পঞ্চম অধ্যায় বাংলাদেশে সামাজিক গবেষণার সীমাবদ্ধতা এবং সমস্যা, সামাজিক গবেষণার মূল্য এবং সম্পর্ক, সামাজিক গবেষণায় সমাজকর্মের উপযোগিতা

ক- বিভাগ

বাংলাদেশে সামাজিক গবেষণার ক্ষেত্রে প্রথম সমস্যা কী?
উত্তর : বাংলাদেশে সামাজিক গবেষণার ক্ষেত্রে প্রথম সমস্যা হলো তথ্যসংগ্রহ করা ।
বাংলাদেশে সামাজিক গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ
প্রতিবন্ধকতা উল্লেখ কর।
উত্তর : বাংলাদেশে সামাজিক” গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হলো ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার ।
মূল্যবোধ কী?
উত্তর : ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তারই নামই মূল্যবোধ ।
বস্তুনিষ্ঠ, যথার্থ ও সুষ্ঠু গবেষণার স্বার্থে গবেষকে কী রকম হতে হয়?
উত্তর : বস্তুনিষ্ঠ, যথার্থ ও সুষ্ঠু গবেষণার স্বার্থে গবেষককে মূল্যবোধ নিরপেক্ষ হতে হয় ।
সমাজকর্মের মূল্য উদ্দেশ্য কী?
উত্তর : সামাজিক মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করাই সমাজকর্মের মূল উদ্দেশ্য ।

খ-বিভাগ

প্রশ্ন৷০১৷৷ বাংলাদেশের সামাজিক গবেষণার সীমাবদ্ধতা ও সমস্যা সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্ন৷৷০২৷ সামাজিক গবেষণার ক্ষেত্রে মূল্যবোধের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা কর ।
প্রশ্ন৷০৩৷৷ সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব লিখ।

গ- বিভাগ

প্রশ্ন৷০১৷ সামাজিক গবেষণা বলতে কী বুঝ? বাংলাদেশের সামাজিক গবেষণার সীমাবদ্ধতা ও সমস্যা আলোচনা কর ।
প্রশ্ন৷৷০২॥ সামাজিক গবেষণার সংজ্ঞা দাও । সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব লিখ।
প্রশ্ন।০৩। নির্ভরণ রেখা কী? নির্ভরণ রেখা নির্ণয়ের পদ্ধতি আলোচনা কর ।
প্রশ্ন৷৷০৪ ৷৷ সংশ্লেষাঙ্ক কী? তা কিভাবে পরিমাপ করা হয়? বিস্তারিত আলোচনা কর ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*