ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ বাংলা জাতীয় ভাষা রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ‘গুরুচণ্ডালী দোষ’ কি? 

উঃ সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে।

২। সুরবালার স্বামীর নাম কি? 

উঃ সুরবালার স্বামীর নাম রামলোচন বাবু।

৩। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি কালসিন্ধু জলতলে কি ফেলেছেন?

উঃ ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি কালসিন্ধ জলতলেমূল্যবান সময় ফেলেছেন।

৪। ‘ঐকতান’ কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে?

উঃ নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে।

৫। ‘বার বার ফিরে আসে’ কবিতায় কবি শামসুর রাহমান কোন ঐতিহাসিক সময়কে তাঁর কবিতায় উপজীব্য করেছেন?

উঃ কবি শামসুর রাহমান ঊনসত্তরের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক সময়কে তাঁর কবিতায় উপজীব্য করেছেন।

৬। ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে আলালী ভাষা বলতে লেখক কি বুঝিয়েছেন?

উঃ ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে আলালী ভাষা বলতে লেখক কথ্য ও সাধু ভাষার মিশ্রণ বুঝিয়েছেন।

৭। ‘সভ্যতার সংকট’ প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানো পাপ?

উঃ মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।

৮। ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধে কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে কি?

উঃ কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে অন্যায় ও নিষ্ঠুরতা।

৯। ‘হুযুর কেবলা’ গল্পে কোন ঘটনায় এমদাদ একেবারে বদলে যায়?

উঃ খেলাফত আন্দোলনে যোগ দিয়ে এমদাদ একেবারে বদলে যায়।

১০। ‘নয়নচারা’ গল্পে শহরের জনশূন্য রাস্তাটাকে কিসের সাথে তুলনা করা হয়?

উঃ শহরের জনশূন্য রাস্তাটাকে ময়ুরাক্ষী নদীর সাথে তুলনা করা হয়।

১১। ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে আছে?

উঃ হিম ফুটে আছে রাহাত খানের বাড়ির টিনের চালে আর চাঁদ নারকেল গাছের মাথায় ফুটে আছে।

১২। শুদ্ধ বানান লিখ : উপরোক্ত, অপরাহ্ন, বিশম, গীতাঞ্জলী।

উঃ উপরিউক্ত, অপরাহ্ণ, বিষম, গীতাঞ্জলি ।

১৩। ‘আত্ম-বিলাপ’ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন?

উঃ ‘আত্ম-বিলাপ’ কবিতায় মধুসূদন দত্ত আশার ছলনায় তুলেছেন।

১৪। ‘ঐকতান’ শব্দের অর্থ কি?

উঃ ঐকতান শব্দের অর্থ সম্মিলিত সুর।

১৫। ‘চৈতী হাওয়া’ কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন?

উঃ ‘চৈতী হাওয়া’ কবিতায় কবি প্রিয়ার স্মৃতিচারণ করেছেন।

১৬। আঙ্গিক বিচারে ‘সোনালী’ কাবিন-৫’ কোন ধরনের কবিতা?

উঃ আঙ্গিক বিচারে ‘সোনালী’ কাবিন-৫’ সনেটধর্মী কবিতা।

১৭। ‘বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত।’—উক্তিটি কার?

উঃ প্রদত্ত উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

১৮। হরপ্রসাদ শাস্ত্রীর ‘তৈল’ প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ?

উঃ হরপ্রসাদ শাস্ত্রীর ‘তৈল’ প্রবন্ধ অনুসারে তৈলের মহিমা অতি অপরূপ ।

১৯। ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ভারতবর্ষের দুর্গতির জন্য কাদের দায়ী করেছেন?

উঃ ইংরেজদের দায়ী করেছেন।

২০। ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে?

উঃ ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে ।

২১। ‘নয়নচারা’ গল্পে উল্লিখিত নদীটির নাম কি?

উঃ ‘নয়নচারা’ গল্পে উল্লিখিত নদীটির নাম ময়ূরাক্ষী নদী।

২২। হুজুর কেবলার প্রধান খলিফা কে?

উঃ হুজুর কেবলার প্রধান খলিফা সুফি বদরুদ্দীন।

২৩। ‘বার বার ফিরে আসে’ কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রম্ভের অন্তর্গত?

উঃ ‘বার বার ফিরে আসে’ কবিতাটি শামসুর রাহমানের ‘দুঃসময়ের মুখোমুখি’ গ্রন্থের অন্তর্গত।

২৪। ‘পত্র’ শব্দটির অভিধানিক অর্থ কি?

উঃ ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ চিহ্ন বা স্মারক।

২৫। ‘একরাত্রি’ গল্পের নায়িকার নাম কি?

উঃ একরাত্রি গল্পের নায়িকার নাম সুরবালা ।

২৬। ‘ঐকতান’ শব্দের অর্থ কি?

