প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় উন্নয়ন সমাজবিজ্ঞান ৪১২০১৫ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-OECD, ECLA, GSP, CFC, SEATO, NATO, GSP, HDI, CFC, OECD, GDP, MDG, SDG, GNP, UNFPA.
OECD: Organization of Economic Co-operation and development.
ECLA: Economic Commission for Latin America.
GSP: Generalized System of preferences.
CFC: Chloro fluoro carbon.
SEATO; South East Asia Treaty Organization.
NATO: North Atlantic Treaty Organization.
Generalized System of preferences.
২। W.W. Rostow উন্নয়নের কয়টি ধাপের কথা বলেছেন?
উঃ ডব্লিউ ডব্লিউ রস্টো’র আধুনিকায়ন তত্ত্বের স্তর ৫টি।
৩। কাম্য জনসংখ্যা কী?
উঃ একটি রাষ্ট্রে যে পরিমাণ জনসংখ্যা থাকলে সর্বোচ্চ মাথাপিছু আয় নিশ্চিত করা যায়, তাই হচ্ছে কাম্য জনসংখ্যা।
৪। মেগাসিটি কী?
উঃ সাধারণত বৃহত্তম শহরে এক কোটি কিংবা তদূর্ধ্ব জনসংখ্যা বাস করলে তখন ঐ শহরটিকে মেগাসিটি বলে।
৫। কত সালে বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণীত হয়?
উঃ বাংলাদেশে প্রথম শিল্পনীতি হয় ১৯৭৩ সালে।
৬। ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বটির উদ্ভাবক কে?
সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা কে?
উঃ অগবাণ।
৭। কখন উন্নয়নের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয়?
উঃ ১৯৬০-এর দশকে।
৮। রেমিট্যান্স কী?
উঃ রেমিট্যান্স হলো প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থ।
৯। বহুজাতিক সংস্থা কী?
উঃ দুই বা তার অধিক দেশে বিনিয়োগকারী সংস্থাকে বহুজাতিক সংস্থা বলে।
১০। সুশীল সমাজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ প্রখ্যাত দার্শনিক টমাস হবস সপ্তদশ শতাব্দীতে সুশীল সমাজের ধারণাটি ব্যবহার করেন।
১১। বিশ্বায়ন কী?
উঃ বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্ব একীভূত হয়।
১২। পৃথিবীর বৃহত্তম মেগাসিটি কোনটি?
উঃ মেগাসিটির মধ্যে প্রথম জাপানের রাজধানী টোকিও।
১৩। কখন জাতিসংঘ কর্তৃক টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ঘোষিত হয়?
উঃ ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ঘোষিত হয়।
১৪। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% ।
১৫। ‘অতিনগরায়ণ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ ‘অতিনগরায়ণ’ শব্দটি প্রথম ব্যবহার করেন সমাজবিজ্ঞানী ব্রিজ।
১৬। ‘এশীয় উৎপাদন প্রণালী’ ধারণাটি কার?
উত্তর ‘এশীয় উৎপাদন প্রণালী’ ধারণাটি কার্ল মার্কসের।
১৭। তৃতীয় বিশ্বের এলিটদেরকে এ. জি. ফ্রাঙ্ক কি নামে অভিহিত করেছেন?
উঃ তৃতীয় বিশ্বের এলিটদেরকে এ. জি. ফ্রাঙ্ক তল্পিবাহক নামে অভিহিত করেন।
১৮। কখন সাম্রাজ্যবাদের পতন শুরু হয়?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
১৯। আধুনিকায়ন তত্ত্বের প্রধান প্রবক্তা কে?
উঃ আধুনিকায়ন তত্ত্বের মূল প্রবক্তা W. W. Rostow.
২০। সুশীল সমাজ কী?
উঃ গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ সক্রিয় সামাজিক কর্মকাণ্ড ও যৌথ উদ্যোগ গ্রহণকারী নাগরিক গৌষ্ঠীকে সুশীল সমাজ বলা হয়।
২১। টেকসই উন্নয়ন কী?
উঃ টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা অধিকতর নিরপেক্ষ অর্থনৈতিক অগ্রগতি আনয়নে অবদান রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ও বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করে এবং সঠিক অর্থে জীবনের মনোন্নয়ন ঘটায়।
২২। আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের মতে, ‘মেট্রোপলিস’ কী?
