প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইতিহাস বিষয় প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ৪১১৫১৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। তেভাগা আন্দোলন কোন আইন প্রণয়নে প্রভাব বিস্তার করে?
উঃ তেভাগা আন্দোলন পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ প্রণয়নে প্রভাব বিস্তার করে।
২। সাবলটার্ন’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ আস্তোনি ও গ্রামশি ।
৩। প্রতিরোধ আন্দোলন কি?
উঃ কোনো বিষয়ের বিরোধিতা করে পরিচালিত আন্দোলন।
৪। ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
৫। বালকি শাহ কে ছিলেন?
উঃ যে সকল ফকির নেতারা ইংরেজদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন তাদের মধ্যে অন্যতম নেতা হলেন বালকি শাহ।
৬। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল?
উঃ ১৭৮৩ সালের ১৮ জানুয়ারি রংপুরের কৃষক বিদ্রোহ সংঘটিত হয়।
৭। বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
উঃ বাংলার মুর্শিদাবাদ অঞ্চলে সাঁওতার বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
৮। তিতুমীরের প্রকৃত নাম কি?
উঃ তিতুমীরের প্রকৃত নাম হলো সৈয়দ মীর নিসার আলী ।
৯। হাজী শরীয়ত উল্লাহ বিখ্যাত কেন?
উঃ ফরায়েজি আন্দোলনের জন্য ।
১০। চাকমা বিদ্রোহের কে ছিলেন?
উঃ চাকমা বিদ্রোহে নেতা রাজা জোয়ান বখশের প্রধান নায়েব রুনু খান ।
১১। বাংলার সশস্ত্র কৃষক বিদ্রোহ কোনটি?
উঃ রংপুরের কৃষক বিদ্ৰোহ ।
১২। নীল বিদ্রোহ কি?
উঃ নীল বিদ্রোহ ছিল ইংরেজ ও ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে বাংলার সাধারণ কৃষক সম্প্রদায়ের একটি স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলন ।
১৩। নাচোল বিদ্রোহের দাবি কি ছিল?
উঃ নাচোল বিদ্রোহের প্রধান দাবি ছিল উৎপাদিত ফসলের দুই-তৃতীয়াংশ লাভ করা ।
১৪। Subalterns শব্দের অর্থ কি?
উঃ Subalterns শব্দের অর্থ নিম্নবর্গ।
১৫। কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে? অথবা, ইংরেজরা দেওয়ানি লাভ করে কত সালে?
১৬। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে গৃহীত হয়।
উঃ ১৭৯৩ সালে।
১৭। কোম্পানি সরকারের প্রধান লক্ষ্য কী ছিল?
উঃ কোম্পানি সরকারের প্রধান লক্ষ্য ছিল সর্বাধিক মুনাফা অর্জন করা।
১৮। আঠারো শতকে হিন্দু জনগণের নেতা কারা ছিলেন।
উঃ আঠারো শতকে হিন্দু জনগণের নেতা ছিলেন ব্রাহ্মণ, মঠ-মন্দিরের মহন্ত, যোগী, সন্ন্যাসী লাকৃতি।
১৯। আগা মোহাম্মদ রেজার প্রতিজ্ঞা কী ছিল?
উঃ আগা মোহাম্মদ রেজার প্রতিজ্ঞা ছিল ইংরেজদের উৎখাত করে মুঘল শাসনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।
২০। রামু খাঁ কে ছিলেন?
উঃ চাকমা দলপতি রাজা সের দৌলত এর সেনাপতি ছিলেন।
২১। নোয়াবাদ কী?
উঃ নোয়াবাদ হলো অনাবাদি জমি আবাদ করার জমিদারি সনদ।
২২। পাগলাপন্থি বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উঃ করিম শাহ ।
২৩। করিম শাহ খানকা স্থাপন করেন কোথায়?
উঃ করিম শাহ খানকা স্থাপন করেন শেরপুরে।
২৪। পাগলাপন্থি বিদ্রোহ’ এর ব্যাপ্তিকাল কত ছিল?
