ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় ভূগোল ও পরিবেশ মানব বসতি ভূগোল ১৩৩২০৩ রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-SMA , CBD,
উঃ SMA: Statistical Metropolitan Area.
উঃ CBD: Central Business District. (কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা)।
২। বাংলাদেশের কোথায় প্রাচীন নগরের সন্ধান পাওয়া গেছে?
উঃ বাংলাদেশের মহাস্থানগড়ে প্রাচীন নগরের সন্ধান পাওয়া গেছে।
৩। বাংলাদেশের একটি প্রাচীন নগরের নাম লিখ।
উঃ বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম “Gangariddi”।
৪। বসতি কী?
উঃ সাধারণভাবে কোনো একটি অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশের সঙ্গে সংগতি রেখে মানুষের যে সম্মিলিত আবাসস্থল গড়ে উঠে তাকে Settlement বা জনপদ বা জনবসতি বা মানব বসতি বলে।
৫। ঢাকার পূর্ব নাম কী ছিল?
উঃ ঢাকার পূর্ব নাম ছিল- জাহাঙ্গীর নগর।
৬। শহরের বায়ু দূষণের দু’টি কারণ লিখ।
উঃ শহরের বায়ু দূষণের দুটি কারণ হলো :
১. যানবাহন হতে নির্গত গ্যাস ও ২. ধোঁয়া।
৭। খুলনা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ খুলনা রুপসা নদীর তীরে অবস্থিত।
৮। সভ্যতা কী?
উঃ অগ্রসরমান জটিল সংস্কৃতিই হলো সভ্যতা।
৯। সেক্টর থিওরির মূলকথা কী?
উঃ সেক্টর তত্ত্ব বা বৃত্তকলা মতবাদের মূল বিষয়সমূহ হলো-কেন্দ্রীয় ব্যবস্থা, উৎপাদন ও আবাসস্থল।
১০। নগরীয়তা কী?
উঃ যে প্রক্রিয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা নাগরীয় অধিবাসীদের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে তাকে নগরীয়তা বলে।
১১। বাংলাদেশে গ্রাম থেকে শহরে অভিগমনের একটি কারণ লিখ।
উঃ বাংলাদেশে গ্রাম থেকে শহরে অভিগমনের একটি কারণ হলো উন্নত শিক্ষা ব্যবস্থা।
১২। হোয়েটের তত্ত্বটির নাম কী?
উঃ হোয়েটের তত্ত্বটির নাম হলো সেক্টর তত্ত্ব বা গত বৃত্তকলা মতবাদ।
১৩। বাংলাদেশে নগরায়ণের হার কত?
উঃ ২০২০ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের নগরায়ণের হার ৩৮.১৮%।
১৪। বসতির ক্রমোচ্চ ধারণা কে প্রকাশ করেন?
উঃ বসতির ক্রমোচ্চ ধারণা প্রকাশ করেন জার্মান ভূগোলবিদ ওয়াল্টার ক্রিস্টলার।
১৫। নগরে শব্দ দূষণের দুটি কারণ লিখ।
উঃ নগরে শব্দ দূষণের দুটি কারণ হলো সভা অনুষ্ঠানের আওয়াজ ও শিল্পকারখানার শব্দ।
১৬। প্রাইমেট নগর কী?
উঃ একটি খুব বড় নগর যদি কোন দেশের জনসংখ্যার একটি বড় অংশ অধিগ্রহণ করে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও খুবই সমৃদ্ধ হয় তখন তাকে প্রাইমেট নগর বলে।
১৭। জি.কে. জিফ প্রদত্ত আনুক্রমিক মান বিধির সূত্রটি লিখ।
উঃ জি.কে. জিফ প্রদত্ত আনুক্রমিক মান বিধির সূত্রটি হলো P = 7, এখানে P, = বড় শহরের জনসংখ্যার ৮তম আনুক্রমিক মান, P = বড় শহরের জনসংখ্যা r = শহরের আনুক্রমিক মান (অনুক্রম)।
১৮। শহরতলী কী?
উঃ কোনো শহরের আশে পাশে ঘনবসতিপূর্ণ এলাকাকে শহরতলী বলে। শহরতলী হলো বড় বড় শহরের একেবারে পাশ ঘেষে উঠতি এলাকা।
১৯। কবে মানব বসতির সূচনা ঘটে?
