ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় প্রাণিবিজ্ঞান ষষ্ঠ পত্র অর্থনৈতিক প্রাণিবিদ্যা ও সিস্টেম্যাটিক্স: ১৩৩১০৩ রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-ICZN, HCG, IPM, IZC.
উঃ ICZN: International Code of Zoological Nomenclature.
HCG: Human Chorionic Gonadotropin.

২। ককসিডিওসিস কী?
উঃ Eimeria গণের বিভিন্ন প্রজাতি দ্বারা সৃষ্ট মোরগ-মুরগির রোগকে ককসিডিওসিস বলা হয়।
৩। সিবলিং প্রজাতি কী?
উঃ যেসব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত প্রজাতি যুগল আঙ্গিক সাদৃশ্যের কারণে অভিন্ন প্রজাতি বলে মনে হলেও প্রজননিক দিক থেকে পৃথক, যেসব প্রজাতিকে সিবলিং (Sibiling species) প্রজাতি বলা হয়।
৪। রয়েল জেলি কী?
উঃ কর্মী মৌমাছিদের গলবিল এবং ম্যাক্সিলারি গ্রন্থি হতে নিঃসৃত বিশেষ প্রোটিন সমৃদ্ধ জেলির ন্যায় মধুকে রয়েল জেলি বা Royal Jelly বলা হয়।
৫। কুসুমী লাক্ষা কাকে বলে?
উঃ কুসুমী পোকা সাধারণত কুসুম, পলাশ ও কুল গাছে জন্মায় ও বংশ বিস্তার করে এবং হলুদ বা কুসুম রংয়ের লাক্ষা উৎপাদন করে থাকে, তাকে কুসুমী লাক্ষা বলে।
৬। সিস্টেমেটিক বলতে কী বুঝ?
উঃ জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণিবিন্যাসকরণ অভিব্যক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকেই Systematic (সিস্টেম্যাটিক্স) বলা হয়।
৭। আলফা ট্যাক্সোনমি বলতে কী বুঝ?
উঃ বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাচীন কাল থেকে যে শ্রেণিবিন্যাস পদ্ধতিসমূহ গড়ে উঠেছে তাকে Alpha-taxonomy বলে।
৮। হলোটাইপের সংজ্ঞা দাও।
উঃ একটা নতুন নামিক প্রজাতি মাত্র একটি প্রাণী নমুনার উপর ভিত্তিশীল হলে তাকে হলোটাইপ বলে।
৯। ক্যারোলাস লিনিয়াস এর দ্বিপদ নামকরণ সংক্রান্ত গ্রন্থটির নাম লিখ।
উঃ ‘Systema nature’ নামক গ্রন্থ।
১০। সিস্টেমেটিক্স বলতে কী বুঝ?
উঃ জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ,নামকরণ, শ্রেণিবিন্যাসকরণ অভিব্যক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকেই Systematic
(সিস্টেম্যাটিক্স) বলা হয়।
১১। রেজিন কী?
উঃ রেজিন হচেছ এক প্রকার আঠালো বস্তু যা লাক্ষা কীটের দেহ হতে নিঃসৃত হয়।
১২। “দ্ব্যগ্র বন্ধনী কী” বলতে কী বুঝ?
উঃ ভিন্ন দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের মিলিত বন্ধনকে ‘দ্ব্যগ্র বন্ধনী’ কী বা দ্বি-শাখা বন্ধনীযুক্ত নির্দেশিকা বলে।
১৩। মেজর কার্প বলতে কী বুঝ?
উঃ তুলনামূলকভাবে বড় আকৃতির, তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত, চাষযোগ্য ও বেশি চাহিদাযুক্ত মাছকে মেজর কার্প মাছ বলা হয়। যেমন- কাতলা- Catla catla; মৃগেল- Cirrhina mrigala ইত্যাদি।
১৪। “Edible Oyster” বলতে কী বুঝ?
উঃ সুস্বাদু ও রুচিকর প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ৫০ প্রজাতির Oyster কে মূল্যবান পুষ্টিকর খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এদের সাধারণ নাম ভোজ্য অয়েস্টার বা ‘Edible Oyster’.
