প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ দর্শন বিষয় ধর্ম দর্শন ৪১১৭১৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। হিন্দুধর্ম মতে জন্মান্তরবাদ কী?
উঃ আত্মার অবিনশ্বরতার সঙ্গে একই আত্মার বহু জন্মের ধারণা জন্মান্তরবাদে সংযোজিত আর্যরা ভারতবর্ষে আসার পর যে সব আদিবাসীদের সংস্পর্শে এসেছিলেন, সম্ভবত তাদেরই প্রভাবেই ধর্মের মধ্যে জন্মান্তরবাদে ধারণা যুক্ত হয়েছে।
২। ধর্ম দর্শন বিষয়ক জন হিকের গ্রন্থের নাম কী?
উঃ Philosophy of Religion.
৩। ধর্মের উৎপত্তি বিষয়ে টেইলরের মতবাদের নাম কী?
উঃ টেইলর প্রদত্ত মতবাদ হলো সর্বপ্রাণবাদ ৷
৪। ত্রিত্ববাদ কী?
খ্রীস্টধর্ম মতে ত্রিত্ববাদ কী?
উঃ খ্রিস্টধর্ম মতে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এ বিশ্বাসকে বলা হয় ত্রিত্ববাদ।
৫। ধর্ম কী?
উত্তর : ধর্ম হলো মানুষের পক্ষে কোনো উচ্চতর অদৃশ্য শক্তিকে স্বীকার করে নেয়া, যে শক্তি মানুষের অদৃষ্টকে নিয়ন্ত্রিত করে এবং যা মানুষের আনুগত্য, শ্রদ্ধা এবং পূজা পাবার অধিকারী।
৬। প্রত্যাদেশ কী?
উত্তর : প্রত্যাদেশ বলতে বুঝায় সত্যের উপলব্ধি যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঈশ্বরের ক্রিয়ার উপর নির্ভরশীল।
৭। বাইবেলের প্রধান দুটি অংশ কী কী?
উঃ বাইবেলের দুটি অংশ : ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট।
৮। ‘Agape’ শব্দের অর্থ কী?
উঃ ‘Agape’ শব্দের অর্থ ভালোবাসা।
৯। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলো কী কী?
উঃ ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলো হলো- ১. তত্ত্ববিষয়ক যুক্তি, ২. বিশ্বতাত্ত্বিক যুক্তি, ৩. উদ্দেশ্যমূলক যুক্তি, ৪. নৈতিক যুক্তি ইত্যাদি।
১০। কর্মবাদ অনুসারে কর্ম কত প্রকার?
উত্তর : কর্মবাদ অনুসারে কর্ম দুই প্রকার। যথা- ১. সকাম কর্ম ও ২. নিষ্কাম ধর্ম
১১। আল-কোরআন ও হাদীস কী?
উঃ হযরত মুহাম্মদ (সা.)-এর যে ঐশীবাণী আল্লাহতায়ালা প্রেরণ করেছেন তাকেই আল কুরআন বলে এবং নবি করীম (সা.)-এর মুখের বাণীকেই হাদিস বলে।
১২। অনুশোচনা ও প্রার্থনা কী?
উত্তর : মানুষ তার কৃতকর্মের জন্য ঈশ্বরের কাছে যখন
অনুতপ্ত হয় তখন তাকে অনুশোচনা বলে। আর মানুষের।প্রয়োজনীয় সময় পরম সত্তার কাছে কিছু শব্দের ব্যবহার।করে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে কিছু চাওয়াকে প্রার্থনা বলে।
১৩। ধর্মদর্শন সম্পর্কে জন হিক এর বইয়ের নাম কি?
উঃ ধর্মের সামাজিক দিক হলো এটি একটি শক্তি হিসেবে সমাজের উপর এবং স্বতন্ত্র সত্তা হিসাবে ব্যক্তির জীবনের উপর গভীর প্রভাব বিস্তার করে।
১৪। টোটেম কত প্রকার ও কী কী?
উত্তর : টোটেম ২ প্রকার। যথা- ১. প্রাণী টোটেম ও ২.নৈসর্গিক টোটেম।
১৫। সহানুভূতি ও ভালোবাসা বলতে কী বুঝ?
