ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ প্রাণিবিজ্ঞান তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লেখ-ICGEB, BOD, GMO, EIA, IUCN, WWF, UNEP, WCMC, SSC, TPC.

২। একক পর্দা কী? 

উঃ  প্রোটিন ও লিপো-প্রোটিন দ্বারা গঠিত ত্রিস্তর বিশিষ্ট পর্দাকে একক পর্দা বা ইউনিট মেমব্রেন বলা হয়।

৩।  ক্রসিং ওভার কী? 

উঃ যে পদ্ধতিতে হোমোলগাস ক্রোমোজোমের নন- সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডক বিনিময়ের ফলে জিনের নতুন রিকম্বিনেশন ঘটে, তাকে ক্রসিং-ওভার বলে ।

৪। পপুলেশন কী? জনগোষ্ঠী কী? 

উঃ কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে জনগোষ্ঠী বা পপুলেশন বলে।

৫। বায়োম কী? 

উঃ একটি বড় বাস্তুতন্ত্রে যে একক জলবায়ু ও স্থানিক জীবগোষ্ঠীর আন্তঃক্রিয়া গঠিত হয় তাকে বায়োম বলে। যেমন- চিরহরিৎ অরণ্যের বায়োম।

৬। জীব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে?

উঃ জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর প্রকৃতি থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে প্রকৃতিতে চক্রাকার বরাবর চলাচলকে একেই জীব ভূ-রাসায়নিক চক্র বলে ।

৭। জীবপ্রযুক্তি কাকে বলে? 

উঃ বিভিন্ন প্রকার দ্রব্যের উৎপাদন, কর্ম সাধনের উদ্দেশ্য ও মানব কল্যাণে ব্যবহারের জন্য অণুজীব বা জীব প্রতিনিধিদের দ্বারা বিভিন্ন পদার্থের প্রক্রিয়াকরণের জন্য

বৈজ্ঞানিক ও যন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয় তাকে, জৈব প্রযুক্তি বা জীব প্রযুক্তি (Biotechnology) বলে।

৮। জীববৈচিত্র্য কী? 

উঃ  “পৃথিবী পৃষ্ঠে, অন্তরীক্ষে এবং স্বাদু পানির ও সামুদ্রিক জলাশয়সমূহের বসবাসকারী প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজমান প্রজাতিগত, জিনগত ও পরিবেশতাত্ত্বিক বিভিন্নতাকে জীববৈচিত্র্য বলা হয়।

৯। রিকম্বিনেন্ট ডিএনএ কী?

উঃ একটি DNA অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি DNA অণুকে প্রতিস্থাপন করে নতুন DNA অণু পাবার প্রযুক্তিকে রিকম্বিন্যান্ট DNA বা rDNA প্রযুক্তি বলা হয় ।

১০। জিন ক্লোনিং বলতে কী বুঝ?

উঃ একটি নির্দিষ্ট DNA থেকে একটি নির্দিষ্ট জিন পৃথক করে অপর অণুর সাথে যুক্ত করার পর Modified DNA অণুর সংখ্যাবৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত DNA এর বহুগুণে সংখ্যা বৃদ্ধি করাকে জিন ক্লোনিং (Gene Cloning) বলে।

১১। ট্রান্সলেশন কী? 

উঃ mRNA এর বংশগতীয় সংবাদ রাইবোসোমে সংকেত প্রেরণ এবং পলিপেপ্টাইড সংশ্লেষণে ব্যবহৃত হয়।

জেনেটিক সংবাদ প্রেরণের এই পর্যায়কে ট্রান্সলেশন বলে।

১২। নিউক্লিক এসিড কাকে বলে? 

উঃ অসংখ্য নিউক্লিকওটাইড পলিমার তৈরির মাধ্যমে যে এসিড তৈরি হয় তাকে নিউক্লিক এসিড বলে ।

১৩। জিন ব্যাংক কী?

উঃ জিন ব্যাংক হলো এক ধরনের বড় রেফ্রিজারেটর যার মধ্যে জননকোষ, বীজ, ভ্রূণ ইত্যাদি বিভিন্ন তাপমাত্রায় দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হয় এবং এগুলো নির্দিষ্ট সময় পরে পুনরায় কার্যকর হয়।

১৪। জিন কী?

উঃ DNA -এর যেসব উপাদান বংশগতি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে তাকে জিন বলে। অর্থাৎ জিন হলো বংশগতির ধারক ও বাহক।

১৫। বায়োগ্যাস কী? 

উঃ  বিভিন্ন সজীব বস্তু বা জীবজ বর্জ্য পদার্থ অণুজীবের সাহায্যে রূপান্তরিত হয়ে যে বিশেষ মিশ্রিত জ্বালানি গ্যাস উৎপন্ন করে তাকে বায়োগ্যাস বলে।

১৬। GMO কী? 