উঃ ‘ঐকতান’ শব্দের অর্থ হলো- সম্মিলিত সুর।

২৭। “নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভূল করে?”—এটি কোন কবিতার চরণ?

উঃ কবি আল মাহমুদ -এর ‘সোনালী কাবিন’ – ৫ কবিতার চরণ।

২৮। বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র কে?

উঃ বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র রাজা রামমোহন রায়।

২৯। ‘একরাত্রি’ গল্পের নায়ক কী হতে চেয়েছিল?

উঃ একরাত্রি’ গল্পের নায়ক জজ আদালতের হেডক্লার্ক হতে চেয়েছিল।

৩০। কলিমন কে?

উঃ রজবের স্ত্রীর নাম কলিমন।

৩১। ক্ষেন্তি কী রোগে মৃত্যুবরণ করে?

উঃ ক্ষেন্তি বসন্ত রোগে মৃত্যুবরণ করে।

৩২। ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে?

উঃ ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে লেখককে রাজদ্রোহীর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

৩৩। টেকচাঁদী বাঙ্গালা কি?

উঃ ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে উল্লিখিত টেকচাঁদী বাঙ্গালা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা। যে ভাষাতে রঙ্গরস আছে।

৩৪। ‘আঁই ন যাইয়্যুম’-আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রূপ লেখ।

উঃ আমি যাবো না।

৩৫। শুদ্ধ বানান লেখ: উচ্ছাস, স্বাক্ষরতা।

উঃ শুদ্ধ বানান উচ্ছ্বাস → উচ্ছ্বাস।স্বাক্ষরতা → সাক্ষরতা।

৩৬। ‘চৈতী হাওয়া’ কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন?

উঃ ‘চৈতী হাওয়া’ কবিতায় কবি তার প্রিয়ার খোঁপায় ফুল গুঁজে দিতেন।

৩৭। ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর পরিচয় কী?

উঃ প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম হলো শ্রাবন্তী। দেউল ও ভাস্কর্যের কারুকার্যের জন্য এ নগরী বিখ্যাত ছিল।

৩৮। ‘ডাহুক’ কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন?

উঃ ডাহুককে চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার প্রতীকের সাথে তুলনা করেছেন।

৩৯। ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন?

উঃ ইংরেজদের ঔদার্যকে বুঝিয়েছেন।

৪০। ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে?

উঃ ব্যক্তিগত জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে।

৪১। ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে?

উঃ বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে।

৪২। ‘পুঁই মাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কী?

উঃ ‘পুঁই মাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম অন্নপূর্ণা।

৪৩। ‘প্রাগৈতিহাসিক’ গল্পের নায়ক কে?

উঃ ‘প্রাগৈতিহাসিক’ গল্পের নায়ক ভিখু।

৪৪। ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম কী?

উঃ ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা গ্রাম ।

৪৫। ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের গল্পকারের নাম কী?

উঃ হাসান আজিজুল হক। 

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

#কবিতা_অংশ

১। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবির অনুশোচনাদগ্ধ হৃদয়ের পরিচয় দাও। ১০০%

অথবা, আত্ম-বিলাপ’ কবিতা অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের আশাহত হৃদয়ের পরিচয় দাও।

অথবা, মাইকেল মধুসূদন দত্তের ‘আত্মবিলাপ’ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখ।

২। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতার মূলভাব লিখ। ১০০%

৩। ‘বনলতা সেন’ কবিতায় কবি কিভাবে নারীরূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন? ১০০%

৪। রবীন্দ্রনাথ ঠাকুর ‘ঐকতান’ কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার অর্পণ করেছেন সংক্ষেপে তা আলোচনা কর। ১০০%

৫। কবি ‘ডাহুক’ কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন? ৯৯%

৬। ‘বার বার ফিরে আসে’ কবিতায় রক্তাপ্লুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ। ৯৯%

৭। শামসুর রাহমানের ‘বার বার ফিরে আসে’ কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা কর। ৯৮%

#প্রবন্ধ_অংশ

১। ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধে প্রথম চৌধুরী প্রকৃত যৌবন বলতে কী বুঝয়েছেন? ১০০%

২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্টরীতি বলতে কি বুঝিয়েছেন? ১০০%

৩। “যৌবনে দাও রাজটিকা” প্রবন্ধ অবলম্বনে ‘দেহের যৌবন’ ও ‘মনের যৌবন— এর পার্থক্য নির্দেশ কর। ১০০%

৪। হরপ্রসাদ শাস্ত্রী তাঁর তৈল’ প্রবন্ধে কী বলতে চেয়েছেন তা – সংক্ষেপে লেখ। ৯৯%

৫। “সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখাতে পারে নি” -ব্যাখ্যা কর। ৯৯%

৬। “সব ধর্মই সত্য এ কথা মানা যায় না। তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে” -বিষয়টি বিশ্লেষণ কর। ৯৯%