উঃ Metropolis অর্থ শহর।
২৩। ‘Development Theory and the Three Worlds’ গ্রন্থটির লেখক কে?
উঃ গ্রন্থটির লেখক হলেন- Bjom Hettne.
২৪। ‘Todaro’ এর মতে ‘উন্নয়নের মৌলিক উপাদান’ কয়টি?
উঃ ‘Todaro’-এর মতে ‘উন্নয়নের মৌলিক উপাদান’ ৩টি।
২৫। আমদানি বিকল্প শিল্প’ –ধারণাটি কার?
২৬। উন্নয়ন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় কখন?
উঃ ষাটের দশকে।
২৭। তৃতীয় বিশ্ব কী?
উঃ তৃতীয় বিশ্ব বলতে ঐসব দেশের সমষ্টিকে বুঝায় যারা শিল্পের অনগ্রসর এবং অর্থনৈতিক ও প্রবৃদ্ধি ছাড়া যাদের নগরায়ন বেড়ে চলেছে এবং যারা উন্নত দেশের সাহায্যের উপর নির্ভরশীল।
২৮। উপনিবেশ কী?
উঃ উপনিবেশের আধুনিক অর্থ হলো এক জাতির উপর অন্য জাতির আধিপত্য বিস্তার বা কোনো স্থান হতে সমবেতভাবে জনসমষ্টি অন্যত্র স্থাপন করাকে উপনিবেশ বলে।
২৯। ‘An Essay on the History of Civil Society’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ গ্রন্থটির রচয়িতা- এডাম ফার্গুসন (Adam Ferguson).
৩০। ডব্লিউ ডব্লিউ রস্টোর আধুনিকায়ন তত্ত্বের স্তর কয়টি?
উঃ ডব্লিউ ডব্লিউ রস্টো’র আধুনিকায়ন তত্ত্বের স্তর ৫টি।
৩১। আধুনিকতা কী?
উঃ আধুনিকতা হচ্ছে সমাজের সামন্তবাদী প্রথা থেকে বেরিয়ে আধুনিক যুগে উপনীত হওয়ার প্রক্রিয়া যার মূল
চালিকা শক্তি ছিল বাণিজ্যকরণ বা শিল্পায়ন।
৩২। GDP ও GNP এর মধ্যে পার্থক্য লিখ।
উঃ GDP দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বোঝা যায় না। কিন্তু GNP দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বোঝা যায়।
৩৩। Bureaucracy শব্দটি কোন কোন শব্দ হতে উৎপত্তি লাভ করেছে?
উঃ ফরাসি শব্দ Brueau যার অর্থ টেবিল বা দফতর এবং গ্রিক শব্দ Kratia শব্দের অর্থ শাসন ব্যবস্থা।
৩৪। প্রাক-পুঁজিবাদী সমাজের দুইটি বৈশিষ্ট্য লিখ।
উঃ প্রাক-পুঁজিবাদী সমাজের দুইটি বৈশিষ্ট্য হলো-
১. ধর্মযাজক বা পুরোহিতদের প্রাধান্য ছিল ও
২. অর্থনীতিতে কৃষক শ্রেণির বিশেষ ভূমিকা ছিল।
৩৫। আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বের কেন্দ্রীয় ধারণা দুটি কী?
উঃ আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বের কেন্দ্রীয় ধারণা দুটি হলো- নির্ভরশীলতা প্যারাডাইম ও নির্ভরশীলতা মুক্ত বাজার ।
৩৬। দু’টি মেট্রোপলিস সিটির নাম লিখ।
উঃ নিউইয়র্ক ও টোকিও।
৩৭। Imperialism: The Highest stage of Capitalism গ্রন্থটির লেখক কে?
উঃ Imperialism : The Highest stage of Capitalism গ্রন্থটির লেখক মার্কসবাদী লেখক লেনিন।
৩৮। আমলাতন্ত্র সম্পর্কিত ধারণার প্রধান প্রবক্তা কে?
উঃ জার্মান সমাজবিজ্ঞানী Max Weber.