উঃ ‘পাগলাপন্থি বিদ্রোহ’ ব্যাপ্তিকাল ১৮২৫ থেকে ১৮৩৩ সাল পর্যন্ত ।
২৫। পাগলাপন্থি বিদ্রোহের অবসান ঘটে কখন?
উঃ পাগলাপন্থি বিদ্রোহের অবসান ঘটে ১৮৩৩ সালের মধ্যে।
২৬। তিতুমীর কে ছিলেন?
উঃ তিতুমীর ছিলেন একজন সমাজসংস্কারক ও বিপ্লবী নেতা ।
২৭। বারাসাত বিদ্রোহ’ কী?
উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা, নদীয়া জেলার কিয়দাংশ এবং ফরিদপুরের কিয়দাংশ সংযুক্ত করে একটি স্বাধীন এলাকা গঠনের মূল উদ্দেশ্য নিয়ে তিতুমীর-এর ইংরেজ সরকারের বিরুদ্ধে ঘোষিত বিদ্রোহ ‘বারাসাত বিদ্রোহ’ নামে পরিচিত।
২৮। ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?
উঃ ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য ছিল মুসলমানদেরকে ধর্মীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে সচেতন করে তোলা এবং ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করা।
২৯। হাজী শরীয়ত উল্লাহ বিখ্যাত কেন?
উঃ ফরায়েজি আন্দোলনের জন্য।
৩০। ফরায়েজী আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে নেতৃত্ব দেন কে?
উঃ দুদু মিয়া।
৩১। দুদুমিয়া ফরায়েজিদের নিকট কী হিসেবে পরিচিত ছিলেন?
উঃ দুদুমিয়া ফরায়েজিদের নিকট ‘ওস্তাদ’ ও ‘মৌলবি’ হিসেবে পরিচিত ছিলেন।
৩২। নীল বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল?
উঃ ১৮৫৯ সালে ‘নীলবিদ্রোহ’ সংঘটিত হয়েছিল ।
৩৩। পাবনার কৃষক বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল?
উঃ পাবনার কৃষক বিদ্রোহের প্রকৃতি ছিল নিয়মতান্ত্রিক ও অহিংস।
৩৪। তেভাগা আন্দোলন কী?
উঃ তেভাগা আন্দোলন হলো কৃষি উৎপাদনের দুই-তৃতীয়াংশের দাবিতে সংঘটিত বর্গাচাষিদের আন্দোলন।
৩৫। তেভাগা আন্দোলন কত সালে সংঘটিত হয়?
উঃ তেভাগা আন্দোলন ১৯৪৬ সালে সংঘটিত হয়।
৩৬। নাচোলের বিদ্রোহী কৃষকরা আন্দোলন পরিচালনার জন্য কী প্রতিষ্ঠা করেন?
উঃ নাচোলের বিদ্রোহী কৃষকরা আন্দোলন পরিচালনার জন্য ‘কৃষক সংগ্রাম কমিটি’ প্রতিষ্ঠা করেন।
৩৭। নাচোল বিদ্রোহের প্রধান সংগঠক কে ছিলেন?
উঃ নাচোল বিদ্রোহের প্রধান সংগঠক ছিলেন কমরেড রমেন মিত্র।
৩৮। নাচোল বিদ্রোহের মূল কেন্দ্র কোথায় ছিল?
উঃ নাচোল বিদ্রোহের মূল কেন্দ্র ছিল চণ্ডিপুর গ্রাম।
৩৯। নাচোল কোথায় অবস্থিত?
উঃ নাচোল বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাগঞ্জ মহকুমায় (বর্তমান জেলা) অবস্থিত।
৪০। কোন পত্রিকা নীলচাষের নিপীড়িত রায়তের পক্ষে সংবাদ প্রচার করে?
উঃ শিশির কুমার ঘোষের “হিন্দু প্যাট্রিয়ট” পত্রিকা।
৪১। ১৯৫০ সালের প্রথমার্ধে নাচোলের কোন কোন অঞ্চলের চাষিরা জোতদারদের খাজনা দেওয়া বন্ধ করে দেয়।
উঃ ১৯৫০ সালের প্রথমার্ধে নাচোলের ঘাসুরা, চন্ডীপুর, কেন্দুয়া, রাউতারা, জগদাই, ধারোল, শ্যামপুরা এবং নাপিতপাড়া অঞ্চলে চাষিরা জোতদারদের খাজনা দেওয়া বন্ধ করে দেয় ।
৪২। তেভাগা আন্দোলন কারা সংগঠিত করেন?
