ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্র কর্ডাটা ১১৩১০৩ রকেট সাজেশন ৯৫% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) 

১। ফুসফুসযুক্ত মাছ বলতে কী বুঝ?

উঃ যেসব মাছ ফুলকা ছাড়া ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য সম্পন্ন করে তাদেরকে ফুসফুসযুক্ত মাছ বলে। 

২। ফ্লিপার (Fliper) বলতে কি বুঝ?

উঃ সাঁতার কাটতে ব্যবহৃত কোনো কোনো সামুদ্রিক কর্ডাটা প্রাণীর (মাছের নয়) অঙ্গকে ফ্লিপার বলা হয়।

৩। ডিম্ব প্রসবকারী বা ডিম পাড়া একটি স্তন্যপায়ীর বৈজ্ঞানিক নাম লিখ। 

উঃ Zaglossus.

৪। একটি ডিম পাড়ে এমন স্তন্যপায়ী প্রাণীর বৈজ্ঞানিক নাম কি?

উঃ Tachyglossus aculeatus. (কণ্টকিত পিঁপড়া খাদক)।

৫। ইউরোকর্ডেটস কি?

উঃ ইউরোকর্ডাটা উপপর্বের সকল সদস্যকে একত্রে ইউরোকর্ডেটস বা Urochordata বলে।

৬। টিউনিক কি?

উঃ দেহ পানি অভেদ্য টিউনিসিন নির্মিত অঙ্গকে টিউনিক বলে।

৭। টিউনিকাটা কি?

উঃ দেহ পানি অভেদ্য টিউনিসিন নির্মিত টিউনিক বা টেস্ট দ্বারা আবৃত ইউরোকর্ডাটা প্রাণীদের টিউনিকাটা বলে।

৮। অ্যাট্রিয়াম কি?

উঃ Ascidia-র পরিপাক তন্ত্র ও দেই প্রাচীরের

মধ্যবর্তী থলিবৎ গহ্বরকে অ্যাট্রিয়াম বলে।

৯। Ascidia-এর লার্ভার নাম লিখ।

উঃ Ascidia -এর লার্ভার নাম হলো- ট্যাডপোল লার্ভা।

১০। ট্যাডপোল (Tad Pole) লার্ভা কি?

উঃ Ascidia-র জীবন ইতিহাসে উপস্থিত লার্ভা দশাকে ট্যাডপোল লার্ভা বলে।

১১। মায়োটৌম কি?

উঃ দেহের প্রত্যেক পাশে এক সারি পেশি আকারের ফিতাকে মায়োটোম বা মায়োমেয়ার বলে।

১২। হইল অঙ্গ বলতে কি বুঝ?

উঃ হুইল অঙ্গ প্রাপ্তবয়স্ক ল্যান্সলেট মৌখিক গহ্বরের ছাদ এবং পাশে একটি বিশেষ এপিথেলিয়াম।

১৩। সলেনোসাইট কি?

উঃ প্রতিটি নেফ্রিডিয়া অ্যাট্রিয়ামের অ্যাট্রিওপোরে উন্মুক্ত হয়। এতে অসংখ্য লম্বা, নলাকার শিখা কোষ থলিতে উন্মুক্ত থাকে যাকে সলেনোসাইট বলে। প্রতিটি সলেনোসাইট এর একটি লম্বা বৃন্ত থাকে এবং তার প্রান্তে ক্ষুদ্র বেলুনের ন্যায় কোষদেহ অবস্থিত।

১৪। Agnatha দ্বারা কি বুঝায়?

উঃ চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীকে বুঝায়।

১৫। Lamprey এর লার্ভার নাম কি?

উঃ অ্যামোসিটিস লার্ভা।

১৬। ল্যামফ্রেড্রিন (Lamphredrin) কী? 

উঃ লিনিয়াস সকল প্রকার ল্যামফ্রে (Lamprey)-কে Petromyzon গণ-এ অন্তর্ভুক্ত করেন। এ ল্যামফ্রেকেই ল্যামফ্রেড্রিন বলা হয়। এরা আদি ধরনের সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণী। এরা অ্যাগনাথা দলর্ভুক্ত প্রাণী এবং সাইক্লোস্টোমাটা শ্রেণিভুক্ত প্রাণী। এদের দেহ নলাকার ও বাইন মাছের মতো। এদের লেজ পাশাপাশি চাপা, ত্বক নরম, চুনাময়। এরা বৃহৎ আকারে পরিযায়ী মাছের গায়ে বহিঃপরজীবী হিসেবে আটকে থাকে ও খাদ্য গ্রহণ করে।

১৭। কড্রোক্রেনিয়াম কি?

