ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃঅর্থনীতি দ্বিতীয় পত্র বাংলাদেশের অর্থনীতি 112203 রকেট সাজেশন ৯৫% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) 

১। পুর্নরুপ লিখ-GDP, SDG, EPZ, FDI, BRAC, NGO.

উঃ GDP-এর পূর্ণরূপ Gross Domestic Product.

SDG এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goals.

EPZ এর পূর্ণরূপ হলো- Export Processing Zone.

FDI এর পূর্ণরূপ হলো- Foreign Direct investment. 

BRAC এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee.

NGO-এর পূর্ণরূপ হলো- Non Government Organization.

২। মাথাপিছু আয় কাকে বলে?

উঃ কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে যে মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।

৩। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?

উঃ কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয়

উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।

৪। স্বল্পোন্নত দেশ বলতে কী বুঝ?

উঃ যেসব দেশ অনুন্নত দেশের তুলনায় একটু সুরিধাজনক অবস্থানে আছে এবং অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি সাধন করতে পেরেছে তাকে স্বল্পোন্নত দেশ বলে।

৫। উন্নত দেশ কাকে বলে?

উঃ যে সকল দেশ মোট জাতীয় আয় বা উৎপাদন এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তাদেরকে উন্নত দেশ বলে।

৬। উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ?

উঃ যে সকল দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এবং ভবিষ্যতে আরো উন্নতি করার সম্ভাবনা রয়েছে সে সব দেশকে উন্নয়নশীল দেশ বলে।

৭। সামাজিক অবকাঠামো কি?

উঃ যেসব উপাদান সমাজের মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে সহায়তা করে তাদেরকে একত্রে সামাজিক অবকাঠামো বলে।

৮। শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো?

উঃ শিক্ষা ও স্বাস্থ্য সামাজিক অবকাঠামো।

৯। মানব সম্পদ বলতে কী বুঝায়?

উঃ যে জনশক্তি উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে একটি দেশের শ্রমশক্তিতে পরিণত হয়, তাকে মানব সম্পদ বলে।

১০। মানবসম্পদ উন্নয়ন বলতে কী বুঝায়?

উঃ কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও

প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলা হয়।

১১। EPI কি?

উঃশিশু স্বাস্থ্য রক্ষার জন্য সরকার সব উপজেলায় যেসব কর্মসূচি গ্রহণ করেছে তাই EPI কর্মসূচি।.

১২। ভিশন ২০২১ কী?

উঃ ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত, তথ্য প্রযুক্তি নির্ভর ও মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যকে ভিশন ২০২১ বলে।

১৩। জনসংখ্যার ঘনত্ব কী?

উঃ কোনো দেশের ভৌগোলিক সীমারেখায় প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে তার হিসাবকে জনসংখ্যার ঘনত্ব বলে।

১৪। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লিখ।

উঃ জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা মোট আয়তন÷মোট আয়তন। 

১৫। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি?

উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জন্মহার ও মৃত্যুহার একই অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা জিরো পপুলেশন গ্রোথ বলে।

১৬। কৃষি ঋণ কি?

উঃ কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক ও অন্যান্য সাজসরঞ্জাম ক্রয়সহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে।

১৭। ভূমিস্বত্ব ব্যবস্থা কাকে বলে?

উঃ যে সকল প্রথা বা আইন দ্বারা ভূমির উপর কৃষকের স্বত্ব বা মালিকানা, রাজস্ব ধার্য ও আদায় এবং ভূমির ব্যবহার ও অধিকার সম্পর্কিত যাবতীয় বিষয়াদি নির্ধারিত হয় তাকে ভূমিস্বত্ব ব্যবস্থা বা প্রথা বলা হয়।

১৮। প্রান্তিক কৃষক কাকে বলে?

উঃ যে কৃষকের কোনো জমি জমা নেই বা থাকলেও অতি সামান্য সাধারণত সে অন্যের জমি ভাগে চাষ করে। সেই কৃষককে বলা হয় প্রান্তিক কৃষক।

১৯। উফশী প্রযুক্তি কী?

উঃ উচ্চ ফলনশীল (উফশী) প্রযুক্তি বলতে কৃষি ব্যবস্থায় উন্নতমানের কৌশল, অধিক উৎপাদনশীল বীজ ও উন্নতমানের রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করাকে বুঝায়।

২০। প্লান্ট কী?

উঃ প্লান্ট বলতে একটি উৎপাদন ইউনিট বুঝায় যেখানে ব্যবসায় সংক্রান্ত অথবা সেবামূলক কাজ পরিচালিত হয়।

২১। শিল্পনীতি কী?

উঃ দেশের শিল্প খাতের উন্নয়নের দিকনির্দেশনা সংবলিত লিখিত কর্মসূচিকে বলে শিল্পনীতি।

২২। সম্ভাবনাময় শিল্প কী?