উঃ  GMO-এর পূর্ণরূপ হলো- Genetically Modified Organism. অর্থাৎ, জিন প্রকৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত জিন স্থাপন করে নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন যে সকল জীব উৎপাদন করা হয় তাকে GMO বলা হয়।

১৭। তুন্দ্রা বায়োম কাকে বলে? 

উঃ  অধিকাংশ সময়ে বরফে ঢাকা বা আবৃত অঞ্চলকে তুদ্ৰা বায়োম বলে।

১৮। মাইটোসিস কোষ বিভাজন কী?

উঃ জটিল ও ধারাবাহিক যে প্রক্রিয়ায় জীবের মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস ও পরেসাইটোপ্লাজম (Cytoplasm)-এর বিভাজনের মাধ্যমে একই আকার-আকৃতিসম্পন্ন মাতৃকোষের

ন্যায় দুটি কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি বলে।

১৯। স্যাটেলাইট কী? 

উঃ গৌণ সংকুচিত অংশ ক্রোমোজোমের একপ্রান্তে থাকলে তৎসংলগ্ন ক্ষুদ্র বাহুকে স্যাটেলাইট বলে।

২০। যোজক কলা বলতে কী বুঝ?

উঃ মেসোডাম উদ্ভূত যে কলা দেহের গাঠনিক, যান্ত্রিক ও প্রতিরক্ষামূলক ভূমিকা পালনের পাশাপাশি অন্যান্য কলার সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এদের পুষ্টির যোগান, বৃদ্ধি ও বিভেদিকরণে সহায়তা করে তাকে যোজক কলা বলে।

২১। নিউক্লিওলাস কী? 

উঃ নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোলাকার, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটিকে নিউক্লিওলাস বলে।

২২। হটস্পট কি? 

উঃ  অত্যধিক জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকাকে হটস্পট বলে।

২৩। রিকম্বিন্যান্ট DNA কি? 

উঃ  একটি DNA অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি DNA অণুকে প্রতিস্থাপন করে নতুন DNA অণু তৈরির প্রযুক্তিকে rDNA প্রযুক্তি বলা হয়।

২৪। বায়োমাস কি? জীবভর কী? 

উঃ  পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর অথবা একটি নির্দিষ্ট পুষ্টিস্তরে জীবের মোট সংখ্যা বা পরিমাণকে বায়োমাস (Biomass) বলে।

২৫। নিউক্লিওটাইডের সংজ্ঞা দাও। 

উঃ  DNA এর প্রধান প্রোটিন অংশ নিয়ে গঠিত রাইবোজ সুগারকে নিউক্লিওটাইড বলে।

২৬। প্লাজমিড কি? 

উঃ  Extrachromosomal, স্বপ্রতিলিপনে সক্ষম, ক্ষুদ্র গোলাকার DNA অণুকে প্লাজমিড বলে।

২৭। প্লাঙ্কটন কি? 

উঃ  পানির উপর ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যারা পানির স্রোত বা ঢেউ দ্বারা স্থানান্তরিত হয় তাদেরকে প্ল্যাঙ্কটন (Plankton) বলে।

২৮। ইন্টারক্যালেটেড ডিস্ক কাকে বলে?

উঃ  কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা অণুবীক্ষণিক সংযোগকে ইন্টারক্যালেটেড ডিস্ক বা আন্তঃসচিত ডিস্ক বলে।

২৯। ইকোসিস্টেমের সংজ্ঞা দাও। 

উঃ  যে গতিময় পদ্ধতিতে জীব ও জড় পরিবেশের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া ঘটে এবং এর ফলে এদের গঠন ও কাজের পরিবর্তন সাধিত হয়। সেই গতিময় পদ্ধতিকে ইকোসিস্টেম বলে।

৩০। জৈবিক ঘড়ি কি? 

উঃ  জীবের শারীরবৃত্তীয় সমস্ত কার্যকলাপ যে বিশেষ ছন্দের মাধ্যমে সম্পন্ন হয়, তাকে জৈবিক ঘড়ি বলে।

৩১। কলা কি? 

উঃ  নির্দিষ্ট ভ্রূণীয় স্তর হতে উৎপন্ন একই বা বিভিন্ন আকার-আকৃতির কতকগুলো কোষ যখন গুচ্ছবদ্ধভাবে একই স্থান হতে উৎপত্তি লাভ করে প্রায় একই ধরনের কাজ সম্পাদন করে তখন ঐ কোষ সমষ্টিকে কলা বা Tissue বলা হয়।

৩২। রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে?

