ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থায়ন: ১৩২৪০১ রকেট স্পেশাল সাজেশন ৯৫% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-BOP, UNCTAD, SAPTA, EFTA, CCI&E, WTO, MFN, FDBP, GSP, TIN, DDP, GATT, OECD,
উঃ BOP-এর পূর্ণরূপ হলো- Balance of Payment.
UNCTAD এর পূর্ণরূপ হলো-United Nations Conference on Trade & Development (UNTACD).
SAPTA এর পূর্ণরূপ South Asian Preferential Trade Agreement.
২। মূলধন হিসাব কী?
উঃ সাধারণভাবে আন্তর্জাতিক পর্যায়ে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি মূলধনের আগমন ও নির্গমনের হিসাব যে হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তাকে মূলধন হিসাব বলে।
৩। প্রত্যয়পত্র কী?
উঃ এল/সি বা প্রত্যয়পত্র হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এক প্রকার ঋণের দলিল যার মাধ্যমে ব্যাংক এই দলিলে উল্লিখিত শর্তসাপেক্ষে আমদানিকারকের উপর অঙ্কিত বিল মর্যাদা করা হবে বলে প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রদান করে।
৪। দুটি বহুজাতিক কোম্পানির নাম লিখ।
উঃ Cocacola, KFC, Macdonals, Walmart, Amazon,Alibaba ইত্যাদি বহুজাতিক কর্পোরেশনের মধ্যে উল্লেখযোগ্য।
৫। Trams of Trade কী?
উঃ বাণিজ্য হার বলতে পণ্য সামগ্রীর আদমানি ও রপ্তানির বিনিময় হারকে নির্দেশ বা চিহ্নিত করা হয়ে থাকে। পারস্পরিক চাহিদার তীব্রতা অনুযায়ী প্রতি একক রপ্তানিকৃত পণ্যাদির বিপরীতে অধিক পরিমাণ আমদানিকৃত পণ্যাদি প্রাপ্তির বিষয়টিকে রপ্তানিকারক দেশের বাণিজ্য লাভ হিসেবে দেখানো হয়ে থাকে।এর ফলে রপ্তানি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে।
৬। সুযোগ ব্যয় কী?
উঃ কোনো দ্রব্যের এক একক প্রাপ্তির জন্য অন্য দ্রব্যের যত একক ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে।
৭। বিনিময় হার কী?
উঃ যে হারে বা অনুপাতে দেশীয় মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করা হয় তাকে বৈদেশিক বিনিময় হার বা বিনিময় হার বলে।
৮। পেগিং পদ্ধতি কী?
উঃ পেগিং হলো যে বিনিময় হারে সংশ্লিষ্ট দেশগুলো সুনির্দিষ্ট বিনিময় হার বজায় রেখে অঙ্গীকারবদ্ধ হয় তাকে পেগিং পদ্ধতি বলে।
৯। ঘাটতি বাণিজ্য কী?
উঃ যখন কেটি দেশে রপ্তানির থেকে আমদানি বেশি হয় তখন তাকে ঘাটতি বাণিজ্য বলে।
১০। সরকারি হস্তক্ষেপ কী?
উঃ বিনিময় হারের উপর একটি দেশ বিভিন্ন উপায়ে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিধি-নিষেধ আরোপ করে তাকে সরকারি হস্তক্ষেপ বলে।
১১। স্পট মার্কেট কী?
উঃ সাধারণত বৈদেশিক মুদ্রা লেনদেনের সবচেয়ে সাধারণ ধরন তাৎক্ষণিক বিনিময়। এই লেনদেন যে বাজার ঘটে তাই স্পট মার্কেট হিসেবে পরিচিত।
১২। মুদ্রাস্ফীতি কী?
উঃ অর্থনীতিবিদ ক্রাউত্থারের মতে, “মুদ্রাস্ফীতি এমন এক পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমেই কমে, অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমেই বাড়ে।”
১৩। কোটা কী?
উঃ নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য রপ্তানি বা আমদানি করা যাবে তা নিরূপণের পদ্ধতিকে কোটা বলে পরিমাণগতভাবে কোটা প্রকাশ করলে তাকে প্রত্যক্ষ কোটা এবং মূল্যের ভিত্তিতে প্রকাশ পেলে তাকে পরোক্ষ কোটা বলে।
১৪। বৈদেশিক মুদ্রা কী?
উঃ কোনো দেশের ক্ষেত্রে নিজের দেশের মুদ্রা ছাড়া অন্যান্য দেশের মুদ্রাকে বৈদেশিক মুদ্রা বলে।
১৫। অফার রেখা কী?
উঃ অফার রেখা একটি দেশের ইচ্ছানুসারে বিশ্ব বাজারে আমদানি ও রপ্তানির পরিমাণ যা দেশটি সম্ভাব্য তুলনামূলক মূল্যে আমদানি ও রপ্তানি করে থাকে।
১৬। OTC কী?
