ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র ১৩২০০৩ রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-GAD, VGF, BRAC, BRDB, WAD, V-AID
GAD: Gender and Development.
২। AIDS,
উঃ AIDS: Acquired Immune Deficiency Syndrom.
৩। “Dynamics of Bangladesh Society” গ্রন্থের রচয়িতা কে?
উঃ ড. এ কে নাজমুল করিম।
৪। প্যারোল কী?
উঃ প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদানকে প্যারোল বলে।
৫। ছয়দফা দাবী কত সালে পেশ করা হয়?
উঃ ১৯৬৬ সালে পেশ করা হয়।
৬। অপারেশন সার্চলাইট কী?
উঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ লাইট বলে।
৭। কখন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
উঃ ২৬ জুলাই ১৯৭২ সালে।
৮। সরোরেট কী?
উঃ কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলা হয়।
৯। প্রবেশন কী?
উঃ প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশোধনের লক্ষ্যে অপরাধীকে মুক্তিদানের প্রক্রিয়াকে প্রবেশন বলে।
১০। বাংলাদেশে রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন কোন জেলায়?
উঃ রাখাইন উপজাতিরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বিশেষত, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি,কক্সবাজার, বরগুনা ও বরিশাল জেলায় বাস করে।
১১। আমলাতন্ত্রের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উঃ প্রশাসন কর্তৃক ব্যবস্থাপনা, বৃত্তিগত ব্যবস্থাপনা,পদোন্নতির ব্যবস্থা, স্থায়িত্ব,নিরপেক্ষতা ও পরিবর্তনশীলতা ইত্যাদি।
১২। জিডিপি বলতে কী বোঝায়?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে।
১৩। দারিদ্রসীমা বলতে কী বোঝায়?
উঃ কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশ বা সীমাকে দারিদ্র্য সীমা বলে।
১৪। বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত শতাংশ?
উঃ বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান ১৩.৪৭ শতাংশ।
১৫। প্রজননশীলতা কী?
উঃ প্রজননশীলতা হলো বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী একত্রে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া।
১৬। অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার?
উঃ অভ্যন্তরীণ স্থানান্তর ২ প্রকার।
১৭। কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়?
উঃ ২১শে ফেব্রুয়ারি।
১৮। সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে?
উঃ সর্বপ্রাণবাদ মতবাদের জনক হলেন E B. Tylor.
১৯। এথনিসিটি কী?
উঃ এথনিক গোষ্ঠি বা এথনিসিটি বলতে এমন একটি গোষ্ঠিকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সাংস্কৃতি ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতি সহ বৃহৎ কোনো সমাজের উপগোষ্ঠি হিসেবে বাস করে।
২০। ‘Urbanism’ প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন?
উঃ ‘Urbanism’ শব্দটি প্রথম Louis writh ব্যবহার করেন।
২১। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উঃ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
২২। জাতীয় শিক্ষানীতি-২০১০ এ শিক্ষার স্তর কয়টি?
উঃ জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর শিক্ষার স্তর তিনটি।
২৩। বঙ্গভঙ্গ কত সালে হয়?
উঃ ১৯১১ সালে।
২৪। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?
উঃ জেলা পরিষদ।
২৫। ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উঃ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
২৬। বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন?
উঃ বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি দিয়েছেন অপরাধ বিজ্ঞানী ই. এইচ সাদারল্যান্ড।
২৭। কিশোর অপরাধ বলতে কী বুঝায়?
উঃ অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত দেশের আইন ও সমাজ বিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী কার্যাবলিকেই কিশোর অপরাধ বলে।
২৮। আন্তর্জাতিক স্থানান্তর কত প্রকার?
উঃ আন্তর্জাতিক স্থানান্তর দুই প্রকার।
২৯। বাংলাদেশের পল্লি উন্নয়ন একাডেমি (BARD) এর প্রতিষ্ঠাতার নাম লিখ।
উঃ ড. আকতার হামিদ খান।
৩০। ‘Discovery of Bangladesh’-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ প্রফেসর ডা. আকবর আলী খান।
৩১। বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
উঃ বাংলাদেশের এথনিক গোষ্ঠী হলো চাকমা।
৩২। আগরতলা ষড়যন্ত্র মামলা কখন গ্রহণ করা হয়?
