প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ হিসাববিজ্ঞান বিষয় কর্পোরেট আইন ও অনুশীলন ৪১২৫১৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে?
উঃ যে সকল কোম্পানির ৫০% এর অধিক শেয়ার মালিকানা অন্য কোম্পানির হাতে থাকে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে।
২। কর্পোরেট আইন কী?
উঃ যে আইনের দ্বারা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানি পরিচালিত ও গঠিত হয় তাকে কর্পোরেট আইন বলে।
৩। শেয়ার ওয়ারেন্ট কী?
উঃ পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলি অনুযায়ী তার পূর্ণমূল্যে আদায়কৃত শেয়ারের প্রামাণ্য দলিল।হিসেবে শেয়ারহোল্ডারদের আবেদনের প্রেক্ষিতে যে সনদ প্রদান করে তাকে শেয়ার ওয়ারেন্ট বা শেয়ার পরোয়ানা বলে।
৪। কমিটি সভা কাকে বলে?
উঃ কোম্পানির পরিচালকমন্ডলীর সমন্বয়ে গঠিত কমিটির সদস্যগণ তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে মাঝে মাঝে যে সভার অনুষ্ঠান করে তাকে কমিটি সভা বলে।
৫। রাইট শেয়ার কী?
উঃ কোম্পানির বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে নতুন যে শেয়ার আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হয় তাকে রাইট শেয়ার বা অধিকার শেয়ার বলে।
৬। ক্ষমতা বহির্ভূত ঋণ কী?
উঃ স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির ক্ষমতার বাহিরে কোম্পানির ঋণ গ্রহণ করলে তাকে ক্ষমতা বহির্ভূত ঋণ বলে।
৭। অবলেখক কে?
উঃ যৌথমূলধনী কোম্পানির শেয়ার ডিবেঞ্চার, স্টক ইত্যাদি বিক্রয়ের ঝুঁকি ও অনিশ্চয়তার হাত থেকে কোম্পানিকে রক্ষা করার জন্য চুক্তি সাপেক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক এসব বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করাকে অবলেখন/অবলেখক বলা হয়।
৮। নিরীক্ষা প্রতিবেদন কি?
উঃ আর্থিক বিবরণীর ব্যাখ্যা, বিশ্লেষণ ও মূল্যায়ন করে নিরীক্ষক যে নিরপেক্ষ ও সত্য মতামত ব্যক্ত করে তাই হলো নিরীক্ষা প্রতিবেদন।
৯। প্রক্সি কী?
উঃ কোনো শেয়ার মালিকের পক্ষে কোম্পানির সাধারণ সভায় ভোটদান প্রতিনিধিকে কোম্পানি আইনে প্রক্সি (Proxy) বলে।
১০। ব্যবস্থাপনা প্রতিনিধি বলতে কি বুঝ?
উঃ কোম্পানি পরিচালক পর্ষদ যখন ব্যবসায়ের ব্যবস্থাপনা কার্য পরিচালনা দায়িত্ব কোনো প্রতিনিধির উপর
অর্পণ করেন তখন তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলা হয়।
১১। বেআইনি সংস্থা কাকে বলে?
উঃ আইনের বিধিবিধানের বাইরে গঠিত ও পরিচালিত সংগঠনকে বেআইনি সংস্থা বা সংগঠন বলা হয়।
১২। কোম্পানির বিলোপসাধন কি?
উঃ কোম্পানির বিলোপসাধন বলতে কোম্পানি গুটিয়ে ফেলা এবং আইনগত অস্তিত্বের অবলুপ্তিকে বুঝায়।
১৩। অপরিশোধ্য ঋণপত্র কি?
উঃ যে ঋঋণপত্র পরিশোধের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ অনুসরণ করা হয় না তাকে অপরিশোধ্য ঋণপত্র বলে।
১৪। সংশোধনী কি?
উঃ কোনো প্রস্তাব উত্থাপিত হওয়ার পর এর উপর বিতর্ক চলাকালে এবং প্রস্তাবটি ভোটে দেয়ার পূর্বে এতে যে কোনো প্রকার পরিবর্তনের প্রস্তাব আনলে তাকে সংশোধনী বলে।
১৫। জাঙ্ক বন্ড কী?
উঃ উচ্চ ঝুঁকি ও উচ্চ প্রতিদান সম্পন্ন বন্ড কে জাঙ্ক বন্ড বলে।
১৬। কোম্পানির মূলধন কি?