উঃ Scoliodon এর করোটি কোমলাস্থি দ্বারা গঠিত বলে একে কন্ট্রোক্রেনিয়াম বলে।

১৮। ক্লাসপার / আঁকড়া কী?

উঃ পুরুষ হাঙ্গরের সঙ্গম অঙ্গকে ক্লাসপার বা আঁকড়া বলে।

১৯। ডগ ফিশ (Dogfish) কী?

উঃ হাঙ্গরকে ডগ ফিশ (Dogfish) বলা হয়। কারণ কুকুরের মতো এর দৃষ্টিশক্তি নিখুঁত এবং ঘ্রাণ ক্ষমতাও খুব প্রবল।

২০। রুই মাছ কোন বর্গের অন্তর্গত? 

উঃ Cypriniformes বর্গের অন্তর্গত।

২১। ইফারেন্ট ব্রাজিয়াল ধমনি বলতে কী বুঝ?

উঃ ফুলকায় রক্ত পরিশোধনের পর O₂ যুক্তরত বহির্বাহী ধমনি দিয়ে দেহের বিভিন্ন অঙ্গে নিয়ে যায়, তাবে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি বলে।

২২। করোটিক স্নায়ু কি?

উঃ মাছের করোটিকার মধ্যে উপস্থিত মস্তিষ্ক থেকে যে সকল প্রান্তীয় স্নায়ু জোড়ায় জোড়ায় বেরিয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়ে সংবেদী, ক্রিয়াজ ও মিশ্র কাজ সম্পন্ন করে, তাদেরকে করোটিক স্নায়ু বলে।

২৩। কার্প মাছ কী?

উঃ Cypriniformes বর্গের অধীন Cyprinidae উপগোত্রের সদস্য প্রাণীদের কার্প মাছ বা কার্প জাতীয় মাছ বলে।

২৪। গ্রীষ্মনিদ্রা কী?

উঃ কোনো প্রাণীর গ্রীষ্মকালীন নিষ্ক্রিয়তাকে গ্রীষ্মনিদ্রা বলা হয়।

২৫। কুনো ব্যাঙের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?

উঃ তিনটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। 

২৬। পিডোজেনেসিস কি?

উঃ লার্ভার জনন অঙ্গসমূহ অসময়ে পরিপক্কতা লাভ করার প্রক্রিয়াকে পিডোজেনেসিস বলে। যেমন- Axolot লার্ভা।

২৭।ডাইনোসর কী?

উঃ মেসোজোয়িক মহাযুগের দৈত্যকার সরীসৃপ বর্গের প্রাণী যারা জলে ও স্থলে সর্বত্র বিদ্যামান ছিল। বর্তমানে এরা বিলুপ্ত।

২৮। টেম্পোরাল ফন্সা কি?

উঃ করোটি ছাদের Temporal অঞ্চলে বিদ্যমান ফোকরকে টেম্পোরাল ফসা বলে।

২৯। ডায়াপসিড টেম্পোরাল ফসা বলতে কী বুঝ?

উঃ যে সকল প্রাণীর দুটি টেম্পোরাল ফসা বা ফোকর পোস্ট অর্বিটাল এবং স্কোয়ামোসাল সাধারণত টেম্পোরাল ফোসা বা ফোকরের মাঝে মিলিত হয়। তাদেরকে ডায়াপসিড টেম্পোরাল ফসা বা ফোকর (ছিদ্র) বলা হয়।

৩০। Autotomy দ্বারা কি বুঝায়? 

উঃ অধিকাংশ টিকটিকির দেহ ক্ষুদ্রাকার আঁইশ বিদ্যমান এবং তাদের লেজ ভঙ্গুর। লেজ ভাঙ্গার ক্ষমতাকে Autotomy বলে।

৩১। জীবন্ত জীবাশ্ম বলতে কী বুঝ?

উঃ অতীতে বিলুপ্ত প্রাণীর দেহ বা দেহের অংশ বিশেষ বা এদের কোনো চিহ্ন বর্তমানে যেসব প্রাণী বহন করছে, তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

৩২। কবুতরের দুধ কি?

উঃ কবুতরের ত্রুপের অন্তঃপ্রাচীর থেকে আঠালো সাদা বর্ণের রস ক্ষরিত হয় যাকে কবুতরের দুধ বলে।

৩৩। কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে Master gland বলা হয়?

উঃ পিটুইটারি গ্রন্থিকে Master gland (মাস্টার গ্ল্যান্ড) বা প্রভু গ্রন্থি বা গ্রন্থির রাজা বলা হয়।

৩৪। একটি বিষধর সাপের বৈজ্ঞানিক নাম লিখ।

উঃ গোখরা- Naja naja.

৩৫। Fang কী?

