প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইতিহাস বিষয় আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস ৪১১৫১৫ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]

১। পূর্ণরূপ লিখ-KMT.
২। দূর প্রাচ্যের দুটি দেশের নাম লিখ।
উঃ দূর প্রাচ্যের দু’টি দেশের নাম হলো- ১. চীন ও ২. জাপান ।
৩। Country Trade’ কী?
উঃ দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে আন্ত:ব্যবসায়িক সংস্থা।
৪। ক্যান্টন বন্দর চীনের কোন প্রদেশে অবস্থিত?
উঃ কোয়াংসি প্রদেশে অবস্থিত।
৫। চীনের কোন সম্রাট ‘শত দিবসের সংস্কার’ কর্মসূচি ঘোষণা করেছিলেন?
উঃ সম্রাট কোয়াংসু ।
৬। চীনের দ্রুত শিল্পায়নের জন্য মাওসেতুং গৃহীত নীতির নাম কী?
উঃ গ্রেট লিপ ফরওয়ার্ড নীতি।
৭। শোগুন’ শব্দের অর্থ কী?
উঃ শোগুন শব্দের অর্থ প্রধান সেনানায়ক।
৮। সামুরাই’ কারা?
উঃ প্রাক-আধুনিক জাপানের পেশাদার যোদ্ধা শ্রেণি।
৯। জাপানের কোন যুগকে ‘Age of Isolation’ বলা হয়?
উঃ ১৬৩৯ থেকে ১৮৫৩ সাল পর্যন্ত ।
১০। মেইজী’ শব্দের অর্থ কী?
উঃ জ্ঞানদীপ্তের শাসন।
১১। আসিয়ান কত সালে গঠিত হয়?
উঃ ১৯৬৭ সালে।
১২। মালাক্কা প্রণালি কোথায় অবস্থিত?
উঃ মালাক্কা প্রণালি মালয় উপদ্বীপ ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
১৩। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উঃ মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল।
১৪। প্রথম আফিম যুদ্ধ কবে সংঘটিত হয়।
উঃ প্রথম আফিম যুদ্ধ ১৮৩৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
১৫। বোগোর সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়।
উঃ চীন ও ব্রিটিশদের মধ্যে।
১৬। চীনের মহাপ্রাচীর কোন সম্রাটের শাসনামলে উঃ সম্রাট শিহুয়াংতির সময়ে তৈরি হয়।
১৭। কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যম ১ম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে?
উঃ ১৮৪২ সালের নানকিং চুক্তির সমাপ্তি ঘটে।
১৮। তাইপিং বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উঃ হুং শিউ চুয়ান ।
১৯। তাইপিং’ শব্দের অর্থ কি?
উঃ ‘তাইপিং’ শব্দের অর্থ শান্তি।
২০। চীনা প্রজাতন্ত্রের জনক কে?
উঃ সান ইয়াৎ সেন (১৮৬৬-১৯২৫)।
২১। কনফুসিয়াসের জন্মস্থান কোথায়?
উঃ শানন্টুং ।
২২। চীনের মহান বিপ্লবী নেতা কে?
উঃ ড. সান ইয়াৎ সেন ।
২৩। মাও সেতুং কে ছিলেন?
উঃ গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা।
২৪। জাপানের পূর্ব নাম কি?
উঃ নিপ্পন ।
২৫। ডায়েট কি?
উঃ জাপানের আইনসভার নাম ।
২৬। কানাগাওয়া চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ কানাগাওয়া চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৫৪ সালে।
২৭। ওয়াশিংটন সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়।
উঃ ১৯২১ সালের ১২ নভেম্বর ।
২৮। কমোন্ডার পেরি কে ছিলেন?
উঃ আমেরিকার নৌবিভাগের একজন উচ্চপদস্থ কর্মকতা ।
২৯। জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল?
উঃ ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর।
৩০। ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন কে?
উঃ ড. আহম্মেদ সুকর্ণ।
৩১। ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে সুকর্ণের দলের নাম কি ছিল?
উঃ জাতীয়তা বাদী দল (P.N.I) ।
৩২। কায়তিনির পুরো নাম কী?
উঃ রাদেন আচেঙ কায়তিনি।
৩৩। মালাক্কা প্রণালি কোন দেশে অবস্থিত? |
উঃ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ।
৩৪। চীনে বুর্জোয় গণতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উঃ ১৯১১ সালে।
৩৫। ১৯১১ সালের প্রজাতান্ত্রিক বিপ্লবের প্রধান কারণ কোনটি?
