ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় সমাজকর্ম ষষ্ঠ পত্র ১৩২১০৩ রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NASW, NGO, DAB, CARE, NGO, ICDDR,B,
উঃ NASW: National Association of Social Worker.
NGO: Non Government Organization.
CARB: Co-operestive for American Relief Everywhere.

২। ‘BRAC’ এর প্রতিষ্ঠাতা কে?
উঃ স্যার ফজলে হাসান আবেদ।
৩। বাংলাদেশে কোথায় প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
উঃ বাংলাদেশে সর্বপ্রথম ১৯৫৪ সালে চিকিৎসা সমাজকর্ম চালু হয়।
৪। মাঠকর্মে কর্ম দিবস কত দিন?
উঃ ৬০ কর্ম দিবস।
৫। “Field Work Manual” গ্রন্থটি কে সম্পাদনা করেছেন?
উঃ Field work Manual’ গ্রন্থটি এম এ মোমেন লিখেছেন।
৬। ‘Rapport’ শব্দের অর্থ কী?
উঃ পেশাগত সম্পর্ক।
৭। প্রসেস রেকর্ডিং কী?
উঃ প্রসেস রেকর্ডিং হলো ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন কার্যাবলি সংরক্ষণ।
৮। মাঠকর্ম প্রতিবেদন কী?
উঃ ব্যবহারিক প্রশিক্ষণ সম্পাদন শেষে ছাত্রছাত্রীরা লিখিত আকারে যে কর্ম তত্ত্বাবধায়কের নিকট প্রদান করে তাই মাঠ মাঠকর্ম প্রতিবেদন।
৯। সমাজকর্ম পেশায় অগ্রদূত কে?
উঃ সমাজকর্ম পেশার রূপকার বা অগ্রদূত ম্যারি রিচমন্ড।
১০। তত্ত্বাবধানের প্রকারভেদ লিখ।
উঃ ৪ প্রকার। যথা- ১. প্রশাসনিক তত্ত্বাবধান, ২. সেচ্ছাসেবী তত্ত্বাবধান, ৩. সাংগঠনিক তত্ত্বাবধান ও ৪. আর্থিক তত্ত্বাবধান।
১১। এজেন্সি তত্ত্বাবধান কী?
উঃ এজেন্সি তত্ত্বাবধায়ক কর্তৃক শিক্ষার্থীদের তদারকি করা।
১২। সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
উঃ সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ সংস্থাপন।
১৩। মনিটরিং কী?
উঃ দৃশ্যমান বিষয়ের উপর উদ্দেশ্যবহ সুশৃঙ্খল নিরীক্ষণ হলো মনিটরিং।
১৪। মাঠকর্ম কত প্রকার?
উঃ মাঠকর্ম দুই প্রকার। যথা-নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্ম।
১৫। “মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ অংশ”—উক্তিটি কার?
উঃ “মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ অংশ”—উক্তিটি করেন Hollis and Taylor.
১৬। সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড উল্লেখ কর।
উঃ সামাজিক ন্যায়বিচার।
১৭। চলমান মাঠকর্ম কী?
উঃ চলমান মাঠকর্ম হচ্ছে সেই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ যেখানে একই সাথে শ্রেণিকক্ষের শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষাও অর্জিত হয়।
১৮। তত্ত্বাবধায়ক কে?
উঃ যিনি প্রতিষ্ঠানের বা সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন তাকে তত্ত্বাবধায়ক বলে।
১৯। প্রবেশন কোন শব্দ থেকে এসেছে?
উঃ প্রবেশন ল্যাটিন শব্দ থেকে এসেছে।
২০। কখন এবং কোথায় সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
উঃ ১৯০৫ সালে আমেরিকায়।
২১। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৯৭৪ সালে।
২২। BIRDEM -এর প্রতিষ্ঠাতা কে?
উঃ ড. মুহাম্মদ ইব্রাহিম।
২৩। সমাজকর্ম পেশার অগ্রদূত কে?
উঃ সমাজকর্ম পেশার রূপকার ম্যারি রিচমন্ড।
২৪। ডায়াগনোসিস কত প্রকার?
উঃ ডায়াগনোসিস ৩ প্রকার।
২৫। সংস্থাপন কী?
উঃ কোনো শিক্ষানবিসকে যখন কোনো সংস্থার সাথে যুক্ত করা হয় এবং সেখানে কোনো দায়িত্বে নিযুক্ত করা হয় তখন তাকে সংস্থাপন বলে।
২৬। জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
উঃ জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম হলো- কিশোর উন্নয়ন কেন্দ্র।
২৭। “Training School of Applied Philanthropy” এর প্রতিষ্ঠাতা কে?
উঃ “Training School of Applied Philanthropy” এর প্রতিষ্ঠাতা ম্যারি রিচমন্ড।
২৮। মাঠকর্মের মূল লক্ষ্য কী?
