প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ অর্থনীতি বিষয় শিল্প অর্থনীতি ৪১২২১৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-EPZ.
২। যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে?
উঃ মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে যৌথভাবে মূলধন সরবরাই করে দেখে প্রচরিত আইন অনুযায়ী যে কারবার সংগঠন তৈরি করে থাকে যৌথ মূলধনী ব্যবসায় বলে।
৩। পাবলিক লিমিটেড কোম্পানি কী?
উঃ যে কোম্পানির শেয়ার জনগণের জন্য উন্মুক্ত থাকে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এরূপ কোম্পানি গঠন করতে হলে কমপক্ষে ৭ জন সদস্য থাকতে হয়।
৪। ব্যবসায় সংগঠন বলতে কী বুঝ?
উঃ উদ্দেশ্য অর্জনের জন্য সম্ভাব্য উপকরণসমূহকে যথাযথ ভাবে সমন্বিত করাকে ব্যবসায় সংগঠন বলে।
৫। কাম্য আয়তন ফার্ম কাকে বলে?
উঃ মুনাফা সর্বোচ্চকরণ হলো ফার্ম বা উদ্যোক্তার চূড়ান্ত লক্ষ্য। সর্বোচ্চ মুনাফা স্তরে ব্যয় ন্যূনতম হয়। এই ন্যূনতম ব্যয় স্তরকে কাম্য আয়তনের ফার্ম বলে।
৬। ফার্মের নিমজ্জিত খরচ কি?
উঃ প্রত্যেকটি ফার্মকে ব্যবসায় শুরু করার আগে এমন কতকগুলো ব্যয় বহন করতে হয় বিশেষ করে যন্ত্রপাতি, মেশিন বসানোর ফাউন্ডেশন, বিল্ডিং ক্রয় এবং চুনকাম ইত্যাদি যা কখনো অন্য কোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। এই ব্যয় চিরদিনের জন্য ত্যাগ করতে হয় এই ব্যয়গুলোকে নিমজ্জিত ব্যয় বলে।
৭। ফার্মের উদ্দেশ্য বলতে কী বুঝ ?
উঃ যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য ফার্মের উৎপাদন, বিপণনসহ এর আচরণ, দক্ষতা ইত্যাদি রবারের নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, তাকে ফার্মের উদ্দেশ্য বলে।
৮। গড় কেন্দ্রীকরণ কী?
উঃ শিল্পের মোট উৎপাদনকে শিল্পের অন্তর্ভুক্ত ফার্মের সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি গড় কেন্দ্রীকরণ। যদি অর্থনীতিতে মোট উৎপাদন ১০০% হয় এবং শিল্পের অধীনে ফার্মের সংখ্যা ৫০ হলে গড় কেন্দ্রীকরণ হবে ২% ।
৯। লরেঞ্জ রেখা কী?
উঃ যে রেখার সাহায্যে শিল্পের কেন্দ্রীয়করণের মাত্রার পরিমাপ দেখানো হয় তাকে লরেঞ্জ রেখা বলে ।
১০। শিল্পের একীভবন কী?
উঃ যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ফার্মের উৎপাদন ও বাজারজাতকরণ একত্রীকরণ করে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তখন তাকে শিল্পের একীভবন বলে।
১১। পার্শ্বিক বহুমুখীকরণ কী?
উঃ কোনো বিশেষ উৎস বা প্রক্রিয়া থেকে যখন কোনো ফার্ম বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করে তখন তাকে পার্শ্বিক বহুমুখীকরণ বলে।
১২। শিল্পের স্থানীয়করণ বলতে কী বুঝ ?
উঃ দেশের কোনো নির্দিষ্ট স্থানে বা অঞ্চলে সমজাতীয় বা একই ধরনের শিল্পস্থাপন করা হলে তাকে শিল্পের স্থানীয়করণ বলে।
১৩। আঞ্চলিক উন্নয়ন বলতে কী বোঝায়?
উঃ অভারসাম্য উন্নয়ন কৌশলের আওতায় কোনো অঞ্চলে শিল্পের স্থানীয়করণ ঘটলে Pull (আকর্ষণ) এবং Push (বিকর্ষণ) প্রক্রিয়ায় ঐ অঞ্চলসহ আশেপাশের কিছু এলাকায় যে উন্নয়ন কার্যক্রম প্রসারিত হয় তাকে আঞ্চলিক উন্নয়ন বলে ।
১৪। শিল্প অর্থনীতির সংজ্ঞা দাও।
উঃ অর্থনীতির যে অংশে বিভিন্ন ধরনের ফার্ম ও শিল্পের আচরণগত কার্যক্রম এবং এদের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয় তাকে শিল্প অর্থনীতি বলে।
১৫। বাজার দক্ষতা কাকে বলে?