১৭। বিনিময় হার ঝুঁকি কী?
উঃ এক দেশের মুদ্রা অপর দেশের মুদ্রায় পরিবর্তন বা বিনিময় হওয়ার ফলে যেসব ঝুঁকির সৃষ্টি হয় তাকে বিনিময় হার ঝুঁকি বলে।
১৮। নিরপেক্ষ রেখা কী?
উঃ নিরপেক্ষ রেখা কতকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি রেখা বা সঞ্চার পথ যেখানে বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পায় এবং ভোক্তা প্রতিটি সংমিশ্রণ থেকে সমান তৃপ্তি পায়৷
১৯। চালান কী?
উঃ যে পত্রে পণ্যের নাম, ওজন, সংখ্যা, মূল্য, তারিখ ক্রেতা-বিক্রেতার বিস্তারিত ঠিকানা উল্লেখ করে রপ্তানিকারক আমদানিকারকের বরাবরে প্রেরণ করে তাকে চালান পত্র বলে।
২০। GATT কী?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল প্রতিষ্ঠার পর বিশ্ব বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা গঠনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু বিভিন্ন দেশ ও ব্যাপারে মতৈক্যে পৌছাতে ব্যর্থ হয়। পরবর্তীতে ১৯৪৮ সালে হাভানা সম্মেলনে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি হয়, যা সংক্ষেপে GATT নামে পরিচিত।
২১। প্রত্যক্ষ কোটা কী?
উঃ পরিমাণগতভাবে কোটা প্রকাশ করা হলে তাকে প্রত্যক্ষ কোটা বলে।
২২। অভ্যন্তরীণ বাণিজ্য কী?
উঃ কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অথবা একই দেশের এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের পণ্য ও সেবা বিনিময় বা লেনদেন কার্যক্রমকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
২৩। অবাধ বাণিজ্য কী?
উঃ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া যখন বাণিজ্য প্রচলিত হয়,তখন তাকে অবাধ বা মুক্ত বাণিজ্য বলে।
২৪। আন্তর্জাতিক বাণিজ্য নীতি কী?
উঃ দেশের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার যে নীতি প্রণয়ন করে তাকে আন্তর্জাতিক বাণিজ্য নীতি বলে।
২৫। বৈদেশিক বিনিময় হার কী?
উঃ যে হারে বা অনুপাতে দেশীয় মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করা হয় তাকে বৈদেশিক বিনিময় হার বলে।
২৬। কোটা কী?
উঃ কোনো নির্দিষ্ট সময় কি পরিমাণ পণ্য বস্তুগত বা মূল্যগত অর্থে রপ্তানি বা আমদানি করা যাবে তা নিরূপণের পদ্ধতিকে কোটা বলে।
২৭। সংঘ কী?
উঃ তন্তু সংঘ একটি আঞ্চলিক পদ্ধতি যেখানে সংঘের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা নেই অথচ বাইরের জন্য কোনো দেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যেক সদস্য একই শুল্ক আরোপ করে।
২৮। তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো।
২৯। সুযোগ ব্যয় তত্ত্বের প্রবক্তা কে?
উঃ সুযোগ ব্যয় তত্ত্বের প্রবক্তা হেবারলার।
৩০। MNC কী?
উঃ একাধিক দেশের সহযোগিতায় বাণিজ্যিক কাজকর্ম পরিচালনাকারী সংস্থাকে বহুজাতিক কর্পোরেশন বা MNC বলা হয়। এই সংস্থার বিভিন্ন শাখা কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকতে পারে।
৩১। শিশু শিল্প কী?
উঃ প্রাথমিক পর্যায়ের নতুন শিল্প গড়ে ওঠার প্রক্রিয়াকে শিশু শিল্প বলে।
৩২। আন্তর্জাতিক কার্টেল কী?
উঃ বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি পণ্য উৎপাদনকারীগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে যখন কোনো সংগঠন গড়ে তোলে তখন তাকে আন্তর্জাতিক কার্টেল বলে।
৩৩। শুল্ক সংঘ কী?
উঃ শুল্ক সংঘ বলতে কয়েকটি দেশের মধ্যে একটি নির্দিষ্ট বাণিজ্যিক চুক্তি বুঝায়, যেখানে দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকবে না, কিন্তু চুক্তির বাইরের কোন দেশের সঙ্গে সদস্য দেশগুলো অভিন্ন শুল্ক আরোপ করবে।
৩৪। পরোক্ষ বিনিয়োগ কী?
উঃ যে বিনিয়োগে বিনিয়োগকারী সরাসরি বিনিয়োগ না করে মধ্যস্থতাকারীর মাধ্যমে বিনিয়োগ করে থাকে পরোক্ষ বিনিযোগ বলে।
৩৫। বাণিজ্য নীতির হাতিয়ার কি কি?
