প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় মুসলিম ইতিহাস তত্ত্বের উন্নয়ন ৪১১৬১৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ইতিহাসকে আরবি ভাষায় কি বলা হয়?
উঃ ইতিহাসকে আরবি ভাষায় খবর বা তারীখ বলে।
২। আল-মাদায়েনির প্রকৃত নাম কি?
উঃ আলী বিন মুহাম্মদ আল মাদায়েনী ।
৩। মাঘাজি’ সাহিত্য কি?
উঃ মহানবি (সা.) আমলে তার নেতৃত্বে যেসব যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়, তার উপর ভিত্তি করে যে সাহিত্য রচিত হয়, তাই মাঘাজি সাহিত্য।
৪।
৫। ‘কুলজী’ শব্দের অর্থ কি?
উঃ কুলজি অর্থ হলো বংশবৃত্তান্ত ।
৬। ‘মানাকিব’ অর্থ কী?
উঃ কাঠ বা পার্শ্ব ।
৭। ‘তাজুল মা’সির অর্থ কী?
উঃ ‘তাজুল মাসির’ অর্থ বীরত্বপূর্ণ কর্মের মুকুট।
৮। ‘তারাকাত-ই-নাসিরি’ গ্রন্থের রচয়িতা কে?
মিনহাজ-ই-সিরাজ-এর বিখ্যাত গ্রন্থ কোনটি?
উঃ তাবাকাত -ই- নাসিরী গ্রন্থের রচয়িতা মিনহাজ উদ্দীন সিরাজ।
৯। উম্মাহ শব্দের অর্থ কী?
উঃ উম্মাহ শব্দের অর্থ জাতি।
১০। মির্জা নাথান কে ছিলেন?
উঃ মির্জা নাথান ওরফে আলাউদ্দিন ইসপাহানী ছিলেন মুঘল সম্রাট-জাহাঙ্গীরের রাজত্বকালের প্রখ্যাত ইতিহাসবিদ ও বাহারিস্তান-ই-গায়েরি গ্রন্থের প্রণেতা।
১১। ‘আকবরনামা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘আকবরনামা’ গ্রন্থের রচয়িতা আবুল ফজল।
১২। ‘কুলজি’ শব্দের অর্থ কী?
উঃ কুলজি অর্থ হলো বংশবৃত্তান্ত ।
১৩। আল বালাজুরির প্রকৃত নাম কি?
উঃ আল বালাজুরির প্রকৃত নাম আবুল হাসান আহমদ ইবনে ইয়াহিয়া ইবনে জাবির আল-বালাজুরী ।
১৪। আল-তাবারীর প্রকৃত নাম কি?
উঃ আল তাবারীর প্রকৃত নাম ‘আবু জাফর মোহাম্মদ ইবনে জারির’।
১৫। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ মরক্কোর।
১৬। ‘তুযুক-ই-বাবুরী’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উঃ তুর্কি।
১৭। কার্টেসিয়ান ইতিহাসতত্ত্বের উদ্ভব ঘটে কোন শতাব্দীতে?
উঃ সপ্তদশ শতাব্দীতে।
১৮। মির্জা নাথানের প্রকৃত নাম কি?
উঃ মির্জা নাথানের প্রকৃত নাম ছিল আলাউদ্দিন ইস্পাহানী।
১৯। ‘আস সায়েফ আল মোহাম্মদ ফি তারিখ আল মালিক আল মুয়াইদ’ কোন ধরনের গ্রন্থ?
উঃ মুসলিম ইতিহাস বিষয়ক গ্রন্থ ।
২০। ‘কিতাব আল তাবাকাত’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ আল ওয়াকিদি।
২১। আরবদের হিরোডোটাস বলা হয় কাকে?
উঃ আল-মাসুদীকে আরবদের হেরোডটাস বলা হয় ।
২২। ‘রিয়াজ-উস-সালাতিন’ গ্রন্থের লেখক কে?
উঃ গোলাম হোসেন সেলিম।
২৩। আখবারি কাকে বলা হয়?
উঃ যারা খবর বর্ণনা করতেন তাদের আখবারি বলা হতো।
২৪। একজন বিখ্যাত সিরাহ সাহিত্যিকের নাম লিখ।
উঃ মুহম্মদ বিন ইসহাক।
২৫। মুসলিম ইতিহাসচর্চার গোড়াপত্তন করেছিলেন কোন জাতি?
উঃ আরব জাতি।
২৬। কিতাব আল-ইবার ওয়া দিওয়ান আল -মুবতাদা ওয়া আল-খবর ফি আইয়্যাম আল-আরব ওয়া আল-আজম ওয়া আল- বার্বার গ্রন্থের রচয়িতা কে?
‘আল-মুকাদ্দিমা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ইবনে খালদুন।
২৭। ভারতের তোতাপাখি কার উপাধি ছিল?
উঃ ভারতের তোতা পাখি আমীর খসরুর উপাধি।
২৮। মুন্সী সলিমুল্লাহ তারিখ-ই-বাঙ্গালা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচনা করেন?
উঃ ১৭৬৩ খ্রিস্টাব্দে।
২৯। কলহণ কর্তৃক রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উঃ সংস্কৃত ভাষায়।
৩০। একজন কার্টিশিয়ান ঐতিহাসিকের নাম লিখ।
উঃ একজন কাটিশিয়ান ঐতিহাসিকের নাম বোলান্ডিস।
৩১। ফকীহ ও মুহাদ্দিসিনদের উপর হায়সুম বিন আদি কর্তৃক রচিত গ্রন্থের নাম কি?