উঃ বাজার দক্ষতা বলতে সাধারণত উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন পণ্যের বিক্রয় বৃদ্ধি, মূলধনের দ্রুত টার্নওভার নিয়োগ বৃদ্ধি ইত্যাদির আলোকে বাজারে কোনো ফার্মের পারদর্শিতা দক্ষতা বিবেচনা করা হয় ।
১৬। ফার্ম কি?
উঃ যে প্রতিষ্ঠান একটি মাত্র দ্রব্য উৎপাদন করে তাকে ফার্ম বলে। আবার বলা যায়, এক বা একাধিক প্ল্যান্টের সমষ্টিকে ফার্ম বলে ।
১৭। অংশীদারি ব্যবসায় কাকে বলে?
উঃ মুনাফা লাভের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছা প্রণোদিত হয়ে, চুক্তির ভিত্তিতে নিজেদের শ্রম ও যোগান দিয়ে যখন কোনো বৈধ ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি কারবার বলে।
১৮। জনকল্যাণমূলক সংস্থা কি?
উঃ সরকারি নিয়ন্ত্রণে সমাজ জীবনে একান্ত প্রয়োজনীয় বা অপরিহার্য পণ্য উৎপাদন বা সেবা পরিবেশন কার্যে যে সকল সংস্থা নিয়োজিত তাদেরকে জনকল্যাণমূলক সংস্থা বলা হয় ।
১৯। ফার্মের প্রবৃদ্ধি বলতে কি বুঝায়?
উঃ ফার্মের উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, পণ্যের বিক্রয় সর্বোচ্চকরণ, সম্পদ বাড়ানো, নিজের শেয়ারের মূল্য বৃদ্ধি করা। কতিপয় বাধার প্রেক্ষিতে এসব উদ্দেশ্যসমূহ অর্জন করাকে ফার্মের প্রবৃদ্ধি বলে ৷
২০। বহুধাকৃত প্রবৃদ্ধি বলতে কি বুঝ?
উঃ বহুধাকৃত প্রবৃদ্ধি বলতে ভিন্ন ভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যবসা প্রসারের লক্ষ্যে পরস্পর একত্রিত হতে পারে । এই প্রক্রিয়াকে বাহুধাকৃত প্রবৃদ্ধি বলা হয় ।
২১। পেনরোজ এর প্রবৃদ্ধি তত্ত্বটির সংজ্ঞা দাও।
উঃ পেনরোজ একজন মহিলা অর্থনীতিবিদ। ১৯৫৯ সালে তার লিখিত The Theory of Growth of the Firm নামক বইতে ফার্মের প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য রাখেন। তার এই বক্তব্যই পরবর্তী সময়ে ফার্মের প্রবৃদ্ধি তত্ত্ব নামে
পরিচিতি লাভ করে।
২২। ফার্মের তিনটি উদ্দেশ্য লিখ।
উঃ ফার্মের তিনটি উদ্দেশ্য হলো :
১. উৎপাদন উদ্দেশ্য,
২. দ্রব্যসামগ্রী মজুত রাখার উদ্দেশ্য ও
৩. মুনাফা অর্জনের উদ্দেশ্য।
২৩। মুনাফা সর্বোচ্চকরণ বলতে কি বুঝ?
উঃ প্রতিটি ফার্মের মূল লক্ষ্য মুনাফা সর্বোচ্চকরণ। মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে ফার্ম তার উৎপাদন কার্য পরিচালনা করে। মোট আয় ও মোট ব্যয়ের ব্যবধানই হলো মুনাফা। অর্থাৎ r = (TR-TC)
২৪। মুনাফা সর্বোচ্চকরণের দুটি শর্ত কি কি?
উঃ ১. প্রয়োজনীয় শর্ত : MC = MR, ২. পর্যাপ্ত শর্ত : MC রেখা MR রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে উঠে যায়।
২৫। বিক্রয় সর্বোচ্চকরণ কি?
উঃ বিক্রয় সর্বোচ্চকরণ বলতে পণ্য বিক্রয়ের সর্বোচ্চকরণ বুঝায় না, বরং পণ্যের বিক্রয় থেকে প্রাপ্ত মোট আয় সর্বোচ্চকরণ বুঝায় ।
২৬। ফার্মের মূল উদ্দেশ্য কি?