৩৯। আধুনিকায়ন তত্ত্বের দু’জন তাত্ত্বিকের নাম উল্লেখ কর।
উঃ আধুনিককায়ন তত্ত্বের দু’জন তাত্ত্বিকের নাম উল্লেখ করা হলো-
১. এ আর দেসাই ও ২. ডব্লিউ ডব্লিউ রস্টো।
৪০। মানব উন্নয়নের দু’টি সূচক উল্লেখ কর।
উঃ মানব উন্নয়ন সূচকের দুটি নির্ধারক হলো :-
(ক) গড় আয়ুষ্কাল এবং (খ) জীবন যাত্রার মান।
৪১। আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হলো : ১. আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য স্থায়িত্ব এবং ২. সবাই বেতনভুক্ত কর্মচারী।
৪২। বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন।
৪৩। বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা কে?
উঃ বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন।
৪৪। উন্নয়নের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় কখন?
উঃ ষাটের দশকে।
৪৫। ‘Sociology of the Third World’ গ্রন্থটির লেখক কে?
উঃ Sociology of the third world গ্রন্থটির রচয়িতা হলেন জে.ই গোল্ডথপ (J.E. Goldthorpe).
৪৬। অতি নগরায়ণ কি?
উঃ একটি নগরীতে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতি নগরায়ন বলে।
৪৭। বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা কে?
উঃ বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন।
৪৮। আমলাতন্ত্র ধারণাটির প্রধান প্রবক্তা কে?
উঃ Max Weber (ম্যাক্স ওয়েবার)।
৪৯। বৈদেশিক সাহায্য কি?
উঃ বৈদেশিক সাহায্য বলতে উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোকে যে সাহায্য প্রদান করে তাকে বৈদেশিক সাহায্য বলে।
৫০। বহুজাতিক সংস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ বহুজাতিক সংস্থার একটি বৈশিষ্ট্য হলো এদের বহু সংখ্যক বিদেশি শাখা ও সহযোগী থাকে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আধুনিকায়নের সংজ্ঞা দাও। ১০০%
অথবা, আধুনিকীকরণের সংজ্ঞা দাও। ১০০%
২। স্থানীয় সরকার বলতে কী বোঝ? ১০০%
৩। উন্নয়নের সমাজবিজ্ঞান বলতে কী বুঝ? ১০০%
৪। নব্য-উপনিবেশবাদ বলতে কী বুঝ? ১০০%
৫। নব্য মার্কসবাদ কাকে বলে? ১০০%
৬। বাংলাদেশে শিল্পায়নের প্রধান প্রতিবন্ধকতাসমূহ কী? ১০০%
৭। সাংস্কৃতিক নির্ভরশীলতা ব্যাখ্যা কর। ১০০%
অথবা, নির্ভরশীলতা তত্ত্ব কি? বৈশিষ্ট্যসমূহ লিখ।
৮। অতি নাগরায়ণ কী? ১০০%
৯। সুশীল সমাজ কি? সুশীল সমাজের উদ্দেশ্যাবলি কি কি? ০০%
১০। বহুজাতিক সংস্থা কি? এর বৈশিষ্ট্যাবলি লিখ। ১০০%
১১। শিল্পায়ন ও সাংস্কৃতিক বিশ্বায়ন কি? ৯৯%
১২। কাম্য জনসংখ্যা ও জনসংখ্যা বৃদ্ধি কি? ৯৯%
১৩। নগরায়নের চারটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৪। আমলাতন্ত্র কি? এর বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। উন্নয়নের সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ১০০%
২। সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৩। অপরিকল্পিত নগরায়ণ কাকে বলে? অপরিকল্পিত নগরায়ণের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাসমূহ আলোচনা কর। ১০০%
৪। জনসংখ্যাকে সম্পদে পরিণত করার কৌশলসমূহ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের শিল্পায়নে বৈদেশিক পুঁজির ভূমিকা পর্যালোচনা কর। ১০০%
৬। উন্নয়নশীল দেশের উন্নয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর। ১০০%
৭। উন্নয়নশীল দেশসমূহে উন্নয়ন প্রক্রিয়ায় সংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
৮। টেকসই উন্নয়ন কি? উন্নয়নশীল বিশ্বে টেকসই উন্নয়নের প্রকৃতি ব্যাখ্যা কর। ১০০%
৯। বৈদেশিক সাহায্য কী? বৈদেশিক সাহায্যের প্রভাবসমূহ আলোচনা কর। ১০০%
১০। আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
১১। সামাজিক সচেতনতা আনয়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১২। পল্লী উন্নয়ন কি? পল্লি উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্ব আলোচনা কর। ৯৮%
১৪। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*