প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ব্যাবস্থাপনা বিষয় আন্তর্জাতিক বাণিজ্য ৪১২৬১৫ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-GATT, NAFTA, IBRD, REER.
২। সুযোগ ব্যয় কি?
উঃ একটি উৎপন্ন দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে।
৩। বাণিজ্য উদারীকরণ কি?
উঃ আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিবন্ধকতা কমিয়ে উদার ও অবাধ বাণিজ্য চালু করাকে বাণিজ্যের উদারীকরণ বলে।
৪। সাপটা (SAPTA) কি?
উঃ দক্ষিণ এশিয়া অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য ব্যবস্থাকে সংক্ষেপে সাফটা বলে। ১৯৯৩ সনে ঢাকায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে সাফটা চুক্তি সম্পর্কে প্রাথমিক প্রস্তাব উত্থাপিত হয়। নয়াদিল্লীতে ১৯৯৫ সনের ডিসেম্বরে সাফটা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
৫। আন্তর্জাতিক বাণিজ্যে কোটা কি?
উঃ সরকার কর্তৃক পরিমাণ বা মূল্যের দিক থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের জন্য যে সীমা বেঁধে দেয়া হয় তাকেই বাণিজ্য কোটা বলে।
৬। ডাংকেল প্রস্তাব কি?
উঃ উরুগুয়ে রডিন্তের আলোচনার উপর ভিত্তি করে বিভিন্ন তর্কবিতর্কের অবসান ঘটানোর জন্য ১৯৯১ সালে ৪৫০ পাতার একটি খসড়া ঘোষণা পত্র তৈরি করেন থাকে ডাংকেল প্রস্তাব বলা হয়।
৭। খোলা ফরমায়েশ কি?
উঃ সাধারণত খোলা ফরমায়েশে রপ্তানিকৃত পণ্য সামগ্রীর পূর্ণ বিবরণ থাকে না, এক্ষেত্রে শুধুমাত্র পণ্য সামগ্রীর নাম ও পরিমাণের বিষয় উল্লেখ থাকে। শুক্ত ফরমায়েশকে খোলা আদেশ নামা হিসেবে ও আখ্যায়িত করা হয়।
৮। আন্তর্জাতিক আর্থিক পদ্ধতি কি?
উঃ সাধারণত আর্ন্তজাতিক আর্থিক ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো দেশের সরকার বা প্রতিষ্ঠানের মধ্যে অর্থের আদান-প্রদানের পদ্ধতিকে বুঝায় ।
৯। প্রভব লেখ কি?
উঃ যে দলিলের মাধ্যমে রপ্তানিকারক পণ্য সংগ্রহের বিবরণ স্থানীয় বণিক সমিতি কর্তৃক সত্যায়িত করে ..আমদানিকারকের বরাবরে প্রেরণ করে থাকে তাকে প্রভব লেখ বলে। এজাতীয় দলিল আমদানিকারককে শুল্কসহ যাবতীয় সুবিধাদি প্রদানে সহায়তা করে থাকে।
১০। আন্তর্জাতিক তারল্য কি?
১১। উঃ বিশ্বের বিভিন্ন দেশের মোট স্বর্ণের তহবিল, ডলার, ইয়েন ও পাউন্ডের ন্যায় গুরুত্বপূর্ণ মুদ্রার পরিমাণ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রাপ্ত ঋণ সুবিধাকে আস্ত র্জাতিক তারল্য বলে ।
১২। মুদ্রা বাজার কি?
উঃ স্বল্পমেয়াদি তহবিলের যোগানদাতাও সংগ্রহকারীদের মধ্যে আর্থিক সম্পর্ক সৃষ্টি করাকে মুদ্রা বাজার বলে।
১৩। বিশেষ উত্তোলন অধিকার কি?
উঃ বিশেষ উত্তোলন অধিকার হলো কতিপয় দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক মান, যা আন্তর্জাতিক অর্থ তহবিল সত্তর দশকের শেষ দিকে চালু করে। একে প্রথমে কাগজি স্বর্ণ নাম দেওয়া হয়। এক সময় ব্রেটন উডস পদ্ধতি আন্তর্জাতিক তারল্য রক্ষায় অচল হয়ে পড়ে তারপর বিশেষ উত্তোলন অধিকার পদ্ধতি চালু করা হয়।
১৪। অবাধ বাণিজ্য ধারণার প্রবর্তক কে?
