No Image

পারাপারের ঢেউ দোলানী হানছে বুকে ঘা আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা।” কবি কেন এভাবে তাঁর প্রিয়াকে খোঁজ করেন?

August 31, 2022 admin 0

উত্তর : আলোচ্য উদ্ধৃতাংশটুকু কাজী নজরুল ইসলাম বিরচিত ‘ছায়ানট’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘চৈতী হাওয়া’ শীর্ষক কবিতায় তাঁর হারানো প্রিয়ার সন্ধানের বিষয়ে আলোকপাত করেছেন। কবিপ্রিয়া অনন্তকালে হারিয়ে […]

No Image

শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল?” কবি কেন এমন বলেছেন?

August 31, 2022 admin 0

উত্তর : আলোচ্য পঙক্তিদ্বয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত ‘ছায়ানট’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘চৈতী হাওয়া’ নামককবিতায় প্রিয়ার বিরহে ব্যথিত হয়ে শোকাহত হৃদয়ে একথা ব্যক্ত করেছেন। […]

No Image

চৈতি হাওয়া’ কবিতার মূলভাব লেখ।

August 31, 2022 admin 0

উত্তর : ‘চৈতী হাওয়া’ কবি কাজী নজরুল ইসলামের একটি মাতাল প্রেমের কবিতা। কবিতাটিতে কবির ব্যক্তিজীবনের উচ্ছলপ্রেমের প্রকাশ ঘটেছে। কবি যাকে ভালোবাসতেন তাঁর সেই প্রিয়তমা কোথায় […]

No Image

কবি নজরুল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও।

August 31, 2022 admin 0

উত্তর : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে পিতৃমাতৃহীন হওয়ার পর নজরুল […]

No Image

চৈতী হাওয়া : কবিতা, কাজী নজরুল ইসলাম

August 31, 2022 admin 0

চৈতী হাওয়া কাজী নজরুল ইসলামহারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর,আজ্‌কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার!আজ্‌কে তোমার জন্মদিন-স্মরণ-বেলায় নিদ্রাহীনহাত্‌ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার!এই -সে হেথাই হারিয়ে গেছে […]

No Image

ঐকতান’ কবিতায় কবি সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও।

August 31, 2022 admin 0

উত্তর : ‘ঐকতান’ শীর্ষক কবিতায় রবীন্দ্রমানসের বহু বিচিত্র ও অত্যাশ্চর্য বিষয় ধরা দিয়েছে। কবি সমগ্র জনগোষ্ঠীকে কাব্যে স্থান দেয়ার ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করেছেন। অপরদিকে কবি […]

No Image

‘ঐকতান’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য সাধনার যে অসম্পূর্ণতার কথা বলেছেন, সে সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।

August 31, 2022 admin 0

উত্তরঃ ভূমিকা : বাংলা সাহিত্যের সকল শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) ছিল অবাধ বিচরণ। সাহিত্যের সকল শাখায় বিচরণের ফলে তিনি হয়েছেন যুগোত্তীর্ণ। বিশ্বসাহিত্যের দরবারে নোবেল প্রাইজ […]

No Image

রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ‘ঐকতান’ কবিতা অবলম্বনে কবির সাহিত্যসাধনা সম্পর্কে আলোকপাত কর।

August 31, 2022 admin 0

উত্তর৷ ভূমিকা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) জীবন সায়াহের অন্যতম কবিতা ‘ঐকতান।’ এ কবিতায় কবির অন্তিম ইচ্ছা প্রকাশ পেয়েছে। সাহিত্যসাধনার ফলে বিশ্বদরবারে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন। […]

No Image

ঐকতান’ কবিতায় বিধৃত রবীন্দ্রনাথের জগৎ ও জীবনবোধের স্বরূপ আলোচনা কর।

August 31, 2022 admin 0

উত্তর ভুমিকা : জীবন সায়াহ্নে উপনীত হয়ে রবীন্দ্রনাথ (১৮৬১-১৯৪১) আপন মানসলোকে তাঁর সাহিত্যে জীবনের প্রতিফলন দেখেছেন। তিনি প্রজ্ঞার আলোকে আপনার সাহিত্যকর্মের মূল্যায়ন করে অনও সাহিত্য […]

No Image

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতার মূলবক্তব্য তোমার নিজের ভাষায় লিখ।

August 31, 2022 admin 1

অথবা, ‘ঐকতান’ কবিতাটির ভাববস্তু/মূলসুর/মমাত্র/তোমারনিজের ভাষায় লিখ।উত্তরঃ ভূমিকা : ‘ঐকতান’ শীর্ষক কবিতায় রবীন্দ্রমানসের বহু বিচিত্র ও অত্যাশ্চর্য বিষয় ধরা দিয়েছে। কবি সময় জনগোষ্ঠীকে কাব্যে স্থান দেয়ার […]