আগামীকাল ১২জুলাই সকাল ৯ঃ০০টা থেকে শুরু হচ্ছে ডিগ্রি ২য় বর্ষের(২০১৯-২০) ফাইনাল পরীক্ষা। কেন্দ্র প্রবেশ করার আগে জেনে রাখুনঃ

রকেট সাজেশন

🔘 পরীক্ষার কেন্দ্রে অবশ্যই এডমিট কার্ড, মূল রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে যাবেন।। কলম, পেন্সিল, স্কেল, রাবার, ক্যালকুলেটর ইত্যাদি রাতেই ফাইলের মধ্যে গুছিয়ে নিন।

🔘 পরীক্ষার আগের রাতে পুরো বই পড়ার দরকার নেই। আগের রাতে পর্যাপ্ত ঘুম দরকার।

🔘 বৃত্ত ভরাট করার, লিখার জন্য ৩ বা ৪ টা কলম রাখবেন। কালার পেন দিয়ে মার্কিং বা পয়েন্ট লিখার নিয়ম নেই।এতে আপনাকে মার্ক বেশিও দিবে না। আর কালার পেন দিয়ে মার্কিং করা মানে সময় নষ্ট করা। লিখে নিচে আন্ডারলাইন করে দিলে যথেষ্ট।

🔘 প্রশ্নের মধ্যে লিখবেন নাহ বা দাগ দিবেন নাহ।প্রয়োজনে পেন্সিল ব্যবহার করুন। লিখে আবার মুছে দিবেন।

🔘 এক্সট্রা পেইজ নিলে তার নাম্বার আপনার মূল খাতার পিছনে তুলবেন ও শিক্ষকের নিকট হতে স্বাক্ষর করিয়ে নিবেন।

🔘 Attendance sheet এ subject code, subject name দেখে স্বাক্ষর করবেন। যদি ভুল হয় দাঁড়িয়ে বিনয়ের সাথে শিক্ষককে জানাবেন।

🔘 নির্দিষ্ট সময়ের ১ ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে অবস্থান করবে।

🔘 সাথে ফোন রাখবেন নাহ। শিক্ষকদের নিকট বা কারো ব্যাগে রেখে দিবেন। ব্যাগ টিচারের সামনে বা বারান্দায় থাকবে। কিছু কেন্দ্রে ব্যাগ নিয়ে ঢুকতে দিবে নাহ! সেদিকটা খেয়াল রাখবেন।

🔘 সাথে অবশ্যই ঘড়ি রাখবেন।

🔘 স্নাতক পর্যায়ের পরিক্ষার্থী আপনি। যথাযথ পরিপাটি হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

🔘 শিক্ষকেরা উৎশৃঙ্খলতা পছন্দ করে না। অযথা কথা বলবেন নাহ! ফলে আপনি তাদের রাগের অংশে পরে যাবেন এবং ছোট ছোট সুবিধা থেকে বঞ্চিত হবেন।

🔘 নিজে যা পারবেন সেটা আগে লিখবেন। মায়া দেখাতে গিয়ে খাতা খুলে রাখলে রেজাল্ট অতটাই লুকিয়ে রাখতে হবে।

🔘 সন্মানিত শিক্ষকদের সাথে বিনয়ের সাথে কথা বলবেন। কোনো ভুল না করলেও ( কোনো বিষয়ে ) তর্কে লিপ্ত হবে না । যদি খাতা কেড়ে নেয় তবে শান্ত থাকবেন। একটু পর বিনয়ের সাথে চাইবেন।

🔘 শরীর ও মন দুটাই ফ্রেশ ও ঠান্ডা রাখিবেন। টেনশন করা যাবে না।

আপনার পরীক্ষা সুন্দর হোক। শুভ কামনা রইল। 🥰

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*