ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃভুগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র অর্থনৈতিক ভুগোল ১১৩২০৩ রকেট সাজেশন ৯৫% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি 

১। পুর্নরুপ লিখ-OPEC, WTO, GATT, NAFTA, VAT.

উঃ OPEC হলো- Organization of the Petroleum Exporting Countries (তেল উত্তোলনকারী রপ্তানিকারক দেশগুলোর একটি সংগঠন)।

WTO হলো World Trade Organization বা বিশ্ব বাণিজ্য সংস্থা।

Genarel Agreeement on Tariffs and Trade.

North American Free Trade Agreement বা

উত্তর আমেরিকার অবাধ বাণিজ্য চুক্তি। 

Value Added Tax.

২। অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও।

উঃ মানুষের বস্তুগত, অবস্তুগত চাহিদা পূরণার্থের পণ্যদ্রব্যের উৎপাদন, বণ্টন, পরিবহণ, বিনিময়, বাণিজ্য প্রভৃতি কার্যাবলির ওপর পরিবেশের প্রভাব নিয়ে আলোচনাকে অর্থনৈতিক ভূগোল বলে।

৩। “Economic Geography” গ্রন্থের লেখক কে?

উঃ A Geography of Economic Behaviour গ্রন্থের লেখক হলেন- M. E. Hursf.

৪। একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লিখ।

উঃ জে. ম্যাকফারলেন।

৫। মানব সম্পদ কী?

উঃ কর্মক্ষম মানুষ অথবা তাদের কর্মদক্ষতাকে মানব সম্পদ বলা হয়। অর্থাৎ, জনশক্তি যখন উৎপাদনের জন্য সহায়ক হয়, তখন তাকে মানব সম্পদ বলে।

৬। অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি পদ্ধতির নাম লিখ। 

উঃ বিষয়ানুগ পদ্ধতি ও আঞ্চলিক পদ্ধতি।

৭। উন্নয়নশীল দেশ কী?

উঃ যেসব দেশের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হয়েছে এবং ভবিষ্যতেও তা হওয়ার সম্ভাবনা রয়েছে; সেসব দেশই উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত।

৮। বাণিজ্যিক কৃষি কি?

উঃ উৎপাদিত কৃষিজাত দ্রব্য বিদেশে রপ্তানির জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিচালিত কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক কৃষি বলে।”

৯। মিশ্র কৃষি কি?

উঃ বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করাকে মিশ্র কৃষি বলে।

১০। কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড?

উঃ কৃষি কাজ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যকাণ্ড।

১১। স্বয়ংভোগী কৃষি কাকে বলে?

উঃ উৎপাদিত কৃষি পণ্যের প্রায় সবটাই কৃষক তার  নিজস্ব চাহিদা মিটানোর জন্য যে কৃষিকাজ করে তাকে স্বয়ংভোগী কৃষি বলে।

১২। “খুচরা বাণিজ্য” কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? 

উঃ “খুচরা বাণিজ্য” হলো প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।

১৩। ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশের নাম লিখ।

উঃ চীন।

১৪। দুইটি বাগান কৃষির নাম লিখ।

উঃ দুইটি বাগান কৃষির নাম হলো-

১. চা ও ২. রাবার।

১৫। কৃষির দুটি ভৌগোলিক নিয়ামক উল্লেখ কর।

উঃ কৃষির দুটি ভৌগোলিক নিয়ামক হলো- ১. ভূমি ও ২. প্রাকৃতিক পরিবেশ।

১৬। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য ক্ষেত্র কোনটি?

উঃ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য ক্ষেত্র লে-ডর্গাস ব্যাংক।

১৭। সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি?

উঃ সম্পদের প্রধান বৈশিষ্ট্য হলো উপযোগের মাধ্যমে মানুষের অভাব মোচন করা।

১৮। পেট্রোক্যামিক্যাল শিল্প কি?

উঃ পেট্রোনিয়াম জাতীয় ক্যামিক্যাল তৈরি শিল্পকে বুঝায়।

১৯। সম্পদ কী?

উঃ সম্পদ বলতে চাহিদার তুলনায় কম ও বিনিময়যোগ্য যার উপযোগিতা রয়েছে এরূপ মূল্যবান দ্রব্যকে বুঝায়।

২০। পানিবিদ্যুৎ শক্তি কি?