উঃ অবাধ বাণিজ্য ধারণার প্রবর্তক হলো- অধ্যাপক এ্যাডাম স্মিথ।
১৫। চালানপত্র কী?
উঃ পণ্যের নাম, ওজন, সংখ্যা, মূল্য, তারিখ, ক্রেতা-বিক্রেতার বিস্তারিত ঠিকানা উল্লেখ করে রপ্তানিকারক আমদানিকারকের বরাবর যে পত্র প্রেরণ করে থাকে তাকে চালান পত্র বলে।
১৬। ফরমায়েশি ব্যবসায় কি?
উঃ আমদানিকারকের প্রতিনিধি হিসেবে বিদেশ হতে পণ্যদ্রব্য আমদানি করতে যে বিশেষ মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান কাজ করে তাকে ফরমায়েশি ব্যবসায় বলে।
১৭। পুনঃরপ্তানি বাণিজ্য কী?
উঃ বিদেশ থেকে পণ্য আমদানি করে পুনরায় অন্য দেশে বিক্রয় করা হলে তাকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে ।
১৮। নিও-ক্ল্যাসিক্যাল বাণিজ্য তত্ত্ব কী?
উঃ উৎপাদনকে কোনো একক উৎপাদনের • ফসল হিসেবে বিবেচনা করা যুক্তিযুক্ত নয় বিধায় এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক Gottfried Von Haberler ১৯৩০ সালে “The theory of international trade” নামক গ্রন্থে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যয় পরিমাপের একটি বিকল্প পদ্ধতি “সুযোগ ব্যয় তত্ত্ব” প্রদান করেন। এটাই নিও ক্লাসিক্যাল বাণিজ্য তত্ত্ব ।
১৯। আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ আপেক্ষিক সুবিধা/তুলনামূলক ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন ডেভিড রিকার্ডো।
২০। মুক্ত কোটা বলতে কী বুঝ?
উঃ মুক্ত কোটা বলতে বুঝায়, যেখানে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে পণ্যসামগ্রী আমদানির অনুমতি দেয়া হয়। কোন দেশে নির্দিষ্ট পরিমাণ পণ্যের আমদানিকে সীমিত করণের জন্যই এ জাতীয় কোটার প্রচলন করা হয়।
২১। অফার (Offer) রেখা কী?
উঃ অফার রেখা দেশে পণ্যের যোগান এবং একই সাথে নির্দিষ্ট পরিমাণ যোগানের বদলে দেশটি অন্য দেশ থেকে কি পরিমাণ পণ্য পেতে চায় তা প্রকাশ করে ।
২২। বাণিজ্য সংরক্ষণ কী?
উঃ আন্তর্জাতিক বাণিজ্য অবাধ ও নিরপেক্ষ না হলে এরূপ বাণিজ্যকে সংরক্ষণ বাণিজ্য বলা হয়।
২৩। শুল্ক সংঘ কী?
উঃ শুল্ক সংঘ বলতে কয়েকটি দেশের মধ্যে একটি নির্দিষ্ট বাণিজ্যিক চুক্তি বুঝায়। যেখানে সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে না, কিন্তু চুক্তির বাইরের বাণিজ্য উভয় নীতিই অন্তর্ভুক্ত।
২৪। ডাম্পিং কী?
উঃ আন্তর্জাতিক বাজারে কোনো দ্রব্য দেশিয় বাজারের তুলনায় কম মূল্যে বিক্রয় করলে তাকে ডাম্পিং বলে।
২৫। পেগিং বিনিময় হার কি?
উঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিধি মোতাবেক এক আউন্স স্বর্ণের নির্ধারিত মূল্য ছিল ৩৫ ডলার এবং বিনিময় হার নির্ধারিত হয়ে থাকত ডলারের ভিত্তিতে। এক্ষেত্রে সদস্য দেশসমূহের জন্য সমতা বিন্দু থেকে বিনিময় হার শতকরা ১ ভাগ বেশি বা কম স্তরে পরিবর্তনের সুযোগ রাখা হয়।
২৬। মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে?
উঃ সরকারি সিদ্ধান্ত ও ঘোষণা অনুসারে অন্যান্য দেশের মুদ্রার প্রেক্ষিতে দেশীয় মুদ্রার বিনিময় হ্রাসকরণকে মুদ্রার অবমূল্যায়ন বলে।
২৭। বৈদেশিক বিনিময় বলতে কি বুঝায়?
উঃ দুটি দেশের বৈদেশিক বাণিজ্যের সময়ে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরকরণকে বৈদেশিক বিনিময় বলে ।
২৮। ব্রেটন উড্স সম্মেলন কী?
উঃ ১৯৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বিশ্ব ব্যাংক ও আইএমএফ (IMF) প্রতিষ্ঠার যে সম্মেলন হয় তা বেটন উডস সম্মেলন হিসেবে পরিচিত।
২৯। রেমিটেন্স কী?
উঃ কোনো প্রবাসি বা বিদেশে অবস্থানরত ব্যক্তিবর্গ তাদের উপার্জিত অর্থ নিজেদের প্রয়োজন মিটিয়ে বৃত্তের যে অংশ নিজ দেশে প্রেরণ করে তাকে রেমিট্যান্স বলে।
৩০। রপ্তানি উন্নয়ন ব্যুরো কী?
উঃ রপ্তানি উন্নয়ন ব্যুরো হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে যেকোনো পদক্ষেপ গ্রহণ করা এবং রপ্তানি বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে সহায়তা করে ।
৩১। জি.এস. পি সুবিধা বলতে কী বুঝায়?
উঃ জি.এস. পি. জনিত শুল্ক সুবিধা আমদানিকৃত পণ্যসামগ্রীর ক্ষেত্রে হ্রাসকৃত হারে অথবা বিনা শুল্কের মাধ্যমে প্রদত্ত হয়ে থাকে। এক্ষেত্রে জি.এস.টি সুবিধা ভোগকারী দেশকে শুল্ক সুবিধা গ্রহীতা দেশ এবং সুবিধা প্রদানকারী দেশকে শুল্ক সুবিধা দাতা দেশ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে ।
৩২। বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোনটি?
উঃ বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ
অঞ্চল হলো চট্টগ্রাম ইপিজেড (১৯৮৩ খ্রি.)।
৩৩। সাফটা কার্যকর হয় কত সালে?
উঃ ২০০৬ সালের ১ জানুয়ারি।
৩৪। সাপটা-এর মূল উদ্দেশ্য কি?
উঃ সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় হয়ে . সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘সাপটা’ চুক্তি একটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে বিবেচিত থাকে। দক্ষিণ এশিয়ার অঞ্চলের প্রায় একশত পঞ্চাশ কোটি জনগোষ্ঠীর সার্বিক ভাগ্য উন্নয়নের উদ্দেশ্যে সাপটা গঠিত হয়।
৩৫। কত সালে সাফটা গঠিত হয়?
উঃ ২০০৪ সালের ৫-৬ জানুয়ারি ।
৩৬। স্নায়ুযুদ্ধের অবসান হয় কত সালে?
উঃ ১৯৯১ সালে ।
৩৭। উন্নয়নশীল দেশ কী?
উঃ যেসব দেশের কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।
৩৮। বিশ্ব ব্যাংকের দুটি সহযোগি সংস্থার নাম লিখ ।
উঃ আইএফসি, আইবিআরডি।
৩৯। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
৪০। বিশ্ব ব্যাংক কবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে?
উঃ ১৯৪৬ সালে ২৫ জুন।
৪১। IFC কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৬ সালে জুলাই মাসে ৷
৪২। IDA-কে, কেন ‘Soft Loan Window’ বলা হয়?
