ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ সমাজকর্ম প্রথম পত্র রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) 

১। পূর্ণরূপ লিখ-NASW, COS, BRAC, CEDAW, NGO,  

উঃ NASW -এর পূর্ণরূপ হলো- National Association of Social Worker.

COS এর পূর্ণরূপ হলো Charity Organization Society বা দানসংগঠন সমিতি।

BRAC -এর পূর্ণরূপ হলো: Bangladesh Rural Advancement Committee. 

CEDAW-এর পূর্ণরূপ হলো- Convertion the Elimination of all forms of Discrimination against Women.

NGO -এর পূর্ণরূপ হলো- Non Government Organization.

২। সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ‘ব্যক্তি’ কে? 

অথবা, সমাজকর্মে ‘ব্যক্তি’ কে?

উঃ ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বুঝায় ।

৩। সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন? 

‘Social Diagnosis’ গ্রন্থটি কে রচনা করেন? 

উঃ ম্যারি রিচমন্ড।

৪। ১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল?

উঃ ১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার ১৮৩৪ সালে হয়েছিল।

৫। বিভারিজ রিপোর্টের প্রণেতা কে ছিলেন? 

উঃ স্যার উইলিয়াম বিভারিজ।

৬। সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কি কি?

উঃ সামাজিক নিরাপত্তা তিন প্রকার। যথা- ১. সামাজিক বিমা; ২. সামাজিক সাহায্য এবং ৩. সমাজসেবা।

৭। কে, কখন আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 

উঃ স্যার সৈয়দ আহমেদ খান ১৯২০ সালে আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

৮। পেশার দুটি বৈশিষ্ট্য লিখ। 

উঃ পেশার দুটি বৈশিষ্ট্য হলো- ১. বিশেষ জ্ঞান ও যোগ্যতা এবং ২ জনকল্যাণমুখিতা।

৯। বাংলাদেশে সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কত সালে? 

উঃ ১৯৫৩ সালে।

১০। ‘Anthropology’ শব্দটি গ্রিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

উঃ গ্রিক শব্দ Anthrops এবং logos থেকে।

১১। আমেরিকায় দান সংগঠন সমিতি কখন গড়ে উঠে? 

উঃ আমেরিকায় দান সংগঠন সমিতি ১৮৬৩ সালে ম্যাসাচুয়েটস রাজ্যে গড়ে ওঠে।

১২। এলিজাবেথীয় দরিদ্র আইন কবে প্রবর্তিত হয়? 

উঃ ১৬০১ সালে।

১৩। আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে? 

উঃ ইংল্যান্ডে।

১৪। এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়? 

১৬০১ সালে দরিদ্র আইনে দরিদ্রদেরকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

উঃ তিনটি শ্রেণিতে ভাগ করা হয়।

১৫। হাজী শরীয়ত উল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত?

উঃ হাজী শরীয়তউল্লাহ ফরায়েজী আন্দোলনের জন্য বিখ্যাত।

১৬। ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন অনুযায়ী শিশুর বয়স সীমা কত? 

উঃ ৭ থেকে ১৬ বছর। 

১৭। সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়? 

উঃ যুক্তরাজ্যে।

১৮। কলা কী? 

উঃ কোন লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধির জন্য সুশৃঙ্খল কৌশলই হলো কলা।

১৯। ‘Introduction of Social Work’ গ্রন্থটির লেখক কে? 

সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?

উঃ ‘Introduction of Social Work’ গ্রন্থটির লেখক হলেন- W.A. Friedlander.

২০। দান সংগঠন সমিতি কি? 

উঃ ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হলো দান সংগঠন সমিতি।

২১। আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংঘটিত হয়? 

উঃ ১৮৭৩ সালে।

২২। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? 

উঃ রাজা রামমোহন রায়।

২৩। মুসলিম পারিবারিক অধ্যাদেশ কখন সংঘটিত হয়? 

উঃ ১৯৬১ সালে।

২৪। ঋণ সালিশী বোর্ড প্রতিষ্ঠা করেন কে? 

উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

২৫। উপমহাদেশে নারী মুক্তির অগ্রদূত বলা হয় কাকে? 

উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

২৬। অর্থনীতির জনক কে? 

উঃ অর্থনীতির জনক এডাম স্মিথ।

২৭। বিভারিজ রিপোর্টের ‘পঞ্চদৈত্য’ কী? 

উঃ অজ্ঞতা, অসুস্থতা, অলসতা, মলিনতা ও অভাব।

২৮। ‘পঞ্চদৈত্য’ কি কি?

উঃ অজ্ঞতা, অসুস্থতা, অলসতা, মলিনতা ও অভাব।

২৯। বৃত্তি ও পেশার কোনটির জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য?

