অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় প্রধান প্রধান বৈদেশিক সরকার ২১১৯০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মার্কিন সংবিধানের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উঃ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, লিখিত ব্যবস্থা, দুষ্পরিবর্তনীয় সংবিধান, বিচার বিভাগীয় প্রাধান্য।
২। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি?
উঃ হাউস অফ কমন্স (The house of commons)।
৩। Parliamentary Government of Britain” গ্রন্থটির লেখক কে?
উঃ গ্রন্থটির রচয়িতা H. J. Laski.
৪। গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কি?
উঃ গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য ।
৫। ব্রিটেনের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ লর্ডসভা।
৬। ম্যাগনাকার্টা কি?
উঃ ১২১৫ সালের ১৫ জুন রুনিমিড প্রান্তর রাজা জন ও ব্যারনদের মধ্যে কতকগুলো গুরুত্বপূর্ণ অধিকারের দাবি সংবলিত যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় তাই ম্যাগনাকার্টা
বা মহাসনদ নামে পরিচিত।
৭। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
উঃ ৪ বছর।
৮। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ব্যাখ্যাকারী কে?
উঃ মার্কিন সুপ্রিম কোর্ট ।
৯। মার্কিন কংগ্রেসে উচ্চ কক্ষের নাম কি?
উঃ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
১০। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত?
উঃ ৫৩৮ জন ।
১১। ফ্রান্সের সরকারপ্রধান কে?
উঃ প্রধানমন্ত্রী ।
১২। ফ্রান্সে কোন ধরনের দলব্যবস্থা বিদ্যমান?
উঃ বহুদলীয় ব্যবস্থা।
১৩। ফরাসি বিপ্লবের স্লোগান কি?
উঃ ফরাসি বিপ্লবের স্লোগান ছিল, স্বাধীনতা, সাম্য, ও সৌভ্রাতৃত্ব (Liberty, Equality and Fraternity)।
১৪। কাকে তুলনামূলক রাজনীতির জনক বলা হয়।
উঃ গ্রিক দার্শনিক এরিস্টটল।
১৫। দুইজন এটি তারিকের নাম লিখ।
উঃ ভিলফ্রেডো প্যারেটো, গায়েটানো মসকা, রবার্ট মিশেলস প্রমুখ।
১৬। ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রবক্তা কে?
উঃ ফরাসি দার্শনিক মন্টেস্কু।
১৭। ফিডব্যাক কি?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে ইনপুট ও আউটপুটের মধ্যে সমতা বিধানের কাজ সম্পাদিত হয় তাকে ফিডব্যাক বলে।
১৮। The Politics of the Developing Areas’ গ্রন্থটি সম্পাদন করেন কে?
উঃ গ্যাব্রিয়েল অ্যালমন্ড ও জেমস কোলম্যান।
১৯। ‘The Mother of all Constitutions কোন দেশের শাসনতন্ত্রকে বলা হয়।
উঃ গ্রেট ব্রিটেনের শাসনতন্ত্র বা সংবিধানকে।
২০। গ্রেট ব্রিটেন কোন কোন অঙ্গরাজ্য নিয়ে গঠিত?
উঃ ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড।
২১। “The British Constitution is the mother of all Constitutions” ব্রিটিশ সংবিধান সম্পর্কে এ মন্তব্যটি কার?
উত্তর: অধ্যাপক মুনরো-এর।
২২। মহাসনদ কত সালে সম্পাদিত হয়?
উঃ ১২১৫ সালের ১৫ জুন-এ।
২৩। ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান।” -উক্তিটি কার?
উঃ অধ্যাপক ডাইসি।
২৪। Introduction to the Law of the Constitution গ্রন্থটির রচয়িতা কে?
উঃ অধ্যাপক ডাইসি (১৮৮৫)।
২৫। ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ ১. অলিখিত ও ২. নিয়মতান্ত্রিক
রাজতন্ত্র ।
২৬। বিল অব রাইটস’ কত সালে অনুমোদিত হয়।
উঃ ১৬৮৯ সালে।
২৭। রক্তপাতহীন বিপ্লব বলা হয় কোন বিপ্লবকে ?
উঃ ১৬৮৮ সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবকে (bloodless revolution) রক্তপাতহীন বিপ্লব বলা হয়।
২৮। ব্রিটেনের ‘গৌরবময় বিপ্লব’ কত সালে অনুষ্ঠিত হয়।
উঃ ব্রিটেনের ‘গৌরবময় বিপ্লব ১৬৮৮ সালে অনুষ্ঠিত হয়।
২৯। The Act of settlement’ কত সালে প্রণীত হয়।
উঃ ১৭০১ সালে।
৩০। মে-ফ্লাওয়ার” কি?