উঃ নিপীড়িত কোনো মানুষের প্রতি সহনশীলতা দেখানোই সহানুভূতি বলে এবং মানুষের প্রতি মানুষের মধ্যে ভালো যে সম্পর্ক তাকে ভালোবাসা বলে।
১৬। ইসলাম শব্দের অর্থ কি?
উঃ ইসলাম শব্দের অর্থ শান্তি, উৎসর্গ, আত্ম সমাপর্ণ।
১৭। সেমেটিক ধর্ম কী?
উত্তর : মধ্যপ্রাচ্যভিত্তিক ধর্মকে সেমেটিক ধর্ম বলে। যেমন- ইহুদি ধর্ম, খ্রিস্টধর্ম ও ইসলাম ধর্ম।
১৮। ধর্মমনস্তত্ত্ব বিষয়ক থাওলেসের গ্রন্থের নাম কি?
উঃ থাওলেসের গ্রন্থের নাম An Introduction to the psychology of Religion.
১৯। ধর্মদর্শন কি?
উঃ দর্শনের যে শাখায় ধর্ম সংক্রান্ত অভিজ্ঞতার স্বরূপ, ক্রিয়া মূল্য, সত্যতা এবং পরমতত্ত্বের স্বরূপের প্রকাশ হিসেবে ধর্মের সামর্থ্য সম্পর্কে অনুসন্ধান করা হয়, তাই ধর্মদর্শন।
২০। ‘ইসলাম’ শব্দের অর্থ কি?
উঃ ইসলাম শব্দের অর্থ শান্তি, উৎসর্গ, আত্ম সমাপণ।
২১। ধর্মের উৎপত্তি বিষয়ক টেইলরের মতবাদের নাম কী?
উত্তর : টেইলর প্রদত্ত মতবাদ হলো সর্বপ্রাণবাদ ।
২২। হিন্দুধর্ম মতে জন্মন্তরবাদ কি?
উঃ জীবের মৃত্যুর পর জীব পুনরায় জন্মগ্রহণ করে, মৃত্যুর মধ্যদিয়ে দেহ বিলপ্ত হয় আত্মার বিনাশ ঘটে না আত্মা নতুন দেহ লাভ করে এবং এ ক্রিয়া চলতে থাকে এটাই জন্মান্তরবাদ।
২৩। থাওলেস অনুসারে প্রার্থনা কত প্রকার ও কী কী?
উত্তর : থাউলেস (R. H. Thouless)-এর মতে প্রার্থনা দুই প্রকার। যথা- ১. ব্যক্তিগত প্রার্থনা ও ২. সার্বজনীন প্রার্থনা।
২৪। ধর্ম মনতত্ত্ব বিষয়ক থাওলেসের গ্রন্থের নাম কি?
উঃ থাওলেসের গ্রন্থের নাম An Introduction to the psychology of Religion.
২৫। ধর্ম দর্শন সম্পর্কে থাওলেস-এর যে কোনো দু’টি বইয়ের নাম লিখ।
উঃ ১. An Introduction to Psychology of Religion এবং ২. Rationality and judice.
২৬। বিশ্বাস ও প্রজ্ঞা কি?
উঃ বিশ্বাস হলো কোনো কিছুর অস্তিত্ব সম্পর্কে নিশ্চয়তার অনুভূতি আর প্রজ্ঞা হচ্ছে মানুষের সেই ক্ষমতা বা সেই গুণ যার কারণে সে ভাল-মন্দ, ন্যায়-অন্যায় সত্য অসত্য প্রভৃতির পার্থক্য বুঝতে সক্ষম হয়।
২৭। পলটিলিকের মতে, বিশ্বাস কি?
উঃ কার্ল মার্কসের মতে, বিশ্বাস হলো চরমভাবে উদ্বিগ্ন হবার অবস্থা।
২৮। ধর্ম দর্শন বইটির লেখক কে?
উঃ ধর্ম দর্শন বইটির লেখক জন হিক।
২৯। তাওহীদ অর্থ কি?
উঃ আলাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা এবং ইবাদত ও আনগত্য পাবার একমাত্র যোগ সত্তা হিসেবে বিশ্বাস ও স্বীকার করাকে তাওহিদ বলে।
৩০। কর্মবাদ অনুসারে কর্ম কত প্রকার?
