মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ ব্যাবস্থাপনা বিষয় ব্যাবস্থাপনা তথ্য পদ্বতি 312609 রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপঃ (CPU,MICR,OLAP,DSS, ANSI, WAN DOS, Mac OS, HPFS, FAT, NTFS, OCR, RAD,DVD, VLSI, LED, ROM, DRAM, RAM, CD-ROM.)
উঃ CPU-এর পূর্ণরূপ হলো: Central Processing Unit.
MICR এর পূর্ণরূপ হলো: Magnetic Ink Character Reader.
OLAP -এর পূর্ণরূপ হলো- Online Analytical Processing.
DSS এর পূর্ণরূপ হলো: Defination of System Software.
ANSI এর পূর্ণরূপ হলো: American National Standard Institute.
WAN এর পূর্ণরূপ হলো: Wide Area Network.
DOS এর পূর্ণরূপ হলো: Disk Operating System. Mac OS এর পূর্ণরূপ হলো: Macintosh Operating System.
HPFS এর পূর্ণরূপ হলো: High Performance File System.
FAT এর পূর্ণরূপ হলো: File Allocation Table.
NIFS এর পূর্ণরূপ হলো: New Technology File System.
OCR এর পূর্ণরূপ হলো: Optical Character Reader..
RAD এর পূর্ণরূপ হলো: Rapid Application Development.
DVD এর পূর্ণরূপ হলো: Digital Video Disk. VLSI এর পূর্ণরূপ হলো: Very Large Scale Integration.
LED এর পূর্ণরূপ হলো: Light Emitting Diode.
ROM এর পূর্ণরূপ হলো: Read Only Memory.
DRAM এর পূর্ণরূপ হলো: Dynamic Random Access Memory.
RAM এর পূর্ণরূপ হলো: Random Access Memory.
CD-ROM এর পূর্ণরূপ হলো: Compact Disk Read Only Memory.
২। সিস্টেম কি?
উঃ সিস্টেম বলতে পরস্পর নির্ভরশীল কতগুলো উপাদানের একটি সেটকে বুঝায় যারা সুনির্দিষ্টভাবে কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করে।
৩। তথ্যের ব্যয় কী?
উঃ ডাটা সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য রূপান্তরের পর তাকে সংরক্ষণ করা ইত্যাদি কাজে যে অর্থ ব্যয় হয় তার সমষ্টিই হলো তথ্যের ব্যয়।
৪। তথ্য কি?
উঃ বিশৃঙ্খল ডেটার সুবিন্যস্ত বা সমন্বিত রূপ, যা ব্যবহারকারীর নিকট সহজবোধ্য, অর্থপূর্ণ এবং যথার্থ হয়ে উঠলে তাকে ইনফরমেশন বা তথ্য বলে।
৫। ডেটা বা উপাত্ত কি?
উঃ সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়।
৬। ক্যারেক্টার কী?
উঃযে ডাটাকে বিভিন্ন অক্ষর, প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে ক্যারেক্টার বলা হয়।
৭। ডেটা প্রক্রিয়াকরণ কাকে বলে?
উঃ ডেটা বা উপাত্তকে তথ্যে রূপান্তরের যে প্রক্রিয়া বা পদ্ধতি রয়েছে তাকেই বলা হয় ডেটা প্রক্রিয়াকরণ।
৮। তথ্য প্রযুক্তি কী?
উঃ যে সকল প্রযুক্তি ব্যবহার করে তথ্যসংগ্রহ, সংরক্ষণ, হালনাগাদকরণ, ব্যবস্থাপনা এবং বিতরণ করা যায় তাকে তথ্য প্রযুক্তি বলা হয়।
৯। ব্যবসায় তথ্য ব্যবস্থা কি?
উঃ ব্যবসায় প্রতিষ্ঠান, সরবরাহকারী, ব্যবসায় সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের তথ্য বিনিময়, সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারের প্রক্রিয়াকে ব্যবসায় তথ্য ব্যবস্থা বলা হয়ে থাকে।
১০। ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বলতে কি বুঝ?