১৫। ক্যারাপেস বলতে কী বুঝ?
উঃ কাঁকড়া, চিংড়ি, ঝিনুক, কচ্ছপ এর দেহ আচ্ছাদিত খোলসের উপরের অংশকে ক্যারাপেস বলে।
১৬। বিদেশি উন্নত জাতের দুটি গরুর নাম লিখ।
উঃ বিদেশি উন্নত জাতের দুটি গরুর নাম হলো : (ক) জার্সি ও (খ) শাহীওয়াল।
১৭। মুক্তা মাতা কাকে বলে?
উঃ ঝিনুকের Nacreous স্তরটি CaCO, কনকিওলিনের পর্যায়ক্রমিক আবরণ দিয়ে গঠিত। এই স্তরেই মুক্তা গঠিত হয় তাই এই স্তরকে মুক্তামাতা বা Mother of pearl বলা হয়।
১৮। সেকি-ডিস্ক বলতে কী বুঝ?
উঃ সেকি-ডিস্ক হলো একটি লোহার থালা যার সাহায্যে পুকুরের মাছের প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যতা নিরূপণ করা হয়।
১৯। অপুংজনি কাকে বলে?
উঃ পুরুষ কীট কতক নিষক্তকরণ ছাড়াই স্ত্রী কীটের শিশু জন্মদানের প্রক্রিয়াকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে।
২০। পরাগ ঝুড়ি কী?
উঃ কর্মী মৌমাছির পশ্চাৎপদের টিবিয়ায় বহিঃ পার্শ্বে একটি মসৃণ অংশ ঘিরে অসংখ্য বাঁকানো রোম থাকে।একে পরাগ ঝুড়ি বলে।
২১। ব্রুড ফিস কি?
উঃ বয়ঃপ্রাপ্ত স্ত্রী ও পুরুষ মাছ যাদের প্রজনন কাজে ব্যবহার করা হয় তাদের ব্রুড মাছ (Brood fish) বলে।
২২। নামকরণ বলতে কি বুঝ?
উঃ আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনো জীবের বৈজ্ঞানিক নাম প্রদানকে Nomenclature (নামকরণ) বলে।
২৩। ট্যাক্সোনমি বলতে কি বুঝ?
উঃ জীব বিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণিবিন্যাস চর্চা এবং এর নিয়ম-নীতি নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে ট্যাক্সোনমি (Taxonomy) বলে।
২৪। পোল্ট্রি ফার্মিং কি?
উঃ যেসব পাখি মানুষের তত্ত্বাবধানে থেকে বংশবিস্তার করে মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করে সেগুলো পোল্ট্রি ফার্মিং নামে অভিহিত। অর্থাৎ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পোল্ট্রি নিয়ে যে প্রতিপালন ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে পোল্ট্রি ফার্মিং বলা হয়।
২৫। বার্ড ফ্লু কি?
উঃ Avian influenz-virus -এর Type-A(H,N() দ্বারা আক্রান্ত পাখির রোগকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জ বা বার্ড ফ্লু বলা হয়।
২৬। কার্প মাছ বলতে কি বুঝ?
উঃ কার্প মাছ বলতে যে সকল মাছ স্বাদু পানিতে বসবাসকারী এবং অর্থনৈতিকভাবে চাষযোগ্য, শ্রেণিবিন্যাসগতভাবে এরা Osteichthyes শ্রেণির Cypriniformes বর্গের Cyprindae গোত্রের অন্তর্ভুক্ত এবং এদের মাথা আঁইশ থাকে না। যেমন-Labeo rohita বা রুই; Puntius sp বা পুঁটি ইত্যাদি।
২৭। ব্রোইন রোগ কি?
উঃ Pebrine বা কটারোগ হলো Nosema bombycis পরজীবী দ্বারা সৃষ্ট রেশম মথের বা কীটের মারাত্মক রোগ।এটা এককোষী Nosema bombycis নামক পরজীবী দ্বারা এই রোগ সংক্রমিত হয়। এই রোগ হলে দৈহিক অসমভাবে চলতে থাকে এবং এক সময় লার্ভার মৃত্যু হয়।
২৮। সোয়ার্মিং কি?
