ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় অর্থনীতি ষষ্ঠ পত্র অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস: ১৩২২০৫ রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-HDI, INCEIF,
২। অর্থনৈতিক চিন্তাধারা কী?
উঃ সময় ব্যবধানে অর্থনীতির বিভিন্ন বিষয়ে বহু চিন্তাবিদের ধ্যান-ধারণা, তত্ত্ব, বক্তব্য ও বিশ্লেষণ পাওয়া যায়।এগুলোর ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণকে অর্থনৈতিক চিন্তাধারা বলে।
৩। ভূমিবাদ কী?
উঃ যে সকল চিন্তাবিদ কৃষি তথা ভূমির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন তাদের সম্মিলিত মতামতকে ভূমিবাদ বলা হয়।
৪। নিম খাজনা কী?
উঃ স্বল্পকালে দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। ফলে অতিরিক্ত আয় হয় এই অতিরিক্ত আয়কেই নিম খাজনা বলে।
৫। টেবল্যু ইকোনমিক কী?
উঃ ভূমিবাদী অর্থনীতিবিদ কুইজনে সামগ্রিকভাবে কোনো দেশের জাতীয় সম্পদের বণ্টন দেখানোর জন্য যে টেবিল তৈরি করেন তাকে টেবল্যু ইকোনমিক বলে।
৬। অদৃশ্য হাত কাকে বলে?
উঃ প্রচলিত অর্থে পুঁজিবাদী অর্থনীতি বাজার অর্থনীতি নামে পরিচিত এরূপ অর্থনীতির কথা প্রচ্চন্নভাবে অ্যাডাম স্মিথ এর অদৃশ্য হস্ত ধারণার মধ্যে নিহিত রয়েছে।
৭। কোটা কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে আমদানি বা রপ্তানির বস্তুগত পরিমাণ বা মূল্যের দিক থেকে সীমারেখা টেনে দেওয়াকে কোটা বলে।
৮। সমাজকল্যাণ অপেক্ষক কী?
উঃ যে অপেক্ষক বিভিন্ন অর্থনৈতিক অবস্থায় সমাজের বিভিন্ন লোকের উপযোগ স্তর নির্দেশ করে তাকে সামাজিক কল্যাণ অপেক্ষক বলে।
৯। শুল্ক কী?
উঃ আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আমদানি ও রপ্তানির ওপর সরকার কর্তৃক ধার্যকৃত করকে শুল্ক বলে।
১০। “The General Theory of Employment, Interest and Money” গ্রন্থের লেখক কে?
উঃ কেইনস এর লেখা বইটির নাম- The General Theory of Employment, Interest and Money.
১১। কল্যাণ অর্থনীতি কী?
উঃ সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থনৈতিক অবস্থাসমূহের মূল্যায়ন নিয়ে অর্থনীতির যে অংশে আলোচনা করা হয় তাকেই কল্যাণমূলক অর্থনীতি বলে।
১২। টুরগো কে ছিলেন?
উঃ টুরগো ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ।
১৩। অর্থের মায়া কী?
উঃ কেইনসের মতে শ্রমিকেরা অর্থের মোহে ভোগে।সুতরাং যখন মজুরি সামান্য বাড়লে শ্রমিকেরা খুশি হয় এবং সামান্য মজুরি কমলে শ্রমিকরা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে তখন তাকে অর্থমায়া বা মোহ বলে।
১৪। ব্লিস বিন্দু কী?
উঃ যে বিন্দুতে সামগ্রিক উপযোগ সম্ভাব্য রেখা সমাজকল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেই বিন্দুতে একক কাম্য বিন্দু তথা সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হয়, সেই বিন্দুকে ব্লিস বিন্দু বলে।
১৫। বাজার ভারসাম্য কী?
উঃ বাজার ভারসাম্য হলো এমন একটি স্থিতি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়।
১৬। ভোক্তার উত্ত কাকে বলে?
উঃ ভোক্তা কোনো দ্রব্য হতে মূল্যের অতিরিক্ত যে তৃপ্তি লাভ করে তাকে ভোক্তার উত্ত বলে।
১৭। সংরক্ষণ বাণিজ্য কী?
উঃ আন্তর্জাতিক বাণিজ্য যখন সরকারি হস্তক্ষেপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে সংরক্ষণ বাণিজ্য বলে।
১৮। অর্থনৈতিক মন্দা বলতে কী বুঝায়?