উঃ যে সিস্টেমে মানবসম্পদ সুশৃঙ্খল নিয়মে কাজ করে, সমন্বিত প্রক্রিয়ায় তথ্যসংগ্রহ করে, প্রসেসিং করে, ভবিষ্যতে ব্যবহার করার জন্য সংরক্ষণ করে এবং প্রয়োজনমতো সরবরাহ করে তাকে ইনফরমেশন সিস্টেম বা তথ্য পদ্ধতি বলে।
১১। চারটি ইনপুট হার্ডওয়্যারের নাম লিখ।
উঃ চারটি ইনপুট হার্ডওয়্যারের নাম হলো- (i) কী-বোর্ড,
(ii) মাইক্রোফোন, (iii) স্ক্যানার ও (iv) মাউস।
১২। স্ক্যানার কি?
উঃ যার সাহায্যে কোন ছবি, গ্রাফ অথবা কোন লেখাকে স্ক্যান করে কম্পিউটারের তাকে স্ক্যানার বলে। মেমোরিতে রাখা হয়
১৩। Virtual memory কী?
উঃ যে প্রক্রিয়ার সাহায্যে কম্পিউটার সহায়ক মেমোরির অংশ বিশেষকে প্রধান মেমোরি হিসাবে ব্যবহার করতে পারে তাকে Virtual মেমোরি বলা হয়ে থাকে।
১৪। বাইট কী?
উঃ ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। কতগুলো বিট একত্রে যখন কোনো একটি বর্ণ, চিহ্ন বা অংক প্রকাশ কর তখন তাকে বাইট বলে।
১৫। ইন্টারফেস কী?
উঃ ইনপুট বা আউটপুট ডিভাইসগুলোকে সংযুক্ত করার প্রক্রিয়াকে ইন্টারফেস বলা হয়।
১৬। ROM কী?
উঃস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা যায় এমন ধরনের স্থায়ী, অপরিবর্তনীয়, অধ্বংসাত্মক, অর্ধপরিবাহী মেমোরিকে ROM বলা হয়।
১৭। Netflix কী?
উঃ Netflix হলো একটি প্রবাহিত বা চলমান পরিষেবা, যার মাধ্যমে বিভিন্ন টিভি শো, অ্যানিমেশন ও সিনেমা প্রদর্শিত হয় যা মাসিক কম মূল্যে ব্যবহারযোগ্য।
১৮। জৈব প্রযুক্তি কি?
উঃ বায়োলজিক্যাল সিস্টেম এবং লিভিং অরগানিজমকে ব্যবহারের মাধ্যমে কোনো পণ্য বা প্রক্রিয়া তৈরি বা সংশোধনকে জৈব প্রযুক্তি বলে।
১৯। সফটওয়‍্যার কি?
উঃ হার্ডওয়্যারকে ক্রিয়াশীল করার জন্য কম্পিউটার সিস্টেমের যে গুরুত্বপূর্ণ উপাদানটি ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার বলে।
২০। অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার কি?
উঃ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত সফ্টওয়্যারকে অ্যাপ্লিকেশন সফ্টওয়‍্যার বলা হয়। সমস্যার ধরন ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি করে থাকে।
২১। অপারেটিং সিস্টেম কী?
উঃ যেসব পারস্পরিক সম্পর্কযুক্ত প্রোগ্রামের সমষ্টির সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়ার ও সফটওয়্যারের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যার পরিচালনা ও কার্যকর করা হয় তাকে Operating System বলে।
২২। CAD কী?
উঃ কম্পিউটারের মাধ্যমে ডিজাইন বা নকশা ড্রাফটিং করার সফটওয়্যারকে CAD বলে।
২৩। ক্যাশ মেমরি কি?
উঃ প্রধান মেমোরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমরি ও সিপিইউ এর মাঝামাঝি যে ধরনের মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়।
২৪। ফ্লোচার্ট কি?
উঃ কোনো প্রোগ্রাম রচনার জন্য পর্যায়ক্রমিকভাবে লিখিত অ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে।
২৫। ডেটাবেজ কি?।
উঃ এক বা একাধিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমকে বর্ণনা করার জন্য ডেটার সংগ্রহকে ডেটাবেজ বলে।
২৬। ডেটাবেজ ব্যবস্থাপনা কী?
উঃ ডেটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম বা DBMS হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়।
২৭। চারটি ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রামের নাম লিখ।
উঃ চারটি ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রামের নাম হলো: (i) Microsoft Access, (ii) Oracle database, (ii) My SQL ও (iv) IBM Informix.
২৮। ডেটা মাইনিং কি?
উঃ ডাটা মাইনিং হলো বিশাল ডাটা সমগ্রকে বিশ্লেষণ করার কৌশল যা সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ আচরণ গাইড করার নিয়ম ও ধরন নির্দেশ করে।
২৯। ওয়েবসাইট কী?