৭। “মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।”—ব্যাখ্যা কর। ৯৯%

৮। ধার্মিক আর কালচার্ড মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর। ৯৯%

#গল্প_অংশ

১। “মন্বন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে” কিভাবে? সংক্ষেপে লিখ। ১০০%

২। পরিচয় দাও : ক্ষেন্তি, পাঁচী, এমদাদ। ১০০%

৩। “নয়নচারা গাঁয়ে কি মায়ের বাড়ি?”- কে, কাকে এবং কেন একথা বলেছিল? ১০০%

৪। ‘ওগুলো কালা নয়তো, যেন হলুদ রঙা স্বপ্ন ঝুলছে।’_ব্যাখ্যা কর। ৯৯%

৫। ‘অভাব অনটনে হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী।’- উক্তিটির সত্যতা বিচার কর। ৯৯%

৬। “পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না।”-উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৯৮%

#ব্যাকরণ_অংশ 

১। বাংলা বানানে ‘ই’ কার ব্যবহারের চারটি নিয়ম লিখ। ১০০%

২। বাংলা একাডেমিক প্রণীত প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লেখ। ১০০%

৩। ণত্ব ও ষত্ব বিধানের যে কোনো চারটি নিয়ম লিখ। ৯৯%

৪। অনুবাদ কর :

i) Self-reliance means…. in his own abilities.

ii) Man is the architect …..day to day.

iii) Our Total environment….. difficult or impossible.

iv) Truthfulness is the greatest…..position in society.

v) Honesty is the best policy…… his business flourishes.

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

#কবিতা_অংশ

১। “কবি কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া’ কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে।”-উক্তিটি বিশ্লেষণ কর। ১০০%

২। ‘ঐকতান’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও। ১০০%

অথবা, ‘ঐকতান’ কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবনভাবনার স্বরূপ বিশ্লেষণ কর।

৩। রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ‘ডাহুক’ কবিতার সার্থকতা/মূল বিষয়বস্তু নিরূপণ কর। ১০০%

৪। কবির ক্লান্ত পথিকসত্তা কীভাবে শান্তি লাভ করেছিল, ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে বর্ণনা কর। ৯৯%

৫। ‘চৈতী হাওয়া’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানসের পরিচয় দাও। ৯৯%

৬। “শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসে’ বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক বিক্ষোভ ও গণআন্দোলনের প্রেরণাদীপ্ত কবিতা।” – উক্তিটির আলোকে কবিতাটি বিশ্লেষণ কর। ৯৮%

৭। সনেট কী? সনেট হিসেবে ‘সোনালী কাবিন : ৫’ কবিতার সার্থকতা মূল্যায়ন কর। ৯৯%

#প্রবন্ধ_অংশ 

১। ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাঙ্গালা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লিখ। ১০০%

২। প্রমথ চৌধুরী তার ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধটিতে কিভাবে এবং কেন যৌবনকে রাজটিকা পরাতে চেয়েছেন? আলোচনা কর।  ১০০%

অথবা, ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে প্রমথ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ কর।

৩। “ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”-উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ কর। ১০০%

অথবা, মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধের মূলবক্তব্য লেখ।

৪। ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন, তা আলোচনা কর। ৯৯%

৫। বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর। ৯৯%

অথবা, কাজী আবদুল ওদুদের ‘বাংলার জাগরণ’ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।

৬। ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুঁটে উঠেছে তা আলোচনা কর। ৯৯%

#গল্প_অংশ

১। ‘নয়ন চারা’ গল্প অবলম্বনে ‘আমুর’ চরিত্র বিশ্লেষণ কর। ১০০%

২। ছোটগল্প হিসেবে ‘আত্মজা ও একটি করবীগাছ’ গল্পটির সাফল্য বিচার কর। ১০০%

৩। আবুল মনসুর আহমদ তাঁর ‘হুযুর কেবলা’ গল্পে সমাজের যে চিত্র এঁকেছেন তা আলোচনা কর। ১০০%

অথবা, ‘হুজুর কেবলা’ গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ কর।

৪। রবীন্দ্রনাথের ‘একরাত্রি’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা কর। ৯৯%

#ব্যাকরণ_অংশ 

১। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণসহ লিখ। ১০০%

২। সংজ্ঞা ও উদাহরণসহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা কর। ১০০%

৩। একটি বেসরকারি প্রাথমিক/মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের একখানা আবেদনপত্র রচনা কর। ১০০%

৪। তোমার কলেজে বাংলা নববর্ষ/২১ ফ্রেব্রুয়ারি/২৬ শে মার্চ/১৬ ই ডিসেম্বর উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী ঠে বন্ধুর নিকট একটি পত্র লেখ। ৯৯%

৫। তোমার বোনের/ভাইয়ের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখ। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*