উঃ মাঠকর্মের মূল লক্ষ্য হলো সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা।
২৯। নির্দিষ্ট মাঠকর্ম কী?
উঃ শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট সংস্থায় দু’জন তত্ত্বাবধায়কের অধীনে মাঠকর্ম সম্পন্ন করার জন্য সংযুক্ত হয় তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলে।
৩০। গ্রামীণ ব্যাংকের ‘পরীক্ষামূলক প্রকল্প’ প্রথম কোথায় চালু করা হয়?
উঃ চট্টগ্রামের জোবরা গ্রামে।
৩১। সমাজকর্ম অনুশীলন করেন কারা?
উঃ সমাজকর্ম অনুশীলন করেন সমাজকর্মীরা।
৩২। সাক্ষাৎকার বলতে কী বুঝ?
উঃ সাক্ষাৎকার বলতে দুই বা ততোধিক লেখকের মধ্যে এক বিশেষ ধরনের কথোপকথনকে বুঝায় ।
৩৩। সমাজকর্মে সর্বপ্রথম পেশাগত শিক্ষার গুরুত্ব উত্থাপন করেন কে?
উঃ Anna L. Dawes.


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মাঠকর্ম বলতে কী বোঝায়? ১০০%
২। চিকিৎসা/মনোচিকিৎসা সমাজকর্ম কী? ১০০%
৩। তত্ত্বাবধান কি? মাঠকর্মে তত্ত্বাবধানের উদ্দেশ্য লিখ। ১০০%
৪। মাঠকর্মের সমস্যাগুলো আলোচনা কর। ১০০%
৫। প্রবেশন ও প্যারোলের পার্থক্য লিখ। ১০০%
৬। উত্তম সাক্ষাৎকারের শর্তাবলি উল্লেখ কর। ১০০%
৭। কেস ব্যবস্থাপনা কী? কেস ব্যবস্থাপনার কার্যাবলি লিখ। ১০০%
৮। সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো কী কী? ১০০%
৯। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্য লিখ। ১০০%
১০। পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণের অসুবিধাগুলো লিখ। ১০০%
১১। কার্যকর তত্ত্বাবধানের পূর্বশর্ত সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১২। গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলো লিখ। ৯৯%
১৩। গ্রামীণ সমাজসেবা, কিশোর আদালত ও শিশু কল্যাণ কি? ৯৯%
১৪। মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধানের ভূমিকা উল্লেখ কর। ৯৯%
১৫। সাক্ষাৎকার ও আটক নিবাস কী? ৯৯%
১৬। কেস স্টাডি ও কেস ব্যবস্থাপনার পার্থক্য দেখাও। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য মাঠকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%
২। তত্ত্ববধানের কৌশলসমূহ কী? মাঠকর্মে তত্ত্বাবধানের গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
অথবা, তত্ত্বাবধান কী? মাঠকর্মে তত্ত্বাবধানের কৌশলসমূহ আলোচনা কর।
৩। মাঠকর্মে সংস্থাপন কি? মাঠকর্মে সংস্থাপনের নির্দেশিকাগুলো আলোচনা কর। ১০০%
৪। কেস স্টাডি কী? কেস স্টাডির জন্য তথ্যসংগ্রহের উৎস এবং কৌশলের বিবরণ দাও। ১০০%
৫। সংশোধনমূলক কার্যক্রমে মাঠকর্মীর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
অথবা, সংশোধনমূলক কার্যক্রম কি? বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমসমূহের বর্ণনা দাও।
৬। সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো আলোচনা কর। ১০০%
৭। তথ্যসংগ্রহের কৌশল হিসাবে গৃহপরিদর্শন ও ঘটনা লিপিবদ্ধকরণ আলোচনা কর। ১০০%
৮। চিকিৎসা সমাজকর্ম কী? মাঠকর্ম অনুশীলনে একজন মনোচিকিৎসা সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর। ১০০%
৯। সাক্ষাৎকার কি? বাংলাদেশে সাক্ষাৎকার গ্রহণের সমস্যা ও সমস্যা সমাধানের উপায় আলোচনা কর। ১০০%
১০। মাঠকর্ম অনুশীলনে সমস্যা সমাধান প্রক্রিয়ায় ব্যবহৃত
সমাধান পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা কর। ১০০%
১১। কার্য সম্পাদন কি? মাঠকর্মে শিক্ষার্থীদের কার্যসম্পাদনের প্রকৃতি বর্ণনা কর। ৯৯%
১২। ব্র্যাকের উদ্দেশ্যসমূহ কী কী? এর কার্যাবলি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। ঘটনা লিপিবদ্ধকরণ কী? মাঠকর্ম অনুশীলনে ঘটনা লিপিবদ্ধকরণের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
১৪। কেস ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। কেস ব্যবস্থাপনার
কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১৫। ডায়াবেটিস কি? বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যাবলি বর্ণনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*