উঃ অর্থনীতির ভাষায় দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কার্যকলাপের ধীর গতিকে অর্থনৈতিক মন্দা বলে।
১৯। তারল্য ফাঁদ কী?
উঃ ন্যূনতম সুদের হারে যখন অর্থের তারল্য চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তখন সুদের হার কমিয়ে তারল্য সমস্যার সমাধান করা যায় না যাকে তারল্য ফাঁদ বলে।
২০। সুদের হার শূন্য হয় না কেন?
উঃ শূন্য সুদে ঋণদাতা ঋণ প্রদান করতে চায় না।
২১। মিলের মতে মজুরি তহবিল কী?
উঃ মিলের মতে, মজুরি তহবিল হলো চলতি পুঁজির অংশমাত্র অর্থাৎ তা চলতি পুঁজির সম্পূর্ণ অংশ নয়।শ্রমিকদের মজুরি বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হয় ঐ পরিমাণ অর্থই হলো শ্রমিকদের মজুরি তহবিল।
২২। কার্যকর চাহিদা কী?
উঃ আয়ের যে স্তরে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হয়, মোট উৎপন্নের ঐ চাহিদাকে কার্যকর চাহিদা বলে।
২৩। ক্লাসিক্যাল স্কুল কী?
উঃ ক্লাসিক্যাল অর্থনৈতিক চিন্তাধারা বিশ্লেষণ ও উন্নয়নের জন্য ইউরোপের বিভিন্ন দেশে কতিপয় সংগঠন গড়ে উঠে, এগুলোকে অর্থনীতির ক্লাসিক্যাল স্কুল বলে।
২৪। প্রান্তিক মতবাদ কাকে বলে?
উঃ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে উৎপাদন ব্যয উপযোগ এবং আয়ের ক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যেমে যেসব অর্থনীতিবিদ প্রান্তিক ধারণা প্রবর্তন এবং ব্যবহার করেন তাদের মতবাদকে।
২৫। তারল্য পছন্দ কি?
উঃ সুদের নিম্নস্তরে বা সর্বনিম্ন সুদের হারে মানুষে তার সমস্ত অর্থ নগদ আকারে হাতে ধরে রাখে অর্থাৎ অর্থের ফটকা চাহিদা অসীম স্থিতিস্থাপক হয় ফলে অর্থের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় অর্থনীতিতে এমনতাবস্থাকে তারল্য পছন্দ বলে।
২৬। বাণিজ্যবাদ কি?
উঃ পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইংল্যান্ড ফ্রান্স, ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার লাভ করে। এ অবস্থায় নতুন অর্থনৈতিক ভাবধারার সৃষ্টি হয়। এই সকল ভাবধারাকে একত্রে বাণিজ্যবাদ বলা হয়।
২৭। কল্যাণমূলক অর্থনীতি কি?
উঃ সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থনৈতিক অবস্থাসমূহের মূল্যায়ন নিয়ে অর্থনীতির যে অংশে আলোচনা করা হয় তাকেই কল্যাণমূলক অর্থনীতি বলে।
২৮। স্কলাসটিক মতবাদ কী?
উঃ মধ্যযুগে গ্রিক, খ্রিস্টিয় গির্জা ও রোমান ভাবধারার সংমিশ্রণে যে নতুন ভাবধারার জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বলে।
২৯। উত্ত মূল্য কি?
উঃ নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক যা উৎপাদন করে এবং শ্রমিক পারিশ্রমিক হিসেবে সে যে বেতন পায় এই দুইয়ের পার্থক্যকেই দ্বৃত্ত মূল্য বলে।
৩০। মুদ্রাবাদ কী?
উঃ অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে মুদ্রা তথা অর্থের যোগান তথা আর্থিক নীতি বিবেচনা করে যে মতবাদ গড়ে উঠে তাকে মুদ্রাবাদ বলে।
৩১। ক্লাসিক্যাল মতবাদ কি?
উঃ মুক্ত বাজার ব্যবস্থায় অর্থনীতির সকল সমস্যা পর্যালোচনা ও সমাধান স্বয়ং ক্রিয়ভাবে বাজার প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয়। এই মতাদর্শকে ক্লাসিক্যাল মতবাদ বলে।
৩২। অর্থনীতির জনক কে?
