প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ দর্শন বিষয় সমাজ দর্শন ৪১১৭১৫ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সামাজিক বিবর্তনের প্রবক্তা কে?
বিবর্তনবাদের মূল প্রবক্তা কে?
উঃ হার্বার্ট স্পেন্সার।
২। ইবনে খালদুনের একটি বইয়ের নাম লিখ।
উঃ আল-মুকাদ্দিমা।
৩। সমাজ দর্শনের সংজ্ঞা দাও।
উঃ সমাজজীবনের আদর্শ ও মূল্য সম্পর্কীয় প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে সমাজদর্শন বলে।
৪। “Communist Manifesto” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ “Communist Manifesto” গ্রন্থটি লিখেছেন কার্ল মার্কস ৷
৫। অগাস্ট কোঁতের পুরা নাম কী?
উঃ ইসিডোর মেরী অগাস্ট ফ্রানকোইস জেভিয়াল কোঁৎ।
৬। পুঁজিবাদ কী?
উঃ পুঁজিবাদ হলো বাজার ব্যবস্থার সাথে বাধা একটি মুনাফা তৈরির ব্যাপার, যা বিভিন্ন দেশে একাধিক রূপে বিকশিত হয়েছে।
৭। আধুনিক আমলাতন্ত্রের জনক কে?
উঃ আধুনিক আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
৮। সামাজিক প্রতিষ্ঠানের কয়টি স্তর ও কী কী?
উঃ সামাজিক প্রতিষ্ঠানের তিনটি স্তর রয়েছে। যথা- ১. পরিবার, ২. রাষ্ট্র ও ৩. নৃগোষ্ঠী বা পরার্থবাদ।
৯। সামাজিক সংহতির মূল ভিত্তি কী?
উঃ সামাজিক সংহতির মূল ভিত্তি হচ্ছে মানসিক প্রক্রিয়া।
১০। ট্যালকট পারসঙ্গ কোন দেশের সমাজবিজ্ঞানী?
উঃ আমেরিকার সমাজ বিজ্ঞানী।
১১। ‘The division of labour in society’ গ্রন্থটি কে লিখেছেন?
উঃ The Division of Labour in society’ গ্রন্থটি এমিল ডুর্খেইম লিখেছেন (Emile Durkheim).
১২। ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতার প্রধান ধরনগুলো কি কি?
উঃ ১. পরিবার, ২. রাষ্ট্র ও ৩. নৃগোষ্ঠী ।
১৩। ট্যালকট পারসন্স কোন দেশের সমাজবিজ্ঞানী?
উঃ ট্যালকট পারসন্স (Talcott Parsons) আমেরিকার সমাজবিজ্ঞানী ছিলেন।
১৪। ‘Communist manifoste’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কার্ল মার্কস (Karl Marx).
১৫। বুর্জোয়া কারা?
উঃ উৎপাদন ব্যবস্থায় মালিক শ্রেণিকে বুর্জোয়া বলে।
১৬। পরিবার কী?
উঃ পরিবার হচ্ছে বিবাহবন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রীলোক যৌথভাবে বসবাস করার একটি সংগঠন।
১৭। এলিট তত্ত্ব কী?
উঃ প্যারোটোর মতে, যে সকল ব্যক্তিবর্গ তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে সর্বোচ্চ গুণ বা যোগ্যতার অধিকারী তারাই এলিট।
১৮। ‘Muqaddimmah” গ্রন্থটি কে লিখেছেন?
উঃ ‘Muqaddimmah’ গ্রন্থের জন্য ইবনে খালদুন সর্বজন বিদিত (Ibn Khaldun).
১৯। ডুরখেইমের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক অবদান কোনটি?
উঃ আত্মহত্যা সম্পর্কিত আলোচনা।
২০। ‘সমগ্র মানব ইতিহাস হলো শ্রেণি সংগ্রামের ইতিহাস”-উক্তিটি কার?
উঃ উক্তিটি কার্ল মার্কসের (Karl Marx’s).
২১। ম্যাক্স ওয়েবারের চিন্তাধারায় কিসের দ্বন্দ্ব ছিল?
২২। অগাস্ট কোঁতের পুরো নাম কি?
উঃ ইসিডোর মেধা অগাস্ট প্রাণ কোসিস জেভিয়াত কোৎ।
২৩। ইবনে খালদুন কত খ্রিস্টব্দে জন্মগ্রহণ করেন?
উঃ ১৩৩২ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিসে জন্মগ্রহণ করেন।
২৪। Max Weber এর একটি গ্রন্থের নাম লিখ।
উঃ The Sociology of Religion.
২৫। “ধর্ম অবশ্যই সমাজ হতে উত্থিত এবং সমাজ গোষ্ঠীর প্রতীত” —উক্তিটি কার?
উঃ উক্তিটি এমিল ডুর্খেইমের (Emile Durkheim).
২৬। স্বাধীনতার দুটি রক্ষাকবচের নাম লিখ।
উঃ আইনের শাসন।
২৭। প্যারেটোর মতে Elite কে?
উঃ প্যারোটোর মতে, “যে সকল ব্যক্তিবর্গ তাদের স্ব-স্ব কর্মক্ষেত্রে সর্বোচ্চ গুণ বা যোগ্যতার অধিকারী তারাই এলিট।”
২৮। সমাজ দর্শন -এর জনক কে?