উঃ যেসব শিল্প দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সহায়ক তাকে সম্ভাবনাময় শিল্প বলে।

২৩। কুটিরশিল্প কাকে বলে?

উঃ বাংলাদেশের কারখানা আইন অনুযায়ী যে শিল্প প্রতিষ্ঠানে অনধিক ২০ জন লোক কাজ করে তাকে কুটির শিল্প বলে।

২৪। অর্থের সংজ্ঞা দাও।

উঃ যে বস্তু বিনিময়ের মাধ্যম ও দেনা-পাওনা মিটানোর

উপায় হিসেবে সর্বজনগ্রাহ্য এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে তাকে অর্থ বলে।

২৫। মুদ্রাবাজার কাকে বলে?

উঃ যে বাজারে স্বল্পমেয়াদি ঋণ হিসেবে অর্থের লেনদেন হয় তাকে অর্থবাজার বা মুদ্রাবাজার বলে।

২৬। মূলধন বাজার কি?

উঃ যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণের লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে।

২৭। ডিবেঞ্চার কী?

উঃ ডিবেঞ্চার হলো একটি ঋণের দলিল যাতে ঋণ গ্রহীতা ঋণের পরিমাণ সুদের হার ও পরিশোধ সম্পর্কিত যাবতীয় শর্তাবলী লিপিবদ্ধপূর্বক প্রতিশ্রুতি প্রদান করে।

২৮। বিশেষায়িত ব্যাংক কাকে বলে?

উঃ যে ব্যাংক অর্থনীতির বিশেষ খাতের উন্নয়নে প্রতিষ্ঠিত হয় তাকে সাধারণত বিশেষায়িত ব্যাংক বলে।

২৯। ব্যাংকিং কী?

উঃ ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে ব্যাংকিং বলে।

৩০। বাংলাদেশ ব্যাংকের প্রধান দু’টি কাজ লিখ।

উঃ দু’টি কার্যাবলি হলো-(ক) ঋণ নিয়ন্ত্রণ ও (খ) কাগজী নোট প্রচলন।

৩১। রপ্তানি বাণিজ্য কী?

উঃ যখন কোন একটি দেশ তার উদ্বৃত্ত দ্রব্য বা সেবাসামগ্রী অন্য দেশের কাছে বিক্রয় করে তাকে রপ্তানি বাণিজ্য বলে।

৩২। বাংলাদেশের রপ্তানি আয়ে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? 

উঃ রপ্তারি আয়ে তৈরি পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি।

৩৩। বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোন দেশ?

উঃ বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার মার্কিন যুক্তরাষ্ট্র।

৩৪। বাণিজ্যের ভারসাম্য কাকে বলে?

উঃ কোন একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের দৃশ্যমান দ্রব্যের আমদানি ও রপ্তানির মোট মূল্যের পার্থক্যকে বাণিজ্যের ভারসাম্য বলা হয়।

৩৫। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কাকে বলে?

উঃ রপ্তানি পণ্যের মান উন্নয়নের জন্য দেশের বিশেষ কোনো এলাকায় উক্ত পণ্যের সমাবেশ ঘটালে ঐ এলাকাকে বলা হয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।

৩৬। আমদানি শুল্ক কী?

উঃ আমদানি দ্রব্যের উপর আরোপিত বা ধার্যকৃত শুল্ক বা করকে আমদানি শুল্ক বলে।

৩৭। ঘাটতি ব্যয় কি?

উঃ সরকার আয় ও ব্যয়ের পার্থক্য পূরণের জন্য বিভিন্ন উৎস থেকে আয় করে যে ব্যয় করে তাকেই ঘাটতি ব্যয় বলে।

৩৮। বৈদেশিক বিনিয়োগ কি?

উঃ কোনো দেশের বিনিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো দেশে মূলধন নিয়োগ তথা বিনিয়োগ করলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলে।

৩৯। উন্নয়ন পরিকল্পনা কাকে বলে?

উঃ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট, সুচিন্তিত ও পূর্ব নির্ধারিত নীতিমালার সমষ্টিকে উন্নয়ন পরিকল্পনা বলে।

৪০। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল লিখ।

উঃ ১৯৭৩ সালের ১ জুলাই হতে ১৯৭৮ সালের ৩ জুন

৪১। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কি?

উঃ এক আর্থিক বছরের মেয়াদে সকল অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে যে সকল উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলে।

৪২। দারিদ্র্য কাকে বলে?

উঃ দারিদ্র্য বলতে জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহার অধিকার হতে বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও মানসিক অবস্থা বুঝায়।

৪৩। দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির উদ্ভাবক কে?

উঃ অধ্যাপক রাগনার নার্কস।

৪৪। দারিদ্র্যের দুষ্টচক্র কি?

