ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃগার্হস্থ অর্থনীতি দ্বিতীয় পত্র শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক ১১৩৫০৩ রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) 

১। বর্ধন বলতে কি বোঝায়?

উঃ শিশু বর্ধন বলতে শিশুর বেড়ে ওঠার ধারা, তার সার্বিক বিকাশের ক্রম ও ধাপ, বৈশিষ্ট্য, সমস্যা, প্রভাবকারী বিষয়াদির উপর বিজ্ঞানসম্মত আলোচনাকেই বোঝায়।

২। বিকাশের দুইটি নীতি লেখ।

উঃ বিকাশের দুইটি নীতি হলো ১. বিকাশ পরিবর্তনের সাথে জড়িত; ২. বিকাশ নির্দিষ্ট ও ভবিষৎ সূচক ধারা অনুসরণ করে।

৩। জন্মের সময় নবজাতকের গড় ওজন কত থাকে?

উঃ জন্মের সময় নবজাতকের গড় ওজন ৩-৩.৫ কেজি থাকে।

৪। শিশুকাল বলতে কি বুঝ?

উঃ উত্তর: শিশুর বৃদ্ধির তৃতীয় ধাপ হচ্ছে শিশুকাল। 

এ ধাপের সময়সীমা ১৪ দিন থেকে ২ বছর কালকে শিশুকাল বলা হয়।

৫। কোন সময়কে নবজাতককাল বলা হয়? 

উঃ জন্মলাভ হতে দু’সপ্তাহ কাল পর্যন্ত।

৬। প্রাক স্কুলগামী শিশুর বয়স কত?

উঃ ৬ বছর।

৭। শিক্ষণ কি?

উঃ যেকোনো জিনিসের অপরিণত অবস্থা থেকে পরিণত হওয়াকে পরিপক্কতা বলে।

৮। শিশুর শিক্ষণ কি? 

উঃ শিশু জন্মের পর নিজেকে বুঝার জন্য এবং অন্যকে বুঝাবার জন্য পারিপার্শ্বিক অবস্থা থেকে যা কিছু শিখে তাকেই শিশুর শিক্ষণ বলে।

৯। জ্ঞান শক্তি বলতে কি বোঝ?

উঃ একটি শিশুর জন্মের পর পর্যায়ক্রমে যে বুদ্ধির বিকাশ ঘটে তাকে জ্ঞান শক্তি বলে।

১০। শিশুর আকারের পরিবর্তন বলতে কি বুঝ?

উঃ বয়স বৃদ্ধির পাশাপাশি উচ্চতা, ওজন, আকৃতি ও দেহের আয়তনের পরিবর্তন হয় তাকে শিশুর আকারের পরিবর্তন বুঝায়।

১১। কিশোর অপরাধ বলতে কি বুঝ?

উঃ অপ্রাপ্ত বয়ষ্ক বা শিশু ও কিশোরদের দ্বারা সংঘটিত আইন ভঙ্গকারী আচরণ বা কাজ হচ্ছে কিশোর অপরাধ, আর যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কিশোর অপরাধী বলে।

১২। পারিবারিক জীবনচক্র বলতে কি বুঝ?

উঃ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা পারিবারিক নানা পর্যায়ের ভেতর দিয়ে পরিণতির দিকে অগ্রসর হয় তাই হলো পারিবারিক জীবনচক্র।

১৩। জীবনের সূচনা কিভাবে হয়?

উঃ স্ত্রী ও পুরুষের যৌন কোষ হতে যথাক্রমে ডিম্বকোষ ও শুক্র বীজ মিলনের ফলে স্ত্রীর জরায়ুতে একটি ফলবর্তী ডিম্ব সৃষ্টি হয় ফলে এভাবে মানুষের জীবনের সূচনা হয়।

১৪। প্রারম্ভিক/প্রাথমিক পরিবার কি?

উঃ মানুষ যখন যৌবনপ্রাপ্ত হয় তখন সে বিয়ে করে সংসার পাতে এবং এরই মধ্য দিয়ে প্রাথমিক পরিবারের যাত্রা শুরু হওয়াকে প্রারম্ভিক/প্রাথমিক পরিবার বলে।

১৫। সংকুচিত পরিবার বলতে কি বুঝ?