উঃ মৌচাকে যেকোনো কারণে সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এর চাপ কমাতে রানি মৌমাছি কিছু পুরুষ ও কর্মী মৌমাছি নিয়ে দিনের মধ্যভাগে উড়ে যাওয়াকে সোয়ার্মিং বলে।
২৯। Taxon কাকে বলে?
উঃ শ্রেণিবিন্যাস পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটি একককে ট্যাক্সন বলে।
৩০। সিমপ্যাট্রিক প্রজাতি কী?
উঃ একই ভৌগোলিক অঞ্চলে অবস্থানকারী প্রজনন সূত্রে অন্তরিত এবং অঙ্গসংস্থানিক দিক দিয়ে প্রায় অভিন্ন প্রজাতিকে সিমপ্যাট্রিক প্রজাতি বলে।
৩১। রাণীক্ষেত রোগ কী?
উঃ এটি মোরগ-মুরাগির ভাইরাস জনিত মারাত্মক শ্বসনতন্ত্রের রোগ। এ রোগের ভাইরাসের নাম New Castle disease virus. শ্বাসকষ্ট এ রোগের প্রধান লক্ষণ।এ রোগে আক্রান্ত হলে মোরাগ-মুরাগি মারা যায়।
৩২। Pen-culture কী?
উঃ খোলা জলাশয়ে কোনো নির্দিষ্ট এলাকাকে ঘের দিয়ে তার অভ্যন্তরে মৎস্য চাষ করাকে পেন কালচার (Pen-culture) বা ঝুলন্ত মৎস্য চাষ বলে।
৩৩। ধানী পোনা কী?
উঃ বয়সের সাথে সাথে রেণু পোনা আরো বড় হলে এবং চলিত কথায় একটি ধানের মতো হলে তাকে ধানী পোনা বলা হয়।
৩৪। মৌরুটি কী?
উঃ কর্মী মৌমাছিরা সামান্য মধু ও পরাগরেণু মিশ্রিত করে এক প্রকার পাতলা রুটির ন্যায় খাদ্য তৈরি করে একে মৌরুটি বলা হয়। কর্মী মৌমাছিরা সকল মৌমাছির জন্য খাদ্য হিসেবে মৌরুটি সরবরাহ দিয়ে থাকে।
৩৫। মনোসেক্স কালচার কী?
উঃ যখন কোনো একক প্রজাতির কেবল পুরুষ কিংবা স্ত্রী জাতের মাছ চাষ করা হয় তখন তাকে মনোসেক্স কালচার বলে।
৩৬। মোম কী?
উঃ মৌমাছির মোম গ্রন্থি হতে নিঃসৃত রস জমে নরম সূক্ষ্ম পদার্থ সৃষ্টি করে যাকে মোম বলে।
৩৭। ড্রোন কি?
উঃ পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় রানির অনিষিক্ত ডিম থেকে উৎপন্ন হ্যাপ্লয়েড মৌমাছিকে ড্রোন বা পুরুষ মৌমাছি বলা হয়।
৩৮। রেশম পোকার Species এর নাম কি?
অথবা, রেশম পোকার বৈজ্ঞানিক নাম কি?
উঃ Bombyx mori.
৩৯। লাক্ষা কি?
উঃ লাক্ষা পোকার দেহ নিঃসৃত এক প্রকার আঠালো রেজিন জাতীয় নিঃসরণই হলো লাক্ষা।
৪০। বাগদা চিংড়ির বৈজ্ঞানিক নাম কি?
অথবা, একটি চিংড়ির বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ একটি চিংড়ির বৈজ্ঞানিক নাম হলো : Penaeus indicus.