উঃ এ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়।
৩৩। কেইনসীয় বিপ্লব কি?
উঃ কেইল তার পূর্বসূরীদের মতামত এর অনেক সুপারিশ বাতিল করে নতুন আঙ্গিকে আয় নিয়োগ সুদের হার বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে তার মতামত প্রকাশ করেন। সুতরা স্বয়ং ক্রিয়া বাজার ব্যবস্থা পরিবর্তে মিশ্র অর্থনীতির ধ্যান ধারণা তিনি উপস্থাপনা করে বলা যায়। এভাবে সামষ্টি অর্থনীতিতে তিনি যে নতুন চিন্তাধারা প্রবর্তন করেন তাকে অনেক কেইনসীয় বিপ্লব নামে অভিহিত করেন।
৩৪। মধ্যযুগ বলতে কী বুঝ?
উঃ পঞ্চম শতাব্দীর শেষ দিক থেকে অর্থাৎ রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়সীমাকে মধ্যযুগ বলে।
৩৫। বাণিজ্যবাদ ভেঙে পড়ার দুটি কারণ লেখ। ৯৯%
উঃ বাণিজ্যবাদ ভেঙ্গে পড়ার দুটি কারণ হলো- ১. ব্রিটেনে শিল্পবিপ্লবের সূচনা এবং ২. বাণিজ্যবাদীদের ভ্রান্তনীতি।
৩৬। ক্লাসিক্যাল অর্থনীতি কী?
উঃ অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তা ধারা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলে।
৩৭। অধ্যাপক মার্শালের বিখ্যাত পুস্তকখানির নাম কী?
এটা কত সালে প্রকাশিত হয়?
উঃ “Principles of Economics” পুস্তক খানি ১৮৯০ সালে প্রকাশিত হয়।
৩৮। নিও-ক্লাসিক্যাল অর্থনীতি কী?
উঃ আধুনিক ধ্যানধারণা সম্পূর্ণ অর্থনীতিকে নিও-ক্লাসিক্যাল অর্থনীতি বলে।
৩৯। ঐতিহাসিক স্কুল কি?
উঃ যে সকল অর্থনীতিবিদ ইতিহাসের যুক্তির আলোকে অর্থনৈতিক গবেষণা করেছেন তাদের চিন্তা ধারাকে বা প্রতিষ্ঠানকে ঐতিহাসিক স্কুল বলে।
৪০। শিকাগো মতবাদ কি?
উঃ শিকাগোরা মনে করেন, মুদ্রানীতি অর্থের চাহিদা পরিবর্তন করে অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করতে পারে। তাদের মতে, আর্থিক নীতি স্বল্প মেয়াদে উৎপাদন এবং মূল্য প্রভাবিত করে। মূল্যের উপর এর প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী।
৪১। সংকটময় ন্যূনতম প্রচেষ্টা কী?
উঃ অনুন্নত দেশসমূহে আয় বৃদ্ধিকারক শক্তি আয় বিনষ্টকারী শক্তিগুলো পরাভূত করতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন তাকে সংকটময় ন্যূনতম প্রচেষ্টা বলে ।
৪২। আধুনিক কল্যাণ অর্থনীতির জনক কে?
উঃ আধুনিক কল্যাণ অর্থনীতির জনক অধ্যাপক মার্শাল।
৪৩। ইসলাম কাকে বলে?
উঃ প্রত্যেক মানুষের ইহকালীন ও পরকালীন এ দুটি জীবন রয়েছে। মানুষের ইহকালীন জীবনে শান্তি লাভ এবং পরকালীন জীবনে মুক্তির জন্য মহান আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন তাই হলো ইসলাম।
৪৪। ইসলামি ব্যাংকিং কাকে বলে?