উঃ কিতাব আল তারিখ আল আসসিনিন।
৩২। ইতিহাসের এর আরবি প্রতিশব্দ কি?
উঃ ‘History-র আরবি প্রতিশব্দ খবর বা তারিখ।
৩৩। তুযুক-ই-জাহাঙ্গীর গ্রন্থটি কোন ভাষার লিখিত?
উঃ ফার্সি।
৩৪। ‘ফুতুহ আল বুলদান’ গ্রন্থের প্রণেতা কে?
উঃ আল-বালাযুরী।
৩৫। সিরাহ শব্দের অর্থ কি?
উঃ ‘সিরাহ’ শব্দের অর্থ হলো জীবনী বা চরিত ইতিহাস।
৩৬। ‘মাঘাজি’ এর বাংলা প্রতিশব্দ লিখ।
উঃ ‘মাঘাজী’ শব্দের অর্থ হলো যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ।
৩৭। আল-মাদায়েনির প্রকৃত নাম কি?
উঃ আলী বিন মুহাম্মদ আল মাদায়েনী।
৩৮। বাদশানামা গ্রন্থের লেখক কে?
উঃ আব্দুল হামিদ লাহোরী।
৩৯। সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উঃ সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘তুযুক – ই- বাবরী’।
৪০। মাগাজি শব্দের অর্থ কি?
উঃ মাগাযী শব্দের অর্থ হলো যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ।
৪১। হিজরি সন কে প্রবর্তন করেন?
উঃ হযরত উমর (রা.)।
৪২। মুসলিম ইতিহাসতত্ত্বের বিকাশে কোন ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
উঃ আরবি।
৪৩। আবুল ফারাজ ইস্পাহানি কে ছিলেন?
উত্তর : সাহিত্যিক কবি ও ইতিহাসবিদ ছিলেন।
৪৪। ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উঃ ফারসি ভাষায়।
৪৫। ‘তাজুল মা’মাসির’ গ্রন্থের লেখক কে?
উত্তর : হাসান নিজামী।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সিরাত ও মাগাযী বলতে কি বুঝ? ১০০%
২। ইবনে ইসহাকের পরিচয় দাও। ১০০%
৩। ইবনে বতুতার পরিচয় দাও। ১০০%
৪। সংক্ষেপে আবদুর কাদির বাদাউনির পরিচয় দাও। ১০০%
৫। বাবুরনামা’ সম্পর্কে লিখ। ১০০%
৬। ‘তারিখ-ই-ফিরোেজশাহী’ সম্পর্কে টাকা লিখ। ১০০%
৭। আরব মুসলিমদের ইতিহাসচর্চার পাঁচটি কারণ উল্লুখ কর। ১০০%
৮। মুঘল আমলে ইতিহাসচর্চার বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৯। মুসলিম ইতিহাস চর্চার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
১০। বিশ্ব ইতিহাস প্রণয়নে সংক্ক্ষেপে ‘আত-তাবারীর’ কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
১১। সংক্ষেপে আমির খুসরুর পরিচয় দাও। ৯৯%
১২। ইবনে খাল্লিকানের জীবনী সংক্ষেপে লিখ। ৯৯%
১৩। ইবনে খালদুন কে ছিলেন? ৯৯%
১৪। আবুল ফারাজ আল ইস্পাহানির পরিচয় দাও। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বংশীয় ও জাতীয় ইতিহাস রচয়িতা হিসেবে আল-বালাজুরীর অবদান মূল্যায়ন কর। ১০০%
২। বিশ্বজনীন ইতিহাস রচনায় আল-ইয়াকুবীর অবদান বর্ণনা কর। ১০০%
৩। পারসিক ইতিহাসতত্ত্রের বিকাশে আল-বায়হাকীর ভূমিকা আলােচনা কর। ১০০%
৪। আল-বেরুনীর “কিতাব-উল-হিন্দ’ গ্রন্থের ঐতিহাসিক গুরুতুব নিরূপণ কর। ১০০%
৫। দিল্লী সালতানাতের ইতিহাসের উৎস হিসেবে মিনহাজ-ই-সিরাজের তবাকাত-ই-নাসিরী এর গুরুত্ব বিশ্লেষণ কর। ১০০%
৬। দরবারি ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের অবদান মূল্যায়ন কর। ১০০%
৭। ‘তারিখ-ই-বাঙালা’ গ্রন্থে মুন্সী সলিমুল্লাহ কিভাবে বাংলার ইতিহাস করেছেন, তা উল্লেখ কর। ১০০%
৮। ভারতবর্ষে সুলতানি আমলে ইতিহাস চর্চার বৈশিষ্ট্যিসমূহ আলোচনা কর। ১০০%
৯। পারসিক ইতিহাস তত্ত্ববিদ হিসেবে রশীদ উদ্দিন ফজলুল্লাহর কৃতিত্ব আলোচনা কর। ১০০৳
১০। ইতিহাসের উৎস হিসেবে আল-কুরআন ও আল-হাদিসের গুরুত্ নির্ণয় কর। ১০০%
১১। ইবনে বতুতার পরিচয় দাও। তার রেহালা কিতাবের আলোকে সুলতানি শাসনব্যবস্থার বর্ণনা দাও। ৯৯%
১২। জিয়াউদ্দিন রাবানীর “তারিখ-ই-ফিরোজশাহী” গ্রন্থ সম্পর্কে নিবন্ধ লিখ। ৯৯%
১৩। মাগাযী কাকে বলে? মাগাযী লেখক হিসেবে আল-ওয়াকিদি ওইবনে সা এর অবদান লিখ। ৯৯%
১৪। মুসলিম ইতিহাস কি? মুসলিম ইতিহাসতত্ত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*