উঃ আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালে গ্রহণ করা হয়।
৩৩। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উঃ কুদরত-ই-খুদা।
৩৪। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
৩৫। বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লিখ।
উঃ বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোটি হলো- গারো।
৩৬। ‘Political Elites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ Political Elites in Bangladesh গ্রন্থটির রচয়িতা হলেন ড. রঙ্গলাল সেন।
৩৭। No society is classless or unstratified’ -উক্তিটি কার?
উঃ কিংসলে ডেভিস ও উইল বার্ট ই ম্যুর এর।
৩৮। গুরুদণ্ড কী?
উঃ গুরুদণ্ড বলতে কঠিন শাস্তিকে বুঝায়।
৩৯। সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
উঃ August comte (অগাস্ট কোঁৎ)।
৪০। মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
অথবা, কত সালে সর্বভারতীয় মুসলিমলীগ প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।
৪১। আমলাতন্ত্র কি?
উঃ আমলাতন্ত্র হলো এমন এক ধরনের
আনুষ্ঠানিক সংগঠন যেখানে দক্ষতা অর্জনের জন্য একটি সুশৃংখল নিয়ম নীতি এবং ক্ষমতার ক্রমোচ্চ ব্যবস্থা বিদ্যমান থাকা বোঝায়।
৪২। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উঃ Lombroso (লমব্রোসো)।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রতিবেশ ও শিল্পায়ন কী? ১০০%
২। কৃষির আধুনিকীকরণ বলতে কী বুঝ? ১০০%
৩। জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য কী কী? ১০০%
৪। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
৫। জাতিভেদ প্রথা ও শ্রেণির মধ্যে পার্থক্য কর। ১০০%
৬। সামাজিক অসমতা কী? এর উপাদানগুলো কী? ১০০%
অথবা, সামাজিক অসমতার প্রকতি ব্যাখ্যা কর।
৭। শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ কর। ১০০%
৮। দারিদ্র্যের দুষ্টচক্র কি? ১০০%
৯। সুশাসন ও সুশীল সমাজ বলতে কি বুঝ? ১০০%
১০।
১১। সামাজিকীকরণ কি? সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা উল্লেখ কর। ৯৯%
১২। শিক্ষানীতি, বয়স ও লিঙ্গ কাঠামো কি? ৯৯%
১৩। আমলাতন্ত্র ও গ্রামীণ অর্থনীতি কি? ৯৯%
১৪। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি লিখ। ৯৯%
অথবা, বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য লিখ।
১৫। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ভাষা আন্দোলন কী? ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশের চাকমা এথনিক জনগোষ্ঠীর সামাজিক –
সাংস্কৃতিক জীবন আলোচনা কর। ১০০%
৩। স্থানান্তর গমন কি? বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৪। শিল্পায়ন কি? বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%
৫। রাজনৈতিক সংস্কৃতি কি? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৬। ভূমিস্বত্ব ব্যবস্থা কি? গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা আলোচনা কর। ১০০%
৭। অপরাধ কি? বাংলাদেশে অপরাধ দমনে পুলিশের ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৮। নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা কর। ১০০%
৯। কিশোর অপরাধ কি?
বাংলাদেশে কিশোর অপরাধের কারণসমূহ আলোচনা কর। ১০০%
১০। নগরায়ণ কি? বাংলাদেশের সমাজ জীবনে নগরায়ণের প্রভাব আলোচনা কর। ১০০%
১১। বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা কর। ৯৯%
অথবা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনশীল ধারা আলোচনা কর।
১২। শিক্ষানীতি কি? বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার সমস্যাসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। সাম্প্রতিক বাংলাদেশে অপরাধ প্রবণতার ধরন বা কারণসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। গ্রামীণ বাংলাদেশের কৃষি ও অকৃষি কার্যক্রমের বর্ণনা দাও। ৯৯%
১৫। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*