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পুরুষ ও স্ত্রী রেশম পোকার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
অথবা, পুরুষ ও স্ত্রী মথের পার্থক্য কর।
২। প্রজাতি ও উপপ্রজাতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
অথবা, টাইপ প্রজাতি ও জৈবিক প্রজাতির মধ্যে পার্থক্য লিখ।
৩। মৌমাছির অর্থনৈতিক গুরুত্ব লিখ। ১০০%
অথবা, মোলাস্কার অর্থনৈতিক গুরুত্ব লিখ।
৪। চিংড়ি চাষের আর্থসামাজিক গুরুত্ব লিখ। ১০০%
৫। হাঁসের প্লেগ রোগের লক্ষণ ও প্রতিকার লিখ। ১০০%
৬। দ্বিপদ নামকরণের নিয়মাবলি লিখ। ১০০%
৭। প্রতিরূপ পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো লিখ। ১০০%
৮। জীবজ দমন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ১০০%
৯। যোজক কি? যোজকের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
অথবা, দ্বি শাখা যোজকের বৈশিষ্ট্য লিখ।
১০। ছাগল পালনের আর্থসামাজিক গুরুত্ব লিখ। ১০০%
অথবা, লাক্ষাচাষের আর্থসামাজিক গুরুত্ব উল্লেখ কর।
১১। অগ্রাধিকার আইন কী? কী কী পরিস্থিতিতে ইহা বৈজ্ঞানিক নাম পরিবর্তনের অনুমোদন দেয়?
১২। কোকুন কী? লাক্ষা কীটের পোষক উদ্ভিদের বর্ণনা দাও। ৯৯%
অথবা, লাক্ষা কি? লাক্ষা পোকার শ্রেণিবিন্যাস কর।
১৩। মধু কি? মধুর ব্যবহার লিখ। ৯৯%
১৪। পুরুষ ইচা ও স্ত্রী ইচার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৫। মধু উৎপাদনকারী বিভিন্ন প্রজাতির মৌমাছির বৈজ্ঞানিক নাম লিখ। ৯৯%
১৬। Exotic কার্প কি? মৎস চাষে Exotic কার্পের গুরুত্ব ও বৈজ্ঞানিক নাম লিখ। ৯৯%
১৭। ইনব্রিডিং ও আউটব্রিডিং বলতে কি বুঝ? ৯৮%
১৮। আলফা, বিটা ও গামা ট্যাক্সোনমির বর্ণনা দাও। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। এপিকালচার কি? মৌমাছির জীবনচক্র বর্ণনা কর। ১০০%
২। Culture কী? কার্প মাছের প্রণোদিত প্রজনন কৌশল বর্ণনা কর। ১০০%
৩। শ্রেণিবদ্ধ বিদ্যায় প্রাণী সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ১০০%
৪। সংক্ষেপে লিনিয়ার পদসোপান বর্ণনা কর। ১০০%
৫। যেকোনো দুইটি দ্বি-শাখা/দ্ব্যগ্র যোজক বর্ণনা কর। ১০০%
৬। তুমি কীভাবে একটি নতুন প্রজাতিকে নামকরণ করবে? ব্যাখ্যা কর। ১০০%
অথবা, এক‌টি নতুন প্রজাতির নামকরণের নীতিমালা বর্ণনা কর।
৭। রেশম পোকা কি? রেশম পোকা পালন প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
অথবা, তুঁতজাত রেশম পোকা প্রতিপালন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৮। বাংলাদেশে ইচাঁ বা চিংড়ি চাষের পদ্ধতি ও কৌশল বর্ণনা কর। ১০০%
৯। মুক্তা চাষ কি? প্রণোদিত উপায়ে মুক্তাচাষ পদ্ধতি বর্ণনা কর। ১০০%
১০। IPM। কি? বাংলাদেশের IPM এর বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা লিখ। ১০০%
১১। পুকুরে কার্পজাতীয় মাছ চাষ পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
১২। মৌচাক হতে কিভাবে মধু প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ করা হয়? ৯৯%
১৩। প্রজাতি প্রত্যয় কি? সীমাবদ্ধতাসহ জৈবিক প্রজাতি মতবাদ বর্ণনা কর। ৯৯%
১৪। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে গৃহপালিত পশুর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
১৫। হাঁস-মুরগির বিভিন্ন প্রকার ভাইরাসজনিত রোগবালাই, রোগের লক্ষণ ও দমন বর্ণনা কর। ৯৯%
১৬। হাঁস-মুরগি পালনের বিভিন্ন কৌশল বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*