উঃ পেশার জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য।

৩০। শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম লিখ।

উঃ (১) বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ ও (২) শিশু আইন ১৯৭৪।

৩১। ঋণ সালিশি বোর্ড প্রতিষ্ঠা করেন কে?

উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

৩২। আমেরিকায় দান সংগঠন সমিতি কখন গড়ে উঠে?

উঃ আমেরিকায় দান সংগঠন সমিতি ১৮৭৭ সালে ম্যাসাচুয়েটস রাজ্যে গড়ে ওঠে।

৩৩। ‘Philosophy’ শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?

উঃ গ্রিক শব্দ Philos ও Sophia শব্দ থেকে উৎপত্তি হয়েছে।

৩৪। ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম লিখ।

উঃ ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম- Introduction to Social Welfare.

৩৫। “Philosophy of Social Work” গ্রন্থের লেখক কে?

উঃ গ্রিক চিন্তাবিদ পিথাগোরাস।

৩৬। ‘Psychology’ শব্দটি গ্রিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

উঃ গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে।

৩৭। সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়?

উঃ সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম যুক্তরাষ্ট্র স্বীকৃতি পায় । 

৩৮। প্রাথমিক দল কী?

উঃ প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সার্বজনীন ও এর সদস্যদের মাঝে প্রতক্ষ যোগাযোগ বিদ্যমান।

৩৯। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন?

উঃ হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী ও স্বদেশী আন্দলনের নেতা ছিলেন।

৪০। বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা কখন শুরু হয়?

উঃ ১৯৫৬ সালে।

৪১। Social Diagnosis” গ্রন্থটি কে রচনা করেন?

উঃ ম্যারি রিচন্ড ।

৪২। সমাজের দুইটি বৈশিষ্ট্য লিখ।

উঃ ১. সমাজ পরিবর্তনশীল ও ২. সমাজগতিশীল ।

৪৩। জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লিখ।

উঃ জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য হলো- সামাজিক রীতিনীতির অভিন্নতা ও অভিন্ন অভিমত।

৪৪। সমাজবিজ্ঞানের জনক কে?

উঃ সমাজবিজ্ঞানের জনক হলেন Auguste Comte.

৪৫। সামাজিক আইন বলতে কি বোঝ?

উঃ সামাজিক প্রগতি ও উন্নতির প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য যেসব আইনগত ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক প্রণীত হয় তাকে সামাজিক আইন বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ১৬০১ সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%

২। ১৮৩৪ সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লিখ। ১০০%

৩। প্রাচীন ভারতের পাঁচটি সমাজকল্যাণমূলক কার্যক্রম লিখ। ১০০%

৪। বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা কর। ১০০%

৫। সমাজ সংস্কার কী? বেগম রোকেয়া এত বিখ্যাত কেন? ১০০%

৬। ভারতে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন বর্ণনা কর। ১০০%

৭। সমাজকর্ম দর্শন কী? পেশার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

৮। শিশু আইন, ১৯৭৪ এর গুরুত্বপূর্ণ ধারাসমূহ উল্লেখ কর। ১০০%

৯। সামাজিক আইন কী? সামাজিক আইনের গুরুত্ব লিখ। ৯৯%

১০। সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের পার্থক্য নির্দেশ কর। ৯৯%

১১। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ৯৯%

১২। সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা কর। ৯৯%

১৩। চিরস্থায়ী বন্দোবস্ত কী? নওয়াব ফয়জুন্নেসা এর পরিচয় দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। পেশা কি? পেশাদার ও অপেশাদার সমাজকর্মের পার্থক্য আলোচনা কর। ১০০%

২। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের গুরুত্বপূর্ণ দিকসমূহ বর্ণনা কর। ১০০%

৩। সমাজকর্ম কী? সমাজকর্মের পরিধি আলোচনা কর। ১০০%

৪। সামাজিক পরিবর্তন কী? সামাজিক পরিবর্তনের কারণগুলো আলোচনা কর। ১০০%

৫। অর্থনীতির সংজ্ঞা দাও। অর্থনীতির সঙ্গে সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর। ১০০%

৬। সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর। ১০০%

৭। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভারিজ রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%

৮। আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর। ১০০%

৯। নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩ এর ধারাসমূহ উল্লেখ কর। ৯৯%

১০। জনসমষ্টি কী? সমাজকর্ম ও সমাজকল্যাণের পার্থক্য নির্দেশ কর। ৯৯%

১১। “সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তিশীল একটি কলা”-আলোচনা কর। ৯৯%

১২। কল্যাণ রাষ্ট্র কী? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%

১৩। রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠন স্টেট বোর্ড অব চ্যারিটিজ এর অবদান আলোচনা কর। ৯৯%

১৪। রাজা রামমোহন রায় এত বিখ্যাত কেন? সমাজকল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

7 Comments

  1. খ এবং গ এর উত্তর পত্র কি পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published.


*