উঃ  যে সমস্ত এনজাইম DNA অণুর নির্দিষ্ট ক্রমপর্যায়িক বেস বিশিষ্ট স্থানগুলোকে খণ্ডিত করে তাদেরকে রেস্ট্রিকশন এনজাইম বলে।

৩৩। স্পার্মিওজেনেসিস কাকে বলে?

উঃ  যে জটিল প্রক্রিয়ায় স্পার্মিওটিডগুলো রূপান্তরিত হয়ে শুক্রাণু গঠন করে তাকে স্পার্মিওজেনেসিস বলে।

৩৪। ক্রোমাটিড কি? 

উঃ  কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার কক্ষ ব্যতীত অনুদৈর্ঘ্যভাবে দ্বিখণ্ডিত হয়। এরকম প্রতিখণ্ডককে ক্রোমাটিড বলা হয়।

৩৫। কোষীয় অঙ্গাণুর সংজ্ঞা দাও।

উঃ  কোষের অভ্যন্তরে অবস্থিত সুনির্দিষ্ট আকার, আকৃতি ও কাজ বিশিষ্ট সজীব বস্তুগুলোকে কোষীয় অঙ্গাণু বলা হয়।

৩৬। এসিড বৃষ্টি কি? 

উঃ  নাইট্রোজেন এবং সালফারের এসব অক্সাইড বৃষ্টির পানিতে মিশে তৈরি করেছে এসিড। এসিড মিশ্রিত এ ধরনের বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে।

৩৭। বিয়োজক কাকে বলে? 

উঃ বিয়োজক হলো বিভিন্ন প্রকার অণুজীব। এরা বাস্তুতন্ত্রের মৃত জীবদেহ বিয়োজন ঘটিয়ে খাদ্য শক্তি গ্রহণ করে এবং জৈব অণুকে ভেঙে ফেলে। সাধারণত ছত্রাক ও ব্যাকটেরিয়া এর অন্তর্ভুক্ত।

৩৮। ঐচ্ছিক পেশি কাকে বলে?

উঃ যে সকল পেশি প্রাণীর ইচ্ছামত সংকোচিত বা প্রসারিত হয় তাদেরকে ঐচ্ছিক পেশি বলে ।

৩৯। কোষ মতবাদ কি? 

উঃ  ১৮১৯-১৮৪০ খ্রিস্টাব্দে জার্মান উদ্ভিদবিদ ম্যাথিয়াস জে. স্লেইডেন (Mathius J. Sleiden) এবং একই দেশের প্রাণিবিদ থিওডর শ্বোয়ান (Theodor Schwan) সর্বপ্রথম উল্লেখ করেন যে, কোষই হলো জীবদেহের একক এবং তিনি আরো উল্লেখ করেন যে, “কোষই হলো জীবনের মূল একক।” এটিই কোষ মতবাদ হিসেবে পরিচিত।

৪০। কোষের আত্মঘাতী থলিকা বলা হয় কাকে?

উঃ লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলিকা বলা হয়।

৪১। সরল কলা বলতে কী বুঝ?

উঃ যেসব কলা জীবদেহে সহজভাবে কাজ সম্পন্ন করে, তাদের সরল কলা বলা হয়।

৪২। নেকটন কী?

উঃ পানিতে যে প্রাণী সাধারণভাবে সাঁতার কেটে জীবনযাপন করে তাদেরকে নেকটন (Necton) বলে ।

৪৩। খাদ্যজাল কাকে বলে? 

উঃ অনেকগুলো খাদ্য শৃঙ্খল পারস্পরিক সম্পর্কযুক্ত থাকে তাকে খাদ্যজাল বা চক্র বলে।

৪৪। হিউমাস কী? 

উঃ অণুজীব উৎসেচের অণুঘটক প্রক্রিয়া দ্বারা জৈব পদার্থ বিয়োজনের ফলে অবশেষে গাঢ়, কাল বা বাদামি বর্ণের যে বস্তুটি সৃষ্টি হয়, তাকে হিউমাস বলা হয় ।

৪৫। কোষবিদ্যা কী? 