উঃ ইসলামি শরিয়ত মোতাবেক সম্পূর্ণ সুদমুক্ত পন্থায় এবং লাভ-লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত ব্যাংক ব্যবস্থাকেই ইসলামি ব্যাংকিং বলে ।
৪৫। ক্যালডরের ক্ষতিপূরণমূলক নীতিটি লিখ।
উঃ ক্ষতিপূরণ নীতি অনুযায়ী বলা যায়, সমাজে কারোর আপাত ক্ষতি হলেও উপকৃত ব্যক্তিরা যদি ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ করতে সমর্থ হয়, তবে সমাজে মোট কল্যাণ বাড়বে। কাজেই যে নীতি অনুসরণের দ্বারা সমাজের কোনো অংশের আপাত ক্ষতি হলেও চূড়ান্ত কল্যাণ বাড়ে, সেই নীতি সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। দারিদ্র্যের দুষ্টচক্র কী? ১০০%
২। কল্যাণের নির্ধারকসমূহ কী কী? ১০০%
৩। জে.বি.সে’র বাজার বিধি বিশ্লেষণ কর। ১০০%
৪। মুদ্রাবাদীদের ক্রাউডিং আউট প্রভাব বলতে কী বুঝ? ১০০%
৫। “বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয়”——উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৬। মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৭। “প্রান্তিক জমির খাজনা নেই” – ব্যাখ্যা কর। ১০০%
৮। অর্থনৈতিক উন্নয়ন কি? এর পূর্বশর্তসমূহ কি কি? ১০০%
৯। মুক্ত বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। ইসলামি ব্যাংকিং ও সনাতন ব্যাংকিং এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১১। বাজার কি? বাজার ব্যর্থতার কারণগুলো লিখ। ৯৯%
১২। পুঁজিবাদী অর্থনীতিতে দাম ব্যবস্থার ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৩। রিবা ও সুদের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১৪। খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৫। জনসংখ্যা সম্পর্কে ম্যালথাসের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%
১৬। কার্ল মার্ক্সের উদ্বৃত্ত তত্ত্বের ব্যাখ্যা দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। (ক) বাণিজ্যবাদের/ভূমিবাদের মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
(খ) বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে টমাস মুন-এর অবদান আলোচনা কর। ১০০%
২। রোমানীয় অর্থনৈতিক চিন্তাধারা কি? সুম্পিটারের অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব আলোচনা কর। ১০০%
৩। ইসলামি অর্থনৈতিক চিন্তাধারার উন্নয়নে ইমাম আবু ইউসুফ (র.)-এর অবদান আলোচনা কর। ১০০%
৪। অর্থনৈতিক চিন্তাধারার বিকাশে/ক্ষেত্রে কেইন্সের ও থমাস ম্যালাথাসের অবদান আলোচনা কর। ১০০%
৫। কল্যাণ অর্থনীতি ও প্যারেটোর কল্যাণ তত্ত্ব কি? কল্যাণের পরিমাপকসমূহ বিশ্লেষণ কর। ১০০%
৬। পুঁজিবাদের বিকাশ সম্পর্কে কার্ল মার্ক্সের বিশ্লেষণটি ব্যাখ্যা কর। ১০০%
৭। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডেভিড রিকার্ডোর অবদান আলোচনা কর। ১০০%
৮। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৯। অবাধ বাণিজ্য কী? অবাধ বাণিজ্যের পক্ষে যুক্তিসহ আলোচনা কর। ১০০%
১০। বাহ্যিকতা কী? বাহ্যিকতা কীভাবে প্যারেটো কাম্যতা অর্জনে বাধা সৃষ্টি করে? ১০০%
১১। (ক) অর্থনৈতিক উন্নয়নের জন্য ‘প্রবল ধাক্কা’ প্রয়োজন কেন? ৯৯%
(খ) বাংলাদেশের জন্য ‘প্রবল ধাক্কা’ তত্ত্বের প্রয়োগযোগ্যতা যাচাই কর। ৯৯%
১২। ইসলামি অর্থনৈতিক চিন্তাধারার উন্নয়নে ইবনে খালদুন ও ইবনে তাইমিয়াহ এর অবদানের তুলনা কর। ৯৯%
১৩। এ্যাডাম স্মিথের মতানুযায়ী ‘অদৃশ্য হাত’ কিভাবে অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যাবলির সমাধান করে ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ভূমিবাদ কি? ভূমিবাদ/বাণিজ্যবাদ উদ্ভবের কারণসমূহ বর্ণনা কর। ৯৯%
অথবা, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভূমিবাদের অবদান উল্লেখ কর।
১৫। কেইন্সীয় কার্যকর চাহিদা ও তারল্য পছন্দ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*