প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় বাংলায় মুসলমানদের ইতিহাস ৪১১৬১৫ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। রাজমহলের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৫৭৬ সালে।
২। রাজা গণেশ কী উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ রাজা গণেশ দনুজমর্দনদের ও চণ্ডীচরণ পরায়ণ
উপাধি গ্রহণ করেছিলেন।
৩। গৌড়ের ছোট সোনা মসজিদের প্রতিষ্ঠাতা কে?
উঃ গৌড়ের ছোট সোনা মসজিদ আলাউদ্দীন হোসেন
শাহ নির্মাণ করেন।
৪। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম জয় করেন?
উঃ মুঘল সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম জয় করেন।
৫। ‘তবাকাত-ই-নাসিরী’ গ্রন্থের রচায়িতা কে?
উঃ ‘তবাকাত-ই-নাসিরী’ গ্রন্থের রচয়িতা মিনহাজ উদ্দিন সিরাজ।
৬। পরিবিবি কে ছিলেন?
উঃ পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা।
৭। বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতির নাম কী?
উঃ বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতির নাম
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি ।
৮। বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উঃ মুর্শিদকুলী খান।
৯। সেন বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ লক্ষ্মণ সেন।
১০। “মা-হুয়ান” কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ মা-হুয়ান চীন দেশের অধিবাসি ছিলেন।
১১। ‘History-র আরবি প্রতিশব্দ কি?
অথবা, ইতিহাসের আরবি প্রতিশব্দ লিখ?
উত্তর :‘History-র আরবি প্রতিশব্দ খবর বা তারিখ ।
১২। ইতিহাসতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ লিখ ।
উঃ Historiography.
১৩। কার্টেসিয়ান ইতিহাসতত্ত্বের উদ্ভব ঘটে কোন শতাব্দীতে?
উঃ সপ্তদশ শতাব্দীতে।
১৪। কুরআন শব্দটির অর্থ কি?
উঃ কুরআন শব্দটি শাব্দিক অর্থ পড়া, আবৃত্তি করা, তেলাওয়াত করা।
১৫। আরবি শব্দ ‘খবর’ এর বাংলা প্রতিশব্দ কী?
উঃ কথা বা বাণী ।
১৬। আখবারি কাকে বলা হয়?
উঃ যারা খবর বর্ণনা করতেন তাদের আখবারি বলা হতো।
১৭। মাঘাজী বাংলা প্রতিশব্দ লিখ ।
উঃ ‘মাঘাজী’ শব্দের অর্থ হলো যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ।
১৮। একজন বিখ্যাত সিরাহ সাহিত্যিকের নাম লিখ।
উঃ মুহাম্মদ বিন ইসহাক।
১৯। আল বালাজুরির প্রকৃত নাম কি?
উঃ আল-বালাযুরীর পুরো বা প্রকৃত নাম আবুল হাসান আহমদ ইবনে ইয়াহিয়া ইবনে জাবির আল-বালায়ুরী।
২০। আল-কিন্দি কে ছিলেন?
উঃ আল-কিন্দি ছিলেন ইসলামিক দর্শনের জনক।
২১। আল-তাবারীর প্রকৃত নাম কি?
উঃ আল তাবারীর প্রকৃত নাম ‘আবু জাফর মোহাম্মদ ইবনে জারির’।
২২। আল-তাবারির একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
অথবা, আল-তাবারীর বিখ্যাত গ্রন্থের নাম কী?
উঃ তারীখ আল-রসুল ওয়া আল-মুলুক ।
২৩। ঐতিহাসিক আল-তাবারির অনুসারীদের কী বলা হতো?
উঃ জারীরিয়া।
২৪। ‘কিতাব আল ইবার’ এর লেখক কে?
উঃ ‘কিতাব আল ইবার’ এর লেখক ইবনে খালদুন ।
২৫। মানাকিব অর্থ কি?
উঃ কাঠ বা পার্শ্ব ।
২৬। ‘তাবাকাত-ই-নাসিরী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ তাবাকাত -ই- নাসিরী গ্রন্থের লেখক মিনহাজ উদ্দীন সিরাজ।
২৭। জিয়াউদ্দিন বারানী রচিত একটি গ্রন্থের নাম লিখ?
