প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় সামাজিক গবেষণা ও পরিসংখ্যান ৪১২১১৫ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-
ECNEC, IMED, BGMEA, DPEC, BIDS, MDG
২। আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায়?
উঃ আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম সোভিয়েত রাশিয়ায় পাওয়া যায়।
৩। Understanding Public Policy’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ জেমস. ই. এ্যান্ডারসন
(J.E. Anderson ) ।
৪। জননীতি প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উঃ আইনসভা বা পার্লামেন্ট ।
৫। নীতি প্রণয়নের পরবর্তী ধাপ কোনটি?
উঃ সিদ্ধান্ত প্রণয়ন ।
৬। মডেল’ কী?
উঃ মডেল হচ্ছে এমন একটি বৈজ্ঞানিক, যুক্তিভিত্তিক, সুনির্দিষ্ট, সুস্পষ্ট, বাস্তব ও প্রকৃত তাত্ত্বিক কাঠামো, যাকে দিয়ে বা যার মাধ্যমে কোনো সমাজ বা ব্যবস্থাকে ব্যাখ্যা করা যায় ৷
৭। টার্গেট গ্রুপ কী?
উঃ টার্গেট গ্রুপ হলো একটি দরিদ্র বিমোচন কার্যক্রম।
৮। ব্যবস্থা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ডেভিড ইস্টন ।
৯। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উঃ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব।
১০। বর্তমান শিল্পনীতি প্রণীত হয় কত সালে?
উঃ ২০১৬ সালে।
১১। দুইটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম লেখ।
উঃ দুইটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হলো- শ্রমিক সংগঠন ও বণিক সমিতি।
১২। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সার্থক ব্যাখ্যাকারী কে?
উঃ চেষ্টার আই বার্নাড ।
১৩। Understanding Public Policy’ গ্রন্থের লেখক কে?
উঃ Thomas R. Dye.
১৪। জননীতির দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ জননীতির দুটি বৈশিষ্ট্য হলো-
১. নীতি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের দিকনির্দেশনা এবং
২. নীতি হচ্ছে ন্যায়সঙ্গত ও সুপরিকল্পিত কর্ম ব্যবস্থা।
১৫। NEC’ সভায় কে সভাপতিত্ব করেন?
উঃ ‘NEC’ সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।
১৬। নীতি প্রণয়ন কি?
উঃ নীতি প্রণয়ন হচ্ছে বিভিন্ন অংশগ্রাহক তার মধ্যে আন্তঃক্রিয়ার ফল ।
১৭। তত্ত্ব কি?
উঃ তত্ত্ব হলো বাস্তব জবাবের কোনো বিষয়ের সফল উপস্থাপনা ।
১৮। আমলাতন্ত্রের জনক কে?
উঃ ম্যাক্স ওয়েবার।
১৯। Rational বা যুক্তিসিদ্ধ মডেলের প্রবক্তা কে?
উঃ হার্বার্ট সাইমন ।
২০। কয়েকটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নাম লিখ।
উঃ শ্রমিক সংগঠন, বণিক সমিতি, পেশাদার সমিতি, যথা- শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, বুদ্ধিজীবী ও বিভিন্ন সরকারি চাকরিজীবী
সমিতি ।
২১। নীতি বাস্তবায়ন কি?
উঃ নীতি বাস্তবায়ন হলো কোন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নীতিকে কার্যে পরিণত করা।
২২। হার্বার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটির নাম কি?
উঃ Rational Decision Making Theory বা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব।
২৩। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উঃ সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হলো- সমস্যা চিহ্নিতকরণ
২৪। নীতি মূল্যায়ন কি?
উঃ সরকারি কোনো নীতি পর্যালোচনা করা, ভুল ত্রুটি বিবেচনা করে দেখা ইত্যাদিই নীতির মূল্যায়ন।
২৫। নীতি মূল্যায়নের পূর্বশর্ত কি?
উঃ পর্যবেক্ষণ ।
২৬। ফিডব্যাক কী?
উঃ রাজনৈতিক ব্যবস্থার ওপর দাবির চাপ বেশি হলে পুনরাবর্তন প্রক্রিয়াকে ফিডব্যাক
বলে ।
২৭। নীতি মূল্যায়ন কত প্রকার? কি কি?
উঃ দুই প্রকার । যথা- ১. গঠনমূলক মূল্যায়ন ও ২, সারাংশমূলক মূল্যায়ন ।
২৮। নীতি মূল্যায়ন প্রক্রিয়া কি?
উঃ যে পদ্ধতিসমূহ অনুসরণ করে নীতি মূল্যায়নের কাজ সম্পাদন করা হয় তাকে নীতি মূল্যায়ন প্রক্রিয়া বলে।
২৯। অলাভজনক প্রতিষ্ঠান কী?