উঃ মাঞ্চু সরকারের দুর্বলতা।
৩৬। বৃদ্ধা বুদ্ধ নামে পরিচিত হন কে?
উঃ ভূ-সি।
৩৭। শত দিবসের সংস্কার ব্যর্থ হয় কত সালে?
উঃ ১৮৯৮ সালে।
৩৮। ১৮৯৮ সালের সংস্কার আন্দোলনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নেতার নাম কি?
উঃ কাং ইউ ওয়েই।
৩৯। হুপে প্রদেশের রাজনীতির নাম কি?
উঃ উচাং (wuchang)।
৪০। কোথায় অস্থায়ী বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়?
উঃ নানকিং শহরে।
৪১। বিপ্লবী সরকারের উপরাষ্ট্রপতি হন কে?
উঃ লি ইউয়ান হুং।
৪২। চন্দ্ৰ পঞ্জিকার স্থলে সৌর পঞ্জিকা প্রচলন করে কারা?
উঃ নব প্রতিষ্ঠিত বিপ্লবী সরকার।
৪৩। চীনের প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করেন কে?
উঃ বিপ্লবী নেতা সান ইয়াৎ সেন ।
৪৪। ১৯১১ সালে সংঘটিত বিপ্লবের ক্ষেত্র রচিত হয় কোথায়?
উঃ সান ইয়াৎ সেনের নেতৃত্বে জাপানে।
৪৫। প্রথম ইঙ্গ ব্রক্ষ যুদ্ধের বার্মার সেনাপতির নাম কি?
উঃ প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধে বার্মার সেনাপতির নাম মহাবাদ্দুলা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘নজরানা পদ্ধতি’ কী? ১০০%
২। ‘মেইজী পুনঃপ্রতিষ্ঠা বলতে কী বুঝ? ১০০%
৩। নানকিং সন্ধির শর্তসমূহ লিখ। ১০০%
৪। তাইপিং বিদ্রোহ কোন ব্যর্থ হয়েছিল? ১০০%
৫। ড. সানইয়াৎ-সেনের পরিচয় দাও। ১০০%
৬। ‘চিয়াং কাইসেক’ কে ছিলেন? ১০০%
৭। রোহিঙ্গা সম্পর্কে আলোচনা কর। ১০০%
৮। বক্সার প্রোটোকল বলতে কি বুঝ? ১০০%
৯। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
১০। মাওবাদী কারা? ১০০%
১১। মুহাম্মাদীয়া সম্পর্কে কি জান? ৯৯%
১২। ওয়াশিংটন সম্মেলনের পটভূমি লিখ। ৯৯%
১৩। “হে ডকট্রিন সম্পর্কে যা জান লিখ। ৯৮%
১৪। সামান্তবাদ ও উপনিবেশবাদ কি? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। প্রাক-আধুনিক যুগে চীনের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। ১০০%
২। চীনের বক্সার বিদ্রোহের বিবরণ দাও। ১০০%
৩। ১৯১১ সালের চীনা বিপ্লবের ফলাফল পর্যালোচনা কর। ১০০%
৪। ১৯০৪-০৫ সালের রুশ-জাপান যুদ্ধের কারণগুলো ব্যাখ্যা কর। ১০০%
৫। ওয়াশিংটন সম্মেলন (১৯২১-১৯২২) কী? এর উদ্দেশ্য ও চুক্তিসমূহ আলোচনা কর। ১০০%
৬। মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলনের বিবরণ দাও। ১০০%
৭। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ কর। ১০০%
৮। জাপানের দ্বার উন্মুক্তকরণ নীতি আলোচনা কর। ১০০%
৯। চীনের মুক্তদ্বার নীতি কী? চীনের দ্বার উন্মুক্তকরণের কারণগুলো আলোচনা কর। ১০০%
১০। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক গুরুত্ব আলোচনা কর। ১০০%
১১। চীনের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যা জান লিখ। ৯৯%
১২। ১৯১১ সালের প্রজাতান্ত্রিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৯%
১৩। মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলনের বিবরণ দাও। ৯৯%
১৪। জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের বর্ণনা দাও। এর পরিণতি কি হয়েছিল? ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*