উত্তর : কর্মবাদ অনুসারে কর্ম দুই প্রকার।
৩১। জাগতিক ও নৈতিক অমঙ্গল কি?
উঃ নৈতিক অমঙ্গল হলো ব্যক্তির নিজের ইচ্ছার সাথে অপর ব্যক্তির ইচ্ছার উপযোজনের অভাব।
৩২। সামাজিক সংহতি বলতে কী বুঝায়?
উঃ সামাজিক সংহতি হলো সমাজ এবং মানবজাতির মধ্যে সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করা।
৩৩। নৈতিক দ্বন্দ্ব বলতে কি বুঝায়?
উঃ সামাজিক জীব হিসেবে মানুষের মধ্যে নৈতিকতাবোধ বা নৈতিক দায়িত্ববোধ রয়েছে। এ দৃষ্টিকোণ থেকে কোন কাজ করার পূর্বে মানুষের মনে ভাল-মন্দ যে কোন চেতনা বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এ দ্বন্দ্বকে বলে নৈতিক দ্বন্দ্ব।
৩৪। উপনিষদ কি?
উঃ যা মানুষকে ব্রহ্মের সমীপ পরবর্তী করে তাই উপনিষদ।
৩৫। নির্বাণ শব্দের অর্থ কী?
উত্তর : ‘তৃষ্ণার ক্ষয়’ বা বন্ধন থেকে মুক্তি।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ধর্ম দর্শন বলতে কী বোঝায়? ১০০%
অথবা, ধর্ম দর্শনের গুরুত্ব ব্যাখ্যা কর।
২। উপাসনা ও প্রার্থনার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। থাওলেসের মতানুসারে খ্রিষ্ট ধর্মে ঈশ্বরের ধারণা কী? ১০০%
৪। ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক নৈতিক যুক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৫। কর্মবাদ কী? আলোচনা কর। ১০০%
৬। নৈতিক মূল্যবোধ গঠনে ধর্মের ভূমিকা আলোচনা কর। ১০০%
৭। ইসলামে তাওহীদের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৮। “ধর্ম দর্শন ধর্মীয় শিক্ষার অঙ্গ নয়”-জনহিক অনুসরণে ব্যাখ্যা কর। ১০০%
৯। প্রত্যাদেশ ও ধর্ম মনস্তত্ত্ব কি? ১০০%
১০। ইসলামে সাম্যনীতির ব্যাখ্যা কর। ১০০%
১১। প্রার্থনা কিভাবে ব্যক্তি মনকে প্রভাবিত করে? ৯৯%
১২। থাওলেসের মতে ধর্মীয় বিশ্বাসের উপাদান কি কি? ৯৯%
১৩। ধর্মীয় ভাষার সমস্যা বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ধর্ম দর্শন বলতে কী বুঝ? ধর্ম দর্শনের বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
২। প্রার্থনা কী? বিভিন্ন প্রকার প্রার্থনা বর্ণনা কর। ১০০%
৩। ধর্মে ভাষার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৪। বৌদ্ধ দর্শনের চারটি আর্যসত্য ব্যাখ্যা কর। ১০০%
৫। খ্রিস্ট ধর্মের ভিত্তি কী? বাইবেল অনুসরণে খ্রিস্টধর্মের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৬। ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভ ব্যাখ্যা কর এবং এগুলোর ব্যবহারিক মূল্য নির্ধারণ কর। ১০০%
৭। জন হিক অনুসরণে ধর্ম দর্শনের পরিধি ও গুরুত্ব আলোচনা কর। ১০০%
৮। ধর্মের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে ‘টোটেমবাদের’ সমালোচনামূলক ব্যাখ্যা দাও। ১০০%
৯। নির্বাণ কী? নির্বাণ লাভের উপায়গুলো বর্ণনা কর। ১০০%
১০। ধর্মান্তর বলতে কী বুঝ? মনস্তাত্ত্বিক ধর্মান্তরের একটি ব্যাখ্যা দাও। ১০০%
১১। ঈশ্বরের সম্পর্কে ইহুদীদের ধারণা বর্ণনা কর। ৯৯%
১২। বৌদ্ধধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*