অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় বাংলাদেশ স্টাডিজ ২১২১০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। উপজাতীদের সাথে শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৯৭ সালের ৭ ডিসেম্বর।
২। বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী?
উঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ।
৩। বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় কী?
উঃ বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় সংকর জাতি।
৪। কবে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ আইন পাস হয়?
উঃ লর্ড কর্ণওয়ালিশ ১৭৯৩ সালের ২২ মার্চ প্রবর্তন করেন।
৫। ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়?
উঃ ইংরেজি ১৭৭০ সালে এবং বাংলা ১১৭৬ সালে। ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয়।
৬। যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল?
উঃ যুক্তফ্রন্টের দফা ছিল ২১টি।
৭। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উঃ এ কে ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ পাঞ্জাবের লাহোরে উত্থাপন করেন।
৮। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন— হোসেন শহীদ সোহ্রাওয়াদী ছিলেন।
৯। সংবিধানে কখন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উঃ সংবিধানে ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
১০। শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
উঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
১১। শহরে সংস্কৃতি কী?
উঃ শহর জীবনে যেসব আধুনিক আচার-আচরণ জীবন ধারা তাকে শহর সংস্কৃতি বলে।
১২। গম্ভীরা কোন অঞ্চলের লোক সংগীত?
উঃ গম্ভীরা রাজশাহী অঞ্চলের লোক সংগীত।
১৩। কে প্রথম প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যয়টি ব্যবহার করেন?
উঃ সমাজবিজ্ঞানী রবার্ট-ই-পার্ক ১৯২৮ সালে সর্বপ্রথা ব্যবহার করেন।
১৪। প্রাচীন বাংলার জনপদগুলোর নাম লিখ।
উঃ ১. বঙ্গ, ২. গৌড়, ৩. পুণ্ড্র, ৪, রাঢ়, ৫. সমতট, ৬. সূহ্ম ও ৭. হরিকেল।
১৫। বাংলাদেশের আয়তন কত?
উঃ ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. এবং সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কি.মি. ।
১৬। প্রাচীন কালে কোন অংশকে/অঞ্চলকে বঙ্গ বলা হতো?
উঃ গঙ্গার দুই প্রধান স্রোত ভাগীরথীও পদ্মার মধ্যবর্তী ব-দ্বীপকে বঙ্গ বলা হতো।
১৭। কত সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়।
উঃ ১৭৫৭ সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়।
১৮। বাংলার নবজাগরণের পথিকৃৎ কারা?
উঃ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া ও শেরে বাংলা এ. কে ফজলুল হক।
১৯। Renaissance’ শব্দের অর্থ কি?
উত্তর: Renaissance’ শব্দের অর্থ হলো নবজাগরণ।
২০। ঋণ সালিশী বোর্ড কে গঠন করেন।
উঃ ঋণ সালিশী বোর্ড গঠন করেন শেরে বাংলা একে ফজলুল হক।
২১। বিজাতি তত্ত্ব কী?
উত্তর: মুহম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রণিত ভাষণকে দ্বিজাতি তত্ত্ব বলে।
২২। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ জনাব আবুল কাশেম।
২৩। কে কবে ছয় দফা দাবি উত্থাপন করেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে উত্থাপন করেন।
২৪। রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উঃ রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত হয়।
২৫। বাঙালি জাতির মুক্তির সনদ’ কোনটি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ছয় দফা দাবি।
২৬। অপারেশন সার্চলাইট কি?
উঃ ১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালিদের উপর যে বর্বরোচিত অতর্কিত হামলা করেছিলো তাকে অপারেশন সার্চ লাইট বলে ।
২৭। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কখন ও কোথায় গঠিত হয়।
উঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের মুজিব নগরে গঠিত হয় ।
২৮। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৯। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ তাজউদ্দিন আহমেদ।
৩০। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পন দলিলে কে কে স্বাক্ষর করেন?
উঃ জগৎসিং আরোরা ও পাকিস্তানের নিয়াজি।
৩১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায়, কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায়, কত সালে শহিদ হন।
উঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১৯২০ সালে ১৭ মার্চ জন্মগ্রহন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঢাকার ধানমন্ডি ৩২ নং বাসায় শহিদ হন।
৩২। মুক্তিযুদ্ধে মোট কতটি সাব সেক্টর ছিল?