উঃ অনুন্নত অর্থনীতির সকল দিকেই উন্নয়নের প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলো একদিকে যেমন দারিদ্র্যের কারণ, অন্যদিকে এর আবার দারিদ্র্যের ফলশ্রুতি। চক্রাকারে বিক্রয়াশীল এই প্রতিনিধিগুলোকেই নার্কস দারিদ্র্যের দুষ্টচক্র নামে অভিহিত করেন।

৪৫। ছদ্মবেশী বেকার কাকে বলে? 

উঃ যেসব শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের পার্থক্য লিখ। ১০০%

২। বাংলাদেশে জনসংখ্যা সম্পদ না দায়? যুক্তিসহ মতামত দাও। ১০০%

৩। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব লিখ। ১০০%

৪। কুটির শিল্প কী? রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম লিখ। ১০০%

৫। আমদানি বিকল্প শিল্প কি? ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য দেখাও। ১০০%

৬। স্বল্পোন্নত দেশ কী? অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৭। লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতা বলতে কি বোঝায়? ১০০%

৮। বৈদেশিক মূলধন ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৯। বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের পথে কি কি সমস্যা রয়েছে? ১০০%

১০। মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

১১। বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অধিক হবার কারণ কী কী? ৯৯%

১২। উন্নয়নশীল দেশ কি? বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%

১৩। অর্থনৈতিক অবকাঠামো কী? অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১৪। বাংলাদেশের অর্থনীতিতে শক্তি সম্পদের গুরুত্ব আলোচনা কর। ৯৯%

১৫। কৃষি কীভাবে শিল্পের ওপর নির্ভর করে? ৯৯%

১৬। কৃষি ঋণের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। (ক) অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলি লিখ। ১০০%

(খ) বাংলাদেশ কি একটি অনুন্নত, উন্নয়নশীল না স্বল্পোন্নত দেশ? ব্যাখ্যা কর। ১০০%

২। (ক) বাংলাদেশের শক্তি ও জ্বালানি সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%

(খ) বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যুতের গুরুত্ব আলোচনা কর। ১০০%

৩। (ক) খাদ্য, বস্ত্র , শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ও পরিবেশের উপর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব বর্ণনা কর। ১০০%

(খ) বাংলাদেশের জনসংখ্যার বয়স কাঠামো বর্ণনা কর। ১০০%

৪। (ক) জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কী? বাংলাদেশের জনসংখ্যার বয়স কাঠামো বর্ণনা কর। ১০০%

(খ) একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার ভূমিকা কী? ১০০%

৫। (ক) বাংলাদেশের কৃষির সমস্যা ও সমাধান বর্ণনা কর। ১০০%

(খ) কৃষির আধুনিকীকরণ কি? বাংলাদেশের কৃষির আধুনিকায়নের উপায় বর্ণনা কর। ১০০%

৬। (ক) বাংলাদেশ ব্যাংকের গঠন ও কার্যাবলি বর্ণনা কর। ১০০%

(খ) বাণিজ্যিক ব্যাংক কী? কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য লিখ। 

৭। (ক) বাংলাদেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যের অসমতা দূর করার উপায় বর্ণনা কর। ১০০%

(খ) বাংলাদেশে লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতার কারণগুলো কি? ১০০%

৮। (ক) প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কি? বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ কি কি বর্ণনা কর। ১০০%

(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%

৯। (ক) বাংলাদেশের ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা মূল্যায়ন কর। ১০০%

(খ) প্রেক্ষিত পরিকল্পনা কি? ওয়েজ আর্নারস স্কিমের সুবিধা কি কি? ১০০%

১০। (ক) দারিদ্র্য বিমোচন কি? ১০০%

(খ) বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিগুলো আলোচনা কর। ১০০%

১১। (ক) কৃষিপণ্যের বাজারজাতকরণের বিরাজমান সমস্যাগুলো কী? ৯৯%

(খ) কিভাবে কৃষিপণ্যের বাজারজাতকরণে সমস্যার সমাধান করা যায়? ৯৯%

১২। (ক) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামোর গুরুত্ব আলোচনা কর। ৯৯%

(খ) একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা কর। ৯৯%

১৩। (ক) বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব আলোচনা কর। ৯৯%

(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব আলোচনা কর। ৯৯%

১৪। (ক) বাংলাদেশের শিল্পায়নের সমস্যাগুলো কী? বাংলাদেশের শিল্পায়নের উপায়গুলো নির্দেশ কর। ৯৯%

(খ) আমদানি বিকল্প শিল্প কী? আমদানি বিকল্প শিল্প ও রপ্তানিতাড়িত শিল্পের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১৫। (ক) বাংলাদেশের মূলধন বাজারের সমস্যাগুলো চিহ্নিত কর। ৯৯%

(খ) কী কী উপায়ে শেয়ার বাজারের উন্নয়ন করা সম্ভব? ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*