উঃ ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার পর তারা পেশা গ্রহণ করে এবং স্ব স্ব পেশার দায়িত্ব পালন করতে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পিতামাতার বৃহৎ পরিবার তখন ছোট হয়ে আসে। আর এ ধরনের ছোট হয়ে আসা পরিবারকেই সংকুচিত পরিবার বলে।

১৬। পারিবারিক সংকট কত প্রকার?

উঃ দুই প্রকার।

১৭। শিশুর সামাজিকীকরণের মাধ্যমগুলো কি কি? 

উঃ পরিবার, সমাজ ও রাষ্ট্র।

১৮। পেশা বলতে কি বুঝ?

উঃ পেশা বলতে বোঝায় নির্দিষ্ট উপায় বা পন্থা যার মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে।

১৯। সামাজিক পরিবর্তন বলতে কি বুঝ?

উঃ সমাজের মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবন যাত্রার পরিবর্তনসহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন।

২০। পারিবারিক বিপর্যয় কি?

উঃ পারিবারিক জীবনে হঠাৎ করে কখানো যদি আকস্মিক অচিন্ত্যনীয় পরিস্থিতির সৃষ্টি হয় বা সুষ্ঠু ও সুশৃঙ্খল পারিবারিক জীবনে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা দেখা দেয় তখন তাকে পারিবারিক দুর্যোগ বলে।

২১। পারিবারিক বিপর্যয়ের ধরনগুলো কি কি?

উঃ পারিবারিক বিপর্যয়ের ধরনগুলো হলো- ১. বিবাহ বিচ্ছেদ, ২. অবসাদগ্রস্ততা, ৩. বেকারত্ব, ৪. মদ্যপান,

৫. ভারসাম্যহীনতা, (৬) দুর্ঘটনা ও ৭. মৃত্যু।

২২। বেকারত্ব বলতে কি বুঝ?

উঃ কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কাজ না পাওয়া যায় তবে তাকে বেকারত্ব বলে।

২৩। মানসিক বিকারগ্রস্ততা বলতে কি বুঝ?

উঃ ব্যক্তি তার স্বাভাবিক চেতনা হারিয়ে বিস্মৃতির আড়ালে চলে যায় আবার কখনো অস্বাভাবিক আচরণের সৃষ্টি করে যা সমাজের রীতিনীতির সাথে মানানসই হয় না। ব্যক্তির এ অবস্থাকেই মানসিক বিকারগ্রস্ততা বলা হয়।

২৪। দ্বন্দ্ব কাকে বলে?

উঃ দুই বা ততোধিক ব্যক্তি বা কার্য দল যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অসম্মত হয় এবং ঐ বিষয় নিয়ে বিরোধে লিপ্ত হয় তখন তাকে দ্বন্দ্ব বলে।

২৫। দীর্ঘদিনের অসুস্থতা কি?

উঃ অসুস্থতার সময়সীমা যখন ১-২ বছরের বেশি বা অনির্দিষ্টকালের জন্য হয় তখন তাকে দীর্ঘদিনের অসুস্থতা বলে।

২৬। মাদকাসক্তি কি?

উঃ যে অবাঞ্ছিত পরিস্থিতি ব্যক্তিকে দৈহিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল করে বা মাদকদ্রব্য ব্যবহারে অভ্যস্ত করে তাকে মাদকাসক্তি বলে।

২৭। মানসিক প্রতিবন্ধীতা বলতে কি বুঝ?

উঃ মানসিক প্রতিবন্ধীতা বলতে সাধারণত গড় বুদ্ধির চেয়ে সুস্পষ্টভাবে কম বুদ্ধি বা অতিযোজনমূলক আচরণের স্বল্পতার সাথে সংযুক্ত থাকে এবং অবস্থাটি বিকাশমূলক পর্যায়ে বা বাড়ন্ত বয়সে প্রকাশ পায়।

২৮। মানসিক প্রতিবন্ধী কত প্রকার ও কি কি?