উঃ বাণিজ্য শুল্ক, রপ্তানি শুল্ক, ভর্তুকি, কোটা ইত্যাদি হলো- বাণিজ্য নীতির হাতিয়ার।
৩৬। বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভাল’- উক্তিটি কার?
উঃ ‘বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য- ভাল’- উক্তিটি- পল স্যামুয়েলসন এর ।
৩৭। সংরক্ষণাবাদ কী?
উঃ সেসকল ক্ষেত্রে সরকার আমদানি রপ্তানি বাণিজ্যকে বিভিন্ন বিভিন্ন সরকারি বিধি নিষেধের আওতায় নিয়ে আসে তাই সংরক্ষণাবাদ।
৩৮। অবাধ বাণিজ্য এলাকা বা সংগঠন কি?
উঃ দুই বা ততোধিক দেশ মুক্ত বাণিজ্য এলাকা গঠন করে একে অপরের বাণিজ্য থেকে সব রকমের আমদানি শুল্ক তুলে নিয়ে বাকি বিশ্বের সাথে মূল শূল্ক হার বজায় রাখলে সেই সংগঠনকে অবাধ বাণিজ্য এলাকা বলে ।
৩৯। পরোক্ষ বিনিময় হার কি?
উঃ যে পদ্ধতিতে দেশীয় মুদ্রাকে স্থির ধরে এবং বৈদেশিক মুদ্রাকে পরিবর্তশীল ধরা হয় তাকে পরোক্ষ বিনিময় হার বলে।
৪০। এডভাইজিং ব্যাংক কী?
উঃ আমদানিকারকের মনোনীত ব্যাংক রপ্তানিকারকের দেশে অবস্থিত যে ব্যাংকের বরাবর প্রত্যয়পত্র ইস্যু করে তাকে এডভাইজিং ব্যাংক বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। আন্তর্জাতিক বাণিজ্যের পাঁচটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
২। বহুজাতিক কোম্পানির সাধারণ বৈশিষ্ট্যসমূহ কী? ১০০%
৩। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৪। লেনদেন ভারসাম্য কী? লেনদেন ভারসাম্যহীনতার কারণ লিখ। ১০০%
৫। অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের পার্থক্য দেখাও। ১০০%
৬। শুল্কের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। ১০০%
৭। বাণিজ্য হতে আয়ের প্রভাব বিস্তারকারী উপাদনসমূহ লিখ। ১০০%
৮। ওয়েজ আর্নারস স্কীমের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৯। ইসলামি উন্নয়ন ব্যাংকের কার্যাবলি লিখ। ৯৯%
১০। তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব উন্নয়নশীল দেশের জন্য কতটুকু প্রযোজ্য? ৯৯%
১১। লেনদেন ভারসাম্যের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশে কী অবাধ বাণিজ্য চালু করা উচিত? ৯৯%
১৩। প্রত্যয়পত্রের সুবিধাসমূহ লিখ। ৯৯%
১৪। বিনিময় হার ও ভাসমান বিনিময় হার পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৫। স্পট রেট ও ফরওয়ার্ড রেট এর মধ্যকার পার্থক্যগুলো কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির উপায় আলোচনা কর। ১০০%
৩। বৈদেশিক বিনিময় হারের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
৪। আন্তর্জাতিক বাণিজ্যের চরম ব্যয় সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৫। বহুজাতিক কোম্পানির খরচ কী ? বহুজাতিক কোম্পানির অসুবিধাগুলো লিখ। ১০০%
৬। কোটা কী? শুল্ক আরোপের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূল অবস্থার কারণগুলো বর্ণনা কর। ১০০%
৮। ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র কী? আন্তর্জাতিক বাণিজ্যের প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৯। মুক্ত বাণিজ্যের পক্ষে যুক্তি দেখাও। বহুজাতিক কোম্পানির উদ্দেশ্য অর্জনের বাধাসমূহ আলোচনা কর। ৯৯%
১০। আন্তর্জাতিক আর্বিট্রেজ কী? আন্তর্জাতিক আর্বিট্রেজের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
১১। হেবারলার প্রদত্ত আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ ব্যয় তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%
১২। সোয়াপ বলতে কী বুঝ? বিভিন্ন ধরনের সোয়াপ আলোচনা কর। ৯৯%
১৩। সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর। অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য সংরক্ষণের ভূমিকা বর্ণনা কর। ৯৯%
১৪। কোন কোন ক্ষেত্রে একটি দেশ পেগিং এ যায়? বিনিময় হার পদ্ধতির উপাদানসমূহ বর্ণনা কর। ৯৯%
১৫। বৈদেশিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ-ব্যাখ্যা কর। আন্তর্জাতিক বাণিজ্যের পণ্যের জীবনচক্র তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*