অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইতিহাস বিষয় দক্ষিণ এশিয়ার ইতিহাস ২১১৫০৭ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উঃ সোমনাথ মন্দির ভারতের গুজরাটের কাথিয়াবাড়ে অবস্থিত।
২। কৌটিল্য কে ছিলেন?
উঃ কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী।
৩। মগথের রাজধানীর নাম কী?
উঃ মগধের রাজধানীর নাম হলো- রাজগৃহ বা রাজগীর।
৪। রাজতরন্গিনী কে রচনা করেন?
উঃ কলহন।
৫ কুতুব মিনার কোাথায় অবস্থিত?
উঃ কুতুব মিনার দিল্লীতে অবস্থিত।
৬। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
৭। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন?
উঃ ইবনে বতুতা মরক্কো দেশের পর্যটক ছিলেন।
৮। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক ।
৯। দিল্লী সালতানাতের পতন হয় কত খ্রিস্টাব্দে?
উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে।
১০। সিন্ধু সভ্যতা অন্য কী নামে পরিচিত?
উঃ নগর কেন্দ্রিক সভ্যতা নামে পরিচিত।
১১। “কিতাবুল হিন্দ” গ্রন্থের রচয়িতা কে?
উঃ “কিতাবুল হিন্দ” গ্রন্থের রচয়িতা হলেন আল-বেরুনী ।
১২। হর্ষচরিত এর রচয়িতা কে?
উঃ ‘হর্ষচরিত’ এর রচয়িতা হলেন বানভট্র।
১৩। রামায়ণের সংকলক ?
উঃ রামায়নের সংকলক হলেন কত্তিবাস
১৪। গপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ গুপ্ত সাষ্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত।
১৫। বৌদ্ধধর্মের প্রবর্তক কে?
উঃ বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ।
উঃ মহেঞ্জদারাে শব্দের অর্থ হলাে মূতের স্থূপ।
১৭। সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কত হয়?
উঃ ১৯২২ সালে।
১৮। ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্বাপন করেন কে?
উঃ মুহস্মদ ঘুরী ভারত স্থায়ী মুসলিম শাসনের
ভিত্তি স্থাপন করেন।
১৯। প্রতীক তা্রমুদ্রার প্রবর্তন করেন কে?
উঃ মুহাম্মদ বিন তুঘলক প্রতীক তাষ্রমুদ্রার প্রবর্তন করেন।
২০। সবুক্তগীন কে ছিলেন?
উঃ সুলতান যাহমুদের পিতা ছিলেন।
২১। সুলতান যাহমুদর সবচেয়ে বড় অভিযান ছিল কানটি?
উঃ সােমনাথ মন্দির অভিযান।
২২। বেদ শব্দের অর্থ কী?
উঃ বেদ শব্দের অর্থ জ্ঞান।
২৩। আর্যদের আদি বাসস্বান কোথায়?
উঃ অধিকাংশ ঐতিহাসিকের মতে আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ায়।
২৪৷ আর্যদের ভাষা কি ছিল?
উঃ আর্যদের ভাষা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা।
২৫৷ জৈন ধর্মের প্রবর্তক কে?
উঃ জৈন ধর্মের প্রবর্তক হলেন মহাবীর।
২৬। হরপ্পা কোন জেলায় অবস্থিত?
উঃ হরপ্পা পাকিস্তানের পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারী জেলায় অবস্থিত।
২৭। কুষাণ সম্রাট কণিষ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কুষাণ সম্রাট কনিস্কের রাজধানীর ছিল পেশােয়ারে।
২৮। হরিষেন কে ছিলেন?
উঃ সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিষেন।
২৯। শাহনামা রচনা করেন ক?
উঃ সুলতান মাহমুদের সভাকবি ফেরদৌসী।
৩০। কিরান-উস-সাদাইন’ গ্রন্বের রচয়িতা কে?
উঃ কিরান-উস-সাদাইন গ্রন্থের রচয়িতা আমীর খসরু।
৩১। সম্র্রাট বাবরের পূর্ণনাম কী?
উঃ সম্ত্রাট বাবরের পূর্ণনাম জহিরুদ্দিন যােহাস্মদ বাবর।
৩২। ‘গাজী মালিক কার উপাধি ছিল?
উঃ গিয়াসউদ্দিন তুঘলকের।
৩৩। ‘খারাজ কী?
৩৪। কুতুবমিনারের নামকরণ হয় কার নামানুসারে?