উঃ সাপের বিষদাঁতকে ফ্যাং (Fang) বলা হয়।

৩৬। জ্যাকবসস অঙ্গ কাকে বলে?

উঃ সাপ ও টিকটিকির মুখের ছাদে সাধারণত এক জোড়া থলি বা টিউব নিয়ে গঠিত ঘ্রাণ অঙ্গকে জ্যাকবসন্স অঙ্গ বলে।

৩৭। ফনা কী?

উঃ জীববিজ্ঞানে ‘ফনা’ বলতে কোনো ভৌগোলিক অঞ্চলে অথবা প্রত্নতাত্ত্বিক যেকোনো সময়ে প্রাপ্ত যাবতীয় প্রাণী সমষ্টিকে বুঝায়।

৩৮। অভিপ্রয়াণ কি?

উঃ ল্যাটিন শব্দ ‘migrare’থেকে ইংরেজি ‘Migration’ শব্দটির উৎপত্তি। যার বাংলা প্রতিশব্দ হচ্ছে অভিপ্রয়াণ বা পরিযান। Migration (অভিপ্রয়াণ) পাখির একটি প্রাকৃতিক প্রবণতা।

৩৯। মারসুপিয়াল কি?

উঃ Mammalia শ্রেণির বর্গ মারসুপিয়াল এর অন্তর্গত আদি (vi অমরাযুক্ত থলিবাহী স্তন্যপায়ীদেরকে মারসুপিয়াল বলা হয়।

৪০। দন্ত সংকেত কি?

উঃ যে সাংকেতিক চিহ্নের সাহায্যে দাঁতের সংখ্যাসহ অবস্থান উল্লেখ করা হয়, তাকে দন্ত সংকেত বলা হয়।

৪১। এনজাইম কী?

উঃ এক ধরনের বস্তু যে নিজে অপরিবর্তিত থেকে রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে তাকে

এনজাইম বলে।

৪২। অ্যামনিওটা কি?

উঃ অ্যামনিয়ন, অ্যালানাটোইস ও কোরিয়ান নামক অতিদ্রূণীয় পর্দা, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ীদের ভ্রূণীয় পরিস্ফুরণ-কালে সৃষ্টি হয় বলে এ গোষ্ঠীকে একত্রে অ্যামনিওটা বলে।

৪৩। নেফ্রন কি?

উঃ বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশকে নেফ্রন বলা হয়। অর্থাৎ বৃক্কের গাঠনিক ও কার্যিক একককে নেফ্রন বলা হয়।

৪৪। গ্লোমেরুলাস কি?

উঃ গ্লোমেরুলাস হলো ছোট রক্তনালীর একটি নেটওয়ার্ক যা কিডনিতে নেফ্রনের শুরুতে অবস্থিত একটি টিউফট নামে পরিচিত।

৪৫। প্রোটোকর্ডেট কী?

উঃ কর্ডাটা পর্বের আদি বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণীদেরকে প্রোটোকর্ডেট বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। Branchiostoma-র গলবিলের গঠন ও বিশেষত্ব বর্ণনা কর। ১০০%

২। সাইক্লয়েড ও প্ল্যাকয়েড আঁশের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৩। টেম্পোরাল ফোসা কি? সরীসৃপের শ্রেণিবিন্যাসে টেম্পোরাল ফোসার গুরুত্ব লিখ। ১০০%

৪। Scoliodon এর সর্পিল কপাটিকার গঠন বর্ণনা কর। ১০০%

৫। অ্যাসিডিয়ার ট্যাডপোল লার্ভার গঠন বর্ণনা কর। ১০০%

৬। পাখির কঙ্কালের বিশেষত্ব কী? কবুতরের স্বরযন্ত্র ও তৈলগ্রন্থির কাজ লিখ। ১০০%

৭। শিকারী পাখিদের বৈশিষ্ট্য কী? কবুতরের বায়ুথলির নাম ও কাজ লিখ। ১০০%

৮। পোর্টাল শিরাতন্ত্র কী? ব্যাঙাচি ও পূর্ণাঙ্গ ব্যাঙের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৯। Lamprey Hagfish -এর মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%।

১০। Ascidia-র খাদ্যগ্রহণ পদ্ধতি বর্ণনা কর। ১০০%

১১। কুনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? সোনা ব্যাঙ ও কুনো ব্যাঙের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১২। Chondrichthyes Osteichthyes এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১৩। একবর্তনী রক্তপ্রবাহ কী? রুই মাছের পটকার বিবরণ দাও।৯৯%

১৪। স্কেটস এবং রেস-এর পার্থক্য উল্লেখ কর। ৯৯%

১৫। সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নহে- ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। (ক)  সনাক্তকারী বৈশিষ্ট্য এবং উদাহরণসহ Amphibia শ্রেণিকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। ১০০%

