিকতা আলোচনা কর। ১০০%
২। মানব পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর। ১০০%
৩। জলবায়ু পরিবর্তনে আন্তর্জাতিকভাবে গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
৪। আন্তর্জাতিক জলবায়ু তহবিলসমূহের বিবরণ দাও। ১০০%
৫। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন প্রশমন ধারণা মূল্যায়ন কর। ১০০%
৬। দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর গুরুত্বপূর্ণ দিকসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৭। জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে প্যারিস সম্মেলনের ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৮। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জ্বালানি খাতের অভিযোজন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৯। বিশ্ব পানি পরিস্থিতি কী? পানি সম্পদ খাতে অভিযোজন কৌশল ব্যাখ্যা কর। ১০০%
১০। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা ও চ্যালেঞ্জসমূহ আলোচনা কর। ১০০%
১১। জলবায়ু পরিবর্তন কী? জলবায়ু পরিবর্তনের কারণগুলো বর্ণনা কর। ৯৯%
১২। বাংলাদেশের জাতীয় জলবায়ু তহবিলসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে IPCC প্রতিবেদনের ভূমিকা আলোচনা কর। ৯৮%
১৪। পরিবেশ কি? পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*