ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ সমাজবিজ্ঞান প্রথম পত্র রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) 

১। পূর্ণরূপ লিখ-STD, AIDS, HIV.

উঃ STD: Sexually Transmited Disease.

AIDS: Acquired Immune Deficiency Syndrome.

HIV: Human Immuno Deficiency Virus.

২। অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও। 

উঃ মানুষের মনস্তাত্ত্বিক তথা ভাবগত সৃষ্টি হলো অবস্তুগত সংস্কৃতি।

৩। দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি? 

উঃ ৩টি।

৪। “সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে”-উক্তিটি কার? 

“আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যা ব্যবহার করি তাই সভ্যতা”-উক্তিটি কার?

উঃ ম্যাকাইভার ও পেজ।

৫। সাম্যবাদ কি? 

উঃ সাম্যবাদ হলো শ্রেণিহীন, শোষণহীন, ব্যক্তি মালিকানাহীন এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবাদর্শ বা ধর্ম যেখানে ব্যক্তিগত মালিকানার স্থলে উৎপাদনের সকল মাধ্যম এবং প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রের মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন থাকে।

৬। মার্কসের মতে পুঁজিবাদী সমাজের প্রধান দু’টি সামাজিক শ্রেণির নাম লিখ। 

অথবা, দাসপ্রথার প্রধান দুইটি শ্রেণির নাম কী?

উঃ দাসপ্রথার প্রধান দুইটি শ্রেণির নাম হলো- (ক) জাজক শ্রেণি ও (খ) অভিজাত শ্রেণি।

৭। “জীবনটা হয় ভূরিভোজ না হয় উপবাস”-উক্তিটি কোন সমাজের জন্য প্রযোজ্য? 

উঃ উক্তিটি ভারতীয় নৃবিজ্ঞানী মিনু মাসানীর। মিনু মাসানী তাঁর “Our Growing on Humans Family” (বিবর্তনের পথে মানব পরিবার) গ্রন্থে উক্তিটি উল্লেখ করে। উক্তিটি শিকার ও সংগ্রহভিত্তিক সমাজের।

৮। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?

উঃ ড. নাজমুল করিম।

৯। “সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান” -উক্তিটি কার? 

‘Suicide’ গ্রন্থটি কার লেখা?

The Division of Labour in Society গ্রন্থটি কার লেখা?

উঃ সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম (E. Durkhim)।

১০। সাইবার অপরাধ কি? 

উঃ তথ্য প্রযুক্তি ও কৌশলকে কাজে লাগিয়ে যে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয় তাই Cyber Crime.

১১। সংস্কৃতির ধরনগুলো কী কী?

উঃ বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি।

১. সংস্কৃতি অর্জিত বিষয়, সামাজিকীকরণের মাধ্যমে সংস্কৃতি আয়ত্ত করা হয়, ২. সংস্কৃতি পরিবর্তনশীল, ৩. সংস্কৃতির উপাদানসমূহ মানুষের চাহিদা ও প্রয়োজন মিটিয়ে থাকে ও ৪. সংস্কৃতি বিভিন্ন স্থানে ব্যাপ্তি লাভ করে।

১২। শ্রেণি সংগ্রাম তত্ত্বের প্রবক্তা কে? 

উঃ কার্ল মার্কস।

১৩। বৈজ্ঞানিক পদ্ধতি কী? 

উঃ যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষক বা বিজ্ঞানীগণ সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলে।

১৪। মাতৃতান্ত্রিক পরিবার কি?

উঃ যে পরিবারে পুরুষের চেয়ে মহিলার অধিকার বেশি থাকে এবং মহিলারা কর্তৃত্ব করে এবং সন্তানের পরিচিতি উত্তরাধিকার সূত্রে মহিলার মাধ্যমে নির্বাচিত হয় তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে।

১৫। ‘Culture’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 

উঃ Culture শব্দটি ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন প্রথম ব্যবহার করেন।

১৬। মূল্যবোধ কি? 

উঃ মূল্যবোধ মানুষের এমন এক ধরনের বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনার ভালো-মন্দ বিচার করা হয়।

১৭। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি? 

উঃ শিক্ষাপ্রতিষ্ঠান হলো সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম।

১৮। ‘আদর্শ নমুনা’ প্রত্যয়টি কে ব্যবহার করেন? 

উঃ ‘আদর্শ নমুনা’ প্রত্যয়টি Max Weber (ম্যাক্সওয়েবার) ব্যবহার করেন।

১৯। প্রতিষ্ঠান কী? 