উঃ নদী ও জলপ্রপাতের পানির গতিবেগ হতে টারবাইনের মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে পানি বিদ্যুৎ শক্তি বলে।

২১। বাংলাদেশে দুটি গ্যাসক্ষেত্রের নাম লিখ।

উঃ বাংলাদেশের দুটি গ্যাসক্ষেত্রের নাম হলো-

(i) সিলেটের হরিপুর ও

(ii) বাখরাবাদ কুমিল্লা।

২২। দুটি অনবায়নযোগ্য সম্পদের নাম লিখ।

উঃ কয়লা ও প্রাকৃতিক গ্যাস।

২৩। কোন দেশকে ধীবরের দেশ বলা হয়

উঃ নরওয়েকে ধীবরের দেশ বলা হয়।

২৪। কাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলে?

উঃ জাপানের ওসাকাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলে।

২৫। সাদা স্বর্ণ কী?

উঃ নিকেল, প্লাটিনাম অথবা অন্যান্য ধাতু মিশ্রিত রূপার রং সন্নিবেশিত স্বর্ণকে সাদা স্বর্ণ বলা হয়।

২৬। দ্বিতীয় পর্যায় অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ দাও।

উঃ দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ হলো- গম হতে রুটি, কাঠ হতে মণ্ড বা কাগজ তৈরি প্রভৃতি।

২৭। পরিবহণ পথগুলোর নাম লিখ।

উঃ পরিবহণ পথগুলো হলো-

১. সড়ক পথ;

২. রেলপথ;

৩. বিমানপথ;

৪ আন্তদেশীয় জলপথ;

৫. সমুদ্র পথ ও

৬. নদী পথ।

২৮। Apparel শব্দের অর্থ কি?

উঃ Apparel শব্দের অর্থ হলো পোশাক পরিচ্ছেদ।

২৯। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি?

উঃ পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।

৩০। আন্তর্জাতিক নেটওয়ার্ক কী?

উঃ পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল পরিবহন দেশের মধ্যে অথবা পৃথিবীর বিভিন্ন পার্শ্ববর্তী দেশের মধ্যে চুক্তির মাধ্যমে মহাদেশীয় পরিবহন ব্যবস্থাকে আন্তর্জাতিক নেটওয়ার্ক বলে।

৩১। আন্তর্জাতিক বাণিজ্য কি?

উঃ এক দেশের সাথে, অন্য দেশের পণ্য দ্রব্য, আদান প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।

৩২। সুয়েজ খাল কোথায় অবস্থিত?

উঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে অবস্থিত।

৩৩। বিশ্ববাণিজ্য সংগঠনের সদর দপ্তর কোথায়?

উঃ সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত।

৩৪। পশ্চাৎভূমি কি?

উঃ যে অঞ্চলে রপ্তানিযোগ্য দ্রব্যাদি বন্দরের মধ্যেমে বিদেশে রপ্তানি করা হয় এবং সে অঞ্চলে বন্দরের মাধ্যমে আমদানিকৃত দ্রব্যাদি ব্যবহার বা ভোগ করা হয় তাকে উক্ত বন্দরের পশ্চাদভূমি বলে।

৩৫। উত্তমাশা অন্তরীপ কে আবিষ্কার করেন?

উঃ ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা আবিষ্কার করেন।

৩৬। পানামা খালের দৈর্ঘ্য কত?

উঃ ৮০ কি. মি.।

৩৭। পেট্রোলিয়াম কি?

উঃ প্রেট্রোলিয়াম হলো ভূগর্ভস্থ সঞ্চিত খনিজ তেল।

৩৮। ইন্টারনেট সেবা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড?

উঃ চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।

৩৯।GNP-এর সংজ্ঞা দাও।

উঃ একটি দেশের জনগণ এক বছরে দেশে ও বিদেশে

প্রাপ্ত সম্পদের উপর ক্রিয়াশীল থেকে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করে তাকেই GNP বা জাতীয় আয় বলে।

৪০। নিট জাতীয় উৎপাদন কাকে বলে?

উঃ মোট জাতীয় উৎপাদন থেকে ক্ষয়ক্ষতি বাদ দিলে যা পাওয়া যায় তাই হলো নিট জাতীয় উৎপাদন।

৪১। GDP বলতে কি বুঝ?

উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন বলে। আর মোট দেশীয় উৎপাদনের সংক্ষিপ্ত রূপকে GDP বলা হয়।

৪২। মাথাপিছু আয় কী? 

উঃ একটি দেশের জনগণের বার্ষিক আয়কে মাথাপিছু আয় বলে।

৪৩। বাংলাদেশে দুইটি বিদেশি ব্যাংকের নাম লিখ।

উঃ আরব-বাংলাদেশ ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক।

৪৪। GDP কি?

উঃ GDP হলো: Gross domestic product বা মোট দেশজ উৎপাদন বা মোট অভ্যন্তরীণ উৎপাদন।

৪৫। সবুজ চা কি?

উঃ বাগান থেকে পাতা সংগ্রহ করার পর তা রৌদ্রে শুকিয়ে গুড়া করে যে চা তৈরি করা হয় তাকে সবুজ চা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। অর্থনৈতিক ভুগোল কি? অর্থনৈতিক কর্মকাণ্ডের চারটি বৈশিষ্ট্য লিখ।১০০%

২। বনভূমির অর্থনৈতিক গুরুত্ব লিখ। ১০০%

৩। খনিজ তেলের গুরুত্ব লিখ। ১০০%

৪। সংক্ষেপে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব লিখ। ১০০%

৫। সমুদ্রপথের চারটি গুরুত্ব সংক্ষেপে লিখ।১০০%

৬। নৌপথে পরিবহণের সুবিধা-অসুবিধাগুলো লিখ। ১০০%

৭। GDP ও GNP-এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৮। মাথাপিছু আয় বৃদ্ধির উপায়সমূহ লেখ। ১০০%

৯। নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদের মধ্যে তুলনা কর। ১০০%

১০। ধান চাষের অনুকূল ভৌগোলিক নিয়ামকসমূহ লিখ। ১০০%

১১। অর্থনৈতিক ভূগোলের পরিধি বর্ণনা কর। ৯৯%

১২। মৎস্যক্ষেত্র গড়ে উঠার অনুকূল ভৌগোলিক নিয়ামকসমূহ লেখ। ৯৯%

১৩।আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ আলোচনা কর। ৯৯%

১৪। সেবা খাত কী? সেবা খাতের প্রয়োজনীয়তা লেখ। ৯৯%

১৫। জাতীয় আয় বলতে কি বুঝ?জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। যেকোনো একটি উন্নত দেশের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও। ১০০%

২। বাণিজ্য কি? বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ আলোচনা কর। ১০০%

৩। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে প্রধান দুটি খাতের অবদান মূল্যায়ন কর। ১০০%

৪। পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ মৎস্যচারণ ক্ষেত্রের বর্ণনা দাও। ১০০%

৫। ফন থুনেনের কৃষি অবস্থান তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%

৬। বিশ্বের গম অথবা ইক্ষু উৎপাদনের ভৌগোলিক নিয়ামকসহ বিশ্ববণ্টন আলোচন ১০০%

৭। গম অথবা চা-এর বিশ্বব্যাপী উৎপাদন ও বণ্টন আলোচনা কর। ১০০%

৮। কৃষি পদ্ধতির শ্রেণিবিভাগ কর। স্বয়ংভোগী কৃষি ও বাণিজ্যিক কৃষির বিবরণ দাও। ১০০%

৯। উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%

১০। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণিবিভাগ কর। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দাও। ১০০%

১১। অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে? তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৯৯%

১২। পৃথিবীর তেল বলয়ের মানচিত্র প্রণয়ন কর। মধ্যপ্রাচ্যের খনিজ তেলের উৎপাদন ও বিশ্বে এর গুরুত্ব আলোচনা কর। ৯৯%

১৩। পশ্চাদভূমি কী? বন্দরের উন্নয়নে পশ্চাদভূমির ভূমিকা আলোচনা কর। ৯৯%

১৪। অর্থনৈতিক কার্যাবলি বলতে কি বুঝ? চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির বর্ণনা দাও। ৯৯%

১৫। স্বয়ংভোগী ও বাগান কৃষির মধ্যে পার্থক্য লেখ। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*