উঃ চৌদ্দ হাজার (১৪০০০) বছর পূর্বে মানব বসতির সূচনা ঘটে।
২০। বিচ্ছিন্ন বসতি গড়ে উঠার দু’টি কারণ লিখ
উঃ বিচ্ছিন্ন বসতি গড়ে উঠার দুটি কারণ হলো : ভূ-প্রকৃতি, ও মৃত্তিকা।
২১। জর্ডান প্রদত্ত বসতির সংজ্ঞাটি লিখ।
উঃ জর্ডান প্রদত্ত বসতির সংজ্ঞাটি হলো “সাংস্কৃতিক ভূ-স্থলের কাঠামো বা রূপের অধ্যয়নই হলো বসতি।”
২২। বিচ্ছিন্ন বসতি গড়ে উঠার দু’টি কারণ লিখ
উঃ বিচ্ছিন্ন বসতি গড়ে উঠার দুটি কারণ হলো : ভূ-প্রকৃতি, ও মৃত্তিকা।
২৩। গ্রাম-শহর অভিগমন কি?
উঃ গ্রাম থেকে শহরে এবং শহর থেকে গ্রামে গমনাগমনকে গ্রাম-শহর অভিগমন বলে।
২৪। মেগা সিটি কি?
উঃ নির্দিষ্ট প্রশাসনিক সীমানা ও নিজস্ব আইনগত সত্তা রয়েছে এসব একাধিক স্বাধীন নগর এলাকা নিয়ে গঠিত ১০ মিলিয়ন বা তার অধিক সংখ্যক জনপুঞ্জকে মেগাসিটি বলা হয়।
২৫। পরিবেশের অবক্ষয় কি?
উঃ প্রাকৃতিক বা মানব সৃষ্ট কোনো কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থার পরিবর্তনই হলো পরিবেশের অবক্ষয়।
২৬। সেক্টর তত্ত্ব কি?
উঃ সেক্টর তত্ত্বটি হলো কেন্দ্রীয় ব্যবস্থা, উৎপাদন ও আবাসস্থল বিষয়ক একটি মতবাদ।
২৭। নগরকেন্দ্র কি?
উঃ নগরের যে স্থানকে কেন্দ্র করে নগর এলাকার পরিসেবামূলক সকল প্রকার কর্মকাণ্ড পরিচালিত হয় তাকে নগর কেন্দ্র বলে।
২৮। নগরের অভ্যন্তরীণ কাঠামো বলতে কি বুঝ?
২৯। পৌর বসতি কি?
উঃ সাধারণত যে স্থানে বহু রাস্তাঘাট, আকাশচুম্বি বিশাল অট্টালিকা ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল, নার্সিং হোম, পার্ক ও আমোদ-প্রমোদের অন্যান্য সুযোগ-সুবিধা আছে তাদেরকে পৌর বা শহর বলা হয়। আর এসব এলাকায় যে বসতি গড়ে উঠে তাকে পৌর বা শহর বসতি বলে।
৩০। গ্রামীণ সাময়িক হাট কি?
উঃ এটি সপ্তাহে বা মাসে একদনি বা দুইদিন বসে। এ ধরনের বাজারে অবস্থান সাধারণত খোলা আকাশের নিচে হয়ে থাকে।
৩১। গ্রামীণ বসতির দুইটি বৈশিষ্ট্য লিখ।
উঃ গ্রামীণ বসতির দুটি বৈশিষ্ট্য হলো- ১. গ্রামীণ ১২ জনগণের অধিকাংশই দরিদ্র কৃষক। তারা কৃষিকাজ করে জন জীবিকা নির্বাহ করে থাকে, ২. গ্রামীণ বসতিতে বাড়ির মাঝখানেই পুকুর থাকে।
৩২। বাংলাদেশে নগরায়ণের ফলে সৃষ্ট দু’টি সমস্যার নাম লিখ।
উঃ বাংলাদেশে নগরায়ণের ফলে সৃষ্ট দু’টি সমস্যা হলো বায়ু দূষণ ও বিভিন্ন ধরনের রোগ-ব্যাধির সৃষ্টি।
৩৩। নগরের অভ্যন্তরীণ গঠন বিকাশে ক্রিয়াশীল শক্তিসমূহ কী কী?
উঃ নগরের অভ্যন্তরীণ গঠন বিকাশে ক্রিয়াশীল শক্তিসমূহ হলো উচ্চ শিক্ষা, উন্নত স্বাস্থ্য সেবা ও প্রশাসনিক সুযোগ-সুবিধা।
৩৪। বাংলাদেশে শহর থেকে গ্রামে অভিগমনের একটি কারণ লিখ।
উঃ বাংলাদেশে শহর থেকে গ্রামে অভিগমনের একটি কারণ হলো বসবাসের অনুকূল পরিবেশ।
৩৫। কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে?
উঃ কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা হলেন রিচার্ড হার্ডশন।
৩৬। মেগালোপলিস কী?
উঃ Megtalopolis-এর অর্থ বৃহদায়তন নগর।
৩৭। গ্রামীণ বসতি কাকে বলে?