উঃ ফার্মের মূল উদ্দেশ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ।
২৭। প্রকৌশলগত কৌশল কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে সর্বোত্তম কৌশলের অধীনে প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা এবং উপাদান-উৎপাদন সম্পর্ক বিবেচনা করে কোনো নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য প্রয়োজনীয় স্থির উপকরণ শ্রম, কাঁচামাল ইত্যাদি প্রতিটি উৎপাদন স্তরে পণ্যের গড় ব্যয় নির্ণয় করার পদ্ধতিগত কৌশলকে প্রকৌশলগত কৌশল বলে।
২৮। স্টিগদারের উপসিদ্ধান্তে টিকে থাকার কৌশল বলতে কি বুঝিয়েছেন?
উঃ অধ্যাপক স্টিগলার ফার্মের কাম্য আকার নিয়ে পরীক্ষামূলক সাধারণ বক্তব্যের বিপক্ষে কতকগুলো বক্তব্য রাখেন এটাই ফার্মের টিকে থাকার বিষয়ে স্টিগলার আপত্তিমূলক বক্তব্য।
২৯। শিল্পের কেন্দ্রীকরণ কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট ধরনের পণ্য উৎপাদনে নিয়োজিত ফার্মের সংখ্যা এবং এদের আকারগত বণ্টনকে শিল্পের কেন্দ্রীকরণ বলে।
৩০। কেন্দ্রীকরণ রেখা কি?
উঃ যে রেখার সাহায্য ক্রময়োজিত ফার্মের সংখ্যা এবং বাজার বা শিল্পের যোগান এদের ক্রমযোজিত অংশ বা শেয়ারের মধ্যে সম্পর্ক দেখানো হয় তাকে কেন্দ্রীকরণ রেখা বলা হয় ।
৩১। কেন্দ্রীকরণ অনুপাত কাকে বলে?
উঃ বড় ফার্ম কর্তৃক বাজার বা শিল্পের শতকরা কত অংশ নিয়ন্ত্রণ করে এবং তা যে সূচকের ভিত্তিতে দেখানো হয় তাকে কেন্দ্রীকরণ অনুপাত বলে ।
৩২। গিনি সহগ কাকে বলে?
উঃ গিনি সহগ বলতে কোনো শিল্পের শেয়ারের কোনো অংশ কতগুলো ফার্ম নিয়ন্ত্রণ করছে তা যে অনুপাতের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বুঝায়।
৩৩। কখন লারনারের সূচকের মান শূন্য হবে?
উঃ দাম ও প্রান্তিক খরচ যখন সমান হয়, তখন লারনারের সূচক শূন্য হয় ।
৩৪। শিল্পের সমাহার/একীভবন বলতে কী বোঝায়?
উঃ যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ফার্মের উৎপাদন ও বাজারজাতকরণ একত্রীকরণ করে পরিচালন ও নিয়ন্ত্রণ করে তখন তাকে শিল্পের সমাহার বলে।
৩৫। পশ্চাৎমুখী উল্লম্ব কাকে বলে?
উঃ যখন কোনো ফার্ম উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের যোগানের উপর নিয়ন্ত্রণের লক্ষ্যে তার কার্যক্রম প্রসারিত করে তখন তাকে পশ্চাৎমুখী উল্লম্ব সমাহার বলে ।
৩৬। আনুভূমিক একত্রীকরণ কী?
উঃ একই ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান যখন এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে একত্রীভূত হয়, তখন তাকে শিল্পের আনুভূমিক একত্রীকরণ বলা হয়।
৩৭। একীভূতকরণ (মার্জার) কী?
উঃ মার্জার বা একত্রীকরণ বলতে দুই বা ততোধিক ফার্মের একত্রীকরণকে বোঝায় ।
৩৮। বহুমুখীকরণ কাকে বলে?
উঃ একটি প্রতিষ্ঠান এর উৎপন্ন দ্রব্যের বিভিন্ন ধরন সৃষ্টি করে বাজারজাতকরণ করে থাকে। এসব দ্রব্য একে অপরের ঘনিষ্ঠ বিকল্প হতে পারে। ফার্মের উৎপন্ন দ্রব্যের বিভিন্ন ধরন বহুধাকরণ নয়। একটি প্রতিষ্ঠান সবগুলো ভিন্ন দ্রব্য উৎপন্ন বা তৈরি করলে তাকে দ্রব্যের বহুধাকরণ বলে ।
৩৯। পার্শ্ব বহুধাকরণ কাকে বলে?
উঃ কোনো বিশেষ উৎস বা প্রক্রিয়া থেকে যখন কোনো ফার্ম বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করে তখন তাকে পার্শ্ব বহুধাকরণ বলে ।
৪০। মিশ্রিত বহুধাকরণ কাকে বলে?
উঃ মিশ্রিত বহুধাকরণ হচ্ছে এমন এক সংস্থা যেখানে উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন স্বাধীন বাজারের প্রেক্ষিতে পরিলক্ষিত হয়।
৪১। শিল্পের শহরের অবস্থান কাকে বলে?