উঃ মানসিক প্রতিবন্ধি চার প্রকার। যথা- 

১. মৃদু স্তর,

২. মধ্যম স্তর,

৩. গুরুতর স্তর ও

৪. গভীর স্তর।

২৯। অপরাধপ্রবণতা বলতে কী বুঝ?

উঃ অপরাধপ্রবণতা বলতে বুঝায় মাদকদ্রব্য গ্রহণের ফলে ব্যক্তির মনে স্বাভাবিক, অপ্রকৃতিস্থতা, বিচার বুদ্ধিহীনতা, পাশবিকতা দেখা দেয়। ব্যক্তির মাঝে এরূপ যেকোন প্রবণতাকে অপরাধ করার প্রবণতা বলে।

৩০। শিশুকল্যাণ বলতে কী বুঝ?

উঃ শিশুকল্যাণ বলতে সাধারণত সমাজের সব শিশুর কল্যাণার্থে গৃহীত ও বাস্তবায়িত সকল কার্যাবলির সমষ্টিকে বুঝায়।

৩১। ইউনিসেফ কী?

উঃ ইউনিসেফ হলো শিশু কল্যাণের স্বার্থ রক্ষায় নিবেদিত জাতিসংঘের একটি সংস্থা।

৩২। শিশু নিবাস বলতে কী বুঝ?

উঃ শূন্য থেকে পাঁচ বছর বয়সি এতিম, পরিত্যক্ত অভিভাবকহীন ও অবহেলিত শিশুদের লালনপালন ও রক্ষণাবেক্ষণের জন্য ৬টি বিভাগে ৬টি প্রতিষ্ঠান রয়েছে এগুলোই হলো শিশু নিবাস।

৩৩। “SOS”এর পূর্ণরূপ কি?

উঃ ‘SOS’ এর পূর্ণরূপ হলো- Save Our Souls.

৩৪। শিশু কল্যাণের মূল লক্ষ্য কি?

উঃ শিশুকল্যাণের মূল উদ্দেশ্য হলো শিশুর সকল দিকের উন্নয়ন সাধন করা।

৩৫। স্বেচ্ছাসেবক সংস্থা বলতে কি বোঝ?

উঃ নিজেদের সামাজিক প্রয়োজন মেটানোর জন্য জনগণ যখন স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে স্বেচ্ছামূরক প্রতিষ্ঠান গড়ে তোলে তখন তাকে স্বেচ্ছাসেবক সংস্থা বলে।

৩৬। শিশু পর্যবেক্ষণ পদ্ধতি কত প্রকার ও কি কি?

উঃ শিশু পর্যবেক্ষণ পদ্ধতি দুই প্রকার। যথা-

১. স্বাভাবিক/প্রাকৃতিক পর্যবেক্ষণ ও

২. নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ।

৩৭। পর্যবেক্ষণ বা নিরীক্ষণ পদ্ধতি বলতে কি বুঝ?

উঃ সাধারণত পর্যবেক্ষণ হচ্ছে কোনো কিছুকে উদ্দেশ্যমূলকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। সামাজিক গবেষণায় কোনো সামাজিক প্রপঞ্চকে সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে পর্যবেক্ষণ বলে।

৩৮। ডে কেয়ার সেন্টার বলতে কি বোঝ?

উঃ কর্মজীবি মহিলার শিশুদের (৫-৯) বছর মায়ের অনুপস্থিতিতে দিবা কালনি সময়ে যে রক্ষণাবেক্ষণ করা হয় তাকে বুঝায়।

৩৯। শিশুর নির্বাচিত পদ্ধতি বলতে কি বুঝ?

উঃ সময়, অর্থ ও উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে যখন বাধা আসে সেক্ষেত্রে যেভাবে জীবন প্রবাহের বিকাশ ধারা প্রবাহিত হয় সেটাকে জ্ঞানলব্ধ করতে যে পদ্ধতির প্রয়োজন হয় তাকে শিশুর নির্বাচিত পদ্ধতি বলে।

৪০। অপরাধ কাকে বলে?