উঃ কোনো কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নগদ অর্থ, ব্যাংক জমা এবং সকল সম্পদের মোট মূল্যকে কোম্পানির মূলধন বলে।
১৭। নূন্যতম চাঁদা কী?
উঃ পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের পূর্বে প্রাথমিক ও অন্যান্য কতগুলো খরচ মেটানোর জন্য শেয়ার ক্রয়ের আবেদনে সংগৃহিত ন্যূনতম যে পরিমাণ পুঁজি সংগ্রহের বিধান পরিচালকদের দ্বারা পরিমেল নিয়মাবলিতে এবং বিবরণপত্রে উল্লেখ থাকে তাকেই ন্যূনতম পুঁজি বা ন্যূনতম চাঁদা বলে।
১৮। বিধিবদ্ধ দায়িত্ব কি?
উঃ দেশের আইন পরিষদ বা পার্লামেন্টে বিশেষ আইনের মাধ্যমে কোম্পানি গঠিত হলে তাকে বিধিবদ্ধ কোম্পানি বলে।
১৯। নিরীক্ষকের দায় কয় ধরনের হয়ে থাকে?
উঃ নিরীক্ষকের দায় দুই ধরনের হয়ে থাকে।
২০। বোনাস শেয়ার কি?
উঃ বঞ্চিত তহবিলের অর্থ শেয়ারহোল্ডারদের মধ্যে বিনামূল্যে শেয়ার হিসাবে বণ্টন করা হলে তাকে বোনাস
শেয়ার বলে।
২১। অদাবীকৃত লভ্যাংশ কি?
উঃ কোম্পানির পরিচালক পর্ষদ কর্তৃক লভ্যাংশ ঘোষণার পর কোনো শেয়ারহোল্ডার যদি লভ্যাংশপত্র দাখিল করে তার লভ্যাংশ দাবি না করে তাহলে তাকে অদাবীকৃত লভ্যাংশ বলে।
২২। শেয়ার সনদ কাকে বলে?
উঃ কোম্পানির শেয়ার বিলির ৩ মাসের মধ্যে শেয়ারহোল্ডারকে মালিকানা স্বত্ত্বের প্রমাণ হিসেবে যে দলিল প্রদান করা হয় তাকে শেয়ার সনদ বলে।
২৩। জাকে বন্ড কি?
উঃ উচ্চ ঝুঁকি ও উচ্চ প্রতিদান সম্পন্ন বস্তুকে জাংক বন্ড বলে।
২৪। শেয়ার বরাদ্দকরণ কী?
উঃ শেয়ার বরাদ্দকরণ বলতে শেয়ার আবেদন পত্র জমা হবার পর যাদের আবেদন পত্র গৃহীত হয়েছে তাদের কাছে শেয়ার বরাদ্দপত্র পাঠানো বা তাদের শেয়ার মঞ্জুরকে বুঝায়।
২৫। কোম্পানির সচিব কে?
উঃ যৌথ মূলধনী কারবারের অফিস সংক্রান্ত বিভিন্ন কার্যাবলি যিনি সম্পাদন করেন তাকে কোম্পানির সচিব বলে।
২৬। পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার কী?
উঃ পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক হতে হলে কোনো ব্যক্তিকে যে ন্যূনতম পরিমাণ শেয়ার ক্রয় করতে হয় তাকে পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার বলে।
২৭। তত্ত্বাবধায়ক কে?
উঃ ঋণপত্রের মাধ্যমে ঋণ হিসেবে প্রদত্ত অর্থ আদায়ের জন্য কোম্পানি আইনে ঋণপত্রের ধারক কর্তৃক বা আদালতের আদেশক্রমে যে ব্যক্তিকে নিয়োগ করা হয় তাকে তত্ত্বাবধায়ক বলে।
২৮। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কি?
উঃ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করার পূর্বে দুটি সাধারণ সভার মধ্যবর্তী সময়ে যে লভ্যাংশ প্রদান করা হয় তাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলে।
২৯। স্টক কি?
উঃ সাধারণত যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে কতকগুলো অসম ক্ষুদ্র অঙ্কের এককে প্রকাশ করা হলে তাকে স্টক বলা হয়।
৩০। যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে?
উঃ কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় আইনসম্মতভাবে যে কারবার গঠন করে তাকে যৌথমূলধনী কোম্পানি বা কারবার বলে।
৩১। অসীম দায়সম্পন্ন কোম্পানি বলতে কি বুঝ?