উঃ মোট ৬৪টি সাব সেক্টর ছিল।
৩৩। উপসংস্কৃতি কি?
উঃ জাতীয় সংস্কৃতির অংশকে উপসংস্কৃতি বলে।
৩৪। সাংস্কৃতিক দ্বন্ধ কি?
উঃ দুই বা ততোধিক সংস্কৃতির মধ্যকার বিরোধকে সাংস্কৃতিক দ্বন্ধ বলা হয় ।
৩৫। বাংলা সনের প্রবর্তক কে ছিলেন?
উঃ বাংলা সনের প্রবর্তক হলেন সম্রাট আকবর ।
৩৬। সাংস্কৃতিক ব্যবধান ধারণার প্রবক্তা কে?
উঃ ডব্লিউ. এফ. অগবার্ন (W.F. Ogburn)। –
৩৭। নকশি কাথা কি?
উঃ নকশি কাঁথা এক ধরনের লোক বুনন
শিল্প ।
৩৮। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
উঃ দীনেশ চন্দ্র সেন ।
৩৯। প্রান্তিক জনগোষ্ঠি কারা?
উঃ কামার, কুমার, বেদে, ওকা, জেলে, নাপিত ও ঋষি ইত্যাদি ।
৪০। চাকমা সমাজের প্রধান কে?
উঃ চাকমা রাজা ।
৪১। আদিবাসী কারা?
উঃ গারো, সাঁওতাল, মুর, চাকমা ও শিয়াং।
৪২। বাংলাদেশের কোন কোন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
উঃ গারো, খাসিয়া, সাঁওতাল।
৪৩। গারোরা বাংলাদেশের কোন এলাকায় বাস করে।
উঃ গারোরা বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় বাস করে।
৪৪। নরগোষ্ঠী কি?
উঃ নরগোষ্ঠী হচ্ছে জনসংখ্যার এমন এক অংশ যারা উত্তরাধিকার প্রাপ্ত কতগুলো সাধারণ দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী তাদেরকে নরগোষ্ঠী বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আলীগড় আন্দোলন কী? ১০০%
২। ‘বাঙালি একটি সংকর জাতি’—ব্যাখ্যা কর। ১০০%
৩। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৪। ভাষা আন্দোলনের কারণ উল্লেখ কর। ১০০%
৫। ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়? ১০০%
৬। সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্যসমূহ উল্লেখ কর। ১০০%
৭। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৮। সাংস্কৃতিক দ্বন্দ্ব ও লোকসংস্কৃতি কি ? ১০০%
৯। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
১০। রাখাইনদের জীবনধারা সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
অথবা, সাঁওতালদের জীবনধারা সম্পর্কে লিখ।
১১। মুক্তিযুদ্ধের সেক্টরগুলো বর্ণনা কর। ৯৯%
১২। মুজিবনগর সরকার সম্পর্কে লিখ। ৯৯%
১৩। লোকসংস্কৃতি ও আধুনিক সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৪। প্রান্তিক জনগোষ্ঠী কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বাঙালি জনগোষ্ঠীর উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর। ১০০%
২। ব্রিটিশ আমলে বাংলার আর্থসামাজিক ইতিহাস বর্ণনা কর। ১০০%
৩। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়েরর কারণ বর্ণনা কর। ১০০%
৪। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর। ১০০%
৫। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা কর। ১০০%
৬। সাংস্কৃতিক দ্বন্দ্ব কী? সাংস্কৃতিক দ্বন্দ্ব দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা লিখ। ১০০%
৭। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর। ১০০%
৮। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন? সমাজসংস্কারে তাঁর অবদান মূল্যায়ন কর। ১০০%
৯। ভাষা আন্দোলন কি? বাংলার জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বা অবদান লিখ। ১০০%
১০। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
১১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাত্পর্য লিখ। ৯৯%
১২। লোকসংস্কৃতি বলতে কি বুঝ?
লোকসংস্কৃতির মানদণ্ডসমূহ উল্লেখ কর। ৯৯%
১৩। বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
১৪। বাংলাদেশের চাকমা জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*