উঃ মাইটোকন্ড্রিয়া কোষের সমগ্র জৈবেনিক কাজের শক্তি ক্রেবস চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট ইত্যাদির মাধ্যমে সরবরাহ করে বলে একে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলে। অর্থাৎ, মাইটোকন্ড্রিয়াকে কোষের powerhouse বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মাইটোসিস কী? এর গুরুত্ব ও তাত্পর্য লেখ। ১০০%

অথবা, মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব ও তাত্পর্য লিখ।

২। যোজক/পেশী কলা কী? যোজক/পেশী কলার বৈশিষ্ট্য লেখ। ১০০%

৩। খাদ্য শৃঙ্খল কি? বাস্তুতন্ত্রের উপাদানসমূহের নাম লেখ। ১০০%

অথবা, বাস্তুতন্ত্রের সজীব উপাদানসমূহ বর্ণনা কর।

৪। আরএনএ(RNA) এর প্রকারভেদ ও কাজ লেখ। ১০০%

৫। জৈব প্রযুক্তি কি? জৈব প্রযুক্তির গুরুত্ব ও তাত্পর্য লিখ। ১০০%

অথবা, কৃষি/চিকিৎসা ক্ষেত্রে জৈব প্রযুক্তির ব্যবহার লেখ। ১০০%

৬। ইনসিটু সংরক্ষণ কি? ইনসিটু সংরক্ষণের গুরুত্ব লেখ। ১০০%

অথবা, ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লিখ।

৭। সম্পদ বলতে কী বুঝ? উদাহরণসহ সম্পদের শ্রেণিবিন্যাস কর। ১০০%

৮। নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য লেখ। ১০০%

৯। মানব স্বাস্থ্যের উপর পানি দূষণের প্রভাব বর্ণনা কর। ১০০%

অথবা, বায়ূ দূষণ কি? বায়ুদূষণের কারণসমূহ লিখ।

১০। মানব কল্যাণে বা চিকিৎসাক্ষেত্রে জিন প্রকৌশলের প্রয়োগ ও গুরুত্ব লিখ। ১০০%

১১। জিন ক্লোনিং কি? এর নীতিমালা উল্লেখ কর। ৯৯%

অথবা, জিন কি? জিনের বৈশিষ্ট্যসমূহ লিখ।

১২। তন্দ্রা বায়াম কি? তন্দ্রা বায়ামের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%

অথবা, বায়োম কি? তৃণ ভূমি বায়োম বর্ণনা কর।

১৩। মাইটোসিস ও মিয়োসিসের কোষ বিভাজনের পার্থক্য কর। ৯৯%

অথবা, লাইসোজম এবং রাইবোজোমের কাজ লিখ। ৯৯%

১৪। কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১৫। ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশীর মধ্যে পার্থক্য কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। নিউরন কী? চিত্রসহ একটি নিউরনের/নিউক্লিয়াসের গঠন ও কাজ বর্ণনা কর। ১০০%

২। মায়োসিস কোষ বিভাজন ‘প্রোফেজ-১’-এর চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। ১০০%

৩। ক্রোমোজোম কি? চিত্রসহ ক্রোমোজোমের গঠন (ভৌত ও রাসায়নিক) ও কাজ বর্ণনা কর। ১০০%

৪। জীব ভূ-রাসায়নিক চক্র কী? কার্বন চক্রের বিবরণ দাও। ১০০%

অথবা, নাইট্রোজেন চক্র কী? প্রকৃতিতে নাইট্রোজেন চক্র বর্ণনা কর। 

৫। পানি দূষণ কী? পানি দূষণের উৎস ও ক্ষতিকর প্রভাব ও প্রতিকারের উপায় বর্ণনা কর। ১০০%

৬। জিন কী? জিনের গঠন ও কাজ বর্ণনা কর। ১০০%

৭। জিন ক্লোনিং কী? জিন ক্লোনিং এর কৌশল বর্ণনা কর। ১০০%

৮। নবায়নযোগ্য সম্পদ কী? নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য

সম্পদের ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা কর। ১০০%

৯। জৈব-প্রযুক্তি কি? কৃষি ক্ষেত্রে ও চিকিৎসা ক্ষেত্রে জৈব-প্রযুক্তির ব্যবহার আলোচনা কর। ১০০%

১০। জনগোষ্ঠীর সংজ্ঞা দাও। পপুলেশন বৃদ্ধির লজিস্টিক মডেল ব্যাখ্যা কর। ১০০%

অথবা, পপুলেশন বর্ধন কী? পপুলেশনের ‘J’ আকৃতির এবং ‘S’ আকৃতির বর্ধন ব্যাখ্যা কর। 

১১। অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে DNA-এর প্রতিলিপি গঠন বর্ণনা কর। ৯৯%

১২। জিন প্রকৌশলকৃত Escherichia coli থেকে ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%

১৩। ইন-সিটু সংরক্ষণ কি?ইন/এক্স-সিটু সংরক্ষণের গুরুত্ব আলোচনা কর। ৯৯%

১৪। পরিবেশ দূষণ কি? পরিবেশ/বায়ু দূষণের উৎস ও ক্ষতিকর প্রভাব ও প্রতিকারের উপায় বর্ণনা কর। ৯৮%

১৫। যোজক কলা কাকে বলে? বিভিন্ন প্রকার যোজক কলার গঠন ও কাজ লিখ। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*