উঃ সমাজদর্শনের জনক অগাস্ট কোঁৎ (August Comte).
২৯। ‘আল মুকাদ্দিমা’ গ্রন্থটি কে লিখেছেন?
উঃ ইবনে খালদুনের।
৩০। অগাস্ট কোঁতের ত্রয়স্তর কী কী?
উঃ ১. ধর্ম তত্ত্ব সম্বন্ধীয় স্তর, ২. অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর এবং ৩. দৃষ্টবাদী স্তর।
৩১। সামাজিক ক্রিয়া কি?
উঃ কোন ক্রিয়াকে সামাজিক বলা হয় যখন ক্রিয়াকারী ব্যক্তি সংশ্লিষ্ট ক্রিয়াটির উপর বিষয়গত অর্থ আরোপ করে এবং ক্রিয়াটি অপরের আচরণ পেয়ে মূল্য দেয় ও এর গতি প্রকৃতি তার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৩২। সমাজ দর্শনের জনক কে?
উঃ ইবনে খালদুন।
৩৩। সামাজিক ক্রিয়া কী?
উঃ কোনো ক্রিয়াকে সামাজিক বলা হয় যখন ক্রিয়াকারী ব্যক্তি সংশ্লিষ্ট ক্রিয়াটির উপর বিষয়গত অর্থ আরোপ করে এবং ক্রিয়াটি অপরের আচরণ পেয়ে মূল্য দেয় ও এর গতি প্রকৃতি তার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৩৪। পুঁজিবাদী সমাজের শ্রেণিগুলো কী কী?
উঃ ১. বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণি এবং ২. প্রোলেতারিয়েত বা শ্রমিক শ্রেণি ৷
৩৫। কর্তৃত্ব কী?
উঃ ওয়েবারের মতে, কর্তৃত্ব হলো ক্ষমতাকে আইনসঙ্গত করার যোগ্যতা।
৩৬। এলিট কী?
উঃ এলিটতত্ত্ব বলতে সমাজের উচ্চ শ্রেণি ও নিম্নশ্রেণির সম্পর্ককে বুঝায়।
৩৭। “Muqaddimmah”- গ্রন্থটি কে লিখেছেন?
উঃ ইবনে খালদুনের।
৩৮। ‘আসাবিয়্যাহ’ এর অর্থ কী?
উঃ ‘আসাবিয়্যাহ’ এর অর্থ সামাজিক সংহতি।
৩৯। হার্বার্ট স্পেন্সার কোন দেশের দার্শনিক?
উঃ হার্বার্ট স্পেন্সার ব্রিটিশ দার্শনিক।
৪০। প্রথা কী?
উঃ বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে যে নিয়মনীতির পর্যালোচনা দেখা যায় তাকে প্রথা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। কল্যাণ রাষ্ট্র বলতে কী বুঝায়? ১০০%
২। সমাজ দর্শন পাঠের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৩। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্যগুলো লিখ। ১০০%
৪। সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৫। ম্যাক্সওয়েবারের সামাজিক ক্রিয়াতত্ত্ব আলোচনা কর। ১০০%
৬। ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্কে ব্যাখ্যা কর। ১০০%
৭। দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোঁতের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৮৷ ডুর্খেইমের শ্রমবিভাজন তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৯। অগাস্ট কোঁতের ত্রয়স্তর সূত্র বর্ণনা কর। ১০০%
১০। হার্বার্ট স্পেন্সারের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কী? ১০০%
১১। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও সমাজতন্ত্রবাদের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কি? ৯৯%
১৩। মূল্যবোধ বলতে কি বুঝ? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। সমাজ দর্শন বলতে কী বুঝায়? নীতিবিদ্যার সাথে এটি কীভাবে সম্পর্কিত? ১০০%
২। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝ? সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলো সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৩। এমিল ডুর্খেইমেরন আত্মহত্যা সম্পর্কিত তত্ত্ব আলোচনা কর। ১০০%
৪। গণতন্ত্র বলতে কী বোঝ? গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৫। ব্যক্তি বলতে কী বোঝ? ব্যক্তি ও সমাজ সম্পর্কিত মতবাদ হিসেবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ব্যাখ্যা কর। ১০০%
৬। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে ম্যাক্সওয়েবারের তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৭। ইবনে খালদুনের সমাজ দর্শন ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০০%
৮। অগাস্ট কোঁতের দৃষ্টবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০০%
৯। আমলাতন্ত্র কি? ম্যাক্সওয়েবারের আমলাতন্ত্র ব্যাখ্যা কর। ১০০%
১০। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের প্রকৃতি ও কার্যাবলি ব্যাখ্যা কর। ১০০%
১১। অগাস্ট কোঁতের দৃষ্টবাদ আলোচনা কর। বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে দৃষ্টবাদ আলোচনা কর। ৯৯%
১২। ডুর্খেইমের শ্রমবিভাজন তত্ত্বটি আলোচনা কর। ৯৯%
১৩। সামাজিক বিবর্তন ব্যাখ্যায় স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্বটি আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*