উঃ মে-ফ্লাওয়ার ছিল একটি চুক্তি যা ১৬২০ সালের ২১ নভেম্বর মে ফ্লাওয়ার নামক জাহাজে সম্পাদিত হয়।
৩১। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে?
উঃ বৃটেনের নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে।
৩২। কোন রাজার আমলে ক্যাবিনেট শব্দের উৎপত্তি?
উঃ রাজা দ্বিতীয় চার্লস-এর আমলে।
৩৩। ব্রিটেনের ক্যাবিনেট নেতা কে?
উঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী।
৩৪। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ রবার্ট ওয়ালপোল।
৩৫। ব্রিটেনে কমন্সসভার সভাপতি কে?
উঃ স্পিকার।
৩৬। ব্রিটিশ কমন্সসভার সদস্য সংখ্যা কত?
উঃ ৬৫০ জন।
৩৭। অর্থ বিল বলতে কি বুঝ?
উঃ কমন্সসভায় রাজা/রানির সম্মতিক্রমে অর্থমন্ত্রী যে বিল পেশ করেন তাকে অর্থবিল বলে।
৩৮। কমন-ল কি?
উঃ ব্রিটিশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো প্রথাগত আইন। ব্রিটেনের প্রচলিত এসব আইন ব্যবস্থাকে কমন-ল বলে।
৩৯। ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করে কোন প্রতিষ্ঠানকে?
উঃ রাজা বা রাণীকে।
৪০। ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের?
উঃ দ্বি-দলীয় ব্যবস্থা।
৪১। যুক্তরাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলো কী কী?
উঃ ১. রক্ষণশীল দল (Conservative Party); ২. শ্রমিক দল (Labour party); ৩. সামাজিক গণতন্ত্রী দল (Social Democratic Party); ৪. কমিউনিস্ট দল (Communist Party)।
৪২। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ জর্জ ওয়াশিংটন।
৪৩। কত খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় এবং কার নেতৃত্বে?
উঃ ১৭৮৭ সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে।
৪৪। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি কোন ধরনের?
উঃ রাষ্ট্রপতি শাসিত।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বিচার বিভাগীয় পর্যালোচনা কী? ১০০%
২। সাংবিধানিক রীতিনীতি বলতে কী বুঝ? ১০০%
৩। পালামেন্টের সার্বভৌমত্ব বলতে কী বুঝ? ১০০%
৪। ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য’ নীতি বলতে কী বুঝ? ১০০%
৫। মার্কিন সিনেটের গঠন সম্পর্কে আলোচনা কর। ১০০%
৬। ফ্রান্সের দলীয় ব্যবস্থার বর্ণনা দাও। ১০০%
৭। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি বুঝ? ১০০%
৮। প্রথা কি? প্রথা কেন মান্য করা হয়? ১০০%
৯। রাজকীয় বিশেষাধিকার বলতে কী বুঝ? ১০০%
১০। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কী বুঝ? ১০০%
১১। ফরাসি মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলতে কী বুঝ? ৯৯%
১২। অভিসংশন ও ইলেকটোরাল কলেজ কি? ৯৯%
১৩। ফরাসি পার্লামেন্টের গঠন লিখ। ৯৯%
১৪। ব্রিটেনে লর্ভসভার গঠন সম্পর্কে লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ব্রিটিশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
২। ব্রিটিশ ক্যাবিনেটের একনায়কতন্ত্রের কারণগুলো আলোচনা কর। ১০০%
৩। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৪। মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৫। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটিশ লর্ড সভার মধ্যকার তুলনামূলক আলোচনা কর। ১০০%
৬। “ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার সমন্বয়” – আলোচনা কর। ১০০%
৭। প্রথা কী? আইন ও প্রথার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। বিচার বিভাগীয় পর্যালোচনা কি? মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা আলোচনা কর। ১০০%
৯। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো আলোচনা কর। ১০০%
১০। ফরাসি পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
১১। ব্রিটিশ কমন্সসভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর । ৯৯%
১২। ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১৩। মার্কিন প্রতিনিধি সভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১৪। ব্রিটিশ সংবিধানের বিবর্তনের ইতিহাস বর্ণনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*