উঃ IDA -এর মাধ্যমে প্রাপ্ত ঋণের জন্য সুদের হার অতি স্বল্প থাকে এবং দীর্ঘকালে সেই ঋণ শোধ করা যায় । তাই IDA কে ‘Soft Loan Window’ বলে।
৪৩। বিশেষ উত্তোলন অধিকার কি?.
উঃ বিশেষ উত্তোলন অধিকার হলো কতিপয় দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক মান, যা আন্ত র্জাতিক অর্থ তহবিল সত্তর দশকের শেষ দিকে চালু করে। একে প্রথমে কাগজি স্বর্ণ নাম দেওয়া হয়। এক সময় ব্রেটন উডস পদ্ধতি আন্তর্জাতিক তারল্য রক্ষায় অচল হয়ে পড়ে তারপর বিশেষ উত্তোলন অধিকার পদ্ধতি চালু করা হয় ।
৪৪। কত সালে IDA প্রতিষ্ঠা লাভ করে?
উঃ ১৯৬০ সালে।
৪৫। ADB এর সদর দপ্তর কোথায়?
উঃ ম্যানিলা, ফিলিপাইন ।
৪৬। ব্রিটেন উডস কোথায় অবস্থিত।
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে।
৪৭। এশীয় উন্নয়ন ব্যাংক-এর প্রধান কার্যালয় কোথায়।
উঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়।
৪৮। প্লেগ’ ব্যবস্থা কোন সময়কালে কার্যকর হয়?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে থেকে ১৯৭০ দশকের প্রথম দিকে সমন্বয় বিধানকারী ‘প্লেগ’ ব্যবস্থার যারা বিনিময় হার নির্ধারিত হতো।
৪৯। IMF কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৪ সালে।
৫০। IMF এর সদর দপ্তর কোথায়?
উঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্যসমূহ উল্লেখ কর। ১০০%
২। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৩। GATT-এর নীতিসমূহ বর্ণনা কর। ১০০%
৪। প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৫। একটি ছোট দেশ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কিভাবে লাভবান হতে পারে তা ব্যাখ্যা কর। ১০০%
৬। বাংলাদেশে EPZ স্থাপনের কারণ কী? ১০০%
৭। শুল্ক ও কোটার পার্থক্য লিখ। ১০০%
৮। সংরক্ষণ বাণিজ্যের সুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৯। মুদ্রা বাজারের বিভিন্ন উপাদানগুলো কি? ৯৯%
১০। আমদানি ও রপ্তানি বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১১। বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ৯৯%
১২। বিনিময় হার নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ লিখ। ৯৯%
১৩। বাংলাদেশের আমদানি কীভাবে হ্রাস করা যায়? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। (ক) অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
(খ) বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের জন্য সংরক্ষণ নীতির প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%
২। (ক) বিশ্ব ব্যাংকের সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। ১০০%
(খ) বাংলাদেশ কিভাবে বিশ্ব ব্যাংক দ্বারা উপকৃত হচ্ছে তা ব্যাখ্যা কর। ১০০%
৩। সংরক্ষণবাদের কৌশলসমূহ আলোচনা কর। ১০০%
৪। ব্রেটন উড্স পদ্ধতির সীমাবদ্ধতাসমূহ কী? ১০০%
৫। (ক) বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
(খ) আন্তর্জাতিক বাণিজ্যের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৬। এ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা তত্ত্বটি বর্ণনা কর। ১০০%
৭। (ক) লেনদেন ভারসাম্যের বৈশিষ্ট্য লিখ। ১০০%
(খ) বাণিজ্যের ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
৮। অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৯। ওয়েজ আর্নারস স্কীমের সুবিধাসমূহ বর্ণনা কর। ৯৯%
১০। (ক) বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যের ঘাটতির কারণগুলো কী? ৯৯%
(খ) বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যের ঘাটতি দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর। ৯৯%
১১। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদারদের বর্ণনা দাও। ৯৯%
১২। (ক) মানি লন্ডারিং কি? ৯৯%
(খ) মানি লন্ডারিং কিভাবে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও সমাজকে প্রভাবিত করে। ৯৯%
১৩। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*