উঃ যে সকল কাজ সমাজ ও আইন পরপন্থী এবং যার জন্য শাস্তির ব্যবস্থা আছে তাকে অপরাধ বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। শিশুবর্ধন ও বিকাশ বলতে কি বুঝ। বর্ধন ও বিকাশের পার্থক্যগুলো কী? ১০০%

২। কিশোর অপরাধ বলতে কি বুঝ? কিশোর অপরাধের কারণ কী? ১০০%

৩। শিশু পরিচালনা ও শিক্ষণ বলতে কি বুঝ? শিক্ষণের বৈশিষ্ট্য লিখ। ১০০%

৪। শিশুর বৃদ্ধির পর্যায়সমূহ সংক্ষেপে লিখ। ১০০%

৫। নবজাতকের শারীরিক বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%

৬। শিশু পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%

৭। ছোট মণি নিবাস সম্পর্কে লেখ। ১০০%

৮। বাবা-মায়ের আচরণ কিভাবে শিশুর জীবনে প্রভাব ফেলে? ১০০%

৯। বয়ঃসন্ধিক্ষণের সমস্যাসমূহ কি কি? ১০০%

১০। মাদকাসক্তি কি? বয়ঃসন্ধিক্ষণে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর। ১০০%

১১। শিশু পর্যবেক্ষণের ধারাবাহিক পদ্ধতি সম্পর্কে লেখ। ৯৯%

১২। সম্প্রসারিত পরিবার সম্পর্কে লিখ। ৯৯%

১৩। বেকারত্বের কারণ কী?পারিবারিক জীবনে বেকারত্বের প্রভাব আলোচনা কর। ৯৯%

১৪। দিবাযত্ন কেন্দ্রের কার্যক্রম কী কী? ৯৯%

১৫। দ্বন্দ্ব ও মানসিক চাপের মধ্যে পার্থক্য কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। পরিপক্বতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য দ্বারা প্রমাণ কর। ১০০%

২। কৈশোরে বাবা মা ও সন্তানের দ্বন্দ্বের কারণসমূহ লিখ। এই দ্বন্দ্ব নিরসনে পরিবারের ভূমিকা আলোচনা কর। ১০০%

৩। পারিবারিক জীবনচক্র কী? পারিবারিক জীবনচক্রের ধাপগুলো বর্ণনা কর। ১০০%

৪। শিশুর ব্যক্তিত্ব বিকাশে পিতামাতার আচারণ এবং মনোভাবের প্রভাব আলোচনা কর। ১০০%

৫। শিশুর জন্মপূর্ব বর্ধনের ধাপসমূহ বর্ণনা কর। ১০০%

৬। কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%

৭। উন্নতিমূলক কার্যক্রম বলতে কি বোঝ? তারুণ্যের উন্নতিমূলক কার্যক্রম আলোচনা কর। ১০০%

৮। শিশু পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা লেখ। শিশু পর্যবেক্ষণের দুটি পদ্ধতির বর্ণনা দাও। ১০০%

৯। কৈশোরে বাবা-মা ও সন্তানের দ্বন্দ্বের কারণসমূহ লেখ। এই দ্বন্দ্ব নিরসনের পরিবারের ভূমিকা আলোচনা কর। ১০০%

১০। বিভিন্ন প্রকার পারিবারিক সংকট পরিবারের উপর কি প্রভাব ফেলে বর্ণনা কর। ১০০%

১১। বর্ধন ও বিকাশের নীতিগুলো বর্ণনা কর। ৯৯%

১২। বিবাহ বিচ্ছেদের কারণগুলো ব্যাখ্যা কর। সন্তানের জীবনধারায় বিবাহ বিচ্ছেদের প্রভাব আলোচনা কর। ৯৯%

১৩। মানসিক প্রতিবন্ধিদের পুনর্বাসনে সমাজের ভূমিকা বর্ণনা কর। ৯৯%

১৪। বয়ঃসন্ধিক্ষণে মাদকাসক্তির কারণ ও প্রতিকার আলোচনা কর। ৯৯%

১৫। বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে শিশু কল্যাণের উদ্যোগসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*