উঃ যেসব কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় শেয়ার মূল্য দ্বারা পরিমাপ করা যায় না তাকে অসীম দায় কোম্পানি বলে।
৩২। পরিমেল নিয়মাবলি কি?
উঃ যে দলিলে যৌথমূলধনী কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মকানুন লিপিবদ্ধ থাকে
তাকে পরিমেল নিয়মাবলি বলে।
৩৩। জিরো কুপন বন্ড কি?
উঃ যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে।
৩৪। বণ্টনযোগ্য মুনাফা কি?
উঃ কোম্পানির সাধারণ সভায় অনুমোদনক্রমে পরিচালকগণ শেয়ার মালিকদের মধ্যে শেয়ারের অনুপাতিক হারে লভ্যাংশ বণ্টন করে থাকেন তাকে বণ্টনযোগ্য মুনাফা বা লভ্যাংশ বণ্টন বলা হয়।
৩৫। বিধিবদ্ধ আইন কি?
উঃ দেশের সরকার কর্তৃক প্রণীত আইনসমূহকে বিধিবদ্ধ আইন বলে।
৩৬। কোম্পানির চুক্তি কি?
উঃ একক ব্যক্তিদের মধ্যে আইনের বিধান অনুযায়ী যেমন চুক্তি লিখিত হতে হয় এবং তার জন্য ব্যক্তিদেরকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয় তেমনি কোম্পানি অন্যকারো সাথে লিখিত চুক্তি সম্পাদন করতে তা লিখিত ও স্বাক্ষরিত হতে হয়, এটাকে কোম্পানির চুক্তি বলে।
৩৭। সংঘবিধি কি?
উঃ যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় প্রভৃতি উল্লেখ থাকে তাকে সংঘবিধি বলে।
৩৮। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি?
উঃ কোম্পানি আইন অনুযায়ী সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০জন সদস্য নিয়ে গঠিত কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়।
৩৯। যৌথ মূলধনী কোম্পানির নিরীক্ষকের প্রধান কি যোগ্যতা থাকতে হয়?
উঃ যৌথ মূলধনী কোম্পানি নিরীক্ষকের প্রধান যোগ্যতা হলো তাকে অবশ্যই চার্টার্ড একাউন্ট্যান্ট হতে হবে।
৪০। কোম্পানির পুনর্গঠন কাকে বলে?
উঃ পুরাতন কোম্পানিকে পুনরায় অর্থাৎ নতুন করে গঠন করাকে পুনর্গঠন বলে।
৪১। কোম্পানির বার্ষিক সাধারণ সভা কি?
উঃ প্রত্যেক বছরের নির্দিষ্ট সময় শেষে যে সভা ডাকা হয় তাকে বার্ষিক সভা বলে।
৪২। রূপত্র কি?
উঃ পাবলিক লিমিটেড কোম্পানি অতিরিক্ত মূলধনের প্রয়োজনে যে দলিলপত্র ইস্যু করে জনসাধারণের থেকে সুদের বিনিময়ে ঋণগ্রহণ করে তাকে ঋণপত্র বলে।
৪৩। চুক্তি কাকে বলে?
উঃ আইনের দ্বারা বলবৎযোগ্য প্রত্যেকটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে।
৪৪। সংঘস্মারক কি?
উঃ যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় প্রভৃতি উল্লেখ থাকে তাকে সংঘস্মারক বলে।
৪৫। প্রর্বতক কে?
উঃ কোম্পানি গঠনের প্রথম অবস্থায় যে সকল ব্যক্তি কোম্পানি গঠনের উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে কোম্পানির প্রবর্তক বলে।
৪৬। পরিচালকদের যোগত্যসূচক শেয়ার কি?
উঃ যে নির্দিষ্ট সংখ্যক শেয়ার সংগ্রহ না করলে কোনো ব্যক্তি পরিচালক হতে পারে না, তাকে যোগ্যতাসূচক শেয়ার বলে।
৪৭। কোম্পানির নামে শেষে লিমিটেড শব্দ লেখা হয় কেন?