উঃ একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।
৩০। ইন্টারনেট কী?
উঃ পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থাই হচ্ছে ইন্টারনেট।
৩১। ই-মেইল কী?
উঃ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের ব্যবস্থাকে ই-মেইল বলে।
৩২। ওয়েব ক্যাম কি?
উঃ ওয়েব ক্যাম হচ্ছে এক ধরনের ভিডিও ক্যামেরা যেটি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে রিয়েল টাইম ইমেজ ও ভিডিও আদান প্রদান করা যায়।
৩৩। VOIP কি?
উঃ ইন্টারনেট টেকনোলজি এবং মাল্টিমিডিয়া এপ্লিকেশন ব্যবহার করে ভয়েস, ডেটা ও ভিডিও আদান- প্রদান করার প্রক্রিয়া হচ্ছে VOIP সিস্টেম।
৩৪। SDLC কী?
উঃ System approach ব্যবহার করে তথ্য পদ্ধতি উন্নয়ন করার প্রক্রিয়াকে তথ্য পদ্ধতির উন্নয়ন (SDLC) বলে।
৩৫। ভার্চুয়াল রিয়েলিটি কী?
উঃ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে।
৩৬। কৃত্রিম বুদ্ধিমত্তা কি?
উঃ মানুষের চিন্তাভাবনাসমূহকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার প্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়ে থাকে।
৩৭। ডেটা ডিকশনারি কী?
উঃ ডেটা ডিকশনারি হলো ডাটাবেজ সংগঠনের সম্পর্কে ধারণকৃত তথ্য।
৩৮। লজিক্যাল ডিজাইন কি?
উঃ যেখানে সিস্টেমের ইনপুট-আউটপুট, প্রসেসিং, নিয়ন্ত্রণ এবং সংরক্ষণের নির্দেশনা থাকে তাকে লজিক্যাল ডিজাইন বলে।
৩৯। আউটসোর্সিং কী?
উঃ প্রতিষ্ঠানের পক্ষে তৃতীয় কোনো পক্ষকে কার্যসম্পাদনের দায়িত্ব প্রদান করাকে আউটসোর্সিং বলে।
৪০। প্রযুক্তি ব্যবস্থাপনা কি?
উঃ যে প্রযুক্তি প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন তার প্রয়োজনীয় তথ্যের চাহিদা পূরণ করতে পারে তাকে প্রযুক্তি ব্যবস্থাপনা বলে।
৪১। গ্লোবাল আইটি ব্যবস্থাপনা কী?
উঃ বৈশ্বিক ব্যবসায় কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য যে তথ্য ব্যবস্থা তৈরি ও তথ্য প্রযুক্তি কৌশলের উন্নয়ন করার প্রক্রিয়াকেই গ্লোবাল আইটি ব্যবস্থাপনা বলে।
৪২। সাইবার সন্ত্রাস কি?
উঃ সরকার বা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অবকাঠামোকে উদ্দেশ্য করে প্রণোদিতভাবে ইন্টারনেট ব্যবহার করে মারাত্মক ভাবে ক্ষতি সাধন করাকে সাইবার সন্ত্রাস/ অপরাধ/ক্রাইম বলে।
৪৩। হ্যাকিং কী?
উঃ অননুমোদিত উপায়ে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কের ব্যবহার করাকে হ্যাকিং বলে।
৪৪। কম্পিউটার ওয়ার্ম কী?
উঃ কম্পিউটার ওয়ার্ম হলো এমন এক ধরনের। সুনির্দিষ্ট প্রোগ্রাম যা স্বাধিনভাবে চালু হয়ে কম্পিউটারের তথ্য পদ্ধতির ক্ষতি করতে পারে।
৪৫। ডিজিটাল সিগনেচার কী?