(খ) কবুতরের দ্বি-শ্বসন কৌশল কী? কবুতরের একটি আদর্শ পালকের গঠন বর্ণনা কর।  ১০০%

২। (ক) Agntha কী? Petromyzon-কে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? Petromyzon এর ফুলকা ঝুড়ির সচিত্র বর্ণনা দাও। ১০০%

(খ) স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রকার ত্বকোদ্ভূত গ্রন্থির বিবরণ দাও। ১০০%

৩। (ক) রক্ত কী? রক্তের কাজ কী? Cavia এর খাদ্য পরিপাক পদ্ধতি বর্ণনা কর। ১০০%

(খ) মেরুদন্ডীদের কশেরুকার প্রকারভেদ বর্ণনা কর। ১০০%

৪। (ক) উড়ুক্কু স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য কী? বিষাক্ত ও নির্বিষ সাপের পার্থক্য লিখ। ১০০%

(খ) সর্প বিষ কী? দুইটি নির্বিষ ও দুইটি বিষধর সাপের বৈজ্ঞানিক নাম লিখ। ১০০%

৫। (ক) Urochordata কী? Ascidia এর জ্ঞাতিত্ব আলোচনা কর। ১০০%

(খ) Ascidia-র রক্তসংবহনতন্ত্র ও সংবহন কৌশল কী? মেরুদন্ডীদের কশেরুকার প্রকারভেদ বর্ণনা কর। ১০০%

৬। (ক) Branchiostoma-র মুখ্য বৈশিষ্ট্য কী? Barnchiostoma-র খাদ্যগ্রহণ পদ্ধতি ও রক্ত সংবহনতন্ত্রের বর্ণনা দাও। ১০০%

(খ) সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ীদের হৃদপিণ্ডের তুলনা কর। ১০০%

৭। (ক) পার্শ্বীয় রেখা কী? এর গঠন ও কাজ লিখ। মাছের বিভিন্ন প্রকার আঁইশের বর্ণনা দাও। ১০০%

(খ) পাখির অভিপ্রয়াণ লিখ। পাখির বিভিন্ন ধরনের ঠোঁটের বর্ণনা দাও। ১০০%

৮। (ক) Labeo rohita এর শ্বসনতন্ত্রের বর্ণনা দাও। ১০০%

(খ) মেসোজোয়িক মহাযুগকে সরীসৃপের যুগ বলা হয় কেন? ১০০%%

৯। (ক) টিকটিকির শ্রোণীচক্র লিখ। সেন্ট্রামের উপর ভিত্তি করে কশেরুকার শ্রেণিবিন্যাস কর। ১০০%

(খ) মেসোজোয়িক মহাযুগকে সরীসৃপের যুগ বলা হয় কেন? টিকটিকির রেচন জননতন্ত্রের বর্ণনা দাও। ১০০%

১০। (ক) শীতনিদ্রা কী? Bufo-এর বিভিন্ন প্রকার শ্বসন কৌশলের বিবরণ দাও। ১০০%

(খ) Archaeopteryx-কে সংযোগকারী প্রাণী বলা হয় কেন? সাপের বিষের প্রকৃতি ও প্রকারভেদ বর্ণনা কর। ১০০%

১১। (ক) গিনিপিগের অন্তঃকর্ণের গঠন ও কাজ লিখ। ৯৯%

(খ) ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কী? গিনিপিগের হৃদপিণ্ডের গঠন ও এর রক্ত সঞ্চালন প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%

১২। (ক) কুনোব্যাঙের হৃদপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন কৌশল বর্ণনা কর। ৯৯%

(খ) পালক কী? কবুতরের বিভিন্ন প্রকার পালকের বিবরণ দাও। ৯৯%

১৩। (ক) রুই মাছের অন্তর্বাহী ও বহির্বাহী ফুলকা ধমনিসমূহের বর্ণনা দাও। ৯৯%

(খ) ইউরোকর্ডাটা উপ-পর্বের প্রাণীদের “টিউনিকেটস’ বলা হয় কেন? ৯৯%

১৪। (ক) হাঙ্গর ও রুই মাছের মধ্যে পার্থক্য কী? হাঙ্গর মাছের করোটিক স্নায়ুর বিবরণ দাও। ৯৯%

(খ) Cephalochordata-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লেখ। ৯৯%

১৫। (ক) পরিপাক কী? Scoliodon-এর পরিপাকতন্ত্রের বর্ণনা দাও। ৯৯%

(খ) দন্ত সংকেত কি? গিনিপিগের দত্ত সংকেত লিখ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*