উঃ কোম্পানির নামে শেষে লিমিটেড শব্দ লেখার কারণ হলো সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের দায় সীমাবদ্ধ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
২। কোম্পানি কিভাবে তার মুলধন হ্রাস করতে পারে? ১০০%
৩। কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা বলতে কী বুঝায়? ১০০%
৪। কোম্পানির নিবন্ধনের ফলাফল কী? ১০০%
৫। কোম্পানি চুক্তির প্রকৃতি বর্ণনা কর। ১০০%
৬। কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষকের অযোগ্যতাগুলো কী কী? ১০০%
৭। স্মারকলিপির গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৮। কোম্পানির সসীম দায় কী? কোম্পানি সচিবের ত্রয়ী ক্ষমতা আরোচনা কর। ১০০%
৯। কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বুঝ?৯৯%
১০। শেয়ার তলব সংক্রান্ত নিয়মগুলো লিখ। ৯৯%
১১। শেয়ার হস্তান্তর পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
১২। কখন অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে পরিণত হয়। ৯৯%
১৩। বিধিবদ্ধ সভা ও বার্ষিক সাধারণ সভার পার্থক্য দেখাও। ৯৯%
১৪। কিভাবে পরিচালকদের পদ শূন্য হতে পারে। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) সংঘ স্মারক কি? ১০০%
(খ) সংঘ স্মারক কখন ও কিভাবে পরিবর্তন করা যায়? ১০০%
(গ) সংঘ বিধির গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) শেয়ার মূলধন কাকে বলে? ১০০%
(খ) সংরক্ষিত মূলধন ও মুলধন সঞ্চিতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
(গ) কোম্পানির শেয়ার মূলধন কিভাবে বৃদ্ধি করা যায়? ১০০%
৩। (ক) কর্পোরেট আইন কী? ১০০%
(খ) পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য লিখ। ১০০%
(গ) বাংলাদেশে বিদেশি কোম্পানির নিবন্ধন বিধিবিধান ব্যাখ্যা কর। ১০০%
৪। (ক) ঋণপত্র বলতে কী বুঝায়? ১০০%
(খ) বিভিন্ন ধরনের ঋণপত্রের বর্ণনা দাও। ১০০%
(গ) কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতার ওপর বাধা নিষেধসমূহ বর্ণনা কর। ১০০%
৫। (ক) শেয়ার বিলি কী? ১০০%
(খ) শেয়ার সার্টিফিকেট ও শেয়ার ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
(গ) শেয়ার বাজেয়াপ্তকরণ সংক্রান্ত আইনের বিধানসমূহ লিখ। ১০০%
৬। (ক) কোম্পানির নিবন্ধন বলতে কী বুঝায়? ১০০%
(খ) কোম্পানি গঠনের বিভিন্ন পদক্ষেপ আালোচনা কর। ১০০%
(গ) প্রবর্তকের কর্তব্য ও দায় সম্পর্কে বর্ণনা কর। ১০০%
৭। (ক) পরিচালক পর্ষদ বলতে কী বুঝায়? ১০০%
(খ) পরিচালকদের যোগ্যতা বা গুণাবলি আলোচনা কর। ১০০%
(গ) পরিচালকদের ক্ষমতা সংক্রান্ত বাধা-নিষেধাসমূহ আলোচনা কর। ১০০%
৮। (ক) কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষকের অযোগ্যতা সম্পর্কে লিখ। ১০০%
(খ) কোম্পানি নিরীক্ষকের অপসারণ সম্পর্কে লিখ। ১০০%
৯। (ক) মুনাফা মূলধনীকরণ বলতে কি বুঝ? ৯৯%
(খ) কোম্পানি আইন অনুযায়ী লভ্যাংশ বণ্টন সংক্রান্ত নিয়মাবলি আলোচনা কর। ৯৯%
১০। (ক) কোম্পানির সভা কাকে বলে? ৯৯%
(খ) একটি বৈধ কোম্পানি সভার শর্তাবলি উল্লেখ কর। ৯৯%
(গ) কোম্পানি সভার শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
১১। (ক) কোম্পানির সচিবের সংজ্ঞা দাও। ৯৯%
(খ) কিভাবে কোম্পানির সচিবকে অপসারণ করা হয়? ৯৯%
১২। কোম্পানির ব্যবস্থাপনার সাথে জড়িত পক্ষগুলো সম্পর্কে লিখ। ৯৯%
১৩। কোম্পানির ঋণ গ্রহণের পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। কোম্পানির বিভিন্ন প্রকার চুক্তিসমূহ কি কি? ৯৯%
১৫। অবলেখকের কমিশন ও দালালির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*