উঃ ডিজিটাল সিগনেচার হচ্ছে এক ধরনের শনাক্তকারী কোড যা কোনো তথ্য বা তথ্য প্রেরকের পরিচয়ের সত্যতা যাচাই করে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। কীভাবে Information system কে কম্পিউটার ক্রিমিনালদের আক্রমণ থেকে নিরাপদ রাখা যায়? ১০০%
৩। পদ্ধতি উন্নয়ন জীবনচক্র বলতে কি বুঝায়? কীভাবে ইন্টারনেট ও ইন্টারনেট প্রযুক্তি কাজ করে এবং কীভাবে যোগাযোগ ই-বিজনেসে সাহায্য করে, তা ব্যাখ্যা কর। ১০০%
৪। নেটওয়ার্ক পাইরেসি কাকে বলে? ব্যবসায়ে রোবোটিক্স এর ব্যবহার লেখ। ১০০%
৫। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদানগুলো এবং মাস্টার ফাইল ও ট্রানজেকশন ফাইলের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৬। সিস্টেম সফ্টওয়‍্যার ও এ্যাপ্লিকেশন সফ্টওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৭। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৮। কেন বাংলাদেশের মানুষ তথ্যব্যবস্থার বিরোধিতা করে? ব্যাখ্যা কর। ১০০%
৯। প্রোগ্রামিং লেংগুয়েজ বলতে কি বুঝ? সিস্টেম উন্নয়নে প্রোগ্রামের ভূমিকা বর্ণনা কর। ৯৯%
১০। DSS-এর ব্যবহার লিখ। ৯৯%
১১। RAM এর বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১২। ওএমআর এবং ওসিআর এর মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৩। হাব ও সুইচের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৪। ডেটাকে তথ্যে রূপান্তর প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%
১৫। উপাত্ত প্রক্রিয়াকরণ কী? কম্পিউটার কিভাবে উপাত্ত প্রক্রিয়াকরণ করে? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ই-কমার্স ও ই-বিজনেসের পার্থক্য এবং প্রযুক্তির নৈতিকতা নীতিসমূহ আলোচনা কর।১০০%
(খ) তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ও নৈতিক চ্যালেঞ্জসমূহ লিখ। ১০০%
২। (ক) কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আলোচনা কর। ১০০%
(খ) সিদ্ধান্ত সহায়ক পদ্ধতির ব্যবহার লিখ। ১০০%
৩। (ক) এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং বলতে কী বুঝ?১০০%
(খ) তথ্যব্যবস্থা ও প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকিসমূহ বর্ণনা কর। ১০০%
৪।(ক) টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
(খ) কম্পিউটার নেটওয়ার্কের কার্যাবলি উল্লেখ কর। ১০০%
৫। (ক) ইনফরমেশন সুপারহাইওয়ে বলতে কী বুঝায়? ১০০%
(খ) ব্যবসায়ে ইন্টারনেটের ব্যবহার ব্যাখ্যা কর। ১০০%
৬। (ক) WiFi কি? এর বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
(খ) বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আলোচনা কর। ১০০%
৭। (ক) কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝায়? ১০০%
(খ) গ্লোবাল আইটির প্লাটফর্ম হিসেবে ইন্টারনেটের ব্যবহার আলোচনা কর। ১০০%
৮। (ক) ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি কাকে বলে? ১০০%
(খ) ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনা তথ্যপদ্ধতির ভুমিকা আলোচনা কর। ১০০%
৯। (ক) তথ্য ব্যবস্থায় কম্পিউটারের ভূমিকা আলোচনা কর। ৯৯%
(খ) তথ্যের মূল্য ও ব্যয় বর্ণনা কর। ৯৯%
১০। (ক) তথ্য ও জ্ঞান এর মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
(খ) ব্যবসায়ে ব্যবহৃত বিভিন্ন প্রকার তথ্যপদ্ধতির বর্ণনা দাও। ৯৯%
১১। (ক) ব্যবসায় পেশাজীবীদের তথ্য ব্যবস্থার নির্মাণ কাঠামো আলোচনা কর। ৯৯%
(খ) ম্যানুয়াল ও কম্পিউটারভিত্তিক তথ্য ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২।(ক) ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম এর ব্যবহার ব্যাখ্যা কর। ৯৯%
(খ) DSS এর কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১৩। (ক) ওয়ার্ড প্রসেসিং সফটওয়‍্যার কি? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্য লিখ। ৯৯%
(খ) প্রোগ্রামিং লেংগুয়েজ বলতে কি বুঝ?অপারেটিং সিস্টেমের প্রকারভেদ লিখ। ৯৯%
১৪।(ক) কম্পিউটার প্রজন্মসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) ডেটার হায়ারার্কি বর্ণনা কর। ৯৯%
১৫। (ক) ই-কমার্স কি? সমাজে তথ্য প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বর্ণনা কর। ৯৯%
(খ) তথ্য নিরাপত্তায় বায়োমেট্রিক্সের ভূমিকা আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*