উঃ কুতুবউদ্দিন কাকী নামক দরবেশের নামানুসারে কুতুব মিনারের
নামকরণ হয়।
৩৫। হিযালয় ভারতবর্ষ্ধর কোন দিকে অবস্থিত?
উঃ হিমালয় ভারতবর্ষের উত্তর দিকে অবিস্থৃত।
কোথায় ছিল?
৩৬। কুরু জনপদের রাজধানী
৩৭। মহেঞ্आদারাের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্যকীর্তি কোানটি?
উঃ বৃহৎ স্নানাগার।
৩৮। হিউয়েন সাং কখন ভারতে এসেছিলেন?
উঃ হিউয়েন সাং সপ্তম শতকে ভারতবর্ষে এসেছিলেন(৬৩০-৬৪৪ খিঃ)।
৩৯। অশোক কোন যুদ্ধে অংশ নিয়েছিলেন?
উঃ অশােক কলিঙ্গ যুদ্ধে অংশ নিয়েছিলন।
৪০। কাকে আলেক্সান্ডার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন?
উঃ রাজা পুরুকে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন।
৪১। পাটনার প্রাচীন নাম কি?
উঃ পাটনার প্রাচীন নাম পাটলিপুত্র।
৪২।
৪৩। জিয়াউদ্দিন বারানী রচিত একটি গ্রন্থর নাম লিখ।
উঃ জিয়াউদ্দিন বারানী রচিত গ্রন্তের নাম ‘তারিখ-ই-ফিিরোজ শাহী।
৪৪। মালিক কাফুর কে?
উঃ মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির অন্যতম সেনাপতি।
৪৫। ইলতুৎমিশ প্রবর্তত রৌপ্য মুদ্রার নাম কি?
উঃ ইলতুৎমিশ প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম টংকা।
৪৬। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ খলজিি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজী।
৪৭। আর্য শব্দের অর্থ কি?
উঃ ‘আর্য শব্দের অর্থ সৎবংশজাত ব্যক্তি।
৪৮। ইন্ডিকার রচয়িতা কে?
উঃ ইন্ডিকা গ্রন্থের বচয়িতা মেগাস্থিনিস।
৪৯। সুলতানা রাজিয়াোনবশর শাসুক্ছিল।
উঃ সুলতানা রাজিয়া যামলুক বংশর শাসক ছিলেন।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। খলজী বিপ্লব বলতে কী বুঝ? ১০০%
২। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলো কী কী? ১০০%
৩। সমুদ্র গুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হয় কেন? ১০০%
৪। মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তর করেছিলেন কেন? ১০০%
৫। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধর। ১০০%
৬। তুঘলক বংশের পতনের জন্য ফিরোজ শাহ কতখানি দায়ী? ১০০%
৭। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণসমূহ লিখ। ১০০%
৮। চতুরামশ্রম বলতে কি বুঝ? ১০০%
৯। গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল? ১০০%
১০। জৈন ধর্মের মূলনীতিগুলো আলোচনা কর। ১০০%
১১। সিন্ধু সভ্যতার সময়কাল নির্দেশ কর। ৯৯%
১২। আলাউদ্দিন খলজীর সামরিক সংস্কার লিখ। ৯৯%
১৩। সুলতান মাহমুদের সোমনাথ বিজয়ের বিবরণ দাও। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ভারতের ইতিহাস পুনর্গঠনে শিলালিপি ও মুদ্রার গুরুত্ব বর্ণনা কর। ১০০%
২। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে একটি নিবন্ধ লিখ। ১০০%
৩। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে গৌতম বুদ্ধের মূল্যায়ন কর। ১০০%
৪। শিলালিপির আলোকে অশোকের ধম্ম ব্যাখ্যা কর। ১০০%
৫। আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৬। সুলতান আলাউদ্দিন খলজীর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যালোচনা কর। ১০০%
৭। দিল্লি সালতানাতের পতনের কারণসমূহ চিহ্নিত কর। ১০০%
৮। বলবানের রক্ত ও লৌহ নীতি ব্যাখ্যা কর। এই নীতি বাস্তবায়নে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? ১০০%
৯। বৌদ্ধধর্মের মূলনীতিগুলো আলোচনা কর। ১০০%
১০। দিল্লি সালতানাত সুদৃঢ়করণে সুলতান বলবনের অবদান মূল্যায়ন কর। ১০০%
১১। কুষাণ সম্রাট কনিস্কের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
১২। ভারতীয় উপমহাদেশের নদ নদীর প্রভাব আলোচনা কর। ৯৯%
১৩। সিন্ধু সভ্যতার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*