উঃ প্রতিষ্ঠান বলতে কতকগুলো পন্থা বা পদ্ধতিকে বুঝায়; যেগুলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং প্রতিষ্ঠিত।

২০। ‘The Communist Manifesto’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ‘The Communist Manifesto’ গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস ও এঙ্গেলস।

২১। কে দাসদেরকে ‘জীবন্ত হাতিয়ার’ বলে উল্লেখ করেছেন?

উঃ এরিস্টটল দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন।

২২। সামাজিক বিবর্তনের ধারণাটি কে প্রদান করেন? 

উঃ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার।

২৩। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। 

উঃ সমাজের মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনযাত্রার পরিবর্তনসহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন। 

২৪। “সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান।”—উক্তিটি কার? 

উঃ “সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান।”—উক্তিটি সমাজবিজ্ঞানী গিডিংস-এর ।

২৫। ঐতিহাসিক পদ্ধতি কী? 

উঃ ঐতিহাসিক আলোকে সামাজিক ঘটনাবলি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাকেই ঐতিহাসিক পদ্ধতি বলে।

২৬। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?

উঃ সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ।

২৭। সামন্ত সমাজে মুখ্য শ্রেণিসমূহ কী? 

উঃ সামন্ত সমাজের মূখ্য শ্রেণি হলো- এলিট শ্রেণি, বুদ্ধিজীবি শ্রেণি ও ধণিক শ্রেণি।

২৮। বিশ্বায়ন কী? 

উঃ বিশ্বের সকল জাতি রাষ্ট্রকে ক্রমশ পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কে অভিন্ন সূত্রে সমন্বিত করার এক বিশেষ প্রক্রিয়া হচ্ছে বিশ্বায়ন।

২৯। জেন্ডার কী? 

উঃ জেন্ডার হরো নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন ।

৩০। ভদ্রবেশী অপরাধের একটি উদাহরণ দাও। 

উঃ ভদ্রবেশী অপরাধের একটি উদাহরণ হলো-ট্রেডমার্ক নকল করা।

৩১। বস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও। 

উঃ বস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ হলো-মাটির হাড়ি।

৩২। যান্ত্রিক সংহতি কী? 

উঃ ডুর্খেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতিকে বুঝিয়েছেন, যেখানে সভ্যদের মধ্যে অনন্য সাদৃশ্য বিদ্যমান।

৩৩। কার্ল মার্কস এর মতে, সমাজ বিবর্তনের স্তর কয়টি?

উঃ ৫টি। যথা- (১) আদিম সাম্যবাদী সমাজ, (২) দাস সমাজ, (৩) সামন্তবাদী সমাজ, (৪) পুঁজিবাদী সমাজ ও (৫) সমাজতান্ত্রিক সমাজ যা পরিবর্তিত হয়।

৩৪। আমলাতন্ত্র প্রত্যয়টি কে ব্যবহার করেন?

উঃ আমলাতন্ত্রের জনক হলেন Max Weber.

৩৫। সামাজিক অসমতার প্রধান কারণ কী?

উঃ সামাজিক অসমতার প্রধান কারণ হলো অর্থনৈতিক।

৩৬। কার্ল মার্কস এর মতে, সমাজ বিবর্তনের সর্বশেষ স্তরের নাম কী?

উঃ সমাজতান্ত্রিক সমাজ যা পরিবর্তিত হয়।

৩৭। সামাজিক স্তরবিন্যাস কত প্রকার?

উঃ সামাজিক স্তরবিন্যাস ৪ প্রকার। যথা- (ক) দাস প্রথা, (খ) জাতিবর্ণ প্রথা, (গ) এস্টেট প্রথা এবং (ঘ) সামাজিক শ্রেণি ও মর্যাদা।

৩৮। ‘বিশ্ব এইডস দিবস’ প্রতি বছর কোন তারিখে পালন করা হয়?

উঃ ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়।

৩৯। পরিবার গঠনের পূর্বশর্ত কী?

উঃ পরিবার গঠনের পূর্বশর্ত হচ্ছে বিবাহ।

৪০। মূখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও।

উঃ সেরিবার একটি মূখ্য গোষ্ঠী ।

৪১। প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও।

উঃ প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ হলো বিদ্যালয় ।

৪২। গুরুদণ্ড কী?

উঃ বড় ধরনের শাস্তি।

৪৩। সামাজিক মিথক্রিয়া কী?

উঃ সামাজিক মানুষের পারস্পরিক নির্ভরশীলতা, নৈকট্য ও সহযোগিতা ইত্যাদির সমন্বয় হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া।

৪৪। বিভিন্নমুখী মেলামেলা তত্ত্বটি কে দিয়েছেন?

উঃ E. H. Sutherland ই. এইচ (সাদারল্যান্ড)।

৪৫। “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান” – উক্তিটি কার?