উঃ তারিখ-ই ফিরুজশাহী।
২৮। কিরান আস-সাদাইন অর্থ কী?
উঃ কিরান আস-সাদাইন অর্থ দুই শুভ নক্ষত্রের মিলন ।
২৯। ইবনে বতুতা কখন বাংলায় আসেন ?
উঃ ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় আসেন ।
৩০। ইবনে বতুতার লিখিত গ্রন্থের নাম কি?
উঃ ইবনে বতুতার লিখিত গ্রন্থের নাম রেহলা ।
৩১। ‘তুযুক-ই-বাবুরী’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উঃ তুযুক-ই-বাবরী তুর্কি ভাষায় রচনা করা হয় ।
৩২। মির্জা নাথান কে ছিলেন?
উঃ মির্জা নাথান ওরফে আলাউদ্দিন ইস্পাহানী ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের প্রখ্যাত ইতিহাসবিদ ও বাহারিস্তান-ই-গায়েরি গ্রন্থের প্রণেতা ।
৩৩। বাদশানামা গ্রন্থের লেখক কে?
উঃ আব্দুল হামিদ লাহোরী ।
৩৪। রিয়াজ-উস সালাতিন কোন ভাষায় রচনা হয়?
উত্তর: ফারসি ভাষায় ।
৩৫। ‘আকবরনামা’ কোন ধরনের গ্রন্থ?
উঃ আত্মজীবনীমূলক ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘বারা ভুইয়া’ ও ‘হাবসি’ কারা? ১০০%
২। লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হন? ১০০%
৩। গিয়াস উদ্দিন ইওয়াজ খলজির পরিচয় দাও। ১০০%
৪। সুবাদার ইসলাম খানের পরিচয় দাও। ১০০%
৫। শ্রী চেতন্যের ধর্মমত সম্পর্কে লেখ। ১০০%
অথবা, শ্রী চেতন্যে কে ছিলেন?
৬। নুর কুতুব-উল-আলম সম্পর্কে এক‌টি টীকা লেখ। ১০০%
৭। রাজা গণেশ সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৮। বাংলার ইতিহাস পুনর্গঠনে লিখিত উপাদানগুলো কি? ১০০%
৯। সুবাদার শায়েস্তা খানের সময়কালে বাংলার অর্থনৈতিকক অবস্থা বর্ণনা কর। ১০০%
১০। বখতিয়ার খলজী কে ছিলেন? ১০০%
১১। ফখরুদ্দীন মুবারাক শাহ কে ছিলেন? ৯৯%
১২। একডালা দুর্গ কী? ৯৯%
১৩। আবুল ফজল কে ছিলেন? ৯৯%
১৪। শায়েস্তা খান ও ঈসা খানের পরিচয় দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বাংলায় স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
২। সােনারগাঁওয়ের স্বাধীন সুলতান হিসেবে ফকরউদ্দিন মােবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৩। গিয়াসউদ্দিন আজম শাহের রাজতৃকালের বিবরণ দাও। ১০০%
৪। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বাংলার হােসেন শাহী সুলতানদের অবদান আলােচনা কর। ১০০%
৫। বাংলার ইতিহাসে কররানী আফগানদের ভূমিকা পর্যালােচনা কর। ১০০%
৬। ইবনে বতৃতার বিবরণ অনুযায়ী মধ্যযুগে বাংলার আর্থসামাজিক অবস্থার একটি বর্ণনা দাও। ১০০%
৭। মুর্শিদকুলী খানের রাজস্ব সংস্কার আলােচনা কর। ১০০%
৮। ইখতিয়ার উদ্দিন মােহাম্মদ বিন বখতিয়ার খলজি কর্তৃক লক্ষণাবতী বিজয়ের বর্ণনা দাও। ১০০%
৯। বাংলার বার ভুঁইয়াদের মধ্যে ঈসা খাঁন সম্পর্কে বিবরণ দাও। ১০০%
১০। সুবাদার শায়েস্তা খান কে ছিলেন? তাঁর কৃতিত্ব আলোচনা কর। ১০০%
১১। মধ্যযুগ কি? মধ্যযুগে মুসলিম বাংলার ইতিহাসের উতসসমূহ আলোচনা কর। ৯৯%
১২। পলাশীর যুদ্ধের পটভূমি বর্ণনা কর। ৯৯%
১৩। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*