উঃ প্রধানত চাষবাসকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠে তাকে গ্রামীণ বসতি বলে। অন্যভাবে বলা যায়, যেসব অঞ্চলের জনবসতি প্রাথমিক বা প্রথম পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে মূলত গড়ে উঠে, সেই বসতিকে গ্রামীণ বসতি বলে।
৩৮। বসতি ভূগোল কী?
উঃ পৃথিবীতে মানুষের তৈরি সকল সাংস্কৃতিক ভূ-দৃশ্যের সমন্বিত আলোচনাই হচ্ছে বসতি ভূগোল।
৩৯। অস্থায়ী বসতি কি?
উঃ যে বসতির জনগোষ্ঠীর অধিবাসীরা বিভিন্ন প্রাকৃতিক এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবজনিত কারণে কয়েক বছরের মধ্যে কিংবা স্বল্প সময়ের ব্যবধানে স্থান পরিবর্তন করে, এ ধরনের বসতিকে অস্থায়ী বসতি বলে।
৪০। পরিবেশ কাকে বলে?
উঃ উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার
হয় তাকে পরিবেশ বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মানব ও গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ লিখ। ১০০%
২। শহরে বায়ু ও পানি দূষণের কারণ কী? ১০০%
৩। নগর দূষণের ক্ষতিকর প্রভাবকসমূহ লিখ। ১০০%
৪। কেন্দ্ৰীয় বাণিজ্যিক এলাকার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
৫। জনসংখ্যার ভিত্তিতে নগর/পৌর বসতির শ্রেণিবিভাগ কর। ১০০%
৬। গ্রামীণ বসতি গড়ে উঠার প্রাকৃতিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৭। বাংলাদেশের নগরায়নের সমস্যাগুলো উল্লেখ কর। ১০০%
অথবা, বাংলাদেশের নগরসমূহের প্রধান সমস্যাগুলো উল্লেখ কর।
৮। গ্রামীণ বাজারের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
৯। গ্রামীণ হাট-বাজারের চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
১০। গ্রামীণ ভূমি দূষণের কারণ লিখ। ১০০%
অথবা, পরিবেশ অবক্ষয়ের কারণসমূহ লিখ।
১১। সমকেন্দ্রিক বলয় তত্ত্বের সীমাবদ্ধতাগুলো লিখ।
১২। নগর ও গ্রামীণ বাজার কাঠামো ব্যাখ্যা কর। ৯৯%
১৩। প্রাচীনকালে নগর বিকাশের নিয়ামকসমূহ বর্ণনা কর। ৯৯%
১৪। বাংলাদেশের নগর পরিবেশের সমস্যাগুলো লিখ। ৯৯%
১৫। নগর প্রক্রিয়া বলতে কি বুঝ? ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বসতি ভূগোল কী? মানব বসতি ভূগোলের পরিধি ও বিষয়বস্তু বর্ণনা কর। ১০০%
২। বাংলাদেশের গ্রামীণ বসতি বিন্যাসের ধরন ও কারণ ব্যাখ্যা কর। ১০০%
অথবা, গ্রামীণ বসতি কি? গ্রামীণ বসতি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
৩। ই.ডব্লিউ. বার্জেস-এর সমকেন্দ্রিক বলয় তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৪। প্রাচীনকালে নগর বিকাশের নিয়ামকসমূহ বর্ণনা কর। ১০০%
৫। শহরতলী কী? শহরতলীর বৈশিষ্যুগ্লো বর্ণনা কর। ১০০%
৬। নগরের দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৭। বাংলাদেশের গ্রাম-নগর অভিগমনের কারণসমহ ব্যাখ্যা কর। ১০০%
৮। নগরায়ণ কী? নগরায়নের উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
৯। নগরীয় পরিবেশ কি? পরিবেশ অবক্ষয়ের ধরণ বর্ণনা কর। ১০০%
১০। কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
১১। কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে? এই তত্ত্বের মূল বক্তব্য কী? কেন্দ্রীয় স্থান তত্ত্বের সুবিধা ও অসুবিধাগুলো কী কী? ৯৯%
১২। নগরায়ণ কি? বাংলাদেশে নগরায়ণের বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৩। বাংলাদেশে নগরায়নের ফলে উদ্ভুত পরিবেশগত সমস্যাসমূহের বিবরণ দাও। ৯৯%
১৪। মানব বসতির শ্রেণিবিভাগ কর এবং বিভিন্ন প্রকার মানব বসতির বিবরণ দাও। ৯৯%
১৫। গ্রামীণ হাট কী? গ্রামীণ হাটের পারিসরিক বিন্যা‌সের বিবরণ দাও। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*