উঃ সরকারের যে প্রতিষ্ঠানটি অলাভজনক, কিন্তু সরকার জনস্বার্থে তা চালু রাখে তাকে অলাভজনক প্রতিষ্ঠান বলে।
৩০। মিশ্র অর্থনীতি কী?
উঃ যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বলে।
৩১। বাংলাদেশের দু’টো সেবা খাতের উল্লেখ
কর ।
উঃ ১. বাংলাদেশ বিদ্যুৎ খাত ও ২. পর্যটন শিল্পখাত।
৩২। সর্বশেষ কবে বাংলাদেশের জাতীয় শিক্ষা নীতি গৃহীত হয়?
উঃ ২০১০ সালে।
৩৩। প্রকল্প কী?
উঃ সাময়িকভাবে বিন্যস্ত পরস্পর সম্পর্কিত কার্যাবলির একটি মিলিত প্রবাহ যা সুস্পষ্ট লক্ষ্যসমূহ অর্জনের লক্ষ্যে প্রণীত তাই প্রকল্প।
৩৪। পলিসি এজেন্ডা (Policy Agenda) কি?
উঃ প্রত্যেক নীতির লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে নীতির এজেন্ডা বা Policy Agenda ।
৩৫। শিক্ষানীতি কি?
উঃ শিক্ষানীতি বলতে সাধারণত বুঝায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কতকগুলো স্তর বিন্যাসের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা ।
৩৬। নীতি মূল্যায়নের এজেন্সিগুলো কয়টি?
উঃ ৬টি।
৩৭। নীতি বিষয়বস্তু কি?
উঃ নীতি বিষয়বস্তু হলো নীতি প্রণয়নের জন্য যে সমস্যাটিকে চিহ্নিত করা হয় তাকে বোঝায় ।
৩৮। নীতি বাস্তবায়ন বিশ্লেষণ কি?
উঃ যেকোনো নীতির বাস্তবায়নকালীন যে সমস্যা দেখা দেয় তার বিশ্লেষণকে বাস্তবায়ন বিশ্লেষণ বলে।
৩৯। আধুনিক জনপছন্দ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ James Buchanan.
৪০। লক্ষ্য নির্ধারণ (Agenda setting) কি?
উঃ নীতি প্রণয়নের এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা চিহ্নিত সমস্যাকে জনগণের দৃষ্টিগোচর করে একটি নির্দিষ্ট সময়ে ও স্থানে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জননীতি/সরকারনীতি বলতে কী বোঝ? ১০০%
২। লাল ফিতার দৌরাত্ম্য বলতে কী বুঝায়? ১০০%
৩। জননীতির উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৪। নীতি পরিগ্রহণ প্রক্রিয়া বা ফিডব্যাক সম্পর্কে লিখ। ১০০%
৫। ক্রীড়াতত্ত্ব কী? ১০০%
৬। চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝ? ১০০%
৭। নীতি মূল্যায়নের সমস্যাসমূহ উল্লেখ কর। ১০৯%
৮। ডিজিটাল বাংলাদেশ কী? ১০০%
৯। পলিসি নেটওয়ার্ক কি? ১০০%
১০। IMF কি? IMF এর লক্ষ্যসমূহ কী কী? ১০০%
১১। জননীতি প্রণয়নে মডেলের গুরুত্ব কী? ৯৯%
১২। সরকারি নীতি প্রণয়নে আমলাতন্ত্রের ভূমিকা লিখ। ৯৯%
১৩। নীতি প্রণয়ন ও পরিকল্পনার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৪। মিশ্র ও মুক্তবাজার অর্থনীতি কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। জননীতি কী? জননীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%
২। নীতি বাস্তবায়নে আমলাদের করণীয় আলোচনা কর। ১০০%
৩। নীতি তত্ত্বাবধানের কৌশলসমূহ আলোচনা কর। ১০০%
৪। সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত তত্ত্ব আলোচনা কর। ১০০%
৫। জাতীয় শিক্ষানীতি ২০১০ এ শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ আলোচনা কর। ১০০%
৬। সরকারি নীতি নির্ধারণে দাতাগোষ্ঠী ও NGO এর ভূমিকা বর্ণনা কর। ১০০%
৭। নীতি বাস্তবায়নে আমলা ও রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক আলোচনা কর। ১০০%
৮। জননীতি কি? জননীতি প্রণয়নে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৯। জননীতি কি? জননীতি অধ্যায়নের পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০%
১০। স্ট্রাটেজিক ডেভেলপমেন্ট গোল (SDG) এর লক্ষ্যসমূহ আলোচনা কর। ১০০%
১১। নীতি মূল্যায়নের পূর্বশর্তগুলো আলোচনা কর। ৯৯%
১২। অলাভজনক খাতে সরকারের ভূমিকা ব্যাখ্যা কর। ৯৯%
১৩। সরকারি বেসরকারি অংশীদারিত্ব উদ্যোগের নেতিবাচক ও ইতিবাচক দিকগুলো আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*