উঃ তেভাগা আন্দোলন বাংলার প্রাদেশিক কৃষকসভার কম্যুনিস্ট কর্মীরা সংগঠিত করেন।
৪৩। তেভাগা আন্দোলন কীসের ভাগের সাথে সম্পর্কিত?
উঃ জমির উৎপাদিত ফসলের ভাগের সাথে সম্পর্কিত।
৪৪। তেভাগা আন্দোলনের ফলে সরকার কোথায় বিল উত্থাপন করেন?
উঃ তেভাগা আন্দোলনের ফলে সরকার বিধানসভায় বিল উত্থাপন করেন।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ফরায়েজী আন্দোলন বলতে কি বুঝ? ১০০%
২। সাবলটার্ন বলতে কি বুঝ? ১০০%
৩। তেভাগা আন্দোলনের ফলাফল লিখ। ১০০%
৪। সংক্ষেপে নাচোল বিদ্রোহের কারণ লিখ। ১০০%
৫। ফকির সন্ন্যাসী আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? ১০০%
৬। রংপুর বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ কর। ১০০%
৭। ওহাবী আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা কর। ১০০%
৮। ফকির সন্ন্যাসী আন্দোলনের কারণ লিখ। ১০০%
৯। বলাকী শাহের ও ইলামিত্রের
পরিচয় দাও। ১০০%
১০। সংক্ষেপে ন্যাচাল বিদ্রোহের কারণগুলো লিখ। ১০০%
১১। তেভাগা আন্দোলন বলতে কি বুঝ? ৯৯%
১২। নীল বিদ্রোহ কী? এর কারণ লিখ। ৯৯%
১৩। “কনসার্ন বলতে কি বুঝ? সংক্ষেপে লিখ। ৯৮%
১৪। শরাফ কী? এ ব্যবস্থা বিলোপের প্রভাব কি ছিল? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। সাঁওতাল বিদ্রোহের কারণ ও পটভূমি আলোচনা কর। ১০০%
২। বাংলার কৃষক বিদ্রোহের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৩। ইলা মিত্রের ভূমিকার বিশেষ উল্লেখপূর্বক নাচোলের কৃষক বিদ্রোহের বর্ণনা দাও। ১০০%
৪। বাংলায় ফকির সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর। ১০০%
৫। ওহাবী আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লিখ। ১০০%
৬। পাবনা বিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর। ১০০%
৭। ব্রিটিশ বিরোধী সংগ্রামে তিতুমীরের অবদান আলোচনা কর। ১০০%
৮। চাকমা বিদ্রোহ কি? পার্বত্য চট্রগ্রামে প্রথম চাকমা বিদ্রোহ সম্পর্কে বর্ণনা প্রদান কর। ১০০%
৯। ন্যাচাল কৃষক বিদ্রোহ কি?
ন্যাচারালের কৃষক বিদ্রোহের পটভূমি আলোচনা কর। ১০০%
১০। নিম্নবর্গ বলতে কী বুঝায়? অষ্টাদশ ও ঊনবিংশ শতকে বাংলায় নিম্নবর্গের লোকদের সাধারণ অবস্থার বিবরণ দাও। ১০০%
১১। রংপুর কৃষক বিদ্রোহের কারণ ও ফলাফল বিস্তারিত বর্ণনা কর। ৯৯%
১২। তেভাগা আন্দোলন কি? তেভাগা আন্দোলনের পটভূমি আলোচনা কর। ৯৯%
১৩। নীল বিদ্রোহের পটভূমি ব্যাখ্যা কর। বাংলার ইতিহাসে এর গুরুত্ব আলোচনা কর। ৯৮%
১৪। পাগলাপন্থী বিদ্রোহের প্রক্ষাপট ও কারণ বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*