উঃ সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ-এর।

৪৬। ‘Capital’- বইটি কার লিখা?

উঃ কার্ল ম্যানহেইম (Karl Manheim)।

৪৭। সম্মোহনী কর্তৃত্ব কি?

উঃ সম্মোহনী কর্তৃত্ব হচ্ছে সেই ধরনের কর্তৃত্ব যা ব্যক্তির বিশেষ যোগ্যতা, ক্ষমতা এবং গুণাবলির দ্বারা পরিচালিত।

৪৮। পুঁজিবাদী সমাজে মুখ্য শ্রেণি কি কি?

উঃ পুঁজিবাদ হচ্ছে সমাজের এমন একটি ব্যবস্থা যেখানে মানুষের ব্যক্তিগত ব্যক্তিগত সম্পত্তি গড়ে তোলার ও ব্যবসার দ্বারা অবাধ মুনাফা লাভের স্বাধীনতা থাকে।

৪৯। “সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান”।—উক্তিটি কার?

উঃ লোস্টার ফ্রাংক ওয়ার্ড এবং উইলিয়াম, গ্রাহাম সামনার ।

৫০। সমাজবিজ্ঞানের জনক কে?

উঃ সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ।

৫১। মার্কসীয় মতে সমাজ বিকাশের পর্যায় কয়টি? 

উঃ মার্কসীয় মতে সমাজ বিকাশের পর্যায় পাঁচটি।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। দৃষ্টবাদ ও বিবর্তনবাদ কি? ১০০%

২। বৈজ্ঞানিক/ঐতিহাসিক পদ্ধতি কি? ১০০%

৩। বিশ্বায়ন ও আধুনিকায়ন কি? ১০০%

৪। সামাজিক/উলম্বী গতিশীলতা বলতে কি বুঝ? ১০০%

৫। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%

৬। মুখ্য দল ও গৌণ দলের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

অথবা, মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে? 

৭। সামাজিক পরিবর্তনের চারটি কারণ উল্লেখ কর। ১০০%

৮। সংস্কৃতি কী? সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%

৯। বাংলাদেশে দূর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর। ১০০%

১০। বিবাহ, যৌতুক প্রথা, পুঁজিবাদ, আমলাতন্ত্র কি? ৯৯%

১১। সংস্কৃতির ব্যবধান কী? ৯৯%

১২। পদ্ধতি ও কৌশলের মধ্যকার পার্থক্য কর। ৯৮%

১৩। শিকার ও সংগ্রহমূলক সমাজের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখ। ৯৮%

১৪। সামাজিকীকরণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা লিখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা কর। ১০০%

২। সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁতের অবদান মূল্যায়ন কর। ১০০%

৩। সামাজিকীকরণ কি? সামাজিকীকরণের বাহনসমূহ আলোচনা কর। ১০০%

৪। বাংলাদেশের সামাজিক গবেষণায় সামাজিক জরিপ পদ্ধতির গুরুত্ব ও উপযোগিতা আলোচনা কর। ১০০%

অথবা, বাংলাদেশের সামাজিক গবেষণায় কোন পদ্ধতি অধিক কার্যকরী বলে তুমি মনে কর? যুক্তি দাও। 

৫। “জাতিবর্ণ একটি বদ্ধ ধারণা, শ্রেণি হলো উন্মুক্ত”-উক্তিটির প্রেক্ষিতে শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%

৬। “জনসংখ্যা বৃদ্ধি বিশ্বপরিবেশ অবনয়নের জন্য বহুলাংশে দায়ী”- ব্যাখ্যা কর। ১০০%

৭। বিশ্বায়ন কি? সমাজ জীবনের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%

৮। অপরাধ ও বিচ্যুতি সংক্রান্ত হাওয়ার্ড বেকারের ‘লেবেলিং তত্ত্বটি’ বর্ণনা কর। ১০০%

৯। সংস্কৃতি কী? সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা কর। ১০০%

১০। পরিবার ও বিবাহের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত কর। ৯৯%

অথবা, পরিবারের উতপত্তি ও বিবর্তন সম্পর্কে মর্গানের তত্ত্বটি পর্যালোচনা কর। 

১১। তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লিখ। ৯৯%

১২। বাংলাদেশের সমাজ গবেষণায় প্রত্যক্ষ ও অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর। ৯৯%

১৩। বেকারত্ব কি? বেকার সমস্যার কারণসমূহ ও দূরীকরণের উপায় বর্ণনা কর। ৯৮%

১৪। দারিদ্র্য কি? বাংলাদেশে দারিদ্র্যের কারণগুলো আলোচনা কর। ৯৫%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*