অনার্স পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত ২০২৪ বিভাগ মনোবিজ্ঞান বিষয়: মনোবিজ্ঞানের ইতিহাস: ২৩৩৪০১ ৯০% কমন ইনশাআল্লাহ।

অনার্স তৃতীয় বর্ষ
অনার্স তৃতীয় বর্ষ

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। কখন মনোবিজ্ঞানের আধুনিক যুগের শুরু হয়?
১৮৭৯ সালে লিপজিগ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন উত্তর সময়কে মনোবিজ্ঞানের আধুনিক যুগ বলে।
২। পরীক্ষণমূলক শারীরতত্ত্বের জনক বলা হয় কাকে?
উঃ জোহান্স মূলার
৩। কে, কখন সর্বপ্রথম ব্যক্তিত্ব সম্পর্কে মতবাদ দেন?
উঃ সিগমুন্ড ফ্রয়েড ১৯০২ সালে।
৪। অন্তঃপ্রজাতি সংগ্রামের একটি উদাহরণ দাও।
উঃ মানুষে মানুষে সংগ্রাম।
৫। JND এর পূর্ণরূপ কী?
উঃ Just Noticeable Difference
৬। কাঠামোবাদের জনক কে?
উঃ উইলহেল্ম উন্ড
৭। পরিবৃত্তির ধরনগুলো কী?
উঃ ১) অনুকূল পরিবৃত্তি এবং ২) প্রতিকূল পরিবৃত্তি।
৮। মনোসমীক্ষণের পথিকৃৎ কে?
উঃ সিগমুন্ড ফ্রয়েড।
৯। অনুষঙ্গবাদের প্রতিষ্ঠাতা কে?
উঃ ডেভিড হার্টলে।
১০। সমগ্রবাদের মৌলিক নীতি কী?
উঃ সমগ্র পরিস্থিতি অংশগুলোর উপর প্রাধান্য বিস্তার করে।
১১। আলবার্ট বান্ডুরার মতবাদটির নাম কী?
উঃ সামাজিক শিক্ষণ মতবাদ।
১২। মনোবিজ্ঞানের একটি জ্ঞানীয় তত্ত্বের নাম লেখ।
উঃ জ্যাঁ পিয়াজে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব।
১৩। লকের মতে জ্ঞানের উৎস কী?
উঃ ইন্দ্রিয় সংবেদন।
১৪। আইডিও–মটর ক্রিয়া কী?
উঃ সংবেদী প্রক্রিয়াসমূহ স্বাভাবিকভাবে মাংসপেশির সঞ্চালন বা অঙ্গ-প্রত্যঙ্গে গতির সৃষ্টি করে থাকে।
১৫। ফ্রয়েডের মতে সহজাত প্রবৃত্তিগুলো কী?
উঃ জীবন প্রবৃত্তি এবং মরণ প্রবৃত্তি।
১৬। দু’জন নব্য-ফ্রয়েডীয়ানের নাম লিখ।
উঃ কার্ল ইয়ং এবং আলফ্রেড এডলার।
১৭। জ্ঞানীয় মনোবিজ্ঞানের জনক কে?
উঃ Ulric (Dick) Neisser
১৮। প্লেটোর মতে মানুষের জ্ঞানের স্তরগুলো কী?
উঃ ২টি। যথা- (১) সংবেদনমূলক এবং (২) বুদ্ধিবৃত্তিমূলক।
১৯। মনোবিজ্ঞানের তৃতীয় শক্তি বলা হয় কোন তত্ত্বকে?
উঃ মানবতাবাদী মনোবিজ্ঞান।
২০। মনোবিজ্ঞানের আধুনিক যুগকে কী নামে অভিহিত করা হয়?
উঃ বৈজ্ঞানিক যুগ (Scientific Era) বলে।
২১। Gestalt – অর্থ কি?
উঃ নমুনা বা প্যাটার্ন।
২২। S-O-R পূর্ণরূপ কি?
উঃ Stimulus- Organism-Response / Reaction
২৩। দু’জন সমগ্রতাবদী মনোবিজ্ঞানীর নাম লিখ?
উঃ ১) ম্যাক্স ওয়ার্দিমার ২) কুর্ট কোফকা।
২৪। ১৯০০ সালে অস্ট্রয়াতে কোন মতবাদের সূচনা ঘটে?
উঃ মনোসমীক্ষণ মতবাদের।
২৫। এর মতবাদটির নাম কি?
২৬। ফরাসি দার্শনিক ডেকার্ট
উঃ দ্বৈতবাদ।
২৭। শিক্ষণ ও স্মৃতি কোন মতবাদের বিষয়বস্তু?
উঃ আচরনবাদের।
২৮। লিবিডো কি?
উঃ ফ্রয়েডের মতবাদ অনুসারে লিবিডো হলো সকল উদ্দিপনার উৎস শক্তি।
২৯। দু’জন ক্রিয়াবাদী মনোবিজ্ঞানীর নাম লিখ।
উঃ স্ট্যানলি হল এবং জন ম্যাককিন ক্যাটেল।
৩০। কোন গবেষণার জন্য প্যাভলভ নোবেল পুরস্কার পান ?
উঃ পরিপাক প্রক্রিয়ায় গ্রন্থি ও স্নায়বিক উপাদান সম্পর্কে গবেষণার জন্য ১৯০৪ সালে নোবেল পুরষ্কার পান।
৩১। মনোবিজ্ঞানের কোন যুগকে বৈজ্ঞানিক যুগ বলা হয়?
উঃ আধুনিক যুগকে।
৩২। S.O.R এর পূর্ণরূপ কী?
উত্তর:Stimulus-Organism-Response/Reaction.
৩৩। দুজন ক্রিয়াবাদী মনোবিজ্ঞানীর নাম লিখ।
উঃ স্ট্যানলি হল এবং জন ম্যাককিন ক্যাটেল।
৩৪। সমগ্রতাবাদের প্রতিষ্ঠাতা কারা?
উঃ ওয়ার্দিমার-কোফকা-কাহলার।
৩৫। মানসিক যন্ত্রকৌশল ধারণাটির প্রবক্তা কে?
উঃ সিগমুন্ড ফ্রয়েড।
৩৬। ডারউইনের মতবাদটির নাম কী?
উঃ বিবর্তনবাদ।
৩৭। লিবিডো কী?
উঃ মনো:সমীক্ষণ মতবাদে অবচেতন শক্তিকে বোঝায়, যার মাধ্যমে জীবন প্রবৃত্তি বা কাম প্রবৃত্তি ক্রিয়া করে।
৩৮। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্সের সূচনা করে?
উঃ সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে অনার্স কোর্সের সূচনা হয়।
৩৯। ক্রিয়াবাদে কোন পদ্ধতি ব্যবহৃত হয় ?
উঃ অন্তদর্শন পদ্ধতি।
৪০। ফেকনারের সূত্রটি লিখ।
উঃ R= f (S,O)
৪১। দু’জন নব্য-ফ্রয়েডীয়ানের নাম লিখ।
উঃ কার্ল ইয়ুং এবং আলফ্রেড এডলার।
৪২। ফ্রয়েডের মতবাদটির নাম কী?
উঃ মনোসমীক্ষণ মতবাদ।
খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। কাঠামোবাদে উন্ডের অবদান কী? ১০০%
২। ক্রিয়াবাদের পাঁচটি মৌলিক স্বতঃসিদ্ধ লেখ। ১০০%
৩। আদিম সত্তা, অহম এবং অতিঅহম ব্যাখ্যা কর। ১০০%
৪। সমগ্রবাদের চারটি সমালোচনা লেখ। ১০০%
৫। সমসাময়িক প্রভাবের নীতিসমূহ কী? ১০০%
৬। সুবিনাস্তকরণের যে কোনো দুটি নীতি ব্যাখ্যা কর। ১০০%
৭। মনোঃসমীক্ষণ বলতে কী বুঝায়? ১০০%
৮। ওয়েবারের সূত্রটি ব্যাখ্যা কর। ১০০%
৯। আত্মা সম্পর্কে এরিস্টটলের অভিমত ব্যাখ্যা কর। ১০০%
১০। আচরণবাদের গৌণ বৈশিষ্ট্যগুলো কী? ৯৯%
১১। প্রাকৃতিক নির্বাচন ও পরিবৃত্তি ব্যাখ্যা কর। ৯৯%
১২। বিবর্তনবাদ অনুযায়ী ‘বেঁচে থাকার সংগ্রাম’ ব্যাখ্যা কর। ৯৯%
১৩। কার্ট ল্যুইনের ক্ষেত্রতত্ত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ক্রিয়াবাদে সংযোগের নীতিটি ব্যাখ্যা কর। ৯৮%
১৫। হিপনোসিস কী? ৯৮%

গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। প্রাক বিজ্ঞান যুগে মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
২। কাঠামোবাদ বিকাশে উন্ডের ভূমিকা আলোচনা কর। ১০০%
৩। থর্নডাইকের অনুষঙ্গবাদ বর্ণনা কর। ১০০%
অথবা, থর্নডাইকের অনুষঙ্গবাদ সমালোচনামূলক মূল্যায়ন ব্যাখ্যা কর।
৪। সমগ্রতাবাদের সুবিন্যস্তকরণের নীতিসমূহ বর্ণনা কর। ১০০%
৫। চিকিৎসা পদ্ধতি হিসেবে মনোসমীক্ষণ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে মনোবিজ্ঞান চর্চার সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ১০০%
৭। ক্রিয়াবাদ প্রতিষ্ঠায় উইলিয়াম জেমসের অবদান আলোচনা কর। ১০০%
৮। আচরণবাদ প্রতিষ্ঠায় ওয়াটসনের অবদান আলোচনা কর। ১০০%
৯। আধুনিক মনোবিজ্ঞানের আচরণবাদের অবদান আলোচনা কর। ১০০%
১০। আধুনিক মনোবিজ্ঞানে ওয়েবার’ ও ‘ফেকনার’ এর অবদান বর্ণনা কর। ৯৯%
১১। টলম্যানের চিহ্ন-শিক্ষণের প্রকৃতি বর্ণনা কর। ৯৯%
১২। আধুনিক মনোবিজ্ঞানে ক্রিয়াবাদের অবদান আলোচনা কর। ৯৯%
১৩। সমগ্রতাবাদের নীতিসমূহ বর্ণনা কর। ৯৯%
১৪। অনুষঙ্গবাদী মনোবিজ্ঞানী হিসেবে প্যাভলভের অবদান আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*