উঃ কোনো শিল্পপ্রতিষ্ঠান যখন শহর এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাকে শিল্পের শহরের অবস্থান বলা হয়।
৪২। প্রবৃদ্ধি মেরুকরণ বলতে কি বোঝায়?
উঃ অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত বিভিন্ন আকর্ষণ এবং বিকর্ষণ শক্তির জড়ো হওয়ার স্থানকেই প্রবৃদ্ধি মেরুকরণ বলে।
৪৩। ন্যূনতম পরিবহণ ব্যয় তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
উঃ ন্যূনতম পরিবহণ ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েবার।
৪৪। অদক্ষ শ্রেণির ফার্ম বলতে কি বুঝ?
উঃ অদক্ষ শ্রেণির ফার্ম বলতে শিল্পের যে গ্রুপের শেয়ার সময়ের ব্যবধানে কমে তাকে বুঝায় ।
৪৫। কাম্য উৎপাদন বলতে কি বুঝ?
উঃ কাম্য উৎপাদন বলতে ফার্মের স্বল্পকালীন গড় খরচের সাথে সম্পর্কিত উৎপাদনের পরিমাণকে বুঝায় ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। ফার্মের কাম্য আয়তনের নির্ধারকসমূহ কী? ১০০%
২। ফার্মের LAC রেখাকে এনভেলাপ রেখা বলা হয় কেন? ১০০%
৩। শিল্পের গ্রামীণ অবস্থানের সুবিধা কি কি? ১০০%
৪। অংশীদারি ব্যবসায়ের সুবিধাসমূহ লিখ। ১০০%
৫। শিল্পে কেন বহুমুখীকরণ ঘটে? ১০০%
৬। শিল্প অর্থনীতির পরিধি ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত বর্ণনা দাও। ১০০%
৭। একীভবন ও একীভূতকরণের মধ্যে পার্থক্য কী? ১০০%
৮। শিল্পের একত্রীকরণের উদ্দেশ্যসমূহ কী? ১০০%
৯। বহুধাকরণ ও কেন্দ্রীভূতকরণের মধ্যে পার্থক্য লিখ।
১০। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১১। ফার্মের মুনাফার উপাদানসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর। ৯৯%
১২। মুনাফা সর্বোচ্চকরণের MC = MR নীতিটি ব্যাখ্যা কর। ৯৯%
১৩।গড় কেন্দ্রীকরণ ও বাজার কেন্দ্রীকরণ ব্যাখ্যা কর। ৯৯%
১৪। লরেঞ্জ রেখার সাহায্যে কিভাবে কেন্দ্রীকরণ পরিমাপ করা যায়? ৯৯%
১৫। একীভবনের সাথে একচেটিয়া ক্ষমতার সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। ফার্মের বিক্রয় সর্বোচ্চকরণের বোমলের ভাষ্য ব্যাখ্যা কর। ১০০%
২। শিল্পের একত্রীকরণ সংক্রান্ত স্টিগলারের জীবনচক্র উপসিদ্ধান্ত সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
৩। আঞ্চলিক শিল্পোন্নয়নের F. Perroux এর প্রবৃদ্ধি কেন্দ্র তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৪। ফার্মের প্রবৃদ্ধি কী? ফার্মের প্রবৃদ্ধির হার ও ব্যয় রেখার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৫। বহুমুখীকরণের মাত্রা ও পরিধি নির্ণয়ের উপাদানসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৬। শিল্প অর্থনীতি কী? শিল্প অর্থনীতি পৃথকভাবে পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ১০০%
৭। কেন্দ্রীভূতকরণ অনুপাতের সাহায্যে কিভাবে শিল্পের কেন্দ্রীকরণ পরিমাপ করা যায়? ১০০%
৮। শিল্প অর্থনীতির উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
৯। শিল্পের কেন্দ্রীভূতকরণ পরিমাপের হার্সম্যান-হারফিন্ডাল সূচক ব্যাখ্যা কর। ৯৯%
১০। শিল্প অর্থনীতির উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ৯৯%
১১। বাংলাদেশে দ্রুত শিল্পায়নের জন্য তোমার সুপারিশগুলো উল্লেখ কর। ৯৯%
১২। ফার্মের প্রধান উদ্দেশ্যগুলো কি কি? এবং এদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ কর। ৯৯%
১৩। ফার্মের আকার ও প্রবৃদ্ধির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ফার্মের LAC রেখাকে এনভেলাপ রেখা বলা হয় কেন? ৯৯%
১৫। গড